Being Well with Dr Tama

Being Well with Dr Tama MBBS,MRCOG part 2 (UK)

এই পিচ্চির মা প্রথম প্রেগন্যান্সি কনফার্ম করেন আমার কাঁছে ,তারপর দীর্ঘ ৯মাস আমার চেকাপে ছিলেন ♥️ আমার প্রতি তার বিশ্বাসট...
15/11/2024

এই পিচ্চির মা প্রথম প্রেগন্যান্সি কনফার্ম করেন আমার কাঁছে ,তারপর দীর্ঘ ৯মাস আমার চেকাপে ছিলেন ♥️ আমার প্রতি তার বিশ্বাসটা আমাকে মুগ্ধ করতো, এরপরে শেষ সময়ে তিনি তার মায়ের বাড়ি রাংগুনিয়াতে চলে যান ডেলিভারি করানোর জন্য , যদিও আমার সাথে যোগাযোগে ছিলেন এবং পুরোটা সময় আমার পরামর্শ নিয়ে চলেছেন গত সেপ্টেম্বর এর ৩০তারিখ তিনি এই পিচ্চিকে জন্ম দেন। এরপরে রাংগুনিয়া থেকে মাতারবাড়ি আসার পর পরি আগে খোঁজ নিলেন আমি আছি কিনা, আর এর পরে আমাকে ফোন দিয়ে আজ বাচ্চাকে নিয়ে আমার সাথে দেখা করতে এলেন,সাথে আনলেন মিষ্টি। তিনি নাকি শুধু চেয়েছিলেন আমি তার বাচ্চার মাথায় হাত রেখে একটু
আশির্বাদ করে দেয়!!। এই যে এটুকু পেয়ে মনের অজান্তেই চোখের কোণে দুফোটা অশ্রু জমেছে, আমার এই ডাক্তারি পড়া পোস্ট গ্রেডুয়েশনের পড়া সব কিছু এর সার্থকতা এখানেই ♥️♥️ছোট্ট জীবনে ডাক্তার হিসেবে যে সম্মান আমি বদরখালী জেনারেলহাসপাতাল এ এসে পেয়েছি ♥️ আমি এই এলাকার মানুষগুলোর কাঁছে যেন ঋণি হয়ে গেলাম।

গ্রামের হাসপাতালে কাজ করার যেমন অনেক অসুবিধা আছে তেমন অনেক সুবিধা ও আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন রকমের কেইস পাওয়া...
19/10/2024

গ্রামের হাসপাতালে কাজ করার যেমন অনেক অসুবিধা আছে তেমন অনেক সুবিধা ও আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন রকমের কেইস পাওয়া যা আসলে আমরা শহরে সচারাচর পায়না,যেহেতু গ্রামের অধিকাংশ রুগি গরিব তাদের কাঁছে সিজার আসলে অনেক ব্যায়বহুল এবং একধরনের কুসংস্কার ও কাজ করে তাই বেশিরভাগ রুগি নরমাল ডেলিভারি করনোর ডিসিশনে থাকে অনর ,তেমনি একটি ডেলিভারি আজকের এই ডেলিভারিটি, মা এর বয়স ১৫ বছর, এসেছে বিলম্বিত ডেলিভারির ব্যাথা নিয়ে অর্থাৎ যেটুকু সময়ের মধ্য ব্যাথা উঠলে ডেলিভারি হয় তার চেয়ে অনেক বেশি সময় ধরে বাচ্চার মাথা আটকে থাকা, শুরুতে প্রলং লেবার মনে করেলেও একটা সময় বুঝতে পারি এটি শোল্ডার ডাইস্টোসিয়া। যা একটি প্রসূতি জরুরী। শোল্ডার ডিস্টোসিয়া হল যখন মাথার যোনিপথে প্রসবের পর, শিশুর অগ্রবর্তী কাঁধ মায়ের পিউবিক হাড়ের উপরে আটকে যায় লক্ষণগুলির মধ্যে রয়েছে শিশুর মাথা যোনিতে ফিরিয়ে নেওয়া, যা "কচ্ছপের চিহ্ন" (Turtle neck sign) নামে পরিচিত। যার কারণে হতে পারে শিশুর জটিলতার মধ্যে ব্র্যাচিয়াল প্লেক্সাস ইনজুরি বা ক্ল্যাভিকল ফ্র্যাকচার অন্তর্ভুক্ত থাকতে পারে মায়ের জন্য জটিলতার মধ্যে যোনি বা পেরিনাল টিয়ার , প্রসবোত্তর রক্তপাত বা জরায়ু ফেটে যেতে পারে। যেহেতু সেই মুহুর্তে রুগি রেফার করা কিংবা অন্য কোন উপায় ছিলোনা তাই ইশ্বরের নাম নিয়ে MC Robarts Manover দিয়ে বাচ্চাটি নরমাল ডেলিভারি সম্পন্ন করলাম। যদিও কাঁধের ডাইস্টোসিয়া প্রায় ০.৪% থেকে ১.৪% যোনিপথে জন্ম হয় তবুও এই চেষ্টায় সফলতার মুখ দেখতে পারি রুগি এবং তার প্রথম সন্তান দুজনি সুস্থ আছেন।
Dr Tama Sen
MBBS, MRCOG Part 2 (Uk),CMU (ultra)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Being Well with Dr Tama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram