01/05/2025
❤️❤❤জন্মনিয়ন্ত্রণে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কার্যকরী ওষুধ🇧🇩 🇧🇩🇧🇩
⏰ ৬ মাস ১ বছর বা দীঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল, বিভিন্ন জন্মনিয়ন্ত্রক হরমোন জাতীয় ইনজেকশন, কাটিসহ বিভিন্ন পদ্ধতি সেবনন ও ব্যবহার করলে , সাময়িক সময়ের জন্য মেয়েদের গর্ভধারণের অর্গান গুলো di-active হয়ে যায়। পরবর্তীতে চরম পর্যায়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।
🇧🇩পরবর্তীতে পিল সেবন বাদ দিলেও ২০% মেয়েদের অর্গান গুলো আর পুনরায় পুনরুজ্জীবিত বা active হয়ে ওঠে না। ডাক্তারের শরণাপন্ন হলে ওভার ওয়েট হয়ে যায়, শরীরে ফ্যাট বেড়ে যায়,যৌন চাহিদা কমে যায়, কারো কারো অবাঞ্ছিত লোম হয়, ডিম্বাণুর প্রবলেম, হরমনের প্রবলেম, টিউব ব্লক, সিস্ট, PCOS , PCOD, অনিয়মিত পিরিয়ডের মত এক বা একাধিক সমস্যা ধরা পরে।
🇧🇩বিভিন্ন ডক্টরেরা বিভিন্ন ঔষুধের মাধ্যমে এই অর্গান গুলোকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করে থাকেন।
🇧🇩কিন্তু সমস্যা হচ্ছে এই রোগ গুলোর চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যায়বহুল। যা প্রায় সকল মধ্যবিত্ত দেড় সাধ্যের বাইরে। তাই চিকিৎসা শুরু করলেও পরবর্তীতে মেক্সিমাম মানুষই শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে পারেন না। এই ধরনের রোগের চিকিৎসার জন্য এন্টিবায়োটিক, স্টরয়েড ও বিভিন্ন প্রকার হরমোন জাতীয় ঔষধ প্রয়োগ করা হয় যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ,ও মারাত্মক সাইড এফেক্ট যুক্ত।
🇧🇩কিছু ঘরোয়া ব্যায়াম ও খাদ্যঅভ্যাস পরিবর্তন করে অর্থাৎ লাইফস্টাইলে সামান্য কিছু পরিবর্তন এনে এবং রসুন ,কালোজিরা ,পাটের বীজ , মাকা পাউডারের মত প্রাকৃতিক উপাদান গুলো নির্দেশিত মাত্রায় সেবন করেও এই অর্গান গুলোকে পুনরুজ্জীবিত করা যায়।
🇧🇩আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জন্মনিয়ন্ত্রণের হোমিওপ্যাথিক ভালো ট্রিটমেন্ট আছে। যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চান তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কনডম জাতীয়, কোন কিছু ইউজ করতে হয় না। সহজে যৌন জীবন উপভোগ করতে পারেন। এই ওষুধটা ফিমেল পার্টনারকে নির্দিষ্ট নিয়ম খাওয়ালেই সম্পূর্ণ সফল হওয়া সম্ভব। এটা পরীক্ষিত এবং সম্পূর্ণ কার্যকরী।
🇧🇩যাদের বিভিন্ন রকম বন্ধ্যাত্বমূলক সমস্যা হয়ে গেছে,প্রাইমারি অথবা সেকেন্ডারি ইনফাল্টিলিটি আছে। তাদের খুব কার্যকরী চিকিৎসা রয়েছে বিজ্ঞানভিত্তিক আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় ।
এছাড়া সহজ গর্ভধারণের লাইফস্টাইলের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা থাকছে সাথে দেয়া গাইডলাইনটিতে। এখন বহু সংখ্যক দম্পত্তি এই ঔষুধ ও গাইডলাইনটি ফলোকরে গর্ভধারণ করতে পেরেছেন আলহাম্মদুলিল্লাহ ।
🇧🇩তাই একজন সচেতন মানুষ হিসেবে লক্ষ লক্ষ টাকা নষ্ট করার আগে,যাদের বিভিন্ন কারণে বন্ধ্যাত্ব চলে এসেছে, তারা ব্যায়বহুল যেকোন বড় ধরনের চিকিৎসা গ্রহণের আগে , একবার হলেও এই প্রাকৃতিক ঔষুধটির মাধ্যমে চেষ্টা দেখুন। হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পন্ন ন্যাচারাল, প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়া ভুক্ত। এই চিকিৎসার মাধ্যমে ৩ /6 মাসের মধ্যেই ফলাফল পাবেন,এই ওষুধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
🇧🇩ঔষুধটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে মেসেজ করুন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল করুন। ধন্যবাদ।🏥 শ্রীপুর হোমিও হল 🏥
প্রতিষ্ঠাতা: ডা মোঃ আবু তাহের মিয়াজি
---------------------------------------------------
রোগী দেখন ⤵️
Dr. Md Abul Bashar Sujon 🎓
ডি.এইচ.এম.এস (ঢাকা) গভঃ রেজি নং-১২৭০০
এম.সি.এইচ - ঢাকা শিশু হাসপাতাল
বি.এইচ.এম.এস -ঢাকা বিশ্ববিদ্যালয়
(ব্যাচ: ৪২ অনকোর্স)
Medical Officer -
⭕ চর্ম-যৌন, মা ও শিশু বিভাগ ⭕
চাঁদপুর স্পেশালইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, মতলব ধনাপাড়, চাঁদপুর।
+8801863-139352 (Imo+ WhatsApp)
---------------------------------------------------
সহকারী ⤵️
Dr. Md Abul Kashem 🎓🩺
ডি.এইচ. এম. এস (ঢাকা )
বি.বি.এ (এন.ইউ)
⭕মেডিসিন বিভাগ ⭕
চাঁদপুর স্পেশালইজড হোমিওপ্যাথিক হাসপাতাল, মতলব ধনাপাড়, চাঁদপুর।
+8801829-230430 (Imo+ WhatsApp)
---------------------------------------------------
⤵️ ঠিকানা
বাকিলা বাজার (সরকারি হাসপাতাল গেইট পশ্চিম পার্শ্ব ) হাজিগঞ্জ, চাঁদপুর।
📌 সময়: সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
যোগাযোগ-📞
+8801843-208956
---------------------------------------