27/10/2025
ব্রণ নিয়ে হেলাফেলা নয়:
এই ভদ্রলোক ব্রণের জন্য মুখে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করেছিলেন, যার কারণে তার মুখের এই অবস্থা হয়েছে।
ব্রণ: বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন হরমোন বৃদ্ধির ফলে ব্রণ হতে পারে। ত্বকের উপর তৈলাক্ত গ্রন্থির মাত্রার উপর ব্রণ হওয়া নির্ভর করে।
সাধারণত মুখ, বুকের উপরের অংশ, পিঠ, বাহুর উপরের অংশে ব্রণের তীব্রতা দেখা যায়।
ব্রণে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার থেকে বিরত থাকুন এবং মুখে রঙ ফর্সাকারী যেকোনো মলম ব্যবহার থেকে বিরত থাকুন।