07/08/2024
"অসাম্প্রদায়িক" শব্দের অর্থ কি?
এই "অসম্প্রদায়িক" লেবেলের আন্ডারে ইনিয়ে বিনিয়ে কি ইসলামকে কম করে দেখার মানসিকতার চাষ হয়? মানুষের জীবনের প্রতিটি সেক্টরে একটি সলিড আদর্শ তার দ্বীনের গুরুত্বকে ছোট করার ন্যারেটিভ?
এই এত বড় আন্দোলনে কত প্র্যাকটিসিং মুসলিম ছাত্ররা আছে, জানেন? আপনি জানেন ট্যাংক থেকে ফেলে দেয়া ইয়ামিন ভাই সেদিন রোজা রেখেছিলেন? আপনি জানেন ড্রোন তৈরি করতে পারা সুপার ট্যালেন্টেড তানভীন ভাই মৃত্যুর ক'দিন আগে তার ঈমানের স্তর নিয়ে চিন্তিত অবস্থায় ছিলেন? আপনি জানেন কত আন্দোলনকারী সাহসী ভাইরা এ জীবনে মরে গেলেও "আখিরাতে জান্নাতে জায়গা পাবো ইন শা আল্লাহ",এই ইখলাস থেকে রাজপথে নামার শক্তি পেয়েছেন? অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কারণ তারা আখিরাতে বিশ্বাস করেন? আপনি অস্বীকার করতে পারবেন এই আন্দোলনে হক আলেমদের অবদান? মাদ্রাসার ছাত্রদের ভূমিকা? যে মুসলিম ভাইয়েরা সারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন, আবার তাদের দাড়ি, নিকাব দেখেই আগামীকাল তাদেরকে "জঙ্গি" ট্যাগ দিবেন না তো?
~১৭ কোটি মানুষের বাংলাদেশে এখনো লাখ লাখ মুসলিম আল্লাহকে ভালবেসে, মানুষকে ভালোবেসে সমাজ কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম। নিজের মেধা আল্লাহ প্রদত্ত আমানত বুঝে তারা দেশ-দশের উন্নতি করতে more than capable, এমন অনেক আল্লাহ ভক্ত মানুষ আছে মা শা আল্লাহ। তাদের স্বীকৃতি দিতে গেলেই কেন বিষয়টা "সাম্প্রদায়িক" হবে?
বারবার সেকুলারিজমের দিকে এত ফোকাস ঘুরিয়ে নেওয়ার মাধ্যমে এত বড় সংখ্যক একটা ধর্মপ্রাণ বাঙ্গালীদের অকারণে অফেন্ড করা হচ্ছে, মনের কষ্ট আর বিভক্তি বাড়ছে।
কি প্রয়োজন?
এই আন্দোলন সেকুলার ভাবেই শুরু হয়েছে। তাহলে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মন থেকে দ্বীন পালনের স্বাধীনতা, প্রত্যেকের দ্বীন ভালোবাসার স্বাধীনতার প্রতি সম্মান কোথায়?
ঠিক যেভাবে এই "রাজাকার" ন্যারেটিভ আল্লাহ এবার তাসের ঘরের মতো ভেঙে দিলেন— ঠিক সেভাবেই এই "অসাম্প্রদায়িক" ন্যারিটিভের নামে ইসলামকে ছোট করার মানসিকতা/জীবনের প্রকৃত সফলতা অর্জনে শুধুমাত্র আল্লাহকে বিয়োগ করে ফেলার এই সস্তা অসাম্প্রদায়িক ন্যারিটিভটাও একদিন ধুলার মতো উড়ে যাবে, ইন শা আল্লাহ ।
©