Dr. Mir Nure Ibrahim Shuva

Dr. Mir Nure Ibrahim Shuva MBBS (DU)
Intern Doctor
Faridpur Medical College Hospital.

11/07/2025

Stop Baby Crying Instantly ☺️

বাচ্চারা কান্না করবেই।
তবে কিছু posture ( অনস্থান ) তাঁদের কমফোর্ট দেয়।
যে আরাম অনুভূতি জন্য তারা কান্না করা বন্ধ করে দেয়।

বাচ্চার কান্না অফ হওয়া পিছনের মানুষ গুলোর
হাসি দেখলেই বুঝা যায় তারা কতটা স্যাটিসফাইড 🥰🥰

04/07/2025

"With steady hands and a heart full of purpose, a surgeon turns pain into healing and hope into life."

Internship
Department Of Surgery, FMCH

রুগীর বয়স আনুমানিক ৫০ বছর মহিলা ওনার যে সমস্যা আসছিলেন :>পেট ফুলে গেছে (huge Abdominal distension.) >পেটে পানি জমা ( Asc...
18/06/2025

রুগীর বয়স আনুমানিক ৫০ বছর
মহিলা ওনার যে সমস্যা আসছিলেন :
>পেট ফুলে গেছে (huge Abdominal distension.)
>পেটে পানি জমা ( Ascites)
> পেটে ব্যথা (Abdominal pain)

Routine টেস্ট সব করানো হলো
USG রিপোর্টে Cyst বললো।
স্যার CA19-9. করতে দেয়
রিপোর্ট= raised CA 19-9 আসে।
রুটিন কেস হিসেবে ওপেন করার সিদ্ধান্ত হয়।

N/O--Exploratory Laparotomy followed by Salpingo-oophorectomy.

Abdomen ওপেন করার পর প্রচুর পরিমান ascites ফ্লুইড বের হয়।
ফ্লুইড suck করে নেয়ার পর দৃশ্যমান হয় huge বড়ো টিউমার।
Ovarian Tumor
Most probably( mucinous cyst adenocarcinoma)
প্রায় ৫-৬ কেজি

টিউমার এক্সসিশন করে বায়োপসির জন্য পাঠানো হয়।

জীবন এক রঙ্গমঞ্চ আর মানুষ সেই মঞ্চের অভিনেতা। কখনো ভিলেন, আবার কখনো হিরো  কখনোবা নোবডি চরিত্রে অভিনয় করে  যাচ্ছে।মানুষে...
13/06/2025

জীবন এক রঙ্গমঞ্চ
আর মানুষ সেই মঞ্চের অভিনেতা। কখনো ভিলেন, আবার কখনো হিরো কখনোবা নোবডি চরিত্রে অভিনয় করে যাচ্ছে।
মানুষের বাহ্যিকটা দেখে আপনি কখনো বুঝতে পারবেন না তার ভিতরে আসলে কি চলছে, কি পরিস্থিতির মধ্য দিয়ে সে যাচ্ছে....!!!

ঘটনা ০১.
এক মহিলা আসে হাতের ক্ষত নিয়ে। জিজ্ঞেস করলাম কিভাবে হল?
ওনি জানায়, তার মনের আশা পূরণ করার জন্য তিনি পটাশ বাবার সান্নিধ্যে যায়। 😁
পটাশ বাবা তার মনের আশা পূরণ করার জন্য বাজার থেকে রাসায়নিক উপাদান পটাশ কিনে আনতে বলে এবং যতক্ষণ না মনের আশা পূরণ হয় ততক্ষণ পটাশ তার হাতের উপর রাখতে বলে। 🙄
এতে তার মনের আশা পূরণ হওয়ার পূর্ণ নিশ্চয়তা দেয় এই পটাশ বাবা।👌
হাতে পটাশ রাখার কিছুক্ষণ পরে যখন জ্বালাপোড়া হয় তখনই পটাশ ফেলে দেয়। এই পটাশে হাত যায় পুড়ে।
বেচারীর ৪০০০ টাকাও গেল হাতটাও পুড়ে গেল কিন্তু মনের আশা সেই আশায় থেকে গেল।😂

ঘটনা ০২.
৩৫ বছরের ফেরদৌস পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়।
প্রায় ছয় ঘন্টা অপারেশন এর পর রুগীকে ICU তে পাঠানো হয়। আমাদের স্যাররা প্রতিনিয়তই রোগীর খোঁজখবর নিচ্ছিলেন।সন্ধ্যায় যখন তার খোঁজ নিতে একজন ইন্টার্ন ডাক্তারকে বলেন তখন সে জানাই রুগী বিকালে মারা গেছে।
আমি সংবাদটা শুনে খুব কষ্ট পেলাম।
কারণ এই রোগীকে আমি রিসিভ করি, আমি প্রাথমিক চিকিৎসা দেই এবং আমি OT তে নিয়ে যাই।
হয়তো তার পরিবার এখনো ভাবেও নাই এভাবেই হঠাৎ করে তারা তাকে হারিয়ে ফেলবে।🥺

ঘটনা ০৩.
স্তণের ক্যান্সার নিয়ে এক মহিলা হসপিটালে ভর্তি আছে।
তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে আমি তাকে দেখতে যাই।
রাত তখন ৯. ৩০ টা।
আশেপাশে কাউকে না দেখে আমি জিজ্ঞেস করলাম তার পরিবারে কেউ আসছে কিনা..?
তিনি একটু নিচু কণ্ঠে জবাব দিলেন তার স্বামী দিনে ছিলেন এখন নাই।
তার এক ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে। এক মেয়ে ক্লাস সেভেনে পড়ে। জিজ্ঞেস করলাম ছেলেমেয়েরা তাকে দেখতে আসে কিনা..? তিনি বললো তারা তাকে দেখেনা। তারা তার মাকে অবহেলা করে কিন্তু তার স্বামী তার যত্ন নেয়। শুনে অবাক হলাম এ কেমন সন্তান..?
অযত্নে তাঁদের মা কে ক্যান্সারে মরতে ছেড়ে দিয়েছে..!!!
তবে হাজবেন্ডের প্রতি ওই রোগীর সন্তুষ্টি দেখে ভালই লাগলো।

প্রতিনিয়ত অনেকগুলো রোগী পাই যেখানে সন্তামরা তাঁদের মা বা বাবার ভরণপোষণ করে না। তাদের সন্তানরা উপযুক্ত হলেও,
টাকা পয়সা ইনকাম করলেও নিজের পরিবার চালাতে পারে কিন্তু বাবা-মাকে দেখতে পারে না।
বাবা মার খোঁজ নিতে পারে না।এটা এখন প্রতিদিনের ঘটনা ।
কিন্তু আসলেই কি এটা স্বাভাবিক...???

ঘটনা ০৪.
আমি রাত নয়টার দিকে রাউন্ড দিচ্ছিলাম। একটা রোগী এসেছিলো যাকে আমি ভর্তি নিয়েছিলাম। আমি খেয়াল করলাম রোগীটা আমার পিছু পিছু হাঁটছে।আমি ক্রমান্বয়ে রোগী দেখে দেখে সামনের দিকে আগাচ্ছি। ওনিও ঘুরছে পিছন পিছন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম "বাবা,আপনার কোনো সমস্যা হচ্ছে ..! কিছু লাগবে আপনার?" উনি হালকা মুচকি হেসে আমাকে বললেন " না স্যার, কিছু কোনো সমস্যা নেই."
তবে আমার পাশে হাঁটছেন যে?
" আমার ভালই লাগছে আপনার সাথে হেটে রোগীর অবস্থা জানতে।আপনার কথা শুনে আমার শারীরিক অবস্থা আগে থেকে অনেক ভালো লাগছে।তাই আমার বিছনায় বসে থাকতে আর ভালো লাগচ্ছেনা "😁
"ডাক্তারের সাথে মন খুলে কথা বলতে পারলেই রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়"
আগে যে এই কথা শুনতাম আসলে মিথ্যে নয়। 🤓

ভালোই লাগে যখন রোগীর কাছে নিজের প্রশংশা শুনি 🤭

সব রোগী রাউন্ড শেষ হলে আমি চাচাকে নিয়ে আমার রুমে আসি আর চাচার সাথে গল্প আরম্ভ করি।
আমার একটা বদ অভ্যাস হলো,আমি মানুষের সাথে তার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসি। এই যেমন ধরুন, রিকশা দিয়ে যাওয়ার সময় রিক্সাওয়ালা পরিবার সম্পর্কে অথবা রোগীর ছেলে-মেয়ে সন্তানাদি তার কর্মস্থল ইত্যাদি সম্পর্কে।

প্লাস্টিক সার্জারির আহসান স্যার বলেছিলেন,
" ডাক্তারিতে, তুমি কিছু পাও বা না পাও,
হরেক রকমের মজার ঘটনার শুনতে পাবা, যা ডাক্তারি পেশায় না আসলে তুমি মিস করতে "😁
আসলেই।

ক্যাজুয়ালটিতে ইভিনিং ডাক্তার হিসেবে ডিউটিতে আছি। এক মহিলাকে  সেন্সলেস অবস্থায় ৩/৪ জন লোক নিয়ে আসলো।পাস থেকে এক লোক জা...
03/05/2025

ক্যাজুয়ালটিতে ইভিনিং ডাক্তার হিসেবে ডিউটিতে আছি।
এক মহিলাকে সেন্সলেস অবস্থায় ৩/৪ জন লোক নিয়ে আসলো।
পাস থেকে এক লোক জানালো,
এই মহিলা গাড়ি এক্সিডেন্ট করে রাস্তার পাশে পরে ছিল।ওনার সাথে কেউ ছিলো না,,আর ওনার আপন জনের কোনো খুঁজ পাওয়া যায় নাই।
ওনারা কয়জন ভদ্রলোক মিলে এই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে আসলো।
কথাটা শুনে ভালো লাগলো ।
লোক গুলোর জন্য রেসপেক্ট বেড়ে গেলো। মনে মনে বলতেছিলাম,এখনো দুনিয়ায় ভালো লোক আছে।😊

প্রাইমারি ট্রিটমেন্ট দিলাম। কিছুক্ষন পর
সেই প্রথম লোকটা এসে আমাকে জানালো মহিলা এখন সুস্থ।

আমি জিজ্ঞেস করলাম মহিলার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে কিনা..!
বললো খবর দেওয়া হয়েছে,ওনার হাজবেন্ড আসতেছে।ওকে ফাইন।
আমি গিয়ে দেখলাম।
রুগী উঠে বসে আছে।
বললাম আপনার হাজবেন্ড কোথায়..!
ওনি বললো এইযে সামনে..
আমি দেখলাম ঐযে,প্রথম যে লোক ওনাকে নিয়ে আসলো ওনাকেই ইশারা করে দেখায় দিচ্ছে।😳
আবার এই লোক
(হালিম মিয়া) কড়া ভাষায় জবাব দিলেন,
"আরে আমি ওনার হাজবেন্ড না, ফাজলামি করো কেন...!!,🙄
আসে পাশের লোক জড়ো হতে থাকলো।কাহিনী কি ..??
মহিলা বারবার বলতেছে ওই হালিম মিয়াই ওনার হাজবেন্ড।
কিন্তু হালিম মিয়ার একটায় কথা ,
ওনি ওই মহিলাকে রাস্তায় পরে থাকতে দেখছে, তাই হাসপাতাল নিয়ে আসছে।
আমি পরলাম বিপদে।😕
কার কথা বিশ্বাস করবো...!!!

পরে মহিলাকে একটু কড়া করেই জিজ্ঞেস করলাম।
"এই লোক তো আপনাকে রাস্তায় আহত পাইলো বললো আপনি ওনারে জামাই কন কেন...!"

পরে মহিলা বলে ,
"আমি হের (জামাই) সাথে রাগ করে চলে আইতেছিলাম, রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে,,আর আমি সেন্সলেস হইয়া পরি. সত্যি কইতাছি স্যার হেই আমার স্বামী।"

🤨🤨🤨🤨🤨
লোকটার দিকে তাকাই দেখি ,লোকটা অপরাধীর মতো আমার দিকে তাকাই আছে।
জিজ্ঞেস করলাম কথা সত্যি...!!!
বলে
"হ্যাঁ,,স্যার ,মহিলা বেশি খারাপ।
সব সময় ঝগড়া করে।হুদাই বাড়ি থেকে বের হয়ে চলে আসছিলো।
মাথা নস্ট করে দিচ্ছিল.. তাই এমন কইছি"।

লে আমি---🌝🌝🌝🌝🌝🌝🌝🌝

Happy 27th marriage Anniversary আম্মু।হয়তো আব্বু থাকলে আম্মুর আজকের দিনটা অনেক সুন্দর হতো।ম্যারেজ Anniversary হলেও আর ক...
24/04/2025

Happy 27th marriage Anniversary আম্মু।

হয়তো আব্বু থাকলে আম্মুর আজকের দিনটা অনেক সুন্দর হতো।
ম্যারেজ Anniversary হলেও আর কিছুদিন পর আব্বুর ২৫ তম মৃত্যুবর্ষিকী।
আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।

21/04/2025

*****Foreign Body in Nose/Ear*****

✓Basically বাচ্চাদের foreign body introduce হওয়ার কেস বেশি পাওয়া যায়।
খেলতে গিয়ে বা accidentally যেকোনো কিছু নাক বা কান দিয়ে ঢুকে যায়।

✓usually মেটেরিয়াল হয়
দুই ধরনের:
১. জীবিত কোনো প্রাণী
( মশা,মাছি, বি,
ইভেন তেলাপোকা)
২.কোনো পদার্থ
( কটন, বাটন,ব্যাটারি, মুড়ি,যেকোনো কিছুর বীজ, কাচ)etc

***Treatment:
Removal:
✓যদি জীবিত প্রাণী হয়ে থাকে তাইলে ওইটা আগে মারতে হবে।
বাসায় নারকেল তেল বা যেকোনো তেল কানে/ নাকে দিয়ে দিবেন।
কিছুই না থাকলে পানি দিয়ে চুবিয়ে পারবেন😄।

✓তারপর একটা Foreign Body hook দিয়ে টেনে বের করে আনতে হবে।
[ ওই পার্টিক্যালের ওপর দিয়ে হুক ঢুকিয়ে পার্টিক্যাল কে ধরে আস্তে আস্তে টেনে বের করে আনতে হবে]

✓বাচ্ছা হলে একজন তাকে হাত পা ধরে বসবে ,অন্যজন মাথা ধরবে যেনো নাড়াইতে না পারে।

✓Usually কানে বা নাকে যেখানে F.B. ঢুকেছে সে জায়গায় ব্যথা থাকতে পারে।
Tab. Napa - 500mg
1+1+1 খেলেই ব্যথা সেরে যায়।
আর যদি কোনো ক্ষত হয় তাহলে সেকেন্ডারি ইনফেকশন রোধে আমরা এন্টিবায়োটিক ইউজ করি।

✓যদি এমন foreign body long time থেকে যায়,সেখানে calcification হয়ে শক্ত হয়ে যায়,
যদি nose এ হয় এইটাকে মেডিকেলের ভাষায় Rhinolith বলি।

Thanks
কিছু ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
গঠনমূলক সমালোচনা করার জন্য ধন্যবাদ😊

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mir Nure Ibrahim Shuva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share