Saiful Islam Shahin

Saiful Islam Shahin চিকিৎসা বিষয়ক বিভিন্ন তথ্য সহায়তা পেতে আমাদের পেইজ টি লাইক / ফলো দিন

18/06/2025

দাউদ একটি ছোঁয়াচে রোগ নিজের চিকিৎসা করলে হবে না সাথে পরিবারের চিকিৎসা ও করতে হবে

দাদ একটি সংক্রামক চর্মরোগ। তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত। এর কারণ ত্বকের উপরের দিকে ছত্রাক সংক্রমণ।লক্ষণসমূহ:-প্...
18/06/2025

দাদ একটি সংক্রামক চর্মরোগ। তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত। এর কারণ ত্বকের উপরের দিকে ছত্রাক সংক্রমণ।

লক্ষণসমূহ:

-প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
-পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
-ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে। আবার চুলকানি বৃদ্ধি পায়।
-চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়।
-মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে।

বিস্তার:

এটি সংক্রামক রোগ। অতিসহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে। রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে।

সাধারণত আক্রান্ত স্থানে ছত্রাক নাশক ক্রিম ব্যবহার এবং কিছু নিয়ম কানুন মেনে চললে সহজেই এ রোগের নিরাময় সম্ভব।
কিন্তু ভুল ঔষুধ, ক্রিম এবং কবিরাজ, ফার্মেসির ভুল মলম প্রয়োগে এই রোগ ভয়াবহ আকার ধারন করতে পারে। বিশেষ করে কোনো ভাবেই স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করা যাবে না।

উপরে উল্লেখিত লক্ষণ সমূহ দেখা দিলে আপনার পাশের রেজিস্টার্ড ডাক্তার এর পরামর্শ নিন, সুস্থ্য থাকুন।

18/06/2025

বাংলাদেশ চর্মরোগ যে মহামারি আকারে দেখা দিছে তা হল tinea বা ringworm যা superficial fungal infection এটা ছোঁয়াচে রোগ

18/06/2025

⭐ সকল মায়েদের জন্যেঃ

❌বাবুর শরীরে সরিষার তেল দিবেন না
✅ নারিকেল তেল বা অলিভ ওয়েল দিবেন।

❌নাভিতে কিছু দিবেন না।
✅নাভি শুকনা রাখবেন।

❌চোখে কাজল দিবেন না
✅ দিতে চাইলে কপালে দিবেন।

❌বাচ্চা বেশী ঝাকাবেন না।
✅আস্তে আস্তে দুলিয়ে ঘুম পারাতে পারেন।

❌ময়লা হাতে ধরবেন না, এতে ইনফেকশন হতে পারে।
✅স্যানিটাইজ করে ধরবেন।

❌মধু দিবেন না
✅মায়ের শাল দুধ খাবে।


✅ফ্ল্যাকোল ড্রপ দিবেন। পেটের ব্যায়াম করাবেন। বার্পিং করাবেন।

❌নাক পরিষ্কারে তেল দিবেন না।
✅নরসল, সোলো ড্রপ দিবেন।

✅ Azoospermia -- মানে semen এ শুক্রানু / স্পার্ম একেবারেই নেই, শুন্য। এক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার কোন সম্ভাবনা নেই। মুল...
17/06/2025

✅ Azoospermia -- মানে semen এ শুক্রানু / স্পার্ম একেবারেই নেই, শুন্য। এক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার কোন সম্ভাবনা নেই। মুল কারন হতে পারে স্পার্ম আসার জায়গায় কোন ব্লকেজ আছে, টেস্টিকলে সমস্যা এবং হরমোনের সমস্যা থাকতে পারে।

17/06/2025

🔴শিশুর প্রথম সলিড খাবার: কীভাবে দিবেন?🔴

⭕৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার পরে যখন দুধ ছাড়া অন্য খাবার শুরু করে সেটাকে বলে উইনিং (Weaning) এবং যে খাবার দিয়ে উইনিং শুরু করা হয় সেগুলোকে বলা হয় উইনিং ফুড (Weaning Foods)।

উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা উচিত।

✅প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ কিছু খাবার হচ্ছে-
-চটকানো পাকা কলা
-মিষ্টি আলুর পিউরি
-আপেল পিউরি
-গাজর সিদ্ধ
-ডালের পানি দিয়ে চটকানো নরম ভাত
-ফলের রস (টক জাতীয় ফল বাদে)
-জাউ ভাত, সবজি সেদ্ধ
-আস্তে আস্তে চাল, ডাল ও ২ ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি

✅শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় প্রধান ৭ রকমের খাবার থেকে কমপক্ষে ৪ রকমের খাবার অবশ্যই রাখা উচিত।

প্রধান ৭ রকমের খাবারের খাদ্যতালিকা:

-মাছ, মাংস
-ডিম
-রঙিন শাক সবজি
-অন্যান্য শাক সবজি ও ফলমূল
-ভাত, রুটি
-বাদাম, ডাল জাতীয় খাবার
-দুগ্ধজাত খাবার

🍛শিশুর প্রথম সলিড খাবার কীভাবে শুরু করবেন?

১) প্রথম দিন- ১ চামচ, দুপুর বেলা। দ্বিতীয় দিন- ২ চামচ, সকালে ও দুপুরে। তৃতীয় দিন- ৩ চামচ, সকালে, দুপুরে ও রাতে।

২) শিশু রান্না করা খাবার খাওয়া শুরু করলে শিশুর খাবারে ২/৩ চামচ তেল দিয়ে রান্না করতে হবে।

৩) প্রতিদিন ১ পোয়া বাটির হাফ বাটি করে দিনে দু’বার ঘরে তৈরি বাড়তি খাবার এবং ১-২ বার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে।

৪) এই সময়ে সারাদিন শিশু ৩ ঘন্টা পর পর খাবে, যার মধ্যে দু’টি বাড়তি খাবার এবং একটি পুষ্টিকর নাস্তা দিতে হবে। যেমন- কলা, ডাবের পানি, ফলের রস, দুধ ইত্যাদি। সকাল শুরু করতে হবে বুকের দুধ দিয়ে। ২ বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ দেওয়া যায়।

🥗 শক্ত খাবারে অভ্যস্ত হওয়ার পর ফুড চার্ট কেমন হবে?

১) সকাল ৮টা- নরম খিচুড়ি। (খিচুড়িতে যা যা থাকতে পারে- ১ মুঠ চাল, চালের অর্ধেক পরিমাণে ডাল, দুই রকমের সবজি, ২-৩ চামচ তেল, কাঁটা ছাড়া মাছ, চিকেন অথবা কলিজা।
( একদিনে দুই ধরনের বেশি সবজি দিবেন না)

২) সকাল ১১টা- বুকের দুধ/ফর্মুলা মিল্ক/দুধ দিয়ে রান্না করা পায়েস/সিজনাল ফল

৩) বেলা ২টা- নরম খিচুড়ি/ডাল দিয়ে নরম ভাত সাথে মাছ বা মাংস এক পিস

৪) বেলা ৫টা- যেকোনো ফল যেমন- পাকা কলা/পাকা পেঁপে/আম অথবা সেদ্ধ ডিমের কুসুম/নরম বিস্কুট/নুডলস(ইন্সটেন্ট না)

৫) রাত ৮টা- দুপুরের মতো ভাত, সবজি, মাছ

৬) ঘুমানোর আগে- বুকের দুধ

✅শিশুর পানি খাওয়া :

🔹৬ মাসের পর থেকে বাচ্চাকে পানিও দিতে হবে।

🔹বাইরের প্যাকেটজাত ফুড না দিয়ে ঘরে তৈরি খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে ঘরের খাবারে সে অভ্যস্ত হবে।

🔹শিশুর কাছে এই খাবারগুলো নতুন, তাই প্রথমেই সব হজম নাও হতে পারে। তাই সব নতুন খাবার একদিনে দেওয়া শুরু করবেন না। পর্যায়ক্রমে একটা একটা করে আরম্ভ করুন। যদি কোনো খাবার বাচ্চাকে স্যুট না করে বা হজম না হয় অথবা হুট করে অ্যালার্জি হয়, তাহলে সেটা দেওয়া বন্ধ রাখুন।

🔹নতুন খাবার দেওয়ার পর বাচ্চার পায়খানা খেয়াল করবেন, হজমে সমস্যা বা আমাশয় হলে সেটি বন্ধ রাখতে হবে কিছুদিন।

🔹ব্লেড করে কোন খাবার বাচ্চাকে দিবেন না।

🔹সুজি,সাগু,সেরেলাক,চালের গুঁড়া দিবেন না।

Lichen amyloidosis চিকিৎসা করতে ভালো হয় কিন্তু আবার এমন হয়ে যায় কিছু নিয়ম মেনে চললে এই full কোর্স ওষুধ খেলে এই রোগ সম্...
16/06/2025

Lichen amyloidosis চিকিৎসা করতে ভালো হয় কিন্তু আবার এমন হয়ে যায় কিছু নিয়ম মেনে চললে এই full কোর্স ওষুধ খেলে এই রোগ সম্পূর্ন ভালো হয়

Tongue tie অনেক বাচ্চাদের এমন থাকে বাচ্চা কথা বলতে সমস্যা হয় তাই আপনার বাচ্চার এই সমস্যা আছে কি চেক করে দেখেন যদি থাকে ...
16/06/2025

Tongue tie অনেক বাচ্চাদের এমন থাকে বাচ্চা কথা বলতে সমস্যা হয় তাই আপনার বাচ্চার এই সমস্যা আছে কি চেক করে দেখেন যদি থাকে তা হলে এক জন নাক কান গলার doctor দেখান ছোট্ট একটা অপারেশন লাগবে

Address

Madhabdi Narsingdi
Chotta Madhabdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Islam Shahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share