Asthma and Allergy Care

Asthma and Allergy Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma and Allergy Care, Medical and health, CHITTAGONG, Chittagong.

এই যে! আপনাকে বলছি!🔰শ্বাস-কষ্ট,এ-লার্জি,হা'পাঁনি,ঠা'ন্ডা,হা'চি, কা'শি,সর্দি) - হতে মুক্তি নিন দেড় থেকে দুই মাসে।  সম্পূর...
24/01/2024

এই যে! আপনাকে বলছি!

🔰শ্বাস-কষ্ট,এ-লার্জি,হা'পাঁনি,ঠা'ন্ডা,হা'চি, কা'শি,সর্দি) - হতে মুক্তি নিন দেড় থেকে দুই মাসে। সম্পূর্ণ ন্যা-চারাল ফুড সাপ্লি-মেন্ট সেবনের মাধ্যমে।

আমাদের থেকে সেবা কেন নিবেন! 👇

🔹 ১) শ্বাস-কষ্ট রো'গী ইনহে-লার ছাড়ুন ১০ দিনে, মে-ডিসিন ছাড়ুন ১৫ দিনে।
🔹 ২) আমাদের প্রতিটি প্রোডাক্ট দেশি-বিদেশী প্রাকৃতিক উপাদানে তৈরি।
🔹 ৩) আমাদের প্রোডাক্টসমূহ প্বার্শপ্র-তিক্রিয়া মুক্ত এবং ১০০% কার্যকরী। আমাদের রয়েছে শতশত রিভিও। আলহামদুলিল্লাহ।
🔹 ৪) সেবনের ২০ দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন ইনশা-আল্লাহ।
🔹 ৫) আমাদের প্রডাক্টটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের এবং BCSIR সনদপ্রাপ্ত।
🔹 ৬) সাড়া বাংলাদেশ হোম ডেলিভারি। ২৪/৭ সেবা তো থাকছেই ।

📩 বিস্তারিত জানতে Send Massage এ ক্লিক করুন, অথবা ০১৯৩৮৯৫৩৫২৬ এই নাম্বারে যোগাযোগ করুন।

16/11/2023

আসসালামুয়ালাইকুম
আপনি কি কোনো ধরনের এলার্জি, শ্বাসকষ্ট ,হাঁপানি , হাঁচি কাশি জনিত কোনো সমস্যায় ভুগছেন?
সঠিক চিকিৎসা সেবা নিতে ইনবক্স করুন ✅

🍀আসসালামুয়ালাইকুম☘️✅ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচ...
16/11/2023

🍀আসসালামুয়ালাইকুম☘️

✅ফুড সাপ্লিমেন্ট এটা কোনো এলোপাতি বা হোমিওপ্যাথি কিংবা হারবাল এর আওতা ভুক্ত নয়,,, এটা সম্পুর্ণ ন্যাচারল আইটেম এর সমন্বয়ে তৈরি বিজ্ঞান ভিত্তিক একটি ফর্মুলা,,

গবেষকরা গবেষণা করে প্রকৃতির প্রতিটি উপাধান কে মানুষের উপকারে ব্যাবহারের লক্ষেই এর আবিষ্কার,, কারণ সৃষ্টিকর্তা এমন কোনো রোগ মানব দেহে দেন না যার প্রতিষেধক তিনি প্রকৃতির মাঝে রাখে নাই,,,

সাধারণত প্রত্যেকটা খাবার বা ন্যাচারাল আইটেম এর একটা গুণ থাকে,, যা মানুষের দেহের কোনো না কোনো একটা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে,,, বিজ্ঞান আজ উন্নত হয়েছে তাই গবেষণায় বিষয় গুলো স্পষ্ট হয়ে আসছে,,

অনেকেই ফুড সাপ্লিমেন্ট কে হারবাল এর সাথে মিলাই ফেলে বলা হয় যে হারবাল ও তো আমাদের মতই,,, কিন্তু বাস্তবতা ভিন্ন,, হারবাল এর হিস্টোরি যদি দেখেন,, দেখবেন দাদা কবিরাজ ছিলো সেই সুত্রে বাবাও কবিরাজ তার সুত্রে ছেলেও কবিরাজ সম্পুর্ন বংস পরামপরায় একটা বিষয় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের নেই,,,

আর ফুড সাপ্লিমেন্ট একটি বিশেষজ্ঞ প্যানেল দারা গাইড লাইন করা হয়,, প্রতিটি সাপ্লিমেন্ট আবার সাইন্সল্যাব কতৃক টেস্ট করা হয়,, তারপর বাজারজাত করা হয়।

ন্যাচারাল ফুড খান,, নাচারালি সুস্থ্য থাকুন।
বিস্তারিত জানতে ইনবক্স করুন 👈।
call now: 01938953526

☘️আসসালামুয়ালাইকুম☘️♻️ আগে ধারণা ছিল এজমা একবার হলে আর সারে না। কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। ...
16/11/2023

☘️আসসালামুয়ালাইকুম☘️

♻️ আগে ধারণা ছিল এজমা একবার হলে আর সারে না। কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। প্রথমদিকে ধরা পড়লে এলার্জিজনিত এজমা রোগ একেবারে সারিয়ে তোলা সম্ভব। অবহেলা করলে এবং রোগ অনেক দিন ধরে চলতে থাকলে নিরাময় করা কঠিন হয়ে পড়ে।
উন্নত দেশের সব প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বর্তমানে বাংলাদেশেই রয়েছে। অপচিকিৎসা নিয়ে মৃত্যুবরণ কিংবা বৈদেশিক মুদ্রা অপচয় করে বিদেশে যাওয়ার কোন দরকার নেই।

বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন এখুনি 👈
অথবা কল করুন 📞 01938953526 এই নাম্বারে।

☘️আসসালামুয়ালাইকুম 🍀✅ সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে।একদিকে যেমন কবিরাজি,বৈদ্...
16/11/2023

☘️আসসালামুয়ালাইকুম 🍀

✅ সৃষ্টির শুরু থেকে এই পৃথিবীতে নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে।
একদিকে যেমন কবিরাজি,বৈদ্য,ঝাড়ফুঁক,পানি-পড়া এর মত অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি রয়েছে।তেমনি,এ্যালোপ্যাথিক,হোমিওপ্যাথিক হারবাল,আয়ুর্বেদিক,ইউনানি এর মত বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি রয়েছে।

লক্ষণীয় বিষয় হলো,সব ট্রিটমেন্টেই কিন্তু মানুষ কম-বেশি সুস্থ হয়।"কেউ সিঙ্গাপুর/ ভারত এর মতো চিকিৎসাবিজ্ঞানে এগিয়ে থাকা দেশে গিয়েও সুস্থ হয় না আবার কেউ পাশের গ্রামের কবিরাজি/পানি পড়া নিয়ে ও সুস্থ হয়ে যায়..

এখানে একটা বিষয় পরিষ্কার,অঢেল টাকা খরচ করা/উন্নত বিশ্বে যাওয়া মানেই সুস্থ হয়ে যাওয়া নয় আবার কবিরাজ/হুজুর বিশেষজ্ঞ ডাক্তার নয়।

প্রশ্নঃতাহলে সুস্থ হতে কি কি প্রয়োজন?
উত্তরঃশুধু "বিশ্বাস"।

বিশ্বাস সেটাই যেটা আমরা চোখে দেখতে পাই না,তবে মন থেকে প্রবলভাবে অনুভব করতে পারি।যেমন,"মিথ্যে বললে পাপ হয়,সালাম করলে দোয়া পাওয়া যায়"।এগুলোর কোনটাই আমরা চোখে দেখতে পায় না।আমরা শুনেছি এবং মন থেকে বেশিরভাগ মানুষ সুস্থ হতে পারে না কারণ তারা বিশ্বাসই করতে পারে না বিশ্বাস করেছি।

ঠিক সেভাবে আপনাকেও মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি সুস্থ হবেনই।বেশিরভাগ মানুষ সুস্থ হতে পারেনা কারন তারা মন থেকে বিশ্বাসই করতে পারেনা।
১.আমার বন্ধু রহিম সুস্থ হয়নি তার মানে আমিও অসুস্থ হতে পারব না
২.ডাক্তার বলছে সারাজীবন মেডিসিন খেয়ে যেতে হবে।তার মানে এই রোগ থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়।
৩.যদি এই রোগ থেকে সুস্থ হওয়া যেত, তাহলে এত এত রোগী কেন পৃথিবীতে?

এই যে মনের ভিতর থেকে একটা নেতিবাচক চিন্তা ভাবনা,এটার কারনেই আপনি সুস্থ হতে পারেন না/সুস্থ হবেন না।

তাই আপনি মন থেকে অনুভব করুন আপনি সুস্থ হবেন এবং বিশ্বাস সহকারে আমাদের উছিলা গ্রহন করুন।দেখবেন উপরওয়ালা আপনাকে অবশ্যই সুস্থতা দান করবেন..

Address

CHITTAGONG
Chittagong

Telephone

+8801938953526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma and Allergy Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram