
30/04/2025
সামান্য একটু নখের খোচা লেগেও হতে পারে অনেক কিছু। একটি ফোটা জাতীয় ছোট্ট জায়গায় নখের খোচা থেকে পুরোটাই ইনফেকশন হয়ে যায়। তারপর বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ভালো না হয়ে শেষমেশ ডাক্তারের শরণাপন্ন হলেন।
একটু অবহেলা থেকেই বড় কিছু হয়ে যায়। তাই কিছু পেলেই খোঁচাখুচি বন্ধ করুন। সুস্থ থাকুন।
আলহামদুলিল্লাহ সঠিক চিকিৎসার মাধ্যমে রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন৷
**ছবিটি রোগীর প্রথম দিকের অবস্থা এবং অনুমতি সাপেক্ষে ব্যবহার করা হলো।