Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব

Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব Dr nazmus sakib mbbs fcps(course)cmu(ultrasonography)

শুধুমাত্র নখ দেখে অনেক গুলো রোগ সম্পর্কে ধারনা পাওয়া যায়যেমন:🫁 ১. ফুসফুসজনিত কারণ (Pulmonary causes): • Bronchogenic car...
20/10/2025

শুধুমাত্র নখ দেখে অনেক গুলো রোগ সম্পর্কে ধারনা পাওয়া যায়
যেমন:

🫁 ১. ফুসফুসজনিত কারণ (Pulmonary causes):
• Bronchogenic carcinoma (সবচেয়ে কমন)
• Bronchiectasis
• Lung abscess
• Pulmonary fibrosis
• Cystic fibrosis
• Empyema

❤️ ২. হৃদযন্ত্রজনিত কারণ (Cardiac causes):
• Cyanotic congenital heart disease (e.g., TOF)
• Infective endocarditis

🫀 ৩. জিআই / হেপাটিক কারণ (Gastrointestinal & hepatic causes):
• Cirrhosis (বিশেষ করে Primary biliary cholangitis)
• Inflammatory bowel disease (Ulcerative colitis, Crohn’s disease)
• Malabsorption (Celiac disease)

🩸 ৪. অন্যান্য কারণ:
• Thyroid acropachy (Graves’ disease)
• Familial / idiopathic clubbing

যেজন্য রুগি অন্য সমস্যা নিয়ে আসলেও পুরো শরীর একবার দেখা উচিত..

নিজের ইচ্ছে মত মায়ের ট্রিটমেন্টে ব্যবহৃত স্টেরয়ড ক্রিম ব্যবহারের পর এই অবস্থা,ইচ্ছে মত মলম /ক্রিম ব্যবহারে সাবধানতা অবলম...
04/10/2025

নিজের ইচ্ছে মত মায়ের ট্রিটমেন্টে ব্যবহৃত স্টেরয়ড ক্রিম ব্যবহারের পর এই অবস্থা,ইচ্ছে মত মলম /ক্রিম ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন..

বাচ্চা অনেকদিন ধরে কিছুই খেতে চাচ্ছেনা,ডাক্তার বারবার রুচির ওষুধ দিচ্ছে, ওষুধ যতদিন খাচ্ছে ততদিন অল্পঅল্প খাচ্ছে,দয়া করে...
28/09/2025

বাচ্চা অনেকদিন ধরে কিছুই খেতে চাচ্ছেনা,ডাক্তার বারবার রুচির ওষুধ দিচ্ছে, ওষুধ যতদিন খাচ্ছে ততদিন অল্পঅল্প খাচ্ছে,দয়া করে কারন একটি রক্তপরিক্ষা করে বাবুর রক্তসল্পতা আছে কিনা চেক করে নিবেন..
মরিয়ম নগরের আমার ছোট্ট রুগি ফারহান (বয়স ১৬মাস) এর বেলাও এরকম হলো..

সকাল সকাল ফেসবুক খুলতেই মনটা খারাপ হয়ে গেলো। Rakib AL Mim এর পোস্ট থেকে জানতে পারলাম হারাগাছে একজন গৃহবধু ভোরবেলা নামাজ ...
24/09/2025

সকাল সকাল ফেসবুক খুলতেই মনটা খারাপ হয়ে গেলো। Rakib AL Mim এর পোস্ট থেকে জানতে পারলাম হারাগাছে একজন গৃহবধু ভোরবেলা নামাজ পড়তে উঠার সময় বিছানায় থাকা সাপের কামড়ে মৃত্যুবরন করেন। অত্যান্ত দুঃখজনক, এই রোগী সাপের কামড়ের ১ ঘন্টার মধ্যে মৃত্যু বরন করেন।

বর্ষা ও বর্ষার পরবর্তী সময় সাপের কামড়ের ঝুঁকি বেড়ে যায়। কারন হলো সাপের থাকার জায়গায় পানি উঠায় সাপ শুকনো জায়গায় আশ্রয় নিতে আসে। এই শুকনো জায়গাগুলো হলো- খড়ের গাদা, খড়ির গাদা, হাস-মুরগী রাখার জায়গা, বিছানা, কাপড় রাখার আলনা ইত্যাদি।

এই সর্প দংশন কি এড়ানো যেত?
উত্তরঃ হ্যাঁ।

বাসা বাড়ির মধ্যে সর্প দংশন প্রতিরোধের উপায়?
১) লাইট জ্বালিয়ে ঘরে ঘরে প্রবেশ করতে হবে।
২) বিছানায় বসা বা শোয়ার আগে ভালো করে দেখে নিতে হবে।
৩) বিছানায় শব্দ করতে হবে। শব্দ করলে সাপ থাকলেও চলে যাবে।
৪) সবচেয়ে জরুরী হলো মশারী টাঙ্গিয়ে ভালো করে তোষকের নিচে গুঁজে দেয়া। এতে করে সাপ আসলেও মশারীর ভিতরে ঢুকতে পারবে না।
৫) খড়ি নিতে যাবার সময় প্রথম পায়ের বা অন্য কোন কিছু দিয়ে শব্দ করতে হবে।
৬) একইভাবে খড় বা হাস-মুরগীর থাকার জায়গায় হাত দেয়ার আগে শব্দ করতে হবে।

সুস্থ থাকতে হলে সচেতনতার কোন বিকল্প নেই। সর্প দংশন প্রতিরোধ করার জন্য নিজেরা সচেতন হই, অন্যদেরও সচেতন করি। দুর্ঘটনাবশত সাপে কামড় দিলে এন্টিভেনম আছে, এমন হাসপাতালে ২৪ ঘন্টা অব্জারভেশনে থাকতে হবে। সাপ কামড়ানো থেকে ২৪ ঘন্টা পার হয়ে গেলে আর কোন সমস্যা হবে না।

copied from Dr ratin sir

আলহামদুলিল্লাহ ,আজ সোমবার মরিয়ম নগর চেম্বারের রুগি..
22/09/2025

আলহামদুলিল্লাহ ,আজ সোমবার মরিয়ম নগর চেম্বারের রুগি..

🐶 র‍্যাবিস: প্রতিরোধই জীবনরক্ষার একমাত্র উপায় 🐶👉 র‍্যাবিস হলো ভাইরাসজনিত রোগ, যা কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর কামড়/আ...
17/09/2025

🐶 র‍্যাবিস: প্রতিরোধই জীবনরক্ষার একমাত্র উপায় 🐶

👉 র‍্যাবিস হলো ভাইরাসজনিত রোগ, যা কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণীর কামড়/আঁচড়ের মাধ্যমে ছড়ায়। একবার লক্ষণ শুরু হলে এ রোগের কোনো চিকিৎসা নেই—প্রায় ১০০% মৃত্যুর কারণ হয়।

✅ তাই প্রতিরোধ = বেঁচে থাকা।



🔹 প্রথম করণীয় (যত দ্রুত সম্ভব):
1. ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট ধরে সাবান + পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে।
2. ক্ষতে আয়োডিন/অ্যালকোহল লাগাতে হবে।
3. নিকটস্থ হাসপাতালে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন শুরু করতে হবে।



💉 র‍্যাবিস ভ্যাকসিনের ডোজ (Intramuscular schedule):
• ১ম দিন (Day 0): কামড়ের দিনই প্রথম ডোজ
• ৩য় দিন (Day 3): দ্বিতীয় ডোজ
• ৭ম দিন (Day 7): তৃতীয় ডোজ
• ১৪তম দিন (Day 14): চতুর্থ ডোজ
• ২৮তম দিন (Day 28): পঞ্চম (শেষ) ডোজ

➡️ ভ্যাকসিন অবশ্যই পূর্ণ সিরিজ সম্পূর্ণ করতে হবে।



💉 Rabies Immunoglobulin (RIG) – দিতে হবে যখন:
• গভীর কামড় বা একাধিক ক্ষত
• মাথা/মুখ/হাত/আঙ্গুলে কামড়
• অপরিচিত বা সন্দেহজনক কুকুর/বিড়াল

👉 ক্ষতের চারপাশে যতটুকু সম্ভব ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিতে হবে, বাকি অংশ মাংসে দিতে হবে।



⚠️ যা মনে রাখবেন:
• কুকুর/বিড়াল সুস্থ দেখালেও অবহেলা করবেন না।
• কামড়/আঁচড়ের পর কোনোভাবেই দেরি নয়—ঘণ্টা নয়, মিনিটই মূল্যবান।
• সিরিজ শেষ না করলে টিকা কার্যকর হবে না।



❤️ সচেতন হোন – সময়মতো টিকা নিন – জীবন বাঁচান।

13/09/2025

রাত ১০টায় রুগি দেখা শেষ করে বের হবো এমন সময় উনি হাজির,সেই বিকেলে বের হয়ে আনোয়ারা থেকে সোজা চেম্বারে চলে আসছে এই অধমকে দেখাতে,আপনাদের কাছে আমি কৃতজ্ঞ..

p.vesicolor  নামক এক ধরনের ফাংগাস দিয়ে এই রোগটি হয়,চিকিৎসাতে সম্পূর্ন ভালো হয়..এই সপ্তাহে রাংগুনিয়া চেম্বারের রুগি..
11/09/2025

p.vesicolor নামক এক ধরনের ফাংগাস দিয়ে এই রোগটি হয়,
চিকিৎসাতে সম্পূর্ন ভালো হয়..
এই সপ্তাহে রাংগুনিয়া চেম্বারের রুগি..

10/09/2025

উনার রোগটার নাম scalp psoriasis..
চট্রগ্রামের ২জন বড় বড় স্কিনের স্যারকে দেখানোর পর ,উপকার না পেয়ে আমার কাছে আসে,আলহামদুলিল্লাহ মাত্র ১৪দিন পর আজকে ফলোয়াপে এসে সুস্থতার কথা জানায়..

09/09/2025

আপনার বাচ্চা কিচ্ছু খেতে চাইনা অথবা যতদিন রুচির ওষুধ দেন ততদিন খেতে থাকে ,এমন হলে দয়া করে ডাক্তারের সাথে পরামর্শ নেন,গত ২দিনে এমন কিছু রুগি পেয়েছি যাদের বয়স ১-৫বছর ,রক্ত পরিক্ষাতে রক্তসল্পতা দেখা দিয়েছে..এটা ঠিক না করা পযর্ন্ত আপনার বাবু খেতে পারবেনা..

08/09/2025

Alhamdulillah

সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ্য থাকুন..
03/09/2025

সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন এবং সুস্থ্য থাকুন..

Address

Chittagong Medical College Hospital
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Nazmus Sakib -ডা.নাজমুচ সাকিব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram