19/12/2025
★কখন মনোরোগ বিশেষজ্ঞ দেখাবেন??
★★★গুরুতর মানসিক রোগ (যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজওর্ডার, এমডিডি) এর লক্ষণসমূহ দেখা দিলে--
১.একা একা কথা বলা, একা একা হাসা
২.অদৃশ্য শত্রুভীতি
৩.সন্দেহ প্রবণতা
৪. বেশি কথা বলা
৫.নিজেকে অনেক বড় মনে করা
৬.নিজের যত্ন না নেয়া
৭.বাসা থেকে হারিয়ে যাওয়া
৮. বিষন্নতা
৯আত্মহত্যার প্রবণতা
১০.মন খারাপ /অস্থিরতা / হতাশা
আলগা বাতাস লাগা / উপরিভাব
নিজের / অন্যের ক্ষতি করা
রাগারাগি / ভাংচুর / গালাগালি করা
★★★শিশু -কিশোরদের --
১.অটিজম /স্নায়ুবিকাশজনিত সমস্যাসমূহ
২.জন্মগত বিচারবুদ্ধি বা ভালমন্দ বুঝ কম
৩. পড়াশোনায় অমনোযোগীতা
৪. অতিরিক্ত চঞ্চলতা
৫.অবাধ্যতা
৬.উচ্ছৃঙ্খলতা
৭.বয়: সন্ধিক্ষণে আবেগজনিত সমস্যা
৮.আত্মহত্যার হুমকিদান
৯.নিজের/ অন্যের ক্ষতি করা
১০.বিছানায় পায়খানা /প্রস্রাব করা
১১.স্কুল পালানোর প্রবণতা
১২.প্যারেন্টিং
★★★খাবার ও রুচি সম্পর্কিত সমস্যাসমূহ-
১.শারিরীক কারণ ব্যতীত
-খেতে অনীহা
-অতিরিক্ত ক্ষুধা
-বারবার বমিকরা
-পাতলা পায়খানা হওয়া
২.শুকনো হওয়া সত্ত্বেও ওজন কমানোর প্রবণতা
৩. উলটা পাল্টা জিনিস ভক্ষণ
৪. রাতে ঘুম থেকে উঠে আবার অতিরিক্ত খাওয়া ইত্যাদি
★★★উদ্বিগ্নতা ও মানসিক চাপজনিত সমস্যা সমূহ -
১.খাপ খাওয়াতে সমস্যা।
২. প্যানিক অ্যাটাক
৩. দু: শ্চিন্তা
৪.শুচিবায়ু
৫.ফোবিক ডিজঅর্ডার
৬. জন সমাগম ভীতি
৭.সিদ্ধান্তহীনতা
৮.খিচুনি
৯.কনভার্সন / হিস্টেরিয়া
★★★ঘুম সম্পর্কিত সমস্যাসমুহ-
১.অতিরিক্ত ঘুম
২.নিদ্রাহীনতা / তৃপ্তিহীন ঘুম
৩.দু: স্বপ্ন
৪.ঘুমে হাটাহাটি / কথা বলা
৫.স্লিপ প্যারালাইসিস / বোবা ধরা
৬.রেস্টলেস লেগ সিন্ড্রোম ইত্যাদি।।
★★★মনোযৌন সমস্যাসমূহ -
১.মিলনে ভয় / আগ্রহ কমে যাওয়া
২.অতিরিক্ত হস্তমৈথুন / স্বপ্নদোষ নিয়ে দুঃশ্চিন্তা
৩.দ্রুত বীর্যপাত
৪.লিংগ উত্থান জনিত সমস্যা
৫.স্বামী- স্ত্রীর সম্পর্কে জটিলতা
৬.বিকৃত যৌনচিন্তা/ আকাঙ্ক্ষা
৭.ধাতুক্ষয় / ধাতু সিন্ড্রোম
★★★বয়স্ক বাবা মা / সিনিয়র সিটিজেন দের-
১.ভুলে যাওয়া
২.যে কোন অস্বাভাবিক আচরণ
যেমন - বার বার একি কথা বলা,
শিশুসুলভ আচরণ,
রাগারাগি, সন্দেহ করা,
অপ্রত্যাশিত যৌন আচরণ
আবেগ প্রবণতা,
অতি: চুপচাপ থাকা,
অপ্রয়োজনীয় জিনিস জমানো
৩. হাত পা কাঁপা ইত্যাদি
★★★গর্ভবতী মার /প্রসব পরবর্তী --
১.যে কোন মানসিক চাপ
২.উদ্বিগ্নতা, পোস্ট পার্টাম ব্লু
৩.বিষন্নতা /পোস্ট পার্টাম ডিপ্রেশন
৪.প্রচলিত জ্বিনে ধরা
৫. অসংলগ্ন কথাবার্তা
৬. সাইকোসিস
★★★যেকোন আসক্তি --
১.মাদকাসক্তি (মদ,গাঁজা, ইয়াবা,হিরোইন,ড্যান্ডি ইত্যাদি)
২.অতিরিক্ত ধূমপান
৩.ঘুমের ওষুধে আসক্তি
৪.পর্নোগ্রাফিতে আসক্তি
৫.ডিভাইস সম্পর্কিত (মোবাইল,কম্পিউটার, ইন্টারনেট, গেম) আসক্তি
৬.গ্যাম্বলিং (জুয়া)
★★★বিশেষ শারিরীক কারণ ব্যতীত -
(যেমন সব টেস্ট রিপোর্ট নরমাল থাকা সত্তেও--)
১.বুক ধড়পড় করা/বুক ব্যথা /স্বাসকষ্ট
২.বুকে জ্বালাপোড়া
৩.শরীরভ জ্বালাপোড়া
৪.আইবিএস /ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম
৫.দীর্ঘমেয়াদি ব্যথা
৬.মাথাব্যথা /মাইগ্রেন
৭.ঘাড়ব্যথা/দাতব্যথা
৮.হাত-পা তালু ব্যথা/,ঝিনঝিন করা/অবশ লাগা
৯.মাথা ঘোরা
১০.ফাইব্রোমায়ালজিয়া
১১.ক্রনিক ফেটিগ সিনড্রোম
কার্টেসি ডা শাহাদাত হোসেন
মনোরোগ বিশেষজ্ঞ