03/05/2025
ক্যাজুয়ালটিতে ইভিনিং ডাক্তার হিসেবে ডিউটিতে আছি।
এক মহিলাকে সেন্সলেস অবস্থায় ৩/৪ জন লোক নিয়ে আসলো।
পাস থেকে এক লোক জানালো,
এই মহিলা গাড়ি এক্সিডেন্ট করে রাস্তার পাশে পরে ছিল।ওনার সাথে কেউ ছিলো না,,আর ওনার আপন জনের কোনো খুঁজ পাওয়া যায় নাই।
ওনারা কয়জন ভদ্রলোক মিলে এই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে আসলো।
কথাটা শুনে ভালো লাগলো ।
লোক গুলোর জন্য রেসপেক্ট বেড়ে গেলো। মনে মনে বলতেছিলাম,এখনো দুনিয়ায় ভালো লোক আছে।😊
প্রাইমারি ট্রিটমেন্ট দিলাম। কিছুক্ষন পর
সেই প্রথম লোকটা এসে আমাকে জানালো মহিলা এখন সুস্থ।
আমি জিজ্ঞেস করলাম মহিলার ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে কিনা..!
বললো খবর দেওয়া হয়েছে,ওনার হাজবেন্ড আসতেছে।ওকে ফাইন।
আমি গিয়ে দেখলাম।
রুগী উঠে বসে আছে।
বললাম আপনার হাজবেন্ড কোথায়..!
ওনি বললো এইযে সামনে..
আমি দেখলাম ঐযে,প্রথম যে লোক ওনাকে নিয়ে আসলো ওনাকেই ইশারা করে দেখায় দিচ্ছে।😳
আবার এই লোক
(হালিম মিয়া) কড়া ভাষায় জবাব দিলেন,
"আরে আমি ওনার হাজবেন্ড না, ফাজলামি করো কেন...!!,🙄
আসে পাশের লোক জড়ো হতে থাকলো।কাহিনী কি ..??
মহিলা বারবার বলতেছে ওই হালিম মিয়াই ওনার হাজবেন্ড।
কিন্তু হালিম মিয়ার একটায় কথা ,
ওনি ওই মহিলাকে রাস্তায় পরে থাকতে দেখছে, তাই হাসপাতাল নিয়ে আসছে।
আমি পরলাম বিপদে।😕
কার কথা বিশ্বাস করবো...!!!
পরে মহিলাকে একটু কড়া করেই জিজ্ঞেস করলাম।
"এই লোক তো আপনাকে রাস্তায় আহত পাইলো বললো আপনি ওনারে জামাই কন কেন...!"
পরে মহিলা বলে ,
"আমি হের (জামাই) সাথে রাগ করে চলে আইতেছিলাম, রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে,,আর আমি সেন্সলেস হইয়া পরি. সত্যি কইতাছি স্যার হেই আমার স্বামী।"
🤨🤨🤨🤨🤨
লোকটার দিকে তাকাই দেখি ,লোকটা অপরাধীর মতো আমার দিকে তাকাই আছে।
জিজ্ঞেস করলাম কথা সত্যি...!!!
বলে
"হ্যাঁ,,স্যার ,মহিলা বেশি খারাপ।
সব সময় ঝগড়া করে।হুদাই বাড়ি থেকে বের হয়ে চলে আসছিলো।
মাথা নস্ট করে দিচ্ছিল.. তাই এমন কইছি"।
লে আমি---🌝🌝🌝🌝🌝🌝🌝🌝