Dr Muhammed Ziaul Amin Ashraf

Dr Muhammed Ziaul Amin Ashraf MBBS(Faridpur Medical College)
FCPS P-1(Medicine)
Medical Officer,
Chattogram Medical College Hospital

টাইফয়েড একটি পানিবাহিত রোগ।প্রতিবছর দেশের অনেক মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।তাই সরকারীভাবে টাইফয়েডের টিকা দিন।আপ...
19/09/2025

টাইফয়েড একটি পানিবাহিত রোগ।প্রতিবছর দেশের অনেক মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।তাই সরকারীভাবে টাইফয়েডের টিকা দিন।আপনার সন্তানকে টাইফয়েড হতে সুরক্ষিত রাখুন।

সামনের মাস হতে বাংলাদেশ সরকার ফ্রীতে টাইফয়েডের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আপনার সন্তানের বয়স যদি ৯ মাস হতে ১৫ বছর হয়।ত...
22/08/2025

সামনের মাস হতে বাংলাদেশ সরকার ফ্রীতে টাইফয়েডের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার সন্তানের বয়স যদি ৯ মাস হতে ১৫ বছর হয়।তাহলে রেজিস্ট্রেশন করে টিকা দিয়ে ফেলুন।

এছাড়া আপনার মেয়েকে HPV টিকা দিন।HPV একটি ভাইরাস যা জরায়ুর মুখের ক্যান্সার করে।কিন্তু টিকা নেওয়ার মাধ্যমে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব।

18/08/2025
17/08/2025

আমরা ডাক্তাররা সবসময় বলি ইচ্ছামত দোকান থেকে কিনে এন্টিবায়োটিক খাবেন না।কিন্তু কখনো ভেবেছেন বা জানার চেষ্টা করেছেন কেন এমনটা বলি!খেলে কিই বা হবে?

এন্টিবায়োটিক #রেসিস্টেন্স কি?
⏩ যখন আপনার শরীরের ভেতরে রোগ সৃষ্টিকারী জীবাণু এন্টিবায়োটিক এ মরবে না তখন সেটাকে বলি এন্টিবায়োটিক রেসিস্টেন্স।

এমনটা #কেন হয়?
⏩ একজন ডাক্তার অনেক চিন্তাভাবনা করে এন্টিবায়োটিক প্রেস্ক্রাইব করেন।এখানে কোন জীবাণু কোন এন্টিবায়োটিকে মারা যাবে সেটা যেমন চিন্তা করতে হয় তেমনি কোন ডোজে কতদিন খেতে হবে সেটাও ভাবতে হয়।আপনি যখন এন্টিবায়োটিক এর ডোজ এবং কোর্স সম্পূর্ণ করবেন না তখন আপনার শরীরে কিছু জীবাণু অবশিষ্ট থেকে যাবে।এই অবশিষ্ট জীবাণু তাদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটায় যেন ঐ এন্টিবায়োটিক পরবর্তীতে আর সেই জীবাণুকে মারতে পারে না।এভাবে রেসিস্টেন্স তৈরি হয়।

এতে আমাদের কি #ক্ষতি?
⏩ দুনিয়াতে কোটি কোটি জীবাণু থাকলেও এন্টিবায়োটিক এর সংখ্যা নির্দিষ্ট।সব এন্টিবায়োটিক বাংলাদেশে এভেইলেবল না।সব এন্টিবায়োটিক সবাই ব্যবহার করতে পারবে এমন আর্থিক সামর্থ্য দেশের বেশীরভাগ জনগণের নেই।যখন কেউ কোন জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে তীব্র ইনফেকশনের শিকার হন এবং হাসপাতালে আমরা কোন কোন এন্টিবায়োটিক রুগীর শরীরে কাজ করবে সেটার পরীক্ষা করি,দেখা যায় ১/২ টি এন্টিবায়োটিক ছাড়া কোন এন্টিবায়োটিকই সেন্সিটিভ না।অনেক সময় টোটাল কোন এন্টিবায়োটিকই দেখা যায় কাজ করছে না।যেটা খুব খুব ভয়ংকর ব্যাপার।ভাবেন আপনি সমুদ্রের মাঝে নৌকাতে আটকে আছেন।আপনার প্রচুর পানির পিপাসা।আপনার আশেপাশে মিলিয়ন মিলিয়ন লিটার সমুদ্রের পানি কিন্তু কোন পানিই খাওয়ার যোগ্য না।এন্টিবায়োটিক রেসিস্টেন্স এমনই।বাজারে অনেক এন্টিবায়োটিক কিন্তু কোনটাই আপনার শরীরে কাজ করছে না।আপনি সামন্য ইনফেকশনেই মারা যেতে পারেন।

তাহলে #উপায়?
❌এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কারো পরামর্শে এন্টিবায়োটিক সেবন করবেন না।
❌এন্টিবায়োটিক এর কোর্স পুরোপুরি শেষ করুন সেটা আপনি সুস্থ বোধ করলেও।

সারাদেশেই বর্ষায় অতিবৃষ্টি হচ্ছে।আর তাতেই সাপের উপদ্রব বেড়ে যায়।সাপে কামড় দিলে কি করবেন?🐍 সাপে কাটলে করণীয় (প্রাথমিক চি...
07/08/2025

সারাদেশেই বর্ষায় অতিবৃষ্টি হচ্ছে।আর তাতেই সাপের উপদ্রব বেড়ে যায়।সাপে কামড় দিলে কি করবেন?

🐍 সাপে কাটলে করণীয় (প্রাথমিক চিকিৎসা):

✅ যা করবেন:

1. আক্রান্ত অঙ্গ যত নড়াচড়া করবে বিষ ততই ছড়িয়ে পড়বে সারা দেহে।তাই রোগীকে শুয়ে রাখুন এবং যতটা সম্ভব স্থির থাকতে বলুন।

2. আক্রান্ত অঙ্গটি বুকের থেকে নিচু করে রাখুন।

3. আস্তে করে কাপড় বা গয়না খুলে ফেলুন।
ফোলা শুরু হতে পারে, তাই আংটি, ঘড়ি বা টাইট কাপড় খুলে ফেলুন।

4. কাটার স্থানটি পরিষ্কার রাখুন।
সাবান ও পানি দিয়ে পরিষ্কার করতে পারেন, তবে ঘষাঘষি করা যাবে না।

5. তাড়াতাড়ি হাসপাতালে পাঠান।
যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যান বা পাঠান। সময় নষ্ট করবেন না।

6. কাটার সময় ও সাপের বর্ণনা মনে রাখুন (যদি সম্ভব হয়):
চিকিৎসার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

❌ যা করবেন না:

1. কাটার স্থান কেটে বিষ চুষে বের করার চেষ্টা করবেন না।

2.বাঁধন (Tourniquet) খুব টাইট করে বেঁধে রক্ত চলাচল বন্ধ করবেন না।এতে অঙ্গহানী হতে পারে।

3. অ্যালকোহল, কফি বা ঘরোয়া ওষুধ দেবেন না।

4. আঙ্গুল বা পা কেটে ফেলবেন না।

5.সাপে কেটেছে বলে নিজে নিজে সাপের বিষের ইনজেকশন দেবেন না।

6.ওঝা,ঝাড়ফুক এসবের পেছনে সময় নষ্ট করবেন না।

✅ প্রতিরোধের উপায়:

1.ঝোপঝাড় বা জলাভূমিতে হাঁটার সময় জুতা ও মোজা পরুন।

2.রাতে হাঁটার সময় টর্চ ব্যবহার করুন।

3.সাপের গর্তে হাত ঢোকাবেন না।

আগুনে পোড়ে গিয়েছেন?গরম পানি/তেল/দাহ্য পদার্থ গায়ে পড়েছে?✅ ১.পোড়া ব্যক্তিকে আগুন, গরম পানি, বিদ্যুৎ বা কেমিক্যালের উৎস থে...
22/07/2025

আগুনে পোড়ে গিয়েছেন?গরম পানি/তেল/দাহ্য পদার্থ গায়ে পড়েছে?

✅ ১.পোড়া ব্যক্তিকে আগুন, গরম পানি, বিদ্যুৎ বা কেমিক্যালের উৎস থেকে দ্রুত নিরাপদ স্থানে সরান।

✅ ২. পোড়ার জায়গায় ১০-২০ মিনিট পানি চালনা করুন।

✅ ৩. পরিষ্কার হাত দিয়ে ধীরে ধীরে পোড়া জায়গা পরিষ্কার করুন।

✅ ৪.সাদা গজ, পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে ঢেকে দিন।

যা করা উচিত নয়:

❌মাখন, তেল, পেস্ট, মলম, টুথপেস্ট ইত্যাদি লাগাবেন না।
❌ফোসকা ফুটাবেন না। এটি সংক্রমণ ডেকে আনতে পারে।
❌পোড়া জায়গায় বরফ-ঠান্ডা পানি দিবেন না
❌পোড়া জায়গায় কাপড় আটকে থাকলে সেটা টানাটানি করবেন না।

⚠️ চিকিৎসকের পরামর্শ নিন।

আপনি ভারী কাজ করলে কিংবা বেশীক্ষন হাটা চলা করলে বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন।কিছুক্ষন বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যায়।তা...
20/07/2025

আপনি ভারী কাজ করলে কিংবা বেশীক্ষন হাটা চলা করলে বুকের মাঝখানে ব্যথা অনুভব করেন।কিছুক্ষন বিশ্রাম নিলে ব্যথাটা সেরে যায়।তাহলে অবশ্যই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন।

#এনজাইনা(Angina) কি?

এনজাইনা হল একটা সতর্কবার্তা যেখানে আপনার হৃদপিন্ডের রক্তনালীগুলো সরু হয়ে যাওয়ায় হৃদপিন্ড যথেষ্ট রক্ত সরবরাহ পায় না।এতে আপনি ভারী কাজ করলে বুকে ব্যথা অনুভব করেন।

কেন এটি #সতর্কবার্তা?

কারন আপনি এই সময়ে ডাক্তারের কাছে না গেলে আপনি যেকোন সময় হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে পারেন।এনজাইনা আপনাকে বার্তা দেয় আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে রয়েছেন।

09/05/2025

বরাবরের মত আজও রোগী দেখব ইনশাআল্লাহ।

চেম্বারঃ গাউসিয়া ফার্মেসী
মাইজপাড়া,ধলই,হাটহাজারী,চট্টগ্রাম।

সময়ঃ প্রতি শুক্রবার বিকাল ৩টা হতে ৬টা।

আপনার সতর্কতা কেরোসিন বিষক্রিয়া হতে আপনার শিশুকে বাচাতে পারে।
07/05/2025

আপনার সতর্কতা কেরোসিন বিষক্রিয়া হতে আপনার শিশুকে বাচাতে পারে।

অনেকেই কোন রকম প্রেস্ক্রিপশন ছাড়াই দীর্ঘদিন PPI বা গ্যাসের ট্যাবলেট সেবন করে থাকি।এতে হতে পারে নানা স্বাস্থ্যঝুকি।আসুন জ...
03/05/2025

অনেকেই কোন রকম প্রেস্ক্রিপশন ছাড়াই দীর্ঘদিন PPI বা গ্যাসের ট্যাবলেট সেবন করে থাকি।এতে হতে পারে নানা স্বাস্থ্যঝুকি।আসুন জেনে নেই।🔽🔽

01/05/2025

আগামীকাল ০২-০৫-২০২৫, শুক্রবার, ধলই মাইজপাড়া গাউছিয়া ফার্মেসীতে রোগী দেখব ইনশাআল্লাহ।

সময়: বিকাল ৩ টা থেকে ৫ টা।
সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন:- ০১৮৮১-৪৪২৩৯১

নিয়মিত ঔষধ সেবনের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লাইফ স্টাইল পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ।
27/04/2025

নিয়মিত ঔষধ সেবনের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে লাইফ স্টাইল পরিবর্তন অতি গুরুত্বপূর্ণ।

Address

Chittagong
4333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Muhammed Ziaul Amin Ashraf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category