Dr Muhammed Ziaul Amin Ashraf

Dr Muhammed Ziaul Amin Ashraf MBBS(Faridpur Medical College)
FCPS P-1(Medicine)

আগুনে পোড়ে গিয়েছেন?গরম পানি/তেল/দাহ্য পদার্থ গায়ে পড়েছে?✅ ১.পোড়া ব্যক্তিকে আগুন, গরম পানি, বিদ্যুৎ বা কেমিক্যালের উৎস থে...
22/07/2025

আগুনে পোড়ে গিয়েছেন?গরম পানি/তেল/দাহ্য পদার্থ গায়ে পড়েছে?

✅ ১.পোড়া ব্যক্তিকে আগুন, গরম পানি, বিদ্যুৎ বা কেমিক্যালের উৎস থেকে দ্রুত নিরাপদ স্থানে সরান।

✅ ২. পোড়ার জায়গায় ১০-২০ মিনিট পানি চালনা করুন।

✅ ৩. পরিষ্কার হাত দিয়ে ধীরে ধীরে পোড়া জায়গা পরিষ্কার করুন।

✅ ৪.সাদা গজ, পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে ঢেকে দিন।

যা করা উচিত নয়:

❌মাখন, তেল, পেস্ট, মলম, টুথপেস্ট ইত্যাদি লাগাবেন না।
❌ফোসকা ফুটাবেন না। এটি সংক্রমণ ডেকে আনতে পারে।
❌পোড়া জায়গায় বরফ-ঠান্ডা পানি দিবেন না
❌পোড়া জায়গায় কাপড় আটকে থাকলে সেটা টানাটানি করবেন না।

⚠️ চিকিৎসকের পরামর্শ নিন।

আপনি ভারী কাজ করলে কিংবা বেশীক্ষন হাটা চলা করলে বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন।কিছুক্ষন বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যায়।তা...
20/07/2025

আপনি ভারী কাজ করলে কিংবা বেশীক্ষন হাটা চলা করলে বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন।কিছুক্ষন বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যায়।তাহলে অবশ্যই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন।

#এনজাইনা(Angina) কি?

এনজাইনা হল একটা সতর্কবার্তা যেখানে আপনার হৃদপিন্ডের রক্তনালীগুলো সরু হয়ে যাওয়ায় হৃদপিন্ড যথেষ্ট রক্ত সরবরাহ পায় না।এতে আপনি ভারী কাজ করলে বুকে ব্যথা অনুভব করেন।

কেন এটি #সতর্কবার্তা?

কারন আপনি এই সময়ে ডাক্তারের কাছে না গেলে আপনি যেকোন সময় হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে পারেন।এনজাইনা আপনাকে বার্তা দেয় আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে রয়েছেন।

09/05/2025

বরাবরের মত আজও রোগী দেখব ইনশাআল্লাহ।

চেম্বারঃ গাউসিয়া ফার্মেসী
মাইজপাড়া,ধলই,হাটহাজারী,চট্টগ্রাম।

সময়ঃ প্রতি শুক্রবার বিকাল ৩টা হতে ৬টা।

আপনার সতর্কতা কেরোসিন বিষক্রিয়া হতে আপনার শিশুকে বাচাতে পারে।
07/05/2025

আপনার সতর্কতা কেরোসিন বিষক্রিয়া হতে আপনার শিশুকে বাচাতে পারে।

অনেকেই কোন রকম প্রেস্ক্রিপশন ছাড়াই দীর্ঘদিন PPI বা গ্যাসের ট্যাবলেট সেবন করে থাকি।এতে হতে পারে নানা স্বাস্থ্যঝুকি।আসুন জ...
03/05/2025

অনেকেই কোন রকম প্রেস্ক্রিপশন ছাড়াই দীর্ঘদিন PPI বা গ্যাসের ট্যাবলেট সেবন করে থাকি।এতে হতে পারে নানা স্বাস্থ্যঝুকি।আসুন জেনে নেই।🔽🔽

01/05/2025

আগামীকাল ০২-০৫-২০২৫, শুক্রবার, ধলই মাইজপাড়া গাউছিয়া ফার্মেসীতে রোগী দেখব ইনশাআল্লাহ।

সময়: বিকাল ৩ টা থেকে ৫ টা।
সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন:- ০১৮৮১-৪৪২৩৯১

নিয়মিত ঔষধ সেবনের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লাইফ স্টাইল পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ।
27/04/2025

নিয়মিত ঔষধ সেবনের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লাইফ স্টাইল পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ।

আপনি জানেন সাদা বিষ কি?কাদের বলা হয়?⚠️চিনি,লবণ,ময়দা,সাদা ভাত।এইসব খাবার নিয়ন্ত্রন করুন।সুস্থ থাকুন।
22/04/2025

আপনি জানেন সাদা বিষ কি?কাদের বলা হয়?

⚠️চিনি,লবণ,ময়দা,সাদা ভাত।

এইসব খাবার নিয়ন্ত্রন করুন।সুস্থ থাকুন।

অনেক সময় ডাক্তার পরামর্শ দেয় আপনি কম কোলেস্টেরল যুক্ত খাবার গ্রহন করুন।কিন্তু কিভাবে কোলেস্টেরল কমাব কিংবা কোন কোন খাবার...
19/04/2025

অনেক সময় ডাক্তার পরামর্শ দেয় আপনি কম কোলেস্টেরল যুক্ত খাবার গ্রহন করুন।কিন্তু কিভাবে কোলেস্টেরল কমাব কিংবা কোন কোন খাবার খেলে কোলেস্টেরল বাড়ে সেটা আমরা অনেকেই জানি না।তাই আসুন জেনে নেই উচ্চ কোলেস্টেরল কমাতে কি কি করনীয়ঃ

১/খাবার তালিকায় যোগ করুনঃ

✅তেলযুক্ত মাছ (যেমন: রুই,কাতলা,মাগুর,ইলিশ)

✅স্বাস্থ্যকর তেল ও স্প্রেড (যেমন: অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল)

✅সম্পূর্ণ শস্যজাত খাবার (যেমন: ব্রাউন রাইস, সম্পূর্ণ গমের রুটি, হোলহুইট পাস্তা)

✅বাদাম ও বীজ জাতীয় খাবার

✅প্রচুর পরিমাণে ফল ও সবজি

২/খাবার তালিকা থেকে বাদ দিন বা কম খানঃ

❌প্রক্রিয়াজাত মাংস (যেমন: কাবাব, সসেজ, চর্বিযুক্ত মাংস,নাগেটস)

❌রেড মিট(গরুর মাংস,খাসির মাংস)

❌প্রাণিজ চর্বি (যেমন: মাখন, ঘি)

❌উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার (যেমন: ক্রীম, চেডার জাতীয় কঠিন চিজ)

❌চিনি ও চর্বিযুক্ত নাস্তা (যেমন: কেক, বিস্কুট)

❌নারকেল তেল বা পাম অয়েলযুক্ত খাবার

৩/শারীরিক কার্যক্রম বৃদ্ধি করুন

প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট (২.৫ ঘণ্টা) মাঝারি মাত্রার ব্যায়াম করার চেষ্টা করুন।

শুরু করার জন্য কিছু ভালো উপায়:

✅দ্রুত হাঁটা – এমনভাবে হাঁটার চেষ্টা করুন যাতে আপনার হার্টবিট বাড়ে

✅সাঁতার

✅সাইকেল চালানো

নিজের পছন্দ অনুযায়ী কিছু ব্যায়াম চেষ্টা করুন — পছন্দ হলে তা চালিয়ে যাওয়া সহজ হবে।

৪/ধূমপান বন্ধ করুন

ধূমপান কোলেস্টেরল বাড়াতে পারে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যেমন:

⚠️হার্ট অ্যাটাক

⚠️স্ট্রোক

⚠️বিভিন্ন ধরণের ক্যান্সারের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।

ধূমপান ছেড়ে দেওয়া আপনার হৃদয় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

গরমকাল এসে গেছে।গরমে হিট স্ট্রোকের মত সমস্যায় আক্রান্ত হতে পারেন।তাই গরমে সুস্থ থাকার সহজ কিছু পরামর্শঃ১. পর্যাপ্ত ঠান্ড...
16/04/2025

গরমকাল এসে গেছে।গরমে হিট স্ট্রোকের মত সমস্যায় আক্রান্ত হতে পারেন।

তাই গরমে সুস্থ থাকার সহজ কিছু পরামর্শঃ

১. পর্যাপ্ত ঠান্ডা পানীয় পান করুন
যতটা সম্ভব ঠান্ডা পানি বা পানীয় পান করুন, বিশেষ করে আপনি যদি শারীরিকভাবে সক্রিয় থাকেন বা ব্যায়াম করেন।

২. হালকা রঙের ও ঢিলেঢালা পোশাক পরুন
এটি শরীরকে সহজে বাতাস প্রবাহে সাহায্য করে এবং গরম কম লাগে।

৩. ১১টা থেকে ৩টার মধ্যে রোদ এড়িয়ে চলুন
এই সময়ে সূর্যের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। সম্ভব হলে ছায়ায় থাকুন বা ঘরে থাকুন।

৪. অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলুন
গরমে চরম ব্যায়াম শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে।

৫. ঘরকে ঠান্ডা রাখুন
খুব গরম দিনে পর্দা টেনে দিন, জানালা বন্ধ রাখুন যদি বাইরে বেশি গরম হয়, এবং বৈদ্যুতিক যন্ত্র ও আলো বন্ধ রাখুন যা তাপ তৈরি করে।

---

এই নিয়মগুলো মানলে আপনি গরমে সুস্থ ও সতেজ থাকতে পারবেন!

Address

Chittagong
4333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Muhammed Ziaul Amin Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category