Niramoy নিরাময়

Niramoy নিরাময় দুনিয়াকে পুঁজি করে জান্নাত লাভের প্রচেষ্টা
যন্ত্রণার গল্প শেষ হোক এখানেই!

05/11/2025

বাবা-মাকে ব্যাথা থেকে মুক্তি দিতে কম চেষ্টা তো করেন নি, ঔষুধ, মুভ,মলম সবই তো চেষ্টা করেছেন তবুও ব্যাথা তো গেলো না। কারণ প্রকৃত সুস্থ্যতা আছে প্রকৃতিতে। তাইতো ডাক্তারদের পরামর্শকৃত সব প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরী করেছি আমাদের এই নিরাময় পেইন রিলিফ অয়েল।

আপনি আমাদের গ্রুপটা একটু ঘুরে দেখুন, অসংখ্য মানুষ তাদের বাবা মাকে ব্যাথা থেকে মুক্তি দিতে পেরেছে আমাদের এই তেল ব্যবহারে। নিয়ম মেনে ব্যবহারে তাঁদের বাবা মা ব্যাথ্ থেকে মুক্তি পেলে আপনার বাবা মা কেন পাবে না! টাকা তো আটনি খরচ করছেনই, একবার নাহয় শেষ চিকিৎসা মনে করে আমাদের এই নিরাময় পেইন রিলিফ অয়েলটা ব্যবহার তরে দেখুন। তেল নিবেন আপনি, আর ব্যাথা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের।

05/11/2025

শীতকালে কি অকারণেই মন খারাপ আর আলসেমি আসে? চলুন কারণ ও সমাধান জেনে নিই।

04/11/2025

আয়হায় হইলোটা কী?

যেখানে টান লাগলে আবার ব্যাথাও শুরু হতে পারে শরীরে। বলুন দেখি কয়জন পারেন?
04/11/2025

যেখানে টান লাগলে আবার ব্যাথাও শুরু হতে পারে শরীরে। বলুন দেখি কয়জন পারেন?

ছবিটা কিছুদিন আগের। একসাথে ৪টা পার্সেল পাঠিয়েছিলাম। এরমধ্যে দুটো সফলভাবে ডেলিভারি হয়েছে,আলহামদুলিল্লাহ।  একটা পৌঁছার পর ...
03/11/2025

ছবিটা কিছুদিন আগের। একসাথে ৪টা পার্সেল পাঠিয়েছিলাম। এরমধ্যে দুটো সফলভাবে ডেলিভারি হয়েছে,আলহামদুলিল্লাহ। একটা পৌঁছার পর উনি জানালো উনি তো পার্সেল অলরেডি একবার রিসিভ করেছে। পরবর্তীতে কথা বলে বুঝলাম এরআগে অন্য পেইজে নক করে নাম,নাম্বার দিলেও তাঁরা রেসপন্স করে নি বাট প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে। আর উনি ভেবেছিলো আমার পার্সেল। যদিও উনি ডেলিভারি চার্জ দিয়েই রিটার্ন করেছে। আরেকজন অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করলো কতদিন লাগবে, বললাম যেহেতু চট্টগ্রামের বাইরে ৩/৪ দিন লাগবে,উনিও কনফার্ম করলো। তবে অদ্ভুতভাবে এরপরেরদিনই প্রোডাক্ট চলে গেলো আর উনি এখনো স্যালারি পায় নি🥲 বললো উনি দিয়ে দিবে ২/৩ দিন পর, এখন COD জিরো করে দিতে। প্রথমে ভাবলাম না করে দিবো, পরে দেখলাম রিটার্ন আসলেও লস যাবে, আবার উনি হয়তো স্যালারির হিসাব করেই জিজ্ঞেস করেছে কতদিনে পাবে। আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিলাম। জানি না কপালে কী আছে, দেখি কী হয়।

১মাস আগে আরেকজন ভাই নিয়েছিলো বাকিতে সেটাও পাওনা বাকি, এরমধ্যে আজকে এক ছোট ভাইয়ের নাম,ছবি ব্যবহার করে টাকা চাইলো, কলই দিলো যদিও কথা বলে নাই। ব্যস্ত ছিলাম তাই তখন স্ক্যামের কথা মাথায় আসে নি, বিপদে পড়েছে পাঠাইলাম টাকা। পাঠানোর পরেই মনে পড়লো স্ক্যামও তো হতে পারে। ততক্ষণে তো কাজ শেষ। চোর পালালে বুদ্ধি বাড়ে।

এই আরকি, আপনারা তো শুধু দেখেন হাসিমুখে কথা বলছি,কন্টেন্ট করছি, প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি তবে ভেতরেও অনেক গল্প থাকে যা সচারাচর বলা হয় না।

02/11/2025

ব্যাথার স্থানে গরম সেকঁ নাকি ঠান্ডা সেকঁ?

শরীরের কোন স্থানে ব্যাথা শুরু হলে কেউ বলে গরম সেকঁ দাও তো কেউ বলে বরফ লাগাও। আর আমি আপনি কনফিউশানে পড়ে যাই যে এখন কী করা উচিত। তো চলুন আজ সেই বিষয়টাই ক্লিয়ার করি।

ব্যাথা থেকে মুক্তি পেতে মানুষজন প্রতিনিয়ত সংগ্রহ করছে আমাদের নিরাময় পেইন রিলিফ অয়েল।  আপনি করবেন কবে?তেল নিবেন আপনি, আর ...
02/11/2025

ব্যাথা থেকে মুক্তি পেতে মানুষজন প্রতিনিয়ত সংগ্রহ করছে আমাদের নিরাময় পেইন রিলিফ অয়েল। আপনি করবেন কবে?

তেল নিবেন আপনি, আর ব্যাথা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের।

নিরাময় পেইন রিলিফ অয়েলের কার্যকারীতা :

✅ ব্যাকপেইন (কোমর ব্যথা)।
✅ শরীরে যেকোনো জয়েন্টের ব্যথা।
✅ কাঁধে ও ঘাড়ে ব্যথা, হাঁটু ব্য-থা।
✅ পিঠে ব্যাথা।
✅ আর্থ্রাইটিস বা বাতের এর ব্যথা
✅ গেটে বাত বা গাউট এর ব্যথা।
✅PLID বা সায়াটিকার ব্যাথা
✅ হাড় ক্ষয় জনিত ব্যথা।

অসংখ্য মানুষ এই তেল ব্যবহারে তাঁদের ব্যাথামুক্তির গল্প জানিয়েছে আমাদেরকে। রিভিউগুলো দেখতে আমাদের পেইজটা একটু ঘুরে আসুন।

01/11/2025

আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেনি যার প্রতিষেধক পৃথিবীতে পাঠাননি, আপনি যদি প্রতিষেধক নেওয়ার পরেও সুস্থ না হন তবে আপনি হয়তো ভুল প্রতিষেধক নিচ্ছেন।

31/10/2025

আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নি যার প্রতিষেধক দুনিয়াতে দেন নি। তারপরও আপনি ব্যাথা থেকে মুক্তি পাচ্ছেন না মানে আপনি এখনো সঠিক সমাধান গ্রহণ করেন নি। তাই আপনার প্রয়োজন ডাক্তারদের পরামর্শকৃত উপাদানে তৈরী নিরাময় পেইন রিলিফ অয়েল যা ব্যবহারে অসংখ্য মানুষ ব্যাথা থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ।

আপনি আমাদের গ্রুপটা একটু ঘুরে দেখুন, অসংখ্য মানুষ তাদের বাবা মাকে ব্যাথা থেকে মুক্তি দিতে পেরেছে আমাদের এই তেল ব্যবহারে। নিয়ম মেনে ব্যবহারে তাঁদের বাবা মা ব্যাথ্ থেকে মুক্তি পেলে আপনার বাবা মা কেন পাবে না! টাকা তো আটনি খরচ করছেনই, একবার নাহয় শেষ চিকিৎসা মনে করে আমাদের এই নিরাময় পেইন রিলিফ অয়েলটা ব্যবহার তরে দেখুন। তেল নিবেন আপনি, আর ব্যাথা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের।

30/10/2025

ওজন কমাতে চান কিন্তু কঠিন ডায়েট মানতে না পারেন তবে আপনার জন্য সহজ ২টি নিয়ম! Md Minhaz Uddin. Niramoy নিরাময়.

29/10/2025

আমাদের দাদা-নানারাই হয়তো শেষ জেনারেশন যারা জীবনের অন্তত একটা সময় পর্যন্ত হলেও পিওর, ন্যাচারাল এবং বি*ষমুক্ত খাবারটা পেয়েছে। আপনার কী মনে হয়?

29/10/2025

আলহামদুলিল্লাহ, এটাই ভালো লাগার বিষয় যে কোন অতিরঞ্জিত কথা না বলার কারণে, মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার কারণে সাময়িকভাবে বিক্রি হয়তো কম হয়, অনেকেই হয়তো তেল খারাপ ভেবে কিনে না তবে মাঝেমধ্যে এমন মেসেজও পাই যা দেখে কাজের অনুপ্রেরণা বেড়ে যায়। মিথ্যা বলে বিক্রি হলেও অন্তত এই ভালোবাসাটুকু তো পেতাম না।

আপনি আমাদের গ্রুপটা একটু ঘুরে দেখুন, অসংখ্য মানুষ তাদের বাবা মাকে ব্যাথা থেকে মুক্তি দিতে পেরেছে আমাদের এই তেল ব্যবহারে। নিয়ম মেনে ব্যবহারে তাঁদের বাবা মা ব্যাথ্ থেকে মুক্তি পেলে আপনার বাবা মা কেন পাবে না! টাকা তো আপনি খরচ করছেনই, একবার নাহয় শেষ চিকিৎসা মনে করে আমাদের এই নিরাময় পেইন রিলিফ অয়েলটা ব্যবহার তরে দেখুন। তেল নিবেন আপনি, আর ব্যাথা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niramoy নিরাময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram