Dr.Md.Shahadat Hossain

  • Home
  • Dr.Md.Shahadat Hossain

Dr.Md.Shahadat Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Shahadat Hossain, Doctor, Al Aqsa Hospital, Laksam, .

ডাঃ মোঃ শাহাদাত হোছাইন
এইচএমও,চর্ম ও যৌন বিভাগ-
কুমিল্লা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
মেডিসিন,সেক্সুয়াল মেডিসিন (যৌন),এলার্জি, চর্ম, কুষ্ঠ রোগের অভিজ্ঞ চিকিৎসক ও এস্থেটিক ডার্মাটোলজিস্ট।
চেম্বারঃ
লাকসাম আল আকসা হসপিটাল,লাকসাম।
সিরিয়ালের জন্যঃ 01814-400333

ইদানিং পা'য়ুপথে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে আমরা এসব খবর দেখতে পাই। এর মূল কারণ হলোঃ১.বিকৃত মানসিকতা।২...
19/11/2025

ইদানিং পা'য়ুপথে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে আমরা এসব খবর দেখতে পাই।
এর মূল কারণ হলোঃ
১.বিকৃত মানসিকতা।
২.পর্নোগ্রাফিতে আসক্ত।
৩. বিকৃত যৌ'ন মিলন।
৪.যৌ' নপথ এবং পা' য়ুপথ বড় করার জন্য বিভিন্ন জিনিস ঢুকিয়ে রাখা হয় এবং পরবর্তীতে পা'য়ুপথ এবং যৌ''নপথে ই''য়াবা পাচার করে। বেশিরভাগ ই"য়াবা ব্যবসায়ীরা এসব কাজ করে।

ছবিঃ পায়ুপথে লাউ।
স্থানঃ কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল

ডাঃ শাহাদাত হোছাইন

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার  আল-আকসা হসপিটাল লাকসাম  লাকসাম আল আকসা হসপিটাল  0181440033301810048999
16/11/2025

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার
আল-আকসা হসপিটাল লাকসাম
লাকসাম আল আকসা হসপিটাল
01814400333
01810048999

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার  আল-আকসা হসপিটাল লাকসাম  লাকসাম আল আকসা হসপিটাল  01814400333 01810048999
16/11/2025

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার
আল-আকসা হসপিটাল লাকসাম
লাকসাম আল আকসা হসপিটাল
01814400333
01810048999

ডাঃ শাহাদাত হোছাইন আল-আকসা হসপিটাল লাকসাম 0181440033301810048999
16/11/2025

ডাঃ শাহাদাত হোছাইন
আল-আকসা হসপিটাল লাকসাম
01814400333
01810048999

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার লাকসাম আল আকসা হসপিটাল 01814400333
16/11/2025

ডাঃ শাহাদাত স্কিন এন্ড হেয়ার কেয়ার
লাকসাম আল আকসা হসপিটাল
01814400333

চিকিৎসার আগে ও চিকিৎসার পরে ডাঃ শাহাদাত হোছাইন লাকসাম আল আকসা হসপিটাল প্রাঃ লিঃ 01814400333
08/11/2025

চিকিৎসার আগে ও চিকিৎসার পরে
ডাঃ শাহাদাত হোছাইন
লাকসাম আল আকসা হসপিটাল প্রাঃ লিঃ
01814400333

বাচ্চাটা মুখের সমস্যা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে।ডাঃ মোঃ শাহাদাত হোছাইন লাকসাম আল আকসা হসপিটা...
08/11/2025

বাচ্চাটা মুখের সমস্যা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে।

ডাঃ মোঃ শাহাদাত হোছাইন
লাকসাম আল আকসা হসপিটাল প্রাঃ লিঃ
01814400333

03/11/2025
ধানক্ষেতে কাজের পর বা বৃষ্টির পানিতে ভিজে জ্বর, শরীর ব্যথা, চোখ হলুদ বা প্রস্রাব কমে গেলে সতর্ক হোন—এগুলো লেপ্টোস্পাইরোস...
01/11/2025

ধানক্ষেতে কাজের পর বা বৃষ্টির পানিতে ভিজে জ্বর, শরীর ব্যথা, চোখ হলুদ বা প্রস্রাব কমে গেলে সতর্ক হোন—এগুলো লেপ্টোস্পাইরোসিস নামের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের লক্ষণ হতে পারে।

সাধারণত ইঁদুর, গরু বা ছাগলের মূত্রে দূষিত পানি ত্বকের কাটা জায়গা বা চোখ-মুখে লাগলে এ রোগ হয়। চিকিৎসা না নিলে এটি লিভার, কিডনি ও ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে।

তাই পানিতে কাজের সময় গামবুট-গ্লাভস ব্যবহার করুন এবং জ্বরের সঙ্গে চোখ হলুদ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

লেখাঃ ডা. মাহফুজ বাঁধন, ছবিঃ সংগৃহীত।

31/10/2025

একটি সামাজিক সংগঠনকে সমাজের উন্নয়নের জন্য
১০ হাজার টাকা "ডাঃ হোছাইন ফাউন্ডেশন"এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

অনিকোমাইকোসিস (Onychomycosis) — এটি হলো নখে ফাঙ্গাল সংক্রমণ (Fungal Infection of the Nail), যা হাতে বা পায়ের নখে দেখা য...
31/10/2025

অনিকোমাইকোসিস (Onychomycosis) — এটি হলো নখে ফাঙ্গাল সংক্রমণ (Fungal Infection of the Nail), যা হাতে বা পায়ের নখে দেখা যায়। সাধারণত এটি ধীরে ধীরে হয় এবং চিকিৎসা না করলে নখ নষ্ট করে দিতে পারে।

🦠 অনিকোমাইকোসিস কেন হয় (কারণ):

এটি মূলত Dermatophyte, Yeast (Candida) বা Non-dermatophyte molds নামের ফাঙ্গাস দ্বারা হয়।
সবচেয়ে সাধারণ জীবাণু হলো Trichophyton rubrum।

মূল কারণগুলো:

1. 👣 অতিরিক্ত ঘাম বা আর্দ্রতা — পা ভেজা থাকলে ছত্রাক সহজে জন্মায়।

2. 👟 বদ্ধ জুতা বা মোজা পরা — বাতাস না চললে ফাঙ্গাস বৃদ্ধি পায়।

3. 🧼 অপরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যহীনতা।

4. 🧫 আগের ত্বকের ফাঙ্গাল ইনফেকশন (যেমন টিনিয়া পেডিস বা দাদ)।

5. 🧓 ডায়াবেটিস বা ইমিউন সিস্টেম দুর্বল থাকা।

6. 💅 নখে আঘাত, কাটা বা আঁচড় লাগা।

7. 💧 অতিরিক্ত জল বা সাবানের সংস্পর্শে আসা (যেমন ডিশওয়াশার, লন্ড্রি কাজ)।

🔍 লক্ষণ :

1. নখের রং পরিবর্তন – হলুদ, বাদামী, সাদা বা কালচে হতে পারে।

2. নখ মোটা ও ভঙ্গুর হয়ে যায়।

3. নখের নিচে ময়লা বা মৃত টিস্যু জমে।

4. নখের প্রান্ত উঠে যায় বা ভেঙে পড়ে।

5. ব্যথা, দুর্গন্ধ বা চুলকানি থাকতে পারে।

6. হাতে বা পায়ে ছত্রাকের ছোপ (ringworm) দেখা দিতে পারে।

⚕️ চিকিৎসা :

🔸 ১. ঔষধি চিকিৎসা।

👉 চিকিৎসক পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে:

মৌখিক অ্যান্টিফাঙ্গাল ওষুধ:

🔹 Terbinafine – প্রতিদিন ৬–১২ সপ্তাহ পর্যন্ত।

🔹 Itraconazole – পালস থেরাপি (এক সপ্তাহ খাওয়া, তিন সপ্তাহ বিরতি)।

🔹 Fluconazole – সপ্তাহে ১ বার।

বাহ্যিক প্রয়োগযোগ্য ওষুধ (Topical):

🔹 Ciclopirox nail lacquer (Penlac).

🔹 Amorolfine lacquer (Loceryl).

🔹 Efinaconazole solution (Jublia).

➡️ দীর্ঘমেয়াদে নিয়মিত ব্যবহার করতে হয় (৬ মাস–১ বছর পর্যন্ত)।

🏡 ঘরোয়া প্রতিকার :

1. 🦶 প্রতিদিন নখ পরিষ্কার ও শুকনো রাখুন।

2. 🧴 Antifungal powder বা স্প্রে ব্যবহার করুন।

3. 🍋 লেবুর রস, ভিনেগার বা টি ট্রি অয়েল নখে হালকাভাবে লাগানো যেতে পারে (শুধু হালকা সংক্রমণে)।

4. 🧦 শুকনো মোজা পরুন ও প্রতিদিন বদলান।

5. 👟 বদ্ধ জুতা না পরে খোলা স্যান্ডেল ব্যবহার করুন।

6. ✂️ আক্রান্ত নখ ছোট করে কেটে ফেলুন (clean instruments দিয়ে)।

🚫 যা করা যাবে না:

👉 নিজের নখ কাটার যন্ত্র অন্যের সঙ্গে শেয়ার করা।

👉 আক্রান্ত নখে নেইলপলিশ বা কৃত্রিম নখ লাগানো।

👉 ডাক্তারের পরামর্শ ছাড়া স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার।

⚠️ যখন চিকিৎসকের পরামর্শ জরুরি:

👉 সংক্রমণ দীর্ঘদিন ধরে চলছে।

👉 ব্যথা, ফোলা বা দুর্গন্ধ হচ্ছে।

👉 ডায়াবেটিস বা ইমিউন সিস্টেম দুর্বল।

👉 একাধিক নখ আক্রান্ত।

সংগৃহীত।
ছবিঃ গুগল ।

Address

Al Aqsa Hospital, Laksam

3580

Telephone

+8801811104067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Shahadat Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Md.Shahadat Hossain:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram