Dr Shafi Ullah Munna

Dr Shafi Ullah Munna I don't count your tongue but your actions.

ᴇxᴘᴇʀᴛ ᴄᴀʀᴇ,ᴄᴏᴍᴘᴀꜱꜱɪᴏɴᴀᴛᴇ ʜᴇᴀʟɪɴɢ
"ʏᴏᴜʀ ʜᴇᴀʟᴛʜ, ᴍʏ ᴘʀɪᴏʀɪᴛʏ."
ᴏɴʟɪɴᴇ ᴄᴏɴꜱᴜʟᴛᴀᴛɪᴏɴꜱ ꜰʀᴏᴍ ʙᴀɴɢʟᴀᴅᴇꜱʜ

চিকিৎসা সংক্রান্ত জিজ্ঞাসার ফ্রি দিক নির্দেশনা।

শুধুমাত্র অনলাইনে চিকিৎসা পরামর্শ ও টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়।

খুবই ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য।এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ। আর সামান্য জ্বরে ফার্মেস...
19/02/2025

খুবই ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বাংলাদেশের জন্য।
এই যে ওষুধ টা দেখা যাচ্ছে এটা একটা রিজার্ভ ড্রাগ। আর সামান্য জ্বরে ফার্মেসি ওয়ালা এই ওষুধ দিয়ে দিছে এর মানে এই শিশু বড় হলে ওর জন্য কোন ওষুধই অবশিষ্ট থাকবেনা।রোগ হলে চেয়ে চেয়ে দেখা ছাড়া ডাক্তারের হাতে কিছুই করার থাকবেনা।এই যে ক্ষতি গুলা করতেছে এসব ভুয়া ডাক্তার সহ ফার্মেসি ওয়ালা রা এটা কোটি টাকা দিয়েও পুরন করার ব্যবস্থা নাই।

15/02/2025

মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, থাকবে লিখিত পরীক্ষাও।আগামী বছর কমতে পারে আসন। আর ভর্তি পদ্ধতিতে কী কী পরিবর্তন আসছে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মাসে।

এক সময় লিখিত ও মৌখিক ছিল। এখন লিখিত শর্ট প্রশ্নের বিষয়ে ভাবা হচ্ছে।চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরও কিছু ধাপ। দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে।

12/02/2025

চুলের যত্ন: স্বাস্থ্যকর ও সুন্দর চুলের জন্য সহজ টিপস ✨🌿

আপনার চুল কি রুক্ষ, ঝরে যাচ্ছে বা আগা ফাটা? চিন্তার কিছু নেই! নিয়মিত যত্ন নিলে চুল থাকবে মজবুত ও ঝলমলে। চলুন জেনে নেই কিছু সহজ টিপস—

✅ সঠিক শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন – চুলের ধরন অনুযায়ী ভালো মানের সালফেট-ফ্রি শ্যাম্পু বেছে নিন।
✅ প্রাকৃতিক তেল ব্যবহার করুন – নারকেল, অলিভ বা আমন্ড তেল চুলের গোড়া মজবুত করে। সপ্তাহে ২-৩ বার ম্যাসাজ করুন।
✅ পুষ্টিকর খাবার খান – পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও ভিটামিনযুক্ত খাবার চুলের স্বাস্থ্য ভালো রাখে।
✅ গরম পানি এড়িয়ে চলুন – অতিরিক্ত গরম পানি চুলের আর্দ্রতা কমিয়ে দেয়, তাই কুসুম গরম পানি ব্যবহার করুন।
✅ চুলে অতিরিক্ত হিট ও কেমিক্যাল এড়ান – ড্রায়ার, স্ট্রেইটনার বা কেমিক্যাল ট্রিটমেন্ট চুল দুর্বল করে দেয়।

প্রতিদিনের কিছু সহজ যত্নেই চুল হয়ে উঠবে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত! আপনার চুলের যত্নের সিক্রেট কী? কমেন্টে জানান! 💬

03/01/2025

সাপে কামড়ালে,কামড়ের স্থান বাধা নিষেধ, বরফ দেয়া নিষেধ, কেটে রক্ত বের করা নিষেধ, চুষে রক্ত বের করা নিষেধ।

যা করতে হবে ,আক্রান্ত স্থান নাড়াচাড়া না করে, স্থির রেখে
দ্রুত হাসপাতালে নিতে হবে, বিষক্রিয়া লক্ষন দেখা দিলে এন্টিভেনম দিতে হবে।

30/12/2024

আমরাই হয়ত last generation যারা দেখেছি , বিশাল পা নিয়ে রাস্তার ধারে ভিক্ষা করতে যা গোদ রোগী বা filariasis । কিংবা , পা দুইটা অনেক চিকন চিকন,হুইর চেয়ারে বসে ভিক্ষা করতে যা পোলিও রোগী।

WHO এর ঘোষনায় বাংলাদেশ যেসব রোগ থেকে মুক্ত হয়েছে-১৯৭৭ সালে 𝑺𝒎𝒂𝒍𝒍𝒑𝒐𝒙 (গুটি বসন্ত),১৯৯৪ সালে 𝑮𝒖𝒊𝒏𝒆𝒂 𝑾𝒐𝒓𝒎, ২০০৬ সালে 𝑷𝒐𝒍𝒊𝒐, ২০০৮ সালে 𝑭𝒊𝒍𝒂𝒓𝒊𝒂 (ফাইলেরিয়া) এবং 𝑵𝒆𝒐𝒏𝒂𝒕𝒂𝒍 𝑻𝒆𝒕𝒂𝒏𝒖𝒔, ২০১৬ সালে 𝒀𝒂𝒘𝒔 (ইয়াও রোগ), এবং ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর 𝑲𝒂𝒍𝒂-𝒂𝒛𝒂𝒓 (কালাজ্বর) মুক্ত হয়েছে।

কত ভয়ঙ্কর সব রোগ নির্মূল করা হয়েছে এই অঞ্চলে। ২০৩০ সালের মধ্যে যক্ষা নির্মূল করা সম্ভব কি ?

তাছাড়া , কুষ্ঠ বা Leprosy রোগী, ম্যালেরিয়া রোগীও এখন আর পাওয়া যায় না। কালে ভদ্রে সীমান্ত এলাকায় দুই একটা পাওয়া যায়।

23/12/2024

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি অনুযায়ী, ২০২৩ সালে ৩,০১,৫৬৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে।

গ্লোবাল যক্ষ্মা প্রতিবেদন-২০২৩ সালে বাংলাদেশে যক্ষ্মা রোগীর সংখ্যা আনুমানিক ৩ লাখ ৭৯ হাজারের কাছাকাছি।

Air Droplets এর মাধ্যমে সংক্রমণের হয়ে থাকে।

🔴 যক্ষা 🔴

যক্ষা একটি গুরুতর সংক্রামক রোগ যা মূলত ফুসফুসে আক্রমণ করে, তবে শরীরের অন্যান্য অংশেও বিস্তার লাভ করতে পারে। প্রতি বছর হাজার হাজার মানুষ যক্ষা আক্রান্ত হচ্ছে, তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে এটি সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারে।

🩺 যক্ষা লক্ষণ:
সর্দি ও কাশি যা দুই সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী হয়
রাতে ঘাম ও জ্বর
শরীরের ওজন কমে যাওয়া
ক্লান্তি বা দুর্বলতা

👨‍⚕️ যক্ষা থেকে রক্ষা পেতে:
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া
সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা
রোগীকে পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার দেওয়া
স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা

যক্ষা শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব, তবে সচেতনতা বৃদ্ধি করাটা আমাদের সবার দায়িত্ব। যদি আপনি বা আপনার পরিচিত কারো এই ধরনের উপসর্গ দেখা দেয়, দয়া করে শীঘ্রই চিকিৎসা গ্রহণ করুন।

আমরা সবাই মিলেই যক্ষা নির্মূল করতে পারি। 💪

দেশের প্রতি জেলায় বক্ষব্যধি হাসপাতাল আছে । তাছাড়া NGO ব্র্যাক আছে যেখানে বিনামূল্য যক্ষার ঔষধ ও চিকিৎসা সেবা দেয়া হয়।

DOTS (Directly Observed Treatment, Short-course) হলো যক্ষ্মা (TB) চিকিৎসার একটি কার্যকরী পদ্ধতি যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক প্রস্তাবিত।

বাংলাদেশে, DOTS পদ্ধতিটি ১৯৯৩ সাল থেকে যক্ষা নিয়ন্ত্রণে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে রোগীকে প্রতিদিন তাদের ঔষধ সঠিকভাবে গ্রহণ করতে একজন স্বাস্থ্যকর্মী পর্যবেক্ষণ করেন।

"যিনি যক্ষা রোগ মুক্ত, তিনিই ঔষধ খাওয়াবেন" এই বক্তব্যটি যে মূল ধারণাটির উপর ভিত্তি করে তা হলো DOTS (Directly Observed Treatment, Short-course) পদ্ধতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক—ঔষধ গ্রহণের প্রতি পূর্ণ দৃষ্টি এবং সতর্কতা।

যক্ষা মুক্ত ব্যক্তি তার অভিজ্ঞতা এবং চিকিৎসা সম্পর্কে জানিয়ে অন্যদের সাহায্য করতে পারে এবং এটিই রোগীর সমাজে আরও ইতিবাচক ভূমিকা পালন করতে সাহায্য করবে।

#যক্ষা #স্বাস্থ্য #সচেতনতা #যক্ষা_রোগ #স্বাস্থ্যসেবা

07/11/2024

Trousseau's sign , ক্যালশিয়ামের ঘাটতি থাকলে এ ধরনের টিটেনি দেখা যায়।

28/10/2024

কটন বাড দিয়ে কান পরিষ্কার করা উচিত নয়। কানের তৈলাক্ত পদার্থ যা সেরুমেন অত্যন্ত উপকারী। এটি কানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। এবং একটি narural protective system. তাছাড়াও বাজারের কটন বাডস গুলো জীবানুমুক্ত নয়, ফাঙ্গাস থাকে।

28/10/2024

সাধারনত ডাইবেটিক রোগীদের সৌল্ডার পেইন হয় এবং হাত নাড়াতে পারে না।

15/10/2024

যেসব খাবার খেলে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়-
ডিম - সাদা অংশ এবং হলুদ অংশ পুরোটা খেতে হবে।
মাছ- টুনা ফিশ, পাঙ্গাস মাছ, চিংড়ি
মাংশ- গরুর কলিজা , খাশির মাংস
তৈল- নাড়িকেল তেল, অলিভ অয়েল
মসলা- আদা, রসুন
ভিটামিন- ভিটামিন ডি এবং ই
বিভিন্ন প্রকার বাদাম,ছোলা,তৈলবীজ
যাদের দুর্বলতার সমস্যা আছে তাদের জন্য রুটিন করে এই খাবার গুলো খেলে সমস্যা সমাধান হবে। হার্টের রোগীদের জন্য এই খাবার গুলো সম্পূর্ন নিষিদ্ধ।

14/10/2024

পোল্ট্রি মুরগী কেন ক্ষতিকর?আমাদের দেশে পোল্ট্রি ফার্মে বেশী লাভের জন্য, দ্রুত বৃদ্ধির হরমোন, বালাই নাশক এন্টিবায়োটিক এবং ঔষধ ব্যবহার করে থাকে যা অজান্তেই মানব দেহের ক্ষতি করছে।

গ্রোথ হরমোন ব্যবহার করে যেন মুরগীর দ্রুত ওজন বেড়ে । পাঁচ মাসে যেটা আড়াই কেজি হবার কথা মাত্র ৩৫ দিনেই সেই ওজন হয়ে যায়। এই মুরগী যখন শিশুরা খায় বিশেষ করে মেয়েরা ভবিষ্যতে ইনফার্টিলিটি সমস্যায় ভুগে।

রোগবালাই থেকে বাঁচাতে মুরগীর এন্টিবায়োটিক ব্যবহার করে। যা মানুষের জন্য এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারন।

আর্সেনিক বেজড ঔষধ ব্যবহার করে থাকে। যা শরীরে জমা হয়।

তাছাড়া ট্যানারির বর্জ্য, ফ্যক্টরির উচ্ছিষ্ট আবর্জনা থেকে তৈরি খাদ্য ব্যবহার করে থাকে যার মধ্যে থাকে হেভি মেটাল। এগুলো মানুষের জন্য ক্ষতিকর।

05/10/2024

বাচ্চাকে প্রোটিন না দিয়ে শুধু মাত্র স্যুগার জাতীয় খাবার (ভাত, রুটি,চিনি) দিলে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হবে, লিভার বড় হয়ে যাবে, শরীরে পানি চলে আসবে। তৃতীয় বিশ্বের দেশ গুলোতে শিশুদের এ ধরনের অপুষ্টি দেখা যায়। শিশুর growth ভালো হতে সুষম খাবার দিতে হবে।

আজকের চেম্বারে শিশু রোগী। খোস পাঁচড়া যাকে বলা হয় Scabies. অত্যন্ত ছোঁয়াচে এবং প্রচন্ড চুলকায়।
05/10/2024

আজকের চেম্বারে শিশু রোগী। খোস পাঁচড়া যাকে বলা হয় Scabies. অত্যন্ত ছোঁয়াচে এবং প্রচন্ড চুলকায়।

Address

Chittagong

Telephone

+8801520101318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shafi Ullah Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Shafi Ullah Munna:

Share

Category