Ataur Jashim's Consultation Centre

Ataur Jashim's Consultation Centre A voluntary and integrated initiative to improve the health and medical services among the deserving

25/04/2024
সুহৃদ,বাঙালির জীবনের বৃহৎ দুটি উৎসব ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ এবার হাত ধরাধরি করে এসেছে।   রোজার সংযম, আত্মিক উন্নয়ন এবং...
14/04/2024

সুহৃদ,

বাঙালির জীবনের বৃহৎ দুটি উৎসব ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ এবার হাত ধরাধরি করে এসেছে।
রোজার সংযম, আত্মিক উন্নয়ন এবং ঈদের আনন্দ উদযাপন শেষে বাংলা নববর্ষের আনন্দ এবং সম্প্রীতির বন্ধন আমাদের জীবন-জুঁড়ে থাকুক সারাক্ষণ।

সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছাসহ,

ডা. মোঃ আতাউর রহমান জসীম,
সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ),কুমিল্লা।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি,ধান্যদৌল,ব্রাহ্মণপাড়া,কুমিল্লা।

শোক বার্তা :আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বুড়িচং আওয়ামী লী...
03/02/2024

শোক বার্তা :

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বুড়িচং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খাঁন গত ৩১ জানুয়ারি ২০২৪ সকাল ৫:১০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস,কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় আটষট্টি বৎসর। তিনি স্ত্রী, ব্যারিস্টার নাজিয়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের লেকচারার ডা.জিমামসহ চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন।

তিনি কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী হিসেবে কুমিল্লা বার-এ সভাপতি ও পিপিসহ বিভিন্ন দায়িত্ব পালনে করেন এবং বিচারক-উকিল-মক্কেল-কর্মকর্তা-কর্মচারীসহ সকলের কাছে সমাদৃত ছিলেন।

রণাঙ্গনের এ বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আমরা জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং ব্যারিস্টার নাজিয়া ও ডা. জিমামসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক। আমিন।

ডা. মোঃ আতাউর রহমান জসীম , সাধারণ সম্পাদক , বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন( বিএমএ ), কুমিল্লা
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি, কুমিল্লা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন  ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ...
12/01/2024

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য  নির্বাচিত হওয়ায় বিজয়ী গর্বিত চিকিৎসকদের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), কু...
08/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিজয়ী গর্বিত চিকিৎসকদের বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), কুমিল্লা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), কুমিল্লা এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভেচ্ছাসহ,
ডা. আব্দুল বাকী আনিস
সভাপতি, বিএমএ ও স্বাচিপ, কুমিল্লা

ডা. মোঃ আতাউর রহমান জসীম
সাধারণ সম্পাদক ,বিএমএ,কুমিল্লা

ডা. মোরশেদুল আলম
সাধারণ সম্পাদক, স্বাচিপ,কুমিল্লা

বিজয়ী গর্বিত চিকিৎসকবৃন্দ:
১) অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক ( সাতক্ষীরা ৩)
২) অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত ( কুমিল্লা ৭)
৩) ডা.দিপু মনি ( চাঁদপুর ৩)
৪) অধ্যাপক ডা.মো. আব্দুল আজিজ ( সিরাজগঞ্জ ৩)
৫) ডা.মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ( নাটোর ৪)
৬) ডা.আনোয়ারুল আশরাফ খান দিলীপ ( নরসিংদী ২)
৭) ডা.মো. তৌহিদুজ্জামান তুহিন ( যশোর ২)
৮) ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল ( চাঁপাইনবাবগন্জ ১)
৯) ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি ( কিশোরগঞ্জ ১)
১০) ডা.মোস্তফা আলম নান্নু ( বগুড়া ৭)
১১) ডা.হামিদুল হক খন্দকার ( কুড়িগ্রাম ২)
১২) ডা.আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক ( মেহেরপুর ২)

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত।'ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্য...
25/11/2023

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত।

'ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন' এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ডা. যোবায়দা হান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া গত
শুক্রবার ( ২৪ নভেম্বর ) রাতে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম।

এড. আ.হ.ম তাইফুর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের সহধর্মিণী ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি জনাব মেহেরুন্নেছা বাহার ও কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।

এতে মূল আলোচক ছিলেন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোঃ মহিউদ্দিন।
বিশেষজ্ঞ মতামত দেন ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ নাজমুস সাদাত পিলু, ময়নামতি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারী) ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. মাহবুব মোর্শেদ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ লতিফ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডা.এম এ রব, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার ও কিডনি বিশেষজ্ঞ ডা. জহির উদ্দিন।

পরামর্শমূলক বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. একেএম আব্দুস সেলিম , এড.আব্দুল মমিন ফেরদৌস, এড. গোলাম ফারুক, প্রিন্সিপাল সৈয়দ আব্দুল কাইয়ূম, প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রিন্সিপাল মোহাম্মদ আলী মানিক, সিপিবি’র সাবেক প্রেসিডিয়াম মেম্বার আব্দুল্লাহ আল ক্কাফি রতন ও উপাধ্যক্ষ মিজানুর রহমান। সায়েন্টিফিক পর্বে মডারেটর ছিলেন ডা. নজরুল ইসলাম শাহীন।
দোয়া পরিচালনা করেন ডা. জসীম উদ্দীন খন্দকার।

অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর আর এস এম মোঃ আশিকুর রহমান সকলকে ধন্যবাদ জানান।

বুড়িচং,ব্রাহ্মনপাড়া,কসবা,দেবিদ্বার ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহন করেন এবং সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি গোমতী উত্তর জনপদের মানুষের মিলনমেলায় রূপ লাভ করে।

সবার প্রানবন্ত উপস্তিতি আমাদের অনুপ্রাণিত করেছে। সবার কাছে আমি ও আমরা কৃতজ্ঞ ও ভালোবাসার ঋণে আবদ্ধ।

Address

Cumilla

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Friday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801711748183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ataur Jashim's Consultation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ataur Jashim's Consultation Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram