
15/11/2024
এই পিচ্চির মা প্রথম প্রেগন্যান্সি কনফার্ম করেন আমার কাঁছে ,তারপর দীর্ঘ ৯মাস আমার চেকাপে ছিলেন ♥️ আমার প্রতি তার বিশ্বাসটা আমাকে মুগ্ধ করতো, এরপরে শেষ সময়ে তিনি তার মায়ের বাড়ি রাংগুনিয়াতে চলে যান ডেলিভারি করানোর জন্য , যদিও আমার সাথে যোগাযোগে ছিলেন এবং পুরোটা সময় আমার পরামর্শ নিয়ে চলেছেন গত সেপ্টেম্বর এর ৩০তারিখ তিনি এই পিচ্চিকে জন্ম দেন। এরপরে রাংগুনিয়া থেকে মাতারবাড়ি আসার পর পরি আগে খোঁজ নিলেন আমি আছি কিনা, আর এর পরে আমাকে ফোন দিয়ে আজ বাচ্চাকে নিয়ে আমার সাথে দেখা করতে এলেন,সাথে আনলেন মিষ্টি। তিনি নাকি শুধু চেয়েছিলেন আমি তার বাচ্চার মাথায় হাত রেখে একটু
আশির্বাদ করে দেয়!!। এই যে এটুকু পেয়ে মনের অজান্তেই চোখের কোণে দুফোটা অশ্রু জমেছে, আমার এই ডাক্তারি পড়া পোস্ট গ্রেডুয়েশনের পড়া সব কিছু এর সার্থকতা এখানেই ♥️♥️ছোট্ট জীবনে ডাক্তার হিসেবে যে সম্মান আমি বদরখালী জেনারেলহাসপাতাল এ এসে পেয়েছি ♥️ আমি এই এলাকার মানুষগুলোর কাঁছে যেন ঋণি হয়ে গেলাম।