18/02/2024
নীল দিগন্তে
ছন্দ মালা কবিতা প্রতিযোগিতা।
শিরোনামঃ ফাগুন দিনে।
কলমেঃ ডাঃ বিদেশ কান্তি শর্মা।
স্বরবৃত্ত ছন্দেঃ ৪+৪+৪+২
ছন্দ বিন্যাসঃ কখকখ।
তাং ১৮/০২/২০২৪ ইং।
খুকুমণি রান্নাঘরে
জিজ্ঞেস করে মা'কে,
ফাগুন মাসে কুহু স্বরে
কোকিল কেন ডাকে।
প্রদত্ত
এলো মেলো বাতাস বহে
ঝড়ো হাওয়ার মত,
গাছের পাতা জীর্ণ দেহে
মাটির মাঝে কত।
প্রকৃতি রূপ নতুন সাজে
সবুজ বৃন্তে মুকুল,
প্রভাত কালে ফুলের মাঝে
ভ্রমর গুঞ্জন ব্যাকুল।