Mst Munni Akter

Mst Munni Akter "Women can't change a man. A man change himself because he loves her.❤️"

Pressure soreDetails Collected Follow Mst Munni Akter
13/09/2025

Pressure sore
Details
Collected
Follow Mst Munni Akter

SHED এ Midwife নিয়োগ বিজ্ঞপ্তি,Position: Midwife Salary: Tk. 36,400 per monthOrganization: Society for Health Extension ...
08/09/2025

SHED এ Midwife নিয়োগ বিজ্ঞপ্তি,
Position: Midwife
Salary: Tk. 36,400 per month
Organization: Society for Health Extension and Development (SHED)
Location/Base: Ukhiya, Cox’s Bazar
Contract Duration: Up to June 2026 (Project-based)
Application Deadline: 13 September 2025 (by 5:00 PM)
লিংক :- https://jobs.bdjobs.com/JobDetails.asp?id=1404949&ln=1
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের মাধ্যমে ঘরে বসে অনলাইনে/bdjobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন, বিডি জবস নতুন একাউন্ট করতে পারবেন, পুরাতন একাউন্ট আপডেট করতে পারবেন । (সার্ভিস চার্জ প্রযোজ্য)
অথবা ফোন করুন- 01833274662 (মেসেজ দিন ওয়ার্টআ্যপ + ইমু) (আবেদন করতে চাইলে )

Follow Mst Munni Akter

Emergency Care কী?✅ Answer:Emergency Care হলো হঠাৎ ঘটে যাওয়া যেকোনো গুরুতর অসুস্থতা বা আঘাতের (accident, heart attack, s...
08/09/2025

Emergency Care কী?

✅ Answer:
Emergency Care হলো হঠাৎ ঘটে যাওয়া যেকোনো গুরুতর অসুস্থতা বা আঘাতের (accident, heart attack, stroke, burn, poisoning ইত্যাদি) ক্ষেত্রে দ্রুত ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা।
👉 একে বলা যায় life-saving initial treatment, যাতে রোগীর জীবন বাঁচানো ও জটিলতা কমানো যায়।

Emergency Care Nurse কারা?

✅ Answer:
Emergency Care Nurse হলো সেই নার্স যারা emergency department (ER/ Casualty)-তে কাজ করেন এবং হঠাৎ গুরুতর অসুস্থ বা আহত রোগীর জন্য

1.দ্রুত রোগীর অবস্থা চিহ্নিত করেন।

2.প্রাথমিক চিকিৎসা দেন।

3.ডাক্তার আসা পর্যন্ত রোগীর জীবন রক্ষা করেন।

4.চিকিৎসার সময় ডাক্তারকে সহায়তা করেন।

তাদেরকে অনেক সময় Trauma Nurse / Critical Care Nurse নামেও ডাকা হয়।

Emergency Care-এর প্রধান কাজগুলো কী কী?

✅ Answer:
Emergency Care-এ যা করা হয়ঃ

1. Triage – রোগীর অবস্থা অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা (কে আগে চিকিৎসা পাবে)।

2. Airway, Breathing, Circulation (ABC) management – রোগীর শ্বাস, হার্টবিট ও রক্ত চলাচল ঠিক রাখা।

3. First Aid – রক্তপাত বন্ধ করা, পোড়া জায়গায় চিকিৎসা, হাড় ভাঙা স্থির করা।

4. CPR (Cardiopulmonary Resuscitation) – হার্ট বা শ্বাস বন্ধ হলে জীবন রক্ষাকারী পদক্ষেপ।

5. Emergency Medicine দেওয়া – যেমন painkiller, IV fluid, oxygen therapy।

6. Monitoring – vitals (BP, pulse, SpO₂, respiration) নিয়মিত পর্যবেক্ষণ।

7. Communication – রোগীর পরিবার ও চিকিৎসকের সাথে দ্রুত তথ্য আদান-প্রদান।

8. Transfer – রোগীকে প্রয়োজনীয় ওয়ার্ড বা ICU-তে স্থানান্তর করা।

❓ Emergency Care কেন গুরুত্বপূর্ণ?

✅ Answer:

1.জীবন রক্ষা করে (Life-saving)।

2.রোগের জটিলতা কমায়।

3.রোগীকে দ্রুত সুস্থ হওয়ার সুযোগ দেয়।

4.স্বাস্থ্যসেবা ব্যবস্থায় first line defense হিসেবে কাজ করে।

❓ Emergency Care Nurse-এর প্রয়োজনীয় দক্ষতা কী?

✅ Answer:

1.দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা

2.CPR ও First Aid-এ দক্ষতা

3.শারীরিক ও মানসিকভাবে শক্ত থাকা

4.Communication skill

5.Teamwork ও Crisis management

Emergency Care-এর উদাহরণ কী কী?

✅ Answer:

1. Road accident patient-কে First Aid দেওয়া

2. হার্ট অ্যাটাকে CPR শুরু করা

3. শ্বাসকষ্টে Oxygen দেওয়া

4. Stroke patient-কে দ্রুত Triage করে ডাক্তারের কাছে পাঠানো

5. Severe bleeding হলে bandage দিয়ে রক্তপাত বন্ধ করা


Follow Mst Munni Akter

06/09/2025

একটি মানবিক আবেদন, চট্টগ্রাম শহরে রক্তদাতা এগিয়ে আসুন।

জরুরী রক্তের প্রয়োজনঃ AB+
💁রোগীর সমস্যাঃ spinal operation
🔴রক্তের গ্রুপঃ AB+
রক্তের হিমোগ্লোবিন :
💉রক্তের পরিমাণঃ ১ব্যাগ
রক্তদানের তারিখঃ 6/9/2025

🏥রক্তদানের স্থানঃ sergiscop, chawkbazar

☎যোগাযোগঃ+8801647419992

ইমার্জেন্সি
ডোনার যাতায়াত খরচ বহন করবে।প্লিজ কেউ একটু রেসপন্স করেন।

আমার রিলেটিভ এক ঘন্টার মধ্যে লাগতাছে🙏

Pre Eclampsia, Risk Factors, pathophysiology , signs and symptoms, complications, Diagnosis and management.Follow Mst Mu...
05/09/2025

Pre Eclampsia, Risk Factors, pathophysiology , signs and symptoms, complications, Diagnosis and management.

Follow Mst Munni Akter

PrAnti Ka
05/09/2025

PrAnti Ka

Syphilis | Congenital Syphilis | Morphology | Causes | ManagementFollow Mst Munni Akter
04/09/2025

Syphilis | Congenital Syphilis | Morphology | Causes | Management
Follow Mst Munni Akter

KMM injection বলতে সাধারণত Vitamin K (Phytomenadione / Menadione) বোঝানো হয়। একে বাংলায় অনেকে Vitamin K injection বলে।🩸 ...
04/09/2025

KMM injection বলতে সাধারণত Vitamin K (Phytomenadione / Menadione) বোঝানো হয়। একে বাংলায় অনেকে Vitamin K injection বলে।

🩸 কেন দেওয়া হয় (Indication)

নবজাতক শিশুদের জন্মের পর Vitamin K deficiency bleeding (VKDB) প্রতিরোধে।

কারণ নবজাতকের শরীরে Vitamin K-এর পরিমাণ খুব কম থাকে এবং বুকের দুধেও পর্যাপ্ত Vitamin K থাকে না।

Vitamin K রক্ত জমাট বাঁধার (clotting factor synthesis) জন্য প্রয়োজনীয়।

⏰ কখন দেওয়া হয়

সাধারণত জন্মের প্রথম 6 ঘণ্টার মধ্যে বা সর্বোচ্চ 24 ঘণ্টার মধ্যে শিশুকে দেওয়া হয়।

অনেক সময় প্রিম্যাচিউর বেবি, লো বার্থ ওয়েট বেবি বা সিজারিয়ান বেবি হলে অবশ্যই দেওয়া হয়।

✅ দিলে উপকারিতা

রক্তক্ষরণ প্রতিরোধ করে – যেমন:

মাড়ি, নাক, নাড়ি কাটা জায়গা থেকে রক্ত পড়া

মল বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া

সবচেয়ে ভয়ংকর – মস্তিষ্কে রক্তক্ষরণ (Intracranial hemorrhage)

নবজাতকের জীবন রক্ষা করে।

❌ না দিলে কি হতে পারে

শিশুর Vitamin K deficiency bleeding (VKDB) হতে পারে।

জন্মের পর ১ দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত বিভিন্ন সময় রক্তক্ষরণ শুরু হতে পারে।

মারাত্মক ক্ষেত্রে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।

🔎 সারসংক্ষেপ

👉 KMM injection মানে Vitamin K injection।
👉 জন্মের পরপরই দেওয়া হয়।
👉 দিলে শিশুর শরীরে Vitamin K-এর ঘাটতি পূরণ হয় এবং রক্তক্ষরণ থেকে জীবন বাঁচে।
👉 না দিলে মারাত্মক রক্তক্ষরণ ও মৃত্যুর ঝুঁকি থাকে।

Follow Mst Munni Akter

Gangreneসম্পর্কে বিস্তারিত জানুন।এবং Gangrene প্রতিরোধে করণীয় :-Gangrene (গ্যাংগ্রিন) মানে হলো শরীরের কোনো অংশে রক্তসঞ্চ...
04/09/2025

Gangrene
সম্পর্কে বিস্তারিত জানুন।এবং Gangrene প্রতিরোধে করণীয় :-

Gangrene (গ্যাংগ্রিন) মানে হলো শরীরের কোনো অংশে রক্তসঞ্চালন বন্ধ হয়ে টিস্যু মারা যাওয়া বা সংক্রমণ হয়ে নষ্ট হয়ে যাওয়া। এটা বেশ ভয়ঙ্কর এবং জীবনহানিকরও হতে পারে। এজন্য প্রতিরোধ করা খুব জরুরি।

🟢 গ্যাংগ্রিন প্রতিরোধে করণীয়ঃ

1. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা

নিয়মিত ব্লাড সুগার চেক করা।

ডাক্তারের পরামর্শমতো ওষুধ খাওয়া।

2. পায়ের যত্ন নেওয়া (বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য)

প্রতিদিন পা পরিষ্কার করা ও শুকনো রাখা।

ছোট কাটা-ছেঁড়া বা ঘা অবহেলা না করা।

টাইট জুতো না পরা, আরামদায়ক জুতো ব্যবহার করা।

3. রক্তসঞ্চালন ভালো রাখা

ধূমপান ও তামাকজাত দ্রব্য সম্পূর্ণ বর্জন করা।

নিয়মিত ব্যায়াম করা (হাঁটা সবচেয়ে ভালো)।

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থাকা।

4. ইনফেকশন প্রতিরোধ

কোনো কেটে যাওয়া, ফোঁড়া বা পুঁজ হলে তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া।

ক্ষত পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।

5. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা

হাই ব্লাড প্রেসার ও হার্টের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন।

6. ঠান্ডা থেকে সুরক্ষা

অতিরিক্ত ঠান্ডায় (যেমন ফ্রস্টবাইট) শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সুরক্ষিত রাখা।

7. চিকিৎসকের কাছে দ্রুত যাওয়া

পায়ে বা হাতে কালচে রঙ, ব্যথা, অসাড়তা, দুর্গন্ধযুক্ত ঘা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

সংক্ষেপে:
ডায়াবেটিস কন্ট্রোল, ক্ষত যত্ন, ধূমপান বন্ধ, নিয়মিত ব্যায়াম, সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা = গ্যাংগ্রিন প্রতিরোধ।

follow Mst Munni Akter

Non-Pitting Pedal Edema (নন-পিটিং পায়ের ফোলা) অনেক সময় পা ফুলে যায় কিন্তু চাপ দিলে গর্ত হয় না। একে বলে Non-Pitting Edema...
04/09/2025

Non-Pitting Pedal Edema (নন-পিটিং পায়ের ফোলা)

অনেক সময় পা ফুলে যায় কিন্তু চাপ দিলে গর্ত হয় না। একে বলে Non-Pitting Edema। এর পেছনে বিভিন্ন কারণ থাকে।

✅ প্রধান কারণসমূহ (Main Causes):

1. Lymphedema (লিম্ফেডিমা)

কারণ: Lymphatic system এ blockage বা damage।

লক্ষণ: শক্ত (firm), asymmetric (একপাশে বেশি), ত্বক মোটা হয়ে যায় (peau d’orange).

উদাহরণ: জন্মগত সমস্যা (Milroy’s disease), ফাইলেরিয়াসিস (Filariasis), সার্জারি, ক্যান্সার, রেডিয়েশন।

2. Myxedema (মিক্সেডিমা – Hypothyroidism এ)

কারণ: টিস্যুতে mucopolysaccharide জমা।

লক্ষণ: নরম-ডো (doughy), firm, non-pitting।

অতিরিক্ত বৈশিষ্ট্য: শুকনো ত্বক, চুল পড়া, ঠান্ডা অসহ্য, ওজন বাড়া।

3. Chronic Venous Insufficiency (ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি – Late stage)

প্রথমে: Pitting edema থাকে।

পরে: Fibrosis হয়ে non-pitting হয়ে যায়।

4. Lipedema (লাইপেডিমা)

কারণ: অস্বাভাবিকভাবে চর্বি জমা।

লক্ষণ: দুই পা সমানভাবে ফুলে যায়, ব্যথাযুক্ত, কিন্তু পায়ের পাতায় (feet) ফোলা হয় না।

5. Infection & Inflammation (সংক্রমণ ও প্রদাহ)

উদাহরণ: Cellulitis, Erysipelas।

লক্ষণ: লালচে, গরম, ব্যথাযুক্ত, স্থানীয়ভাবে ফোলা।

চronic infection এ: fibrosis হয়ে non-pitting হতে পারে।

6. Others (অন্যান্য / Rare Causes)

Hyperthyroidism (Graves’ disease) → Pretibial myxedema।

Cancer/malignant infiltration → lymphatic obstruction।

কিছু ওষুধ (যেমন calcium channel blockers)।

📌 সহজে মনে রাখো:

Lymphedema -শক্ত, একপাশে বেশি, peau d’orange।

Myxedema- নরম-ডো, hypothyroidism এর লক্ষণ থাকে।

Lipedema- দুই পা সমান, painful, feet spared।

Venous insufficiency varicose veins history।
Infection - গরম, লাল, ব্যথাযুক্ত।

🔍 Conclusion:
Non-pitting edema শুধু পানি জমার কারণে হয় না, বরং underlying thyroid disease, lymphatic obstruction, chronic venous problem বা infection থেকেও হতে পারে। তাই পা ফুললে অবহেলা না করে কারণটা খুঁজে বের করা জরুরি।

Follow Mst Munni Akter

নিয়োগ বিজ্ঞপ্তিজাহানারা নার্সিং কলেজFollow Mst Munni Akter
04/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
জাহানারা নার্সিং কলেজ
Follow Mst Munni Akter

Here’s what I found on Nutrilive—it's actually a parenteral (intravenous) amino-acid nutrition solution, not a dietary s...
02/09/2025

Here’s what I found on Nutrilive—it's actually a parenteral (intravenous) amino-acid nutrition solution, not a dietary supplement or general product. Featuring an image for clarity:

What Is Nutrilive?

Nutrilive IV Infusion 5% (manufactured by Healthcare Pharmaceuticals Ltd., Bangladesh) is a sterile, intravenous solution formulated with:

All 18 essential and non-essential amino acids for protein synthesis

5% D-sorbitol

Electrolytes (sodium, potassium, magnesium, chloride, acetate)

It provides a nitrogen source for parenteral nutrition, supporting protein balance especially when oral feeding is compromised.

Indications

Nutrilive is used in cases like:

Recovery from surgery, wounds, burns, and fractures

Malnutrition, gastrointestinal disorders reducing protein absorption

Renal or hepatic insufficiency

Cancer management, and other conditions requiring parenteral nutrition

Dosage & Administration

Adults:

Nitrogen requirement: 0.10–0.25 g N/kg/day

0.10–0.15 g for minimal stress

0.15–0.20 g for moderate stress/malnutrition

Up to 0.25 g for severe catabolism (e.g., burns, sepsis)

Volume equivalent: ~15–35 mL Nutrilive/kg/day

Infusion rate: 2–4 mL per minute (30–60 drops/min)

Total per 24 h: up to 1000–2000 mL depending on patient needs

Infants & Children:

Recommended infusion: 28–35 mL/kg/day, with gradual ramp-up in the first week

Side Effects & Precautions

Side Effects may include:

Rare: nausea

More commonly, if infusion exceeds recommended rate: vomiting, flushing, sweating

Hypersensitivity reactions reported

Thrombophlebitis when peripheral veins are used—can be reduced by co-infusion of 10% fat emulsion

Premature infants at risk of hyperphenylalaninemia

Precautions:

Monitor trace elements (copper, zinc) as urinary excretion may increase during prolonged use

Caution in patients with diabetes, heart failure, renal impairment, severe malnutrition (risk of refeeding syndrome)—consider thiamine supplementation

Additional phosphate may be required in hypophosphatemia

Contraindications:

Inborn amino acid metabolic disorders

Severe liver dysfunction or uremia without dialysis

Hyperosmolar non-ketotic diabetic coma

Storage:

Protect from light, store at 15–25 °C, do not freeze, discard if solution is turbid or has particles

Summary Table

Aspect Details

What IV amino acid + D-sorbitol + electrolytes solution
Manufacturer Healthcare Pharmaceuticals Ltd., Bangladesh
Indications Parenteral nutrition in surgery, malnutrition, cancer, etc.
Dosage Adults: 15–35 mL/kg/day; Infants: 28–35 mL/kg/day
Side Effects Nausea, vomiting, reactions, thrombophlebitis, hyperphenylalaninemia
Precautions Monitor micronutrients, adjust for comorbidities
Contraindications Metabolic errors, severe hepatic or renal failure
Storage 15–25 °C, protect from light, discard if compromised

Final Thoughts

Nutrilive is a medicinal IV infusion solution primarily used in clinical settings like hospitals. If you're a healthcare professional or caregiver seeking guidance on its use, I can help break down more clinical specifics or compare it with other parenteral nutrition options—just let me know!

Address

Chittagong
4216

Alerts

Be the first to know and let us send you an email when Mst Munni Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram