
10/10/2025
আজকে একটা সিজারের গল্প বলি না হয়,সব সময়তো নরমাল ডেলিভারির গুলোই বলেছি।।
আমার খুব বাধ্যগত এক রুগী নাম রিয়া।আমার মোটামুটি সব পোস্টে ওর কমেন্ট থাকে,বরাবরই সবার মতো ওর ও ইচ্ছে নরমাল ডেলিভারি করার কিন্তু নিয়তি যেনো বলে অন্য কথা ওর সিজার করতে হলো গতকাল,মেয়েটার সব কিছু ভালো ছিলো কিন্তু সমস্যা একটাই ডেইট পার হয়ে গিয়েছে জরায়ুমুখ খুলে না।
ওর ডেইট ছিলো ৭ তারিখ, ৯ তারিখ সকালে কল দিয়ে বললো ওর ব্যাথা আসছে অনেক,ভাবলাম হয়তো জরায়ুমুখ খুলছে কিন্তু না আবারও হতাশ হলাম।
ইনডাকশন দিলাম জরায়মুখ খোলার জন্য কিন্তু কোনো কাজ হলো না।ব্যাথা প্রচুর কিন্তু জরায়ুমুখ বন্ধ কি আর করা অবশেষে ওর সিজার করতে হলো।
ওর অনেক ইচ্ছে ছিলো ওর নরমাল ডেলিভারির পোস্ট যেনো দেই আমি।
কিন্তু সব সিজারতো আর খারাপ না,মা এবং বাচ্চা যেভাবে সুস্থ থাকবে সেই ডেলিভারি প্রসেসটাই ভালো।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা মেয়েদের অনেক ধৈর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এটার প্রমান আমি প্রতিদিন প্রতি মূহুর্তে পাই।
ভালো থাকুক সকল মা এবং তাদের সন্তানরা।।
***************
আগামী ৫দিন জরুরি কাজে দেশের বাহিরে থাকবো,বুধবার থেকে নিয়মিত চেম্বারে থাকবো।
ইমার্জেন্সি হলে আল নুর হসপিটালে যোগাযোগ করবেন।
**************