27/01/2025
আমরা সব সময় শুনে এসেছি Cancer Has No answer অর্থাৎ ক্যান্সার হলে কোনো রক্ষা নেই। আসলেই কি তাই? আল্লাহ্ তা'আলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার কোনো ওষুধ নেই। হয়তো মানুষ আবিষ্কার করতে পারেনি। কিন্তু এর প্রতিকার থাকবে।
বর্তমানে ক্যান্সারের নিত্য নতুন অনেক প্রতিকার ব্যবস্থা এসেছে। কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, ইমিউনোথেরাপি ইত্যাদি। আল্লাহর ইচ্ছায় সঠিক সময়ে চিকিৎসা নিয়ে রোগীদের লাইফ এক্সপেক্টেন্সি ও বাড়ছে। প্রচলিত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা যেভাবে চলছে তা চলমান রাখা উচিত। তবে এর সাথে কিছু পরিবর্তন প্রয়োজন।
আমাদের দেশে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে যে জিনিসটা ইগনোর করা হয় সেটা হলো খাবার। রোগী খাবে কী সেটা নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয় না। বেশিরভাগ সময় দুধ, স্যুপ, জ্যুস এসব খাবার খাওয়ানো হয় যার বেশিরভাগই হচ্ছে হাই সুগারি খাবার। অথচ ক্যান্সার কোষ বাঁচে সুগার খেয়ে! জ্বী, ক্যান্সার কোষের প্রাথমিক খাবার হলো সুগার তথা গ্লুকোজ। এই খাবারের সোর্স যদি বন্ধ করা যায় কবে ক্যান্সার কোষগুলো পুষ্টিহীনতায় ভুগবে, ভঙ্গুর হয়ে পড়বে এবং এক সময় শরীর নিজেই অটোফেজি করে একে খেয়ে ফেলে।
বিভিন্ন ক্যান্সার রোগীদের ক্ষেত্রে দেখা গেছে লো কার্ব, লো প্রোটিন ডায়েট এবং রেগুলার লম্বা ফাস্টিং করা ক্যান্সার চিকিৎসায় বেশ ভালো কাজ দেয়। অনেক ক্যান্সার রোগী প্রচলিত চিকিৎসা চালানোর পাশাপাশি ডায়েটে পরিবর্তন করে পুরোপুরিভাবে ক্যান্সার থেকে মুক্তি পেয়ে গেছেন! অনেক রোগী এমন আছেন যারা কেবল ফাস্টিং ও লো কার্ব ডায়েট করেছেন, কোনো অপারেশন বা কেমো বা রেডিও নেননি। অথচ এর মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় তারা ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন।
ফাস্টিং ও লো কার্ব ডায়েট শরীরে ক্যান্সার ধ্বংস কারী NK Cell ও Cytotoxic T cell এর পরিমাণ বাড়িয়ে দেয়। পাশাপাশি ক্যান্সার কোষের মেইন নিউট্রশনের সোর্স গ্লুকোজ অফ হয়ে যাওয়ায় তারা পুষ্টির অভাবে ভুগে। ফলে ধীরে ধীরে ক্যান্সার কোষগুলো নষ্ট হতে থাকে। তাই ক্যান্সার চিকিৎসায় ফাস্টিং ও লো কার্ব ডায়েটের কোনো বিকল্প নেই।
আমরা রেগুলার গাইডলাইনের মাধ্যমে প্রচলিত চিকিৎসা চালানোর পাশাপাশি ক্যান্সার রোগীদের এই ফাস্টিং ও লো কার্বের ডায়েট করাতে চাই। বাইরের দেশে ক্যান্সার রোগীদের জন্য আলাদা ডায়েটের পরামর্শ থাকে কিন্তু আমাদের দেশে এটা হয় না। অথচ এটা রোগীদের চিকিৎসায় খুব জরুরী।
আমরা ক্যান্সার পেশেন্ট নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ্। সামনে আরো অনেক পরিকল্পনা রয়েছে। তাই আপনাদের যদি কোনো পরিচিত ক্যান্সার রোগী থাকে তাদের ডায়েট, ফাস্টিং ও অটোফেজির জন্য আমাদের সাথে কনসাল্ট করার পরামর্শ দিতে পারেন। বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন।
আসুন ফাস্টিং ও লো কার্বের মাধ্যমে ক্যান্সার কোষগুলো ধ্বংস করি। ডায়েট পরিবর্তনের মাধ্যমে ক্যান্সারের সঠিক আন্সার দেয়ার চেষ্টা করি।