M/S Ikbal medical hall

M/S Ikbal medical hall Your health partner....

 ভালো মানের দুইটা ডায়বেটিস টেস্ট মেশিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে সুলভ মূল্যে।★বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদ...
17/01/2025


ভালো মানের দুইটা ডায়বেটিস টেস্ট মেশিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে সুলভ মূল্যে।

★বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত,
★খুব সহজে ব্যবহারযোগ্য,
★এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি (যদিও নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই)
★সুলভ মূল্যে পর্যাপ্ত টেস্ট স্ট্রিপ পাবেন দেশের যে কোন প্রান্তে।
★নির্ভুল ডায়বেটিস টেস্ট রেজাল্টের নিশ্চয়তা।

কালেকশন পয়েন্ট #ইকবাল_মেডিকেল_হল অক্সিজেন মোড়,
জামান হোটেলের পাশে।

জরুরী মেরামত কাজ পরিচালনার জন্য দোকান আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। আমাদের সকল গ্রাহকদের  ...
16/07/2023

জরুরী মেরামত কাজ পরিচালনার জন্য দোকান আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে। আমাদের সকল গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ধন্যবাদ।

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।থ্যালাসেমিয়া একটা প্রাণঘাতী মরনব্যধি, তবে কিছুটা সাবধানতা অবলম্বন করলে এই রোগ প্রতিরোধ করা...
08/05/2023

৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

থ্যালাসেমিয়া একটা প্রাণঘাতী মরনব্যধি, তবে কিছুটা সাবধানতা অবলম্বন করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

তাই বিয়ের আগে অবশ্যই ছেলে মেয়ে দু'জনেরই রক্ত পরীক্ষা করা অত্যাবশ্যক।

স্বামী স্ত্রী যে কেউ একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে সন্তান জন্মের আগে থেকে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিলেও অনাগত বাচ্চাকে থ্যালাসেমিয়ার আক্রমণ থেকে বাঁচানো অনেকাংশেই সম্ভব।

তাই ভয় নয় প্রয়োজন সচেতনতা।

আপনাদের সেবাই ও স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শের জন্য সর্বদাই পাশে আছি।



ধন্যবাদ 💙

বাচ্চাদের দুধ ১৮ মাস থেকে ১০ বছর পর্যন্ত।ব্র্যান্ড:- বেবীকেয়ার ৩মেয়াদ :- ১২/০৬/২৩ওজন:- ৪০০ গ্রামএমআরপি ৬৩০ টাকাঅরিজিন :-...
24/02/2023

বাচ্চাদের দুধ ১৮ মাস থেকে ১০ বছর পর্যন্ত।

ব্র্যান্ড:- বেবীকেয়ার ৩
মেয়াদ :- ১২/০৬/২৩
ওজন:- ৪০০ গ্রাম
এমআরপি ৬৩০ টাকা
অরিজিন :- ফ্রান্স

সেল প্রাইস ৫৫০ টাকা (SALE)
FIXED

শুধু এক পিস আছে।

ঠিকানা :- মেসার্স ইকবাল মেডিকেল হল, অক্সিজেন মোড়।

দোকানে এসে নিতে হবে।

ধন্যবাদ...

14/11/2022

কষ্টার্জিত টাকায় ঔষুধ কেনার আগে ভালো করে যাচাই বাছাই করে কিনুন।
বিশ্বস্ত ঔষুধ বিপণনকারী প্রতিষ্ঠান থেকে ঔষুধ কেনার চেষ্টা করুন।
অযথা সস্তার পিছনে না ছুটে মানসম্পন্ন পন্য কিনুন। নিজে সুস্থ থাকুন পরিবারের সবাইকে সুস্থ রাখুন।

ধন্যবাদ....

সচেতনতা অবলম্বন করুন।শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখুন।আক্রন্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
10/10/2022

সচেতনতা অবলম্বন করুন।
শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখুন।
আক্রন্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।শারীরিক স্বাস্থ্যের মতই আপনার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন।
10/10/2022

আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

শারীরিক স্বাস্থ্যের মতই আপনার মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিন।

হাড় ও জোড়া ক্ষয় হবার কারণ:👉 দীর্ঘসময় দাড়িয়ে বা বসে একই ধরনের কাজ করা।👉 উচ্চ প্রোটিন যুক্ত খাবার গ্রহণ।👉 অতিরিক্ত লাবণ খা...
20/10/2021

হাড় ও জোড়া ক্ষয় হবার কারণ:

👉 দীর্ঘসময় দাড়িয়ে বা বসে একই ধরনের কাজ করা।
👉 উচ্চ প্রোটিন যুক্ত খাবার গ্রহণ।
👉 অতিরিক্ত লাবণ খাওয়া বা লবণাক্ত খাবার বেশি খাওয়া।
👉 রোদ এড়িয়ে চলা।
👉 অতিরিক্ত কফির আসক্তি।
👉 মদের আসক্তি।
👉 অতিরিক্ত কোমল পানীয় পান।
👉 ধুমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণ।
👉 ডায়াবেটিস, লিভার, কিডনি রোগ নিয়ন্ত্রণে না থাকলে।
👉 কোনো কারণে শরীরের হাড় ভাঙলে।
👉 অতিরিক্ত ওজন বহন করলে।
👉 শরীরে বিভিন্ন বাত রোগ থাকলে।
👉 বংশগত পরবর্তী জিনগত ত্রুটি।
👉 হাঁটাচলা বা ব্যায়াম না করলে।
👉 স্টেরয়েড জাতীয় ঔষধ গ্রহণ করলে।
👉 বয়স বাড়ার সাথে সাথে।
👉 মহিলাদের জরায়ু অপারেশন।
👉 মহিলাদের হরমোন ঘটতি হলে।
👉 হাইপার বা হাইপোথায়রয়িডিজম।
👉 অপুষ্টি।
👉 পেটের সমস্যা বা আইবিএস রোগ থাকলে।
👉 সুষম খাবার না খেলে।
👉 ভিটামিন ও মিনারেল জনিত ঘাটতি (ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, এ, কে, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস আরো অনকে কারণ রয়েছে)



THANK YOU.

 #বলুন_তো_আপনি_কতদিন_পূর্বে_কৃমির_ঔষুধ_খেয়েছিলেন?✓জেনে অবাক হবেন যে একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে ০.২ মিলিলিটার রক...
02/09/2021

#বলুন_তো_আপনি_কতদিন_পূর্বে_কৃমির_ঔষুধ_খেয়েছিলেন?

✓জেনে অবাক হবেন যে
একটি কৃমি মানুষের অন্ত্র থেকে দিনে ০.২ মিলিলিটার রক্ত শুষে খায়!

তাহলে সহজে অনুমেয়👉অনেকগুলো কৃমি শরীরে থাকলে প্রতিদিনই বেশ কিছু পরিমাণ রক্ত হারিয়ে যায়। ফলে আমরা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগি,ছোট বড় সবাই...

এছাড়াও কৃমির কারণে অ্যালার্জি,ত্বকে চুলকানি, শুকনো কাশি,শ্বাসকষ্ট হতে পারে,কারো আবার কৃমির জন্য রাতে ঠিকমতো ঘুমও হয় না

কখনো অন্ত্রের বা পিত্তথলির নালিতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতা হয়,কৃমির সংক্রমণে হতে পারে বড় ধরনের স্বাস্থ্যসমস্যা এবং যার দরুন আপনাকে অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে!

👉কৃমি দূর করতে হলে প্রথমেই জানা দরকার এটি কেন হয়?
👌নোংরা পরিবেশ, অনিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, খালি পায়ে হাঁটা কৃমি সংক্রমণের জন্য দায়ী

কৃমি ঔষুধের মাধ্যমে দূর করার উপায় আছে। কিন্তু অনেকে নানা ভুল ধারণার জন্য ভয়ে কৃমির ঔষুধ খান না।শিশুদেরকেও খাওয়াতে চান না। কিন্তু ঔষুধ নিয়ম মেনে খেলে আর সহজ কিছু উপায় মেনে চললে সহজেই কৃমি দূর করা যায়

জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়👉

১. প্রতি তিন[৩] মাস পরপর পরিবারের সবাই একটি করে অ্যালবেনডাজল টেবলেট সেবন করতে পারেন। মেবেনডাজল হলে খেতে হবে পরপর তিন দিন।
সাত দিন পর আরেকটা ডোজ খাওয়া যায়। শিশুদেরও একইভাবে সিরাপ খাওয়াতে হবে। দুই বছরের নিচে কোনো শিশুকে খাওয়াতে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
বয়স ১বছরের কম হলে সচরাচর কৃমির ঔষধ খাওয়ানো হয়না

২. চিনি খেলে বা মিষ্টি খেলে কৃমি হবে বলে যে ধারণা প্রচলিত, তা ঠিক নয়। মিষ্টি বা চিনি খাওয়ার সঙ্গে কৃমির কোনো সম্পর্ক নেই। বরং নোংরা হাতে বা অস্বাস্থ্যকর খাবার খেলে কৃমি হবে

৩. কৃমি হলে পায়ুপথ চুলকায় বলে সেখানে হাত দেয়।পরে আবার সেই হাত মুখে দেয়।এভাবেই সংক্রমণ ছড়াতে থাকে। তবে পায়ুপথ চুলকানো মানেই কৃমি সংক্রমণ নাও হতে পারে। কৃমি সংক্রমণের আরও উপসর্গ আছে। যেমন: ওজন না বাড়া, পেট ফাঁপা, পেট কামড়ানো, আমাশয়, অপুষ্টি, রক্তশূন্যতা ইত্যাদি

৪. গরমকালে কৃমিনাশক খাওয়া যাবে না—এমন ধারণারও কোনো ভিত্তি নেই। গরম, শীত, বর্ষা যেকোনো সময়ই কৃমিনাশক খাওয়া যাবে। তবে খাওয়ার পর বা ভরা পেটে খাওয়া ভালো

৫. কৃমিনাশক নিরাপদ ঔষুধ। এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কারও কারও পেট ফাঁপা বা বমি ভাব হতে পারে। অনেক সময় কৃমিনাশক খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার যে খবর পাওয়া যায়, তা বেশির ভাগ ক্ষেত্রেই অজ্ঞতা ও কুসংস্কারজনিত

৬. পানি অবশ্যই ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করবেন। শাকসবজি ও মাংস খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে ভালো করে হাত ধুতে হবে। শিশুদের খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ও পানিরটেব সাবান দিয়ে কীভাবে ভালো করে হাত কচলে ধুতে হয়, তা শেখানো জরুরি

৭. বাইরের খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়াই ভালো। মাঠঘাটে শিশুদের খালি পায়ে খেলতে দেওয়া উচিৎ নয়

৮. কেবল গ্রামে বা রাস্তায় থাকা শিশুদের কৃমি হয়—এই ধারণাও ভুল। বাংলাদেশের প্রেক্ষাপটে যে-কারও কৃমি সংক্রমণ হতে পারে। কুকুর,গরু,ছাগল ভেড়া, পাখি,হাঁস,মুরগি,ফলমুল, বিভিন্ন খাবার,ইত্যাদির মাধ্যমে কৃমি ছড়িয়ে পড়ে,তাই অপুষ্টি এড়াতে নিয়মিত কৃমিনাশক ট্যাবলেট খাওয়াই এর সেরা চিকিৎসা

কৃমির ঔষধ একা খেলে হবেনা,একা খেলে আবারো হবে,কারন বাসার অন্য কারও থাকলে তা আবার ছড়িয়ে পড়বে,তাই ৩মাস পরপর পরিবারের সবাইকে একসাথে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে

[Collected]

Oximeter, Oxygen mask, Oxygen Nasal cannula, Nebulizer mask, Nebulizer Machine all are available now.For more informatio...
05/07/2021

Oximeter, Oxygen mask, Oxygen Nasal cannula, Nebulizer mask, Nebulizer Machine all are available now.
For more information please visit our shop.
Contact no 01681398135

On this joyous occasionMay Allah bless you with happiness, peace & grace.....EID MUBARAK  💙  😊
13/05/2021

On this joyous occasion
May Allah bless you with happiness, peace & grace.....
EID MUBARAK 💙

😊

সুলভ মূল্যে এসএমসি কোম্পানির অরিজিনাল মনিমিক্স পাবেন আমাদের দোকানে।ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী যে কোন শিশুদের দেয়া যায়।
30/01/2021

সুলভ মূল্যে এসএমসি কোম্পানির অরিজিনাল মনিমিক্স পাবেন আমাদের দোকানে।

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী যে কোন শিশুদের দেয়া যায়।

Address

Oxyzen Moor
Chittagong
4211

Telephone

+8801681398145

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Ikbal medical hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to M/S Ikbal medical hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram