Shes Bindu

Shes Bindu …”রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্ব?

রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৯ লাখ ব্যাগ। অথচ জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের

রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।

একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, দয়া করে এই ওয়েবসাইটটিতে রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। জরুরি রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে। হ্যাপি ব্লাড ডোনেটিং।

…”রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্বের চেয়েও বেশি কিছু”…

Lifetime Achievement
29/10/2022

Lifetime Achievement

আপনার রক্তে গ্রুপ কি? কবে রক্ত দিয়েছেন?
28/10/2022

আপনার রক্তে গ্রুপ কি? কবে রক্ত দিয়েছেন?

Help a Save Life
03/11/2020

Help a Save Life

17/10/2020

#চট্টগ্রামে B+ পজেটিভ রক্তদাতারা এগিয়ে আসুন।

💁রোগীর সমস্যা:- অপারেশন রোগী।
🔴রক্তের গ্রুপ:- B+ পজেটিভ
💉রক্তের পরিমাণ:- ১ব্যাগ
📆রক্তদানের তারিখ:-১৮ অক্টোবর
⌚রক্তদানের সময়:- সকাল ১১টার মধ্যে।
🏥রক্তদানের স্থান- চট্টগ্রাম মেডিকেল।
☎যোগাযোগ- ০১৭ ২৮১৮ ৪১৬৫ (মুছা)

নিজে ব্লাড দিতে না পারলেও পোস্টটি কপি ও শেয়ার করে ডোনার পেতে সহায়তা করুন।

13/10/2020

একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য এ বি পজিটিভ রক্ত দরকার।
স্থান চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

মোবাইল: 01813881215

10/10/2020

এক ব্যাগ এ নেগেটিভ রক্ত লাগবে বুধবারে।
মোবাইল নাম্বার Nashir 01818621589

উনার পিতার জন্য লাগবে। দয়া করে সহৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন।

09/10/2020

আগামীকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সকাল ৮ টায় একজন ভাইয়ের জন্য এবি পজেটিভ রক্তের দরকার।
মোবা: নং 01674557511

বিনামূলে আপনার রক্ত গ্রুপ জানতে আপনার নাম,মোবাইল নাম্বার পাঠিয়ে দিন। নিবন্ধনের  মাধ্যমে আমরা একটি নিদিষ্ট তারিখে  মোবাইল...
24/09/2020

বিনামূলে আপনার রক্ত গ্রুপ জানতে আপনার নাম,মোবাইল নাম্বার পাঠিয়ে দিন।
নিবন্ধনের মাধ্যমে আমরা একটি নিদিষ্ট তারিখে মোবাইল এসএমএস মাধ্যমে আপনাকে আমন্ত্রন জানানো হবে৷
আয়োজনে- শেষ বিন্দু-রক্তদান ক্লাব
সহযোগিতায়ঃ সাজ্জাদ হোসেন সাজ্জাদ
২৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী।

24/08/2020

রক্তগ্রহীতার জীবন রক্ষার চেষ্টা করা। কোরআন সরাসরি বলেছে, ‘যে কোনো একজন ব্যক্তির জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’ (সূরা মায়েদাহ, আয়াত ৩২)।

আমাদের এই গ্রুপ চট্টগ্রাম অবস্থায় যেকোন ব্যক্তি রক্তদানে সহযোগী করতে পারেন।

আপনি হলে আমাদের সুপার হিরো,আপনার সকল বন্ধুকে এখানে Invitation মাধ্যমে এই ভাল কাজের সাথে জড়িত থাকতে পারেন।

“সুপার ডোনার” - যে রক্তদাতা গভীর রাতেও রক্তদান করতে প্রস্তুত, হোক না সেটা রাত ১২ টা, কিংবা হোক না সেটা রাত ৩টা - আর দিনে তো অবশ্যই৷ ২৪ ঘন্টাই রক্তদানে প্রস্তুত এমন রক্তদাতারাই হলেন আমাদের "সুপার ডোনার"৷

“দুঃসাহসী ডোনার” - যে রক্তদাতা মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে দেশের যেকোন প্রান্তে যেতে প্রস্তুত, হোক না সেটা বাসা থেকে ১০ মাইল দূরে, কিংবা ১০০০ মাইল দূরে, রক্তের প্রয়োজনে এই রক্তদাতা সেখানেই ছুটে যেতে প্রস্তুত৷ এক জেলা থেকে আরেক জেলায়, চেনা - অচেনা যেকোন প্রান্তে, দুঃসাহসী মনোবল এবং ইচ্ছায়... কোন দূরত্বই দমিয়ে রাখতে পারে না এমন রক্তদাতাদের৷ মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর ইচ্ছা শক্তির কাছে কোন দূরত্বই আসলে দূরত্ব নয় তাদের জন্য৷

24/08/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Shes Bindu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shes Bindu:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share

…”রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্বের চেয়েও বেশি কিছু”…

আপনি জানেন কি?

রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৯ লাখ ব্যাগ। অথচ জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।

একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, দয়া করে এই ওয়েবসাইটটিতে রক্তদাতা হিসাবে রেজিস্ট্রেশন করুন। জরুরি রক্তের প্রয়োজনে রোগীরাই আপনাকে খুঁজে নিবে। হ্যাপি ব্লাড ডোনেটিং।

কেন রক্তদান করবেন?