Dr.Khairatun Hisan keya

Dr.Khairatun Hisan keya Normal delivery expert, Doctor/
obstetrics & Gynaecologic practitioner.

06/01/2026

আলহামদুলিল্লাহ ১৮৪ তম নরমাল ডেলিভারি।
রুগী নাম :তানজিনা, বাড়ি :মিয়া বাজার।



♦️♦️
চৌদ্দগ্রাম চেম্বার : আল- নূর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, তাহমিদ টাওয়ার, হাইস্কুল রোড,চৌদ্দগ্রাম।
প্রতিদিন সকাল ১০.০০টা- বিকাল ৩.০০টা।
সিরিয়াল নাম্বার :01716552152
♦️♦️
মুন্সীরহাট চেম্বার :
এস কে ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আলিফা ম্যানসন, ২য় তলা, হাই স্কুল রোড, মুন্সীরহাট বাজার।
প্রতিদিন বিকাল ৪.০০টা-৭.০০টা।
সিরিয়াল নাম্বার : 01846242452

নরমাল ডেলিভারির ব্যথা কিভাবে বুঝবেন?প্রথম বাচ্চার ক্ষেত্রে অনেক সময় বোঝা কঠিন হয়, তবে এই লক্ষণগুলো খেয়াল করুন—➡️ নিয়...
03/01/2026

নরমাল ডেলিভারির ব্যথা কিভাবে বুঝবেন?

প্রথম বাচ্চার ক্ষেত্রে অনেক সময় বোঝা কঠিন হয়, তবে এই লক্ষণগুলো খেয়াল করুন—

➡️ নিয়মিত পেট ব্যথা। শুরুতে হালকা, পরে ধীরে ধীরে ব্যথা বাড়ে ও নির্দিষ্ট সময় পরপর আসে।

➡️ কোমর ও তলপেটে চাপ অনুভব। পিরিয়ডের ব্যথার মতো, কিন্তু ক্রমেই তীব্র হয়।

➡️ ব্যথা কমে যায় না। শুয়ে বা বিশ্রাম নিলেও ব্যথা থামে না।

➡️ পানির মতো কিছু বের হওয়া। হঠাৎ বা অল্প অল্প করে পানি বের হতে পারে (পানি ভাঙা)।

➡️ রক্ত মেশানো সাদা স্রাব। এটাকে “শো” বলা হয়—ডেলিভারি কাছে আসার লক্ষণ।

➡️ ব্যথার সময়কাল কমে আসা যেমন: প্রথমে ২০–৩০ মিনিট পরপর, পরে ১০–৫ মিনিট পরপর।

বিষয়গুলো লক্ষ্য করুন এবং সময় মতো আপনার নিকটস্থ ডাক্তারের সহায়তা নিন।

👉 বন্ধ্যাত্ব বিষয়ক যেকোনো চিকিৎসা এবং সহযোগিতা পেতে যোগাযোগ করুন-
♦️♦️
চৌদ্দগ্রাম চেম্বার : আল- নূর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, তাহমিদ টাওয়ার, হাইস্কুল রোড,চৌদ্দগ্রাম।
প্রতিদিন সকাল ১০.০০টা- বিকাল ৩.০০টা।
সিরিয়াল নাম্বার :01716552152
♦️♦️
মুন্সীরহাট চেম্বার :
এস কে ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আলিফা ম্যানসন, ২য় তলা, হাই স্কুল রোড, মুন্সীরহাট বাজার।
প্রতিদিন বিকাল ৪.০০টা-৭.০০টা।
সিরিয়াল নাম্বার : 01846242452

আমার যে সব রুগী টি টি ভেক্সিন নিতে চাচ্ছেন অথবা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ভেক্সিন দিতে চাচ্ছেন তাদের জন্য বিশ্বস্ত...
02/01/2026

আমার যে সব রুগী টি টি ভেক্সিন নিতে চাচ্ছেন অথবা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের ভেক্সিন দিতে চাচ্ছেন তাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এস কে ডায়াগনস্টিক সেন্টার,মুন্সিরহাট, হাইস্কুল রোড।
আমাদের এখানে আরো পাওয়া যাচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ভেক্সিন।
মহিলাদের ভেক্সিন দেয়ার জন্য মহিলা সাস্থ্যকর্মী।
যে কোন প্রয়োজনে সরাসরি ডায়াগনস্টিক সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।।

01/01/2026

ডিসেম্বর মাসে হয়ে যাওয়া নরমাল ডেলিভারি গুলো।।
আলহামদুলিল্লাহ প্রতেকটা মা এবং বাচ্চা সুস্থ আছে, ইনফেকশন রেট জিরো।
যাদের ইপিসিওটোমি লেগেছে সবার সেলাই ৭ দিনের মধ্যেই একদম শুকিয়ে গিয়েছে।
আলহামদুলিল্লাহ

ইনশাআল্লাহ ❤️।।নতুন বছর শুরু হোক নতুন কিছু পর্রিবর্তন দিয়ে।।সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।।
01/01/2026

ইনশাআল্লাহ ❤️।।
নতুন বছর শুরু হোক নতুন কিছু পর্রিবর্তন দিয়ে।।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।।

🇧🇩🇧🇩নতুন বছরের শুভেচ্ছা সকলকে🇧🇩

🎆🎇আজ ১লা জানুয়ারি-২৬ ইং।

🎈🎈 মুন্সীরহাটবাসীর স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে আরো সমৃদ্ধ সেবা নিয়ে ২০২৬ সালে আরো সমৃদ্ধ পরিসরে মুন্সীরহাটের মানুষের পাশে থাকার দৃঢ়প্রত্যয়ে আমরা সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।🎁🎁
#মু্ন্সীরহাট #ব্রেস্টফিডিং #দুধখাওয়ানো #নরমালডেলিভারী

আগামী কাল থেকে আগামী ৫ তারিখ পর্যন্ত আমার কিছু শারীরিক সমস্যার জন্য  চৌদ্দগ্রাম এবং মুন্সিরহাট চেম্বার ব্ন্ধ থাকবে।৬ তার...
31/12/2025

আগামী কাল থেকে আগামী ৫ তারিখ পর্যন্ত আমার কিছু শারীরিক সমস্যার জন্য চৌদ্দগ্রাম এবং মুন্সিরহাট চেম্বার ব্ন্ধ থাকবে।৬ তারিখ থেকে ইনশাআল্লাহ আমাকে আবার পাবেন।
এর মধ্যে যে কোন সমস্যা হলে, আপনারা আল-নূর হসপিটালে সকালবেলা এবং মুন্সিরহাট এস-কে ডায়াগনস্টিকে বিকালবেলা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
সাময়িক সমস্যার জন্য দুঃখিত।

১৮৩ তম নরমাল ডেলিভারি।রুগী নাম :লাকি,বাড়ি :পাচরা।ওরা সারারাত নরমাল ডেলিভারির চেষ্টা করেছে যখন দেখে যে আর পারছে না তখন তা...
28/12/2025

১৮৩ তম নরমাল ডেলিভারি।
রুগী নাম :লাকি,বাড়ি :পাচরা।
ওরা সারারাত নরমাল ডেলিভারির চেষ্টা করেছে যখন দেখে যে আর পারছে না তখন তাড়াতাড়ি করে নিয়ে আসে হসপিটালে সিজার করার জন্য।
আমি দেখলাম জরায়ুমুখ পুরোটা খোলা কিন্তু রুগী ক্লান্ত হয়ে গিয়েছে সারারাত ধরে চাপ দিতে দিতে।
জরায়ুমুখ না খুললে আসলে যতই চাপাচাপি করুক কোন কাজই হবে না, তখন হিতেবীপরিত হয়ে রুগী ক্লান্ত হয়ে যায় এবং যখন চাপ দেওয়া দরকার তখন আর চাপ দেয় না।
আল্ট্রা করলাম ভিতরে পানি নেই কিন্তু বাচ্চার হার্টবিট ভালো, স্যালাইন শুরু করলে ৩০ মিনিটের মধ্যেই ডেলিভারিটা হয়ে যাবে।।
আলহামদুলিল্লাহ রুগী আসলো ১১:২০ এ ঠিক ১২:০৫ মিনিটে ওর নরমাল ডেলিভারি সম্পন্ন হলো।
বাচ্চার গলায় নাড় ১ প্যাচ দিয়ে ছিলো,কিন্তু বাচ্চা বের হওয়ার সাথে সাথেই কান্না করেছে এবং মা ও সুস্থ।।
আলহামদুলিল্লাহ।।

♦️♦️
চৌদ্দগ্রাম চেম্বার : আল- নূর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, তাহমিদ টাওয়ার, হাইস্কুল রোড,চৌদ্দগ্রাম।
প্রতিদিন সকাল ১০.০০টা- বিকাল ৩.০০টা।
সিরিয়াল নাম্বার :01716552152
♦️♦️
মুন্সীরহাট চেম্বার :
এস কে ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আলিফা ম্যানসন, ২য় তলা, হাই স্কুল রোড, মুন্সীরহাট বাজার।
প্রতিদিন বিকাল ৪.০০টা-৭.০০টা।
সিরিয়াল নাম্বার : 01846242452

🌸 প্রসবের পর প্রথম দিন: একজন মায়ের কী কী করা উচিত? (A to Z গাইড) 🌸প্রসবের পর প্রথম ২৪ ঘণ্টা একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত...
27/12/2025

🌸 প্রসবের পর প্রথম দিন: একজন মায়ের কী কী করা উচিত? (A to Z গাইড) 🌸

প্রসবের পর প্রথম ২৪ ঘণ্টা একজন মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক যত্ন নিলে মা ও নবজাতক—দুজনেই সুস্থ ও নিরাপদ থাকে। অনেক মা এই সময় কী করবেন, কী করবেন না—তা বুঝে উঠতে পারেন না। চলুন জেনে নিই A to Z পুরো গাইড 👶🤱
🅰️ A – Adequate Rest (পর্যাপ্ত বিশ্রাম)
ডেলিভারির পর শরীর ভীষণ দুর্বল থাকে। তাই যতটা সম্ভব বিশ্রাম নিন। অযথা বেশি লোকের সাথে কথা বা ফোন ব্যবহার এড়িয়ে চলুন 🛌।
🅱️ B – Breastfeeding শুরু করুন
ডেলিভারির প্রথম ১ ঘণ্টার মধ্যেই শিশুকে বুকের দুধ দিন। প্রথম দুধ (Colostrum) শিশুর জন্য অমূল্য 💛। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
🅲 C – Cleanliness (পরিচ্ছন্নতা)
নিজের শরীর, বিশেষ করে প্রাইভেট পার্ট পরিষ্কার রাখুন 🚿। প্যাড নিয়মিত পরিবর্তন করুন, হাত ধুয়ে শিশুকে ধরুন।
🅳 D – Diet (পুষ্টিকর খাবার)
হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান 🍲।
যেমন:
গরম ভাত/খিচুড়ি
ডাল
সবজি
প্রচুর পানি
🅴 E – Excessive Bleeding খেয়াল করুন
স্বাভাবিক রক্তপাত হবে, তবে— ❌ অতিরিক্ত রক্তপাত
❌ বড় বড় রক্তের দলা
❌ মাথা ঘোরা
এই লক্ষণ থাকলে দ্রুত ডাক্তারকে জানান 🚨।
🅵 F – Family Support নিন
এই সময় মাকে একা থাকতে দেওয়া উচিত নয়। স্বামী ও পরিবারের সাপোর্ট খুব জরুরি ❤️।
🅶 G – Gentle Movement
সম্পূর্ণ শুয়ে না থেকে হালকা নড়াচড়া করুন। এতে রক্ত চলাচল ভালো হয় এবং দ্রুত সুস্থ হওয়া যায় 🚶‍♀️।
🅷 H – Hygiene for Baby
নবজাতকের নাড়ি (Umbilical cord) পরিষ্কার ও শুকনো রাখুন 👶। ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু লাগাবেন না।
🅸 I – Infection লক্ষণ দেখুন
জ্বর, তীব্র ব্যথা, দুর্গন্ধযুক্ত স্রাব হলে অবহেলা করবেন না ⚠️।
🅹 J – Joy & Bonding
শিশুকে কোলে নিন, কথা বলুন, স্পর্শ করুন 🤍। এতে মা ও শিশুর বন্ধন দৃঢ় হয়।
🅺 K – Keep Emotions Stable
হঠাৎ কান্না, মন খারাপ হওয়া স্বাভাবিক। তবে খুব বেশি হতাশা বা ভয় হলে ডাক্তারকে জানান 🧠।
🅻 L – Lochia সম্পর্কে জানুন
প্রসবের পর যে রক্ত/স্রাব যায় সেটি স্বাভাবিক। রঙ ও পরিমাণ ধীরে ধীরে কমবে।
🅼 M – Medicine ঠিকমতো খান
ডাক্তার যে ওষুধ দিয়েছেন তা নিয়ম মেনে খান 💊। নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করবেন না।
🅽 N – No Heavy Work
ভারী কাজ, ঝুঁকে কাজ, ভার তোলা—সবই নিষেধ ❌।
🅾️ O – Observe Baby Feeding
শিশু ঠিকমতো দুধ খাচ্ছে কি না, প্রস্রাব করছে কি না—খেয়াল রাখুন 🍼।
🅿️ P – Positive Mindset
নিজেকে সময় দিন। মা হওয়া সহজ নয়, আপনি দারুণ করছেন 🌷।
🅾️ Q – Quick Doctor Visit (প্রয়োজনে)
অস্বাভাবিক কিছু মনে হলে দেরি না করে ডাক্তারের কাছে যান 🏥।
🆁 R – Rest is Recovery
বিশ্রামই দ্রুত সুস্থ হওয়ার মূল চাবিকাঠি 🔑।
🆂 S – Support is Strength
একজন মায়ের সবচেয়ে বড় শক্তি হলো পরিবারের ভালোবাসা 🤍।
✨ শেষ কথা:
প্রসবের পর প্রথম দিনটা শুধু শরীরের নয়, মনেরও যত্ন নেওয়ার সময়। নিজেকে দুর্বল ভাববেন না—আপনি একজন নতুন জীবনের জন্ম দিয়েছেন, আপনি শক্তিশালী 💪।

👉 এই পোস্টটি নতুন মায়েদের জন্য শেয়ার করুন, কারও খুব কাজে লাগতে পারে।।

♦️♦️
চৌদ্দগ্রাম চেম্বার : আল- নূর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, তাহমিদ টাওয়ার, হাইস্কুল রোড,চৌদ্দগ্রাম।
প্রতিদিন সকাল ১০.০০টা- বিকাল ৩.০০টা।
সিরিয়াল নাম্বার :01716552152
♦️♦️
মুন্সীরহাট চেম্বার :
এস কে ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আলিফা ম্যানসন, ২য় তলা, হাই স্কুল রোড, মুন্সীরহাট বাজার।
প্রতিদিন বিকাল ৪.০০টা-৭.০০টা।
সিরিয়াল নাম্বার : 01846242452

❌ নরমাল ডেলিভারি নিয়ে যে ১৪টি ভয় দেখানো “মিথ” — আর চিকিৎসাবিজ্ঞানের সত্যবাংলাদেশে অগণিত মাভুল ধারণা ও অপ্রয়োজনীয় ভয়...
25/12/2025

❌ নরমাল ডেলিভারি নিয়ে যে ১৪টি ভয় দেখানো “মিথ” — আর চিকিৎসাবিজ্ঞানের সত্য

বাংলাদেশে অগণিত মা
ভুল ধারণা ও অপ্রয়োজনীয় ভয়ে
নরমাল ডেলিভারি থেকে দূরে সরে যান।

চলুন, এক এক করে মিথ ভাঙি।



1️⃣ মিথ: নরমাল ডেলিভারিতে শিশুর ঝুঁকি বেশি

সত্য: ঝুঁকিমুক্ত মায়ের ক্ষেত্রে নরমাল ডেলিভারি শিশুর জন্য সবচেয়ে নিরাপদ।



2️⃣ মিথ: প্রথম সন্তান হলে নরমাল সম্ভব না

সত্য: বিষয়টি উল্টো। প্রথম সন্তানেই নরমাল ডেলিভারি করা জরুরি।



3️⃣ মিথ: ব্যথা সহ্য করা যায় না, লেবার ফোবিয়ায় মৃত্যু হয়

সত্য: আধুনিক ব্যথা ব্যবস্থাপনা আছে। সিজারেও ব্যথা থাকে—বরং বেশি দিন।



4️⃣ মিথ: নরমাল করলে শরীর নষ্ট হয়ে যায়

সত্য: উল্টো! সিজারের পর দীর্ঘমেয়াদি ব্যথা, দুর্বলতা ও জটিলতা বেশি দেখা যায়।



5️⃣ মিথ: নরমাল মানেই ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় কষ্ট

সত্য: বেশিরভাগ ক্ষেত্রে সময় স্বাভাবিক ও নিয়ন্ত্রিত থাকে।



6️⃣ মিথ: বেবির হার্টবিট একটু উঠলেই সিজার দরকার

সত্য: সাময়িক ওঠানামা স্বাভাবিক। ধারাবাহিক মনিটরিংই সিদ্ধান্তের ভিত্তি।



7️⃣ মিথ: একবার সিজার মানেই সববার সিজার

সত্য: বহু ক্ষেত্রে VBAC (আগের সিজারের পর নরমাল) নিরাপদভাবে সম্ভব।



8️⃣ মিথ: বাচ্চা উল্টো (Breech) থাকলে নরমাল অসম্ভব

সত্য: ৩৬–৩৭ সপ্তাহ পর্যন্ত পজিশন পরিবর্তন স্বাভাবিক; অনেক বেবি নিজেই ঠিক হয়ে যায়।



9️⃣ মিথ: বাচ্চার গলায়/শরীরে ১–২ পাক কর্ড পেঁচানো মানেই সিজার

সত্য: ১–২ পাক কর্ড খুব সাধারণ এবং বেশিরভাগ সময় ক্ষতিকর নয়।



🔟 মিথ: কর্ড পেঁচালে বেবি শ্বাস নিতে পারবে না

সত্য: বেবি গর্ভে ফুসফুস দিয়ে শ্বাস নেয় না; কর্ড দিয়েই অক্সিজেন পায়।



1️⃣1️⃣ মিথ: বেবি নিচে নামেনি মানেই নরমাল হবে না

সত্য: অনেক বেবি লেবারের সময়ই ধীরে ধীরে নিচে নামে—এটাই স্বাভাবিক।



1️⃣2️⃣ মিথ: পানি (AFI) একটু কম/বেশি হলেই সিজার জরুরি

সত্য: মাইল্ড AFI পরিবর্তনে পর্যবেক্ষণই যথেষ্ট; তাড়াহুড়ো সিজার নয়।



1️⃣3️⃣ মিথ: লেবার ধীরে হলে নরমাল ঝুঁকিপূর্ণ

সত্য: লেবার সবার একরকম হয় না। ধৈর্য ও সঠিক মনিটরিংই মূল।



1️⃣4️⃣ মিথ: ডাক্তার বললেই প্রশ্ন করার সুযোগ নেই

সত্য: মা হিসেবে জানা, বোঝা ও সম্মতি দেওয়া আপনার অধিকার।

অপ্রয়োজনীয় সিজার নয়—
নিরাপদ নরমাল ডেলিভারি আমাদের অগ্রাধিকার।

23/12/2025

গতকালের TVS findings এ পেয়েছিলাম typical pcod।
পিসিওস এর findings গুলো TVS করে যত ভালো ভাবে বুঝা যায়,পেটের উপর আল্ট্রাতে এতোটা ভালোভাবে আসে না।


♦️♦️
চৌদ্দগ্রাম চেম্বার : আল- নূর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, তাহমিদ টাওয়ার, হাইস্কুল রোড,চৌদ্দগ্রাম।
প্রতিদিন সকাল ১০.০০টা- বিকাল ৩.০০টা।
সিরিয়াল নাম্বার :01716552152
♦️♦️
মুন্সীরহাট চেম্বার :
এস কে ডায়াবেটিক কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আলিফা ম্যানসন, ২য় তলা, হাই স্কুল রোড, মুন্সীরহাট বাজার।
প্রতিদিন বিকাল ৪.০০টা-৭.০০টা।
সিরিয়াল নাম্বার : 01846242452

আমি জানি না এতো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা,কিন্তু আমার সব রুগীরা আমাকে যে পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা করে সেটা দেখে আম...
22/12/2025

আমি জানি না এতো ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কিনা,কিন্তু আমার সব রুগীরা আমাকে যে পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা করে সেটা দেখে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাই।
আমার একজন খুব কাছের রুগী ওর নাম মরিয়ম,গত ৩ দিন আগেই ওর সাথে কথা হচ্ছিল যে আমার শরীরটা ভালো না বেশি।।আজকে দুপুরে সে হাজির ২ টিফিনক্যারীয়ার ভর্তী খাবার নিয়ে ❤️❤️❤️।
আলহামদুলিল্লাহ আমি আল্লাহ নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্য যে আমার কাজের মাধ্যমে আমি কিছু মানুষের মনে জায়গা করতে পেরেছি।

21/12/2025

আলহামদুলিল্লাহ ১৮২তম নরমাল ডেলিভারি।
রুগী নাম:রিজোন,বাড়ি :বাঙগোড্ডা।
ওর ডেলিভারির ডেইট পার হয়ে যায় আরো ৩ দিন আগে, বলেছিলাম ২ দিন অপেক্ষা করার পর ও যদি ব্যাথা না উঠে, তাহলে আমরা কৃএিম উপায়ে ব্যাথা উঠানোর চেষ্টা করবো।
গতকাল সকাল ১০ টায় কল দিয়ে বললো বাচ্চার নড়াচড়া একটু কম পাচ্ছে, বললাম চলে আসতে হসপিটালে।
ওরা আসলো দুপুর ১:৩০ মিনিটে, জরায়ুমুখে তেমন কোন পরিবর্তন দেখলাম না।ওদের বুঝিয়ে বললাম সব যে অপেক্ষা করতে হবে,আগে জরায়ুমুখ পাতলা হবে,নরম হবে এরপর ডেলিভারির ঔষধ আমরা আস্তে আস্তে শুরু করবো,অধৈর্য হয়ে গেলে হবে না।
ওরা ধৈর্য্য ধরতে রাজি হলো।
রাতের ১২ টার দিকে জরায়ুমুখ আস্তে আস্তে খুলতে শুরু করে।ভোরবেলা ব্যাথা বাড়তে থাকে,৭ টার দিকে পর পানি ভেঙে যায়, পানির কালার ভালো দেখলাম,বললাম সকাল ১২ টা পর্যন্ত অপেক্ষা করতে।
আলহামদুলিল্লাহ ১১:১০ মিনিটে ওর নরমাল ডেলিভারি সম্পন্ন হলো।
মা,বাচ্চা ভালো আছে।

Address

Chowddogram, Cumilla
Chittagong
3550

Telephone

+8801716552152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Khairatun Hisan keya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Khairatun Hisan keya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category