01/11/2025
আপনার বাসার কারো হঠাৎ করেই মুখ বাকা হয়ে যাওয়া,কথা বন্ধ হয়ে যাওয়া,শরীরের যে কোন একপাশ বা অংগ দূর্বল হয়ে যাওয়া এমন লক্ষণ প্রকাশ পেল।
সাধারনত স্ট্রোক হলে এমন সব লক্ষণ দেখা দেয়।এমন কিছু হলে আপনার করনীয় কি?
আপনাকে যত দ্রুত সম্ভব আপনার রুগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হবে।লক্ষণ দেখা যাওয়ার সাড়ে ৪ ঘন্টার মধ্যে হাসপাতালে আনতে পারলে, যদি স্ট্রোক রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারনে হয়ে থাকে এবং রোগীর ক্রাইটেরিয়া মিলে তবে থ্রম্বোলাইসিস এর মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে রোগীকে আগের মত স্বাভাবিক করা সম্ভব।রোগীকে ৯০ মিনিটের মধ্যে আনলে চিকিৎসা আরো বেশী ইফেক্টিভ হয়।মাথায় রাখতে হবে এটা কিছুটা ব্যয়বহুল চিকিৎসা।
স্ট্রোকের রোগীর একটা অংশ মারা যায় ফুসফুসে খাবার/পানি চলে যাওয়ার কারনে।তাই রোগীকে লক্ষন প্রকাশ পাওয়ার পর থেকে হাসপাতালে আনার মধ্যবর্তী সময় খাবার/পানি পান করানো থেকে বিরত রাখা উচিত।এতে রোগী স্ট্রোকের কারণে মারা না গেলেও,খাবার বা পানি ফুসফুসে গিয়ে ইনফেকশন করে মারা যেতে পারে।