Chak Village

Chak Village Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chak Village, Health & Wellness Website, Chittagong.
(1)

Chak Village (চক ভিলেজ) এ আপনাকে স্বাগতম। সুস্থ-সুন্দর ও চিরসবুজ জীবন যাপনে প্রাকৃতিক তথা অর্গানিক সব হেলথ্ ও বিউটি পণ্য নিয়ে আমরা আছি আপনার পাশে সবসময় সবখানে।

আস্থার ঠিকানা
11/07/2024

আস্থার ঠিকানা

ডায়াবেটিস কোন আমৃত্যু কারাদণ্ড নয়, যা আজীবন ভোগ করবেন, ইহা সম্পুর্ণ নির্মূল সম্ভব। একসময় ধারণা করা হতো ডায়াবেটিস নির্মূল...
19/05/2024

ডায়াবেটিস কোন আমৃত্যু কারাদণ্ড নয়, যা আজীবন ভোগ করবেন, ইহা সম্পুর্ণ নির্মূল সম্ভব।

একসময় ধারণা করা হতো ডায়াবেটিস নির্মূল করা যায় না। যতদিন বাচঁবে, মেডিসিন গ্রহণ করতে হবে। এবং ধারাবাহিক ভাবে এর মাত্রা বাড়াতে বাড়াতে এক সময় মেডিসিন শরীরে তার কার্যকারিতা হারায়, ফলে ধীরে ধীরে একাধিক রোগ তার নিরাপদ আশ্রয় হিসেবে বাসা বাঁধে। এখনো অনেকে মনে করেন ডায়াবেটিস এমন এক রোগ যা আমৃত্যু কারাদণ্ডের মতো ভোগ করতে হবে। তবে মানুষ সচেতন হচ্ছে এবং ডায়াবেটিস সম্পর্কে মানুষের ভূল ধারণা ভাঙতে শুরু করেছে। এখনকার স্বাস্থ্যবিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে এটা দিবালোকের ন্যয় স্পষ্ট প্রমাণিত যে ডায়াবেটিস নির্মূল অসম্ভব কিছু নয়।

ডায়াবেটিসের জন্য চলে এসেছে যুগান্তকারী সমাধান "ইউরিএইড"। যা ভারতের গুজরাট থেকে আমদানিকৃত হার্বস দ্বারা বাংলাদেশ ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স প্রাপ্ত এইড হেলথ্ ল্যাবরেটরীজ প্রস্তত করে এবং বিডব্লিউবি (প্রা:) লি: বিপনন করে আসছে। ইউরিএইড ইউনানি ফর্মূলা অনুয়ায়ী তৈরি যা সকল প্রকার ডায়াবেটিসে (টাইপ-১, টাইপ-২) কার্যকরী হিসেবে প্রমাণিত। অগ্ন্যাশয়ের যে অংশের ত্রুটির কারণে ইনসুলিন তৈরি কম হয় বা একেবারে বন্ধ হয়ে যায়, ইউরিএইড সেই ত্রুটি দূর করে সঠিকভাবে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ইউরিএইড অগ্ন্যাশয়ের বিটা কোষ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিটা কোষ পুনঃ উৎপাদনের মাধ্যমে ইনসুলিন তৈরিতে সহায়তা করে। অন্ত্রে গ্লুকোজ শোষণ হ্রাস করে। রক্তে গ্লুকোজ এর স্বাভাবিক মাত্রা বজায় রাখে।

কার্যকারীতা:
সকল প্রকার ডায়াবেটিসে (টাইপ-১ ও টাইপ-২) কার্যকরি, মুত্রথলি ও কিডনির গোলযোগ রোধ করে।

উপাদান:
প্রতি ক্যাপসুলে আছে, বাহমান সুখ- ৬৯.৫৯ মি.গ্রা., কুশতা বয়জা- ১১.৬৩ মি.গ্রা., কুশতা কয়লী- ৪৬.৩৬ মি.গ্রা., কুশতা কুবছল হাদীদ- ৪৬.৩৬ মি.গ্রা., গোন্দ কীকর- ৪৬.৫৮ মি.গ্রা., সত্তে সালাজীত- ১১৯.৪৮ মি.গ্রা. এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো বিদ্যমান।

সেবন বিধিঃ ইনসুলিন অনির্ভরশীল ভায়াবেটিক রুগীর ক্ষেত্রে নিন্মোক্ত নিয়মে খাবারের ৩০ মিনিট পূর্বে অথবা রেজি: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

রক্তে শর্করার পরিমাণ - সেবন মাত্রা

সুস্বাস্থ্য, রোগমুক্তি ও সৌন্দর্য বর্ধনের জন্য নিয়মিত Fruit & Pad's সেবন করুন..প্রশ্ন: ফ্রুট এন্ড প্যাডস কি?উত্তর: ফ্রুট...
08/05/2024

সুস্বাস্থ্য, রোগমুক্তি ও সৌন্দর্য বর্ধনের জন্য নিয়মিত Fruit & Pad's সেবন করুন..

প্রশ্ন: ফ্রুট এন্ড প্যাডস কি?
উত্তর: ফ্রুট এন্ড প্যাডস আমেরিকান Prickly Pear বা নোপাল ক্যাকটাস নামক বিশেষ এক ক্যাকটাসের ফল ও পাতার নির্যাস থেকে তৈরি সুপার ফুড।

প্রশ্ন: ফ্রুট এন্ড প্যাডসে কি কি উপাদান রয়েছে?
উত্তর: ফ্রুট এন্ড প্যাডসে ৭ প্রকারের সক্রিয় উপাদান বা ৫৪ ধরণের পুষ্টিগুণ রয়েছে। যা নিম্নরুপ -
1. Amino Acid (18 Type),
2. Phytonutrients (15 Type),
3. Mineral (10 Type),
4. Vitamin (8 Type),
5. Fiber,
6. Betalain,
7. Pectin.

প্রশ্ন: ফ্রুট এন্ড প্যাডস সেবনে কি কি উপকার পাব?
উত্তর: NOPAL ক্যাকটাসের ৭ ধরনের উপদানে ৫৪ প্রকার পুষ্টিগুন রয়েছে। এই পুষ্টিগুন সম্পন্ন খাবার যে সমস্ত রোগ ভালো করতে সহযোগীতা করেঃ

রোগ নির্দেশনা:
০১. এসিডিটি (গ্যাষ্টিক ও আলসার) নিরাময় করে।
০২. মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখে।
০৩. বাত জনিত সহ যে কোন ধরনের ব্যাথা নিরাময় করে।
০৪. রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিন কমায়।
০৫. উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ (প্রেসার) ব্যালেন্স করে।
০৬. কোষ্ঠকাঠিন্য, অশ্ব, গেজ ও পাইলস নিরাময়ে সহায়তা করে।
০৭. রক্তে গ্লুকোজের (ডায়াবেটিস) মাত্রা কমিয়ে স্বাভাবিক রাখে।
০৮. মুত্রথলীর (কিডনী) সমস্যা সমাধান সহায়তা করে।
০৯. পাকস্থলির প্রদাহ ঘা কমাতে সহায়তা করে।
১০. পক্ষাঘাত (প্যারালাইসিস) নিরাময়ে সহায়তা করে।
১১. শারীরিক শক্তি বৃদ্ধি করে
১২. পুরুষ ও মহিলাদের যৌন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
১৩. শরীরের দাগ কমায় ও অকাল বার্ধক্য রোধ করে।
১৪. মেয়েদের সাদা স্রাব বন্ধ করে ও ঋতুস্রাব স্বাভাবিক করে।
১৫. যে কোন ধরণের ক্যান্সার নিরাময়ে সহায়তা করে।

নোপাল ক্যাকটাসে স্বাস্থ্য উপকারিতার লুকানো রত্ন আবিষ্কার!হজমে সাহায্য করা থেকে শুরু করে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে,...
04/05/2024

নোপাল ক্যাকটাসে স্বাস্থ্য উপকারিতার লুকানো রত্ন আবিষ্কার!
হজমে সাহায্য করা থেকে শুরু করে হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে, এই কাঁটাযুক্ত উদ্ভিদটি একটি শক্তিশালী পাঞ্চ প্যাক করে। আমার সুস্থতার রুটিনে আরও প্রকৃতির বিস্ময়কে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। "

15/04/2024

Welcome to "Chak Village"..

Address

Chittagong

Telephone

+8801879158646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chak Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chak Village:

Share