Infertility, Laparoscopic, Gynae & Obs Specialist - Dr. Sharmin Afroz

Infertility, Laparoscopic, Gynae & Obs Specialist - Dr. Sharmin Afroz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infertility, Laparoscopic, Gynae & Obs Specialist - Dr. Sharmin Afroz, Obstetrician-gynaecologist, Patiya, Chittagong.

প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন
ডাঃ শারমিন আফরোজ
এমবিবিএস, এফসিপিএস (গাইনি এন্ড অবস), ট্রেনিং ইন ল্যাপারোস্কোপি এন্ড হিস্টেরোস্কপি (ভারত)
সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস) আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল

11/06/2025

একদিন মিম তার রুমের ভিতর বসে ছিল। তার পরনে সেদিন ও 'ড় 'না ছিল না। গরমের দিন, সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে। হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আচড়াচ্ছিল।

হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢুকে পড়ে। মিম, আমার চার্জারটা দেখেছিস? বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়।

মিম চ 'ম 'কে উঠে। তড়িঘড়ি করে পাশের চাদরটা টেনে গায়ে দেয়। মাহিম থেমে যায়। চোখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অ 'স্থি 'র 'তা সৃষ্টি হয়।

রুম থেকে বের হয়ে মাহিম নিজেকে দো 'ষী ভাবতে থাকে। আমি তো ওর ভাই! তাহলে আমার ভেতরে এমন অ 'নু 'ভূ 'তি কেন আসছে?

সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। মনে মনে বলে, আমার দৃষ্টিই যদি এমন হয়, তাহলে বাইরের মানুষদের চোখ কী হবে?

সে বুঝতে পারে, এই অনু 'ভূ 'তি 'র জ 'ন্ম পরিস্থিতি থেকে, যেটা সে নিজেও চায়নি। পা 'প শুধু চোখের না, পরিস্থিতিরও।

সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে, তুই তো আমার ছোট বোন। কিন্তু আজ একটা কথা বলতেই হবে... নিজের ঘর, নিজের ভাই, সব ঠিকআছে। কিন্তু প 'র্দা শুধু বাইরের লোকদের জন্য নয়। ইসলামে পরিবারের সামনেও প 'র্দা 'র গুরুত্ব রয়েছে।

মিম মাথা নিচু করে চুপ থাকে। কিছুক্ষণ পর শান্ত গলায় বলে- ভাইয়া, আমি বুঝতে পারিনি। আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব।

সত্যি বলতে, চোখের প 'র্দা না থাকলে র /ক্তে /র সম্পর্কও ন 'ড় 'ব 'ড়ে হয়ে যেতে পারে। নারীর প 'র্দা শুধু শ 'রী 'র ঢাকার জন্য নয়, সম্মান, সম্পর্ক আর চিন্তার বি 'শু 'দ্ধ 'তার জন্যও জরুরি। এবং পুরুষের চোখেও প 'র্দা জরুরি। কারণ নীতি হা 'রা 'লে, সম্পর্ক টেকে না।

11/06/2025
05/06/2025
16 মিলিয়ন ফলোয়ারের প্রোফাইল থেকে Pori Moni নামে একজন নায়িকা আমাকে Friend Request দিছে! 😮😁Request Accept করব, নাকি Cance...
05/06/2025

16 মিলিয়ন ফলোয়ারের প্রোফাইল থেকে Pori Moni নামে একজন নায়িকা আমাকে Friend Request দিছে! 😮😁

Request Accept করব, নাকি Cancel করে দিবো? 🥹

তোমরাই বলে দাও গাইজ, কী করা উচিত? 🙄

13/05/2025

অটোরিকশা চালক আছেন সতর্ক থাকবেন 👉 বন্ধে পুলিশের অভিযান চালকের আর্তনাদ

আমার ছোট ঘর 🥰
06/05/2025

আমার ছোট ঘর 🥰

দুমুখো সাপ এই সমাজে নতুন কিছু নয়। কিন্তু যেটা ভয়াবহ, সেটা হলো এই প্রাণীগুলো দেখতে মানুষের মতো। এদের হাত আছে, পা আছে, মুখ...
06/05/2025

দুমুখো সাপ এই সমাজে নতুন কিছু নয়। কিন্তু যেটা ভয়াবহ, সেটা হলো এই প্রাণীগুলো দেখতে মানুষের মতো। এদের হাত আছে, পা আছে, মুখে কথা আছে, গায়ে ব্র্যান্ডেড জামা থাকে, কখনো প্রতিবাদ মিছিলে হাঁটে, আবার কখনো ইনস্টাগ্রামে ক্যান্ডেললাইট পোস্ট দেয়। তারা আপনার সঙ্গে চা খায়, গল্প করে, বাচ্চার ছবি দেখে ‘খুব মিষ্টি’ বলে, আবার অন্যদিকে গিয়ে বলে—“ওর বাচ্চাটা কেমন যেন, অটিজম – ফটিজম আছে বোধয়?” গণ্ডা গণ্ডা প্রোপ্যাগান্ডা দিয়ে এদের আপাদমস্তক তৈরি।

এদের চেনা খুব কঠিন, কারণ তারা অভিনয় করে না— নিজেরাই অভিনয়ের চরিত্রে পরিণত হয়ে যায়। আর সেখানেই আসল বিপদ। আপনি বুঝতে পারেন না কখন বিশ্বাসঘাতকতা শুরু হল, কখন কথার ভিতর বিষ ঢুকে গেল, কখন আপনার " গোপনীয়তা " বিক্রি হয়ে গেলো স্ক্রিনশটে। যতক্ষণে আপনি বুঝতে শুরু করেছেন, তখন সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা—সব কিছুই তাইরে নাইরে নাই।

এটা কিন্তু বিশালাকায় একটা প্রাতিষ্ঠানিক কাঠামো। যেখানে দুঃখের উপরে ছড়ানো হয় কৃত্রিম সহানুভূতির ফুলঝুরি, সফলের পাশে দাঁড়ানো হয় নিজের অবস্থান শক্ত করার কৌশল হিসেবে, আর ব্যর্থতার মুহূর্তে প্রমাণ দেওয়া হয়—“আমরা ছিলাম, ওই ছিল না।”

বেসিকালি খাঁটি থিয়েটারিক্যাল নৈতিকতা, যেখানে ‘সহানুভূতি’ এক প্রিমিয়াম পণ্য। যা সময় বুঝে ব্যবহৃত হয়, প্রয়োজনে বিক্রি হয়, এবং অব্যবহৃত থাকলে—‘আনফ্রেন্ড’ করে ফেলা হয়।

আপনি কাঁদলে টাইপ হয়ে যায় “Stay strong. We got your back.”
তার পরেই স্ক্রিনশট চালাচালি— “Drama incoming. Grab popcorn.”

এই সমাজে যারা সত্য বলবে, তারা ‘harsh’, গাল খেয়ে খেয়ে একশা হবে।
যারা ন্যায় চাইবে, তারা ‘troublemaker’। যারা নিজেকে সরিয়ে নেবে এই বিষাক্ত সহানুভূতির বৃত্ত থেকে, তারা হবে ‘cold’, ‘unreachable’, ‘selfish’।

এটাই ক্ষমতার খেলা। এটাই সামাজিক চুপকথন। এটাই সেই ছদ্মবেশ, যা একদিন আপনাকে বিশ্বাস করায় আপনি পারবেন, আর পরদিন আপনাকেই আপনার ‘attitude problem’-এর জন্য একঘরে করে দেয়।

অতএব, নিজের পরিসর ছোট করতে হয়। কাকে ঘরে ডাকবেন, কাকে মনের কথা বলবেন, কাকে কফি অফার করবেন—সেটা বোঝা খুব জরুরি। কারণ যারা আপনার হাঁড়ির খবর রাখে, তারাই জানে কোন ফুটো দিয়ে সারা বাড়িতে গন্ধ ছড়ানো যায়।

এটাই জীবন আর এটাই বাস্তবতা 🙂🫰

এইটা আ'ক্কেল দাঁত, কোন দিক দিয়ে উঠবে সেই আ'ক্কেল টুকুও নেই
03/05/2025

এইটা আ'ক্কেল দাঁত,
কোন দিক দিয়ে উঠবে সেই আ'ক্কেল টুকুও নেই

03/05/2025

সেই ২০১৪ সালে 🥰🥰🥰

03/05/2025

যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু টিপস

দেখা যায় আমাদের দেশের পুরুষরা যৌন স্বাস্থ্যের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেও তারা সহজে আলাপ করেন না। কিন্তু সুখী দাম্পত্য জীবনের জন্য দরকার সুখী ও স্বাস্থ্যকর যৌন জীবন। যৌন স্বাস্থ্য ভালো থাকলে দাম্পত্য জীবন হয় সুখী ও সুন্দর। আর তাই যৌন স্বাস্থ্যের যত্ন নেয়া উচিত সবারই। যৌন স্বাস্থ্য ভালো রাখার আছে কিছু বিশেষ উপায়।
পুষ্টিকর খাবার খাওয়া :- সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজন শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। কিছু বিশেষ খাবার আছে যেগুলো যৌন স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই পালং শাক, ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি, চিনি ছাড়া চা, রঙিন ফল, ডিম, বাদাম ও বিভিন্ন বীজ, তৈলাক্ত মাছ ও ডার্ক চকলেট নিয়মিত খাবার তালিকায় রাখুন।

ব্যায়াম করা :- যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট এক টানা হাঁটার চেষ্টা করুন। এছাড়াও দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার ও অন্য যে কোনো ব্যায়াম যেগুলো ক্যালোরি ক্ষয় করে সেগুলো সবই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং লিবিডো বৃদ্ধি পায় যা যৌন স্বাস্থ্যের জন্য জরুরী।

পরিচ্ছন্নতা :- সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজন পরিচ্ছন্নতা। সঙ্গীর সাথে শারীরিক মিলনের পর পরিচ্ছন্নতা খুবই জরুরি। নাহলে যৌনাঙ্গে নানান রকমের ইনফেকশন হয়ে যেতে পারে। তবে স্নান করার সময় অবশ্যই যৌনাঙ্গে সাবান ব্যবহার করা উচিত না। সাবান এর বদলে কুসুম গরম জল ব্যবহার করতে পারেন পরিচ্ছন্নতার জন্য।

প্রচুর জল খাওয়া :- যৌন স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রচুর জল পান। শরীরে পর্যাপ্ত পরিমাণে জল উপস্থিত না থাকলে নানান রকমের সমস্যা দেখা দেয় শরীরে। তার মধ্যে একটি হলো লিবিডো কমে যাওয়া। তাই সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য দিনে অন্তত ৮ গ্লাস জল পান করুন।

ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন :- ধূমপান ও মদ্যপান লিবিডো কমিয়ে দেয়। ফলে যৌন স্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। নিকোটিন রক্ত জমাট বাধিয়ে ফেলে এবং রক্তচলাচল কমিয়ে দেয়। ফলে শারীরিক মিলনের সময় শরীরে স্বাভাবিক ভাবে রক্ত চলাচল হয় না এবং যৌন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে।
আপনার যদি কোন রকম যৌন বা গুপ্ত সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
কলকাতার সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আয়ুর্বেদিক যৌন বিশেষজ্ঞ।
#লিঙ্গশিথিলতা, #ধ্বজভঙ্গ, #শীঘ্রপতন, #পুরুষত্বহীনতা, #যৌনঅক্ষমতা, #স্ত্রীমিলনবাসঙ্গমেঅনিহা,
#পুরুষাঙ্গক্ষুদ্রবক্রসরু, #স্বপ্নদোষ, #প্রসাবেধাতুক্ষয়, #প্রস্রাবেজ্বালাপোড়া, #শুক্রতারল্য, #শুক্রানুস্বল্পতা #পুরুষেরস্বল্পশুক্রাণুরকারণে_বন্ধ্যাত্ব,

03/05/2025

ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণে রোগীর জন্য করণীয় সতর্কতা:

1. সঠিক রোগ নির্ণয়: ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ ও নির্ভুল ডায়াগনোসিসের ভিত্তিতে ফিজিওথেরাপি শুরু করুন।

2. যোগ্য ফিজিওথেরাপিস্ট নির্বাচন: প্রশিক্ষিত, অভিজ্ঞ ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নিন।

3. সম্পূর্ণ চিকিৎসা ইতিহাস প্রদান: আগের অসুস্থতা, চলমান ওষুধ, বা কোনো শারীরিক সীমাবদ্ধতা ফিজিওথেরাপিস্টকে অবশ্যই জানান।

4. ব্যথা বা অস্বস্তি গোপন নয়: ফিজিওথেরাপির সময় যেকোনো ব্যথা, জ্বালাপোড়া বা অস্বস্তি হলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে ফিজিওথেরাপির ধরণ পরিবর্তনের সুযোগ দিন।

5. নিয়মিত ও ধারাবাহিক চিকিৎসা: নির্ধারিত সময় ও ফ্রিকোয়েন্সিতে থেরাপি গ্রহণ করে ধারাবাহিকতা বজায় রাখুন।

6. হোম এক্সারসাইজ গুরুত্ব সহকারে অনুসরণ: ফিজিওথেরাপিস্ট যেসব ব্যায়াম বা অভ্যাস বাসায় করতে বলেন, তা নিয়মমাফিক ও সঠিকভাবে করুন।

7. জীবনযাত্রায় সচেতনতা: অতিরিক্ত ভার তোলা, ভুল ভঙ্গিমায় বসা বা চলাফেরা এড়িয়ে চলুন।

8. পর্যাপ্ত বিশ্রাম ও সুষম আহার: সুস্থ হয়ে উঠতে ভালো ঘুম ও পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি।

Address

Patiya
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Infertility, Laparoscopic, Gynae & Obs Specialist - Dr. Sharmin Afroz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share