06/10/2024
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
সম্মানিত স্যার!
আমি একজন মাদরাসা শিক্ষিত মানুষ। ছোটবেলা থেকে দ্বীনি পরিবেশে বেড়ে উঠলেও অসৎসঙ্গ আর নিঃসঙ্গতার সুযোগে মোবাইল নামক সর্বনাশা ডিভাইসের অপব্যবহার থেকে বিরত থাকতে পারিনি। ফলে খাহেশাতের খপ্পরে পড়ে মনের লিপ্সা চরিতার্থ করেছি বছরের পর বছর। এক সময় উপলব্ধি করতাম যে, গার্ডিয়ান যদি এই মুহূর্তে বিয়ে দিয়ে দেয়, তাহলে এই বিভৎস নেশা থেকে বেঁচে যাই। কিন্তু সীমাহীন পরিতাপের বিষয় যে, এমনটা হয়নি। যার জন্যে আমি আজও আফসোস করি। কেনো আমার গার্ডিয়ান সময়মতো আমাকে বিয়ে দেয়নি।
স্যার! ❝পাপ বাপরেও ছাড়ে না❞ আমাকেও ছাড়েনি। পেছনের দিকে লক্ষ্য করলে আমি বুঝতে পারি, আমি অনেক শক্তিশালী পুরুষ ছিলাম। কিন্তু নাফরমানির প্রচণ্ডতায় এখন কাঙাল প্রায়। অল্পতেই উত্তেজনা শেষ হয়ে যায়। বী-র্য বেরিয়ে পড়ে। স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিলো। এখন গোনাহ থেকে বেঁচে সুন্দর জীবন গঠনের চেষ্টায় আছি। স্বাস্থ্যও আস্তে আস্তে ফিরে এসেছে। তারপরও মাঝে-মধ্যে বদখাসলতের পুনরাবৃত্তি হয়ে যায়। তখন মাথা কুটে মরতে মনে চায়।
পুরুষাঙ্গের শেইপ নষ্ট হয়ে গিয়েছে। আগের চেয়ে কালো-কুৎসিত লাগে দেখতে। কুঁচকে থাকলে অনেক ছোট মনে হয়। তবে মাঝে মাঝে সুন্দর আকৃতিও দেখা যায়। উ-ত্তে-জিত অবস্থায় অবশ্য ৫ ইঞ্চিরও বেশি হয়। তখন আবার আগা-গোড়ার ব্যাস সমান থাকে না। গোড়ার তুলনায় সামনের দিকটা মাত্রাতিরিক্ত মোটা। অ-ণ্ড-কোষ খুব ঝুলে গিয়েছে। তবে আশার বিষয় হলো আল্লাহ পাকের অশেষ রহমতে উ-ত্তেজ-না এখনও অনেক বেশি। তবে স্থায়িত্ব একেবারেই কম। অবশ্য দ্বিতীয়বারে অনেক দেরিতে বী-র্য স্খলন হলেও ইরে-কশন ঠিক থাকে না। হঠাৎ হঠাৎ নেতিয়ে পড়ে।
গত দেড় বছর ধরে আমি আপনার ভিডিও খুব আগ্রহের সাথে দেখি। একারণে প্রি-ম্যাচ্যু-উর ইজ্যা-কুলে-শন সমস্যা স্বত্বেও আমি বিবাহ করেছি। এটা সম্ভব হয়েছে আপনার আন্তরিক পরামর্শের বদৌলতে। কারণ আপনি বলেছেন সর্বদা ইতিবাচক মনোভাব রাখা চাই। পাশাপাশি মনোবল সুদৃঢ় রাখাও কাম্য। বিবাহের পূর্বে একটা ভয় কাজ করলেও কেগেল এক্সারসাইজ ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের ফলে নিজেকে আগের তুলনায় বেশ শক্ত-সামর্থ্য মিন হতো। আসলেও বিয়ের পরে সেটাই মনে হয়েছে। তবে সমস্যা হচ্ছে স্ত্রীর যো-নি ভেদ করা নিয়ে। তিনদিনের চেষ্টায় যোনিদ্বার অনুমান করতে সক্ষম হলেও পেনিট্রেশন সামান্য হয়েছে। দেড় ইঞ্চির মতো। সেও আর সাহস