28/09/2024
আসসালামু আলাইকুম,
সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে, আজ ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার বাদ এশা হইতে
#জামিয়া_ইসলামীয়া_কাসেমুল_উলুম_হোমনা মাদ্রাসায় একটি ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত ইসলাহী মাহফিলে আলোচনা করবেন #জনাব_মুফতী_আবু_সাঈদ সাহেব, প্রদান মুফতি ফরিদাবাদ মাদ্রাসা।
এছাড়াও অত্র এলাকার স্থানীয় আলেমগন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
উক্ত মাহফিলে সকল মুসলিম ভাইদেরকে আমন্ত্রণ করা হল।
স্থানঃ জামিয়া ইসলামীয়া কাসেমুল উলুম হোমনা মাদ্রাসা, হোমনা পশিম পাড়া।
বাস্টেন্ড হতে ৩০০ গজ উত্তর দিকে এসে রাস্থার পশ্চিম পাসে