01/05/2025
আসসালামু আলাইকুম।
বাত, ব্যাথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী সমস্যা এবং তোতলামী বা স্পীচ সমস্যায় আর নয় ঢাকা!
এখন চট্টগ্রামে আমাদের সেন্টারেই পাচ্ছেন সেরা ফিজিওথেরাপি, স্পীচ-থেরাপি ও পুনর্বাসন চিকিৎসা।
আমাদের রয়েছেঃ
# ঢাকা পঙ্গু হাসপাতালের বিপিটি ও বিদেশের এমপিটি ডিগ্রিধারী ফিজিওথেরাপি চিকিৎসক।
# মাস্টার্স ডিগ্রীধারী স্পীচ-ল্যাংগুয়েজ থেরাপিস্ট।
# সতেরো বছরের ও বেশি অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক।
# পৃথক মহিলা ও পুরুষ ফিজিওথেরাপি চিকিৎসক।
# নিরিবিলি- মনোরম, ও গ্রামীণ পরিবেশ।
# সর্বোচ্চ আন্তরিকতা ও অত্যন্ত কম খরচে পিউর ফিজিওথেরাপি চিকিৎসা
হাড়-জোড়া-মাংসপেশীর বাত-ব্যাথা, প্যারালাইসিস-প্রতিবন্ধীতায় শরীরের বায়োমেকানিজমে সমস্যা থাকে। ফিজিওথেরাপি চিকিৎসা বায়োমেকানিজম সমস্যার চমৎকার সমাধান করতে পারে।
মেরুদণ্ড, কোমড়, ঘাড়, ও হাটু ব্যথার চিকিৎসায় আমরা দিচ্ছি ওষুধ ও অপারেশন বিহীন নিরাপদ চিকিৎসা।
Physiotherapy is the core Medicine for pain, paralysis and disabilities.
√• তোতলামী ও ভাষা বা কথা বলার সমস্যায় স্পীচ-ল্যাংগুয়েজ থেরাপি দেয়া হয়।
ঠিকানাঃ
সেন্টার ফর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন
আমিন উল্লাহ হাজীর বাড়ী, চালিতাতলী, ওয়াজেদিয়া, তিন নং ওয়ার্ড, বায়জিদ, চট্টগ্রাম।
ব্যথার চিকিৎসা মানেই দীর্ঘদিন ব্যথার ওষুধ নয়। অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যথানাশক ঔষধের ব্যবহারেঃ
# কিডনি বিকল হতে পারে।
# # ৩১-৫০% হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বাড়ায়।
# # # ৩০ শতাংশ পেপটিক আলসারের (গ্যাস্ট্রিক) ঝুঁকি বাড়ায়।
# # # # ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যথানাশক ঔষধ কে বিদায় দিন।