19/05/2024
ডায়াবেটিস কোন আমৃত্যু কারাদণ্ড নয়, যা আজীবন ভোগ করবেন, ইহা সম্পুর্ণ নির্মূল সম্ভব।
একসময় ধারণা করা হতো ডায়াবেটিস নির্মূল করা যায় না। যতদিন বাচঁবে, মেডিসিন গ্রহণ করতে হবে। এবং ধারাবাহিক ভাবে এর মাত্রা বাড়াতে বাড়াতে এক সময় মেডিসিন শরীরে তার কার্যকারিতা হারায়, ফলে ধীরে ধীরে একাধিক রোগ তার নিরাপদ আশ্রয় হিসেবে বাসা বাঁধে। এখনো অনেকে মনে করেন ডায়াবেটিস এমন এক রোগ যা আমৃত্যু কারাদণ্ডের মতো ভোগ করতে হবে। তবে মানুষ সচেতন হচ্ছে এবং ডায়াবেটিস সম্পর্কে মানুষের ভূল ধারণা ভাঙতে শুরু করেছে। এখনকার স্বাস্থ্যবিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে এটা দিবালোকের ন্যয় স্পষ্ট প্রমাণিত যে ডায়াবেটিস নির্মূল অসম্ভব কিছু নয়।
ডায়াবেটিসের জন্য চলে এসেছে যুগান্তকারী সমাধান "ইউরিএইড"। যা ভারতের গুজরাট থেকে আমদানিকৃত হার্বস দ্বারা বাংলাদেশ ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স প্রাপ্ত এইড হেলথ্ ল্যাবরেটরীজ প্রস্তত করে এবং বিডব্লিউবি (প্রা:) লি: বিপনন করে আসছে। ইউরিএইড ইউনানি ফর্মূলা অনুয়ায়ী তৈরি যা সকল প্রকার ডায়াবেটিসে (টাইপ-১, টাইপ-২) কার্যকরী হিসেবে প্রমাণিত। অগ্ন্যাশয়ের যে অংশের ত্রুটির কারণে ইনসুলিন তৈরি কম হয় বা একেবারে বন্ধ হয়ে যায়, ইউরিএইড সেই ত্রুটি দূর করে সঠিকভাবে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ইউরিএইড অগ্ন্যাশয়ের বিটা কোষ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিটা কোষ পুনঃ উৎপাদনের মাধ্যমে ইনসুলিন তৈরিতে সহায়তা করে। অন্ত্রে গ্লুকোজ শোষণ হ্রাস করে। রক্তে গ্লুকোজ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে।
কার্যকারীতা:
সকল প্রকার ডায়াবেটিসে (টাইপ-১ ও টাইপ-২) কার্যকরি, মুত্রথলি ও কিডনির গোলযোগ রোধ করে।
উপাদান:
প্রতি ক্যাপসুলে আছে, বাহমান সুখ- ৬৯.৫৯ মি.গ্রা., কুশতা বয়জা- ১১.৬৩ মি.গ্রা., কুশতা কয়লী- ৪৬.৩৬ মি.গ্রা., কুশতা কুবছল হাদীদ- ৪৬.৩৬ মি.গ্রা., গোন্দ কীকর- ৪৬.৫৮ মি.গ্রা., সত্তে সালাজীত- ১১৯.৪৮ মি.গ্রা. এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো বিদ্যমান।
সেবন বিধিঃ ইনসুলিন অনির্ভরশীল ভায়াবেটিক রুগীর ক্ষেত্রে নিন্মোক্ত নিয়মে খাবারের ৩০ মিনিট পূর্বে অথবা রেজি: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
রক্তে শর্করার পরিমাণ - সেবন মাত্রা