Akram Hijma & Alternative health care

Akram Hijma & Alternative  health care আধুনিক পদ্ধতিতে প্রাচীন ও সুন্নতি চিকিৎসার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান 🩸🏥

আলহামদুলিল্লাহ। আজ দুপুর বেলা দেবিদ্দার খোদাই চরের এক ফার্মেসী ব্যবসায়ীক ভাই মোহাম্মদ ফয়সাল এলার্জির সমস্যার জন্য সুন্...
09/02/2025

আলহামদুলিল্লাহ।
আজ দুপুর বেলা দেবিদ্দার খোদাই চরের এক ফার্মেসী ব্যবসায়ীক ভাই মোহাম্মদ ফয়সাল এলার্জির সমস্যার জন্য সুন্নতি চিকিৎসা হিজামা নিলেন।
আল্লাহ ভাইকে পরিপূর্ণ শেফা দান করেন।

আলহামদুলিল্লাহ,গতকাল সন্ধ্যার পর থেকেই  হিজামা করানোর সুন্নাহ্ দিন শুরু হয়েছে । আজ সকাল বেলা  ভাই মোহাম্মদ দিন ইসলাম সুন...
18/01/2025

আলহামদুলিল্লাহ,
গতকাল সন্ধ্যার পর থেকেই হিজামা করানোর সুন্নাহ্ দিন শুরু হয়েছে । আজ সকাল বেলা ভাই মোহাম্মদ দিন ইসলাম সুন্নতি চিকিৎসা হিজামা নিলেন।

আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

হিজামা করানোর সুন্নত তারিখ উপলক্ষে-বিশেষ ডিসকাউন্ট অফার !(চান্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী আগেরদিন মাগরিবের ওয়াক্ত থে...
15/01/2025

হিজামা করানোর সুন্নত তারিখ উপলক্ষে-বিশেষ ডিসকাউন্ট অফার !
(চান্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী আগেরদিন মাগরিবের ওয়াক্ত থেকে তারিখ শুরু হয়)
এই দিনগুলিতে হিজামা করাতে হাদীস শরীফে বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে:
★ হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ❝যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে।❞
[আবূ দাউদ, ৩৮৬১
★ হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ❝তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ।❞
[ তিরমিযী; ২০৫১
স্পেশাল_ডিসকাউন্ট_অফার 50 %

হিজামা করাতে যোগাযোগ করুন
#একরাম_হিজামা_কাপিং_থেরাপি_সেন্টার
সরকারি হাসপাতালের উত্তরপাশে, মুন্সি টাওয়ার, দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল।
যোগাযোগ: 01814345670
বিঃদ্রঃ মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট এবং আলাদা সিকিউরড রুম রয়েছে

15/01/2025

হাটু ব্যথা সাধারণত ৩টি কারণে হয়ে থাকেঃ
১.আঘাতজনিত
২.ক্ষয়জনিত
৩.বাতজনিত।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আঘাতজনিত ব্যথা খেলাধুলার ইনজুরি বা কোনো দুর্ঘটনায় লিগামেন্টের আঘাত থেকে হাঁটু বা জয়েন্টে ব্যথা হতে থাকে।
আবার হাঁটুর জয়েন্টের কাছে
#কারটিলিস নামের যে নরম হাড় থাকে, সেখানে
#ক্ষয় দেখা দিলে হাঁটুর ব্যথা হয়। এটি সাধারণত বয়সজনিত কারণে বেশি হয়। একে #অস্টিওআরথ্রাইটিসও বলা হয়।
#রিউমাটিজম
#আরথ্রাইটিস বা বাতের কারণেও ব্যথা হয়ে থাকে।
আঘাতজনিত ও বাতজনিত ব্যথা যেকোনো বয়সে হতে পারে। ক্ষয়জনিত ব্যথা বয়স্কদের (৪০ বছরের পর) ভেতর বেশি দেখা যায়।
এ ধরনের সমস্যায় হাঁটুতে ব্যথা থাকার পাশাপাশি হাঁটু ফোলা থাকবে, ভাঁজ করতে সমস্যা হবে, হাঁটুর তাপমাত্রা বেড়ে যাবে, হাঁটুর আকৃতির পরিবর্তন হতে পারে, হাঁটু ভাঁজ করতে গেলে শব্দ হয়।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
এ ব্যথা অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময়, অনেকক্ষণ হাঁটাচলার পর হতে পারে। এরপর আস্তে আস্তে এর তীব্রতা বেড়ে এমন পর্যায়ে যায় যে রোগী যখন বিশ্রাম নেয় তখনো ব্যথা হতে থাকে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আঘাতজনিত, ক্ষয়জনিত এবং বাতজনিত কারণে হাঁটুর ব্যথা হয়।
আঘাতজনিত ও বাতজনিত ব্যথা যেকোনো বয়সে হতে পারে। ক্ষয়জনিত ব্যথা ৪০ বছরের বেশি বয়স্ক মানুষদের ভেতর বেশি দেখা যায়।
অস্টিওআরথ্রাইটিস প্রতিরোধের জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতেই হবে।
হাঁটুর ব্যথার জন্য হিজামা খুবই উপকারী।
আপনি কি অল্পতেই অসুস্থ হয়ে পড়েন??
গ্রো করতে হিজামা করুন। হিজামা রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

MD.Ekramul Hoq Munsi
BSC.On Cours(CMU)DMT(BTEB)DHAKA.
RMP(UHC)
Certfied Hijama Practitioner.
Professional Level Course On Cupping Therapy,DHAKA
Special Training:Cumilla Medical Collage Hospital.
Contact: 01814-345670

হিজামা নিন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ

12/01/2025
29/12/2024

আলহামদুলিল্লাহ।
আজ এক ভাই সুন্নতি চিকিৎসা হিজামা নিলেন। আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।

আলহামদুলিল্লাহ। আজ এক চাচা সুন্নতি চিকিৎসা হিজামা নিলেন। আল্লাহ চাচাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
29/10/2024

আলহামদুলিল্লাহ।
আজ এক চাচা সুন্নতি চিকিৎসা হিজামা নিলেন। আল্লাহ চাচাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।

12/07/2024

I got 57 reactions and 3 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।এবছর জুন ৬ সূর্যাস্...
01/06/2024

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেতে যাচ্ছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,ইনশাআল্লাহ।
এবছর জুন ৬ সূর্যাস্ত থেকে ,2024 তারিখে জিলহজ্জ মাস শুরু হবে ইনশাআল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

🍁 : শাইখ ডক্টর সালেহ আল ফাউজান (حفظه الله).
🍁 : শাইখ ডক্টর আব্দুস সালাম আস সুলাইমান (حفظه الله).
এর আলোচনা থেকে নিজে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহ তুলে ধরা হলো l

#জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
❝আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।❞
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞
[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞
[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞
[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।
সংগৃহিত

হিজামার আজ ছিল জিলকদ মাসের সর্বশেষ সুন্নত তারিখ। এই তারিখে উম্মে সুমাইয়া নামক এক বোন হিজামা কড়ে গেলেন, আল্লাহ বোনকে পর...
31/05/2024

হিজামার আজ ছিল জিলকদ মাসের সর্বশেষ সুন্নত তারিখ। এই তারিখে উম্মে সুমাইয়া নামক এক বোন হিজামা কড়ে গেলেন, আল্লাহ বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করুন

Address

Debidwar Shishu Matri Hospital Ltd
Comilla
3500

Telephone

+8801814345670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akram Hijma & Alternative health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akram Hijma & Alternative health care:

Share