Royal & Loyal Health CARE

Royal & Loyal Health CARE "We Treat, Allah Heals" + "Treats The Patients Not The Disease".

07/08/2024

"অসাম্প্রদায়িক" শব্দের অর্থ কি?
এই "অসম্প্রদায়িক" লেবেলের আন্ডারে ইনিয়ে বিনিয়ে কি ইসলামকে কম করে দেখার মানসিকতার চাষ হয়? মানুষের জীবনের প্রতিটি সেক্টরে একটি সলিড আদর্শ তার দ্বীনের গুরুত্বকে ছোট করার ন্যারেটিভ?

এই এত বড় আন্দোলনে কত প্র্যাকটিসিং মুসলিম ছাত্ররা আছে, জানেন? আপনি জানেন ট্যাংক থেকে ফেলে দেয়া ইয়ামিন ভাই সেদিন রোজা রেখেছিলেন? আপনি জানেন ড্রোন তৈরি করতে পারা সুপার ট্যালেন্টেড তানভীন ভাই মৃত্যুর ক'দিন আগে তার ঈমানের স্তর নিয়ে চিন্তিত অবস্থায় ছিলেন? আপনি জানেন কত আন্দোলনকারী সাহসী ভাইরা এ জীবনে মরে গেলেও "আখিরাতে জান্নাতে জায়গা পাবো ইন শা আল্লাহ",এই ইখলাস থেকে রাজপথে নামার শক্তি পেয়েছেন? অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কারণ তারা আখিরাতে বিশ্বাস করেন? আপনি অস্বীকার করতে পারবেন এই আন্দোলনে হক আলেমদের অবদান? মাদ্রাসার ছাত্রদের ভূমিকা? যে মুসলিম ভাইয়েরা সারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন, আবার তাদের দাড়ি, নিকাব দেখেই আগামীকাল তাদেরকে "জঙ্গি" ট্যাগ দিবেন না তো?

~১৭ কোটি মানুষের বাংলাদেশে এখনো লাখ লাখ মুসলিম আল্লাহকে ভালবেসে, মানুষকে ভালোবেসে সমাজ কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম। নিজের মেধা আল্লাহ প্রদত্ত আমানত বুঝে তারা দেশ-দশের উন্নতি করতে more than capable, এমন অনেক আল্লাহ ভক্ত মানুষ আছে মা শা আল্লাহ। তাদের স্বীকৃতি দিতে গেলেই কেন বিষয়টা "সাম্প্রদায়িক" হবে?

বারবার সেকুলারিজমের দিকে এত ফোকাস ঘুরিয়ে নেওয়ার মাধ্যমে এত বড় সংখ্যক একটা ধর্মপ্রাণ বাঙ্গালীদের অকারণে অফেন্ড করা হচ্ছে, মনের কষ্ট আর বিভক্তি বাড়ছে।
কি প্রয়োজন?

এই আন্দোলন সেকুলার ভাবেই শুরু হয়েছে। তাহলে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মন থেকে দ্বীন পালনের স্বাধীনতা, প্রত্যেকের দ্বীন ভালোবাসার স্বাধীনতার প্রতি সম্মান কোথায়?

ঠিক যেভাবে এই "রাজাকার" ন্যারেটিভ আল্লাহ এবার তাসের ঘরের মতো ভেঙে দিলেন— ঠিক সেভাবেই এই "অসাম্প্রদায়িক" ন্যারিটিভের নামে ইসলামকে ছোট করার মানসিকতা/জীবনের প্রকৃত সফলতা অর্জনে শুধুমাত্র আল্লাহকে বিয়োগ করে ফেলার এই সস্তা অসাম্প্রদায়িক ন্যারিটিভটাও একদিন ধুলার মতো উড়ে যাবে, ইন শা আল্লাহ ‌।
©

এখনো বন্ধ নেটওয়ার্ক?
19/07/2024

এখনো বন্ধ নেটওয়ার্ক?

15/07/2024

প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন যোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল—আজ নফল টা বাদ দেই।

প্রথমেই আমি যিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বললো—আজ যিকিরের সংখ্যাটা কমিয়ে দেই।

প্রথমেই আমি কুরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম—আজ সূরা মূলক না পড়ি।

প্রথমেই আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আযান কানে আসার পর কে যেন জানালো—অনলাইনের দাওয়াহ দেবার জন্য লেখাটুকু কমপ্লিট করে নেও।

প্রথমেই আমি নন মাহরামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া, লিস্টে নেওয়া অতঃপর ডে' তে রিপ্লাই করা। মন বললো—প্রয়োজনে কথা বলার ছাড় আছে।

প্রথমে আমি হারামকে হারাম মনে করিনি , মজা হিসেবে নিয়েছি, বিনোদন হিসেবে নিয়েছি। আমি হারামকে হালালের সাথে মিক্স করে নতুন শ্যাডু দিয়েছি।
এখন আমি হারামের মাঝে আটকে আছি, গাধা যেমন বোঝাসহ কাঁদা'য় আটকে গিয়ে আর ওঠতে পারে না।😭

আমি কোনো কিছুই প্রথমে করিনি। কেবল হিদায়েত ঘুড়ির সুতাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ? সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম, ছেড়ে আসলাম যিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কুরআনকে—আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনও শুনতে পাই;

'হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ'

তবে সাথে-সাথে সালাতে দাঁড়াতে পারিনা, পারিনা নফলের হক্ব আদায় করতে কিংবা ফরজের। পারিনা মন খুলে যিকির করতে কিংবা কুরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই ছাড়িনি.. চাইনি ছাড়তে! অথচ আজ কতখানি দূরত্ব; আমি আঁকড়ে ধরতে চাই তবু পা পিছলে যাই। আমি আমার অতীতে সুখী ছিলাম , না আছি বর্তমানে। আমি নিজের ধ্বংস নিজেই করেছি—হেদায়েতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়েছি। আর দাঁড়িয়ে আছি আপন ধ্বংসস্তূপের উপর! নির্বিকার, নির্লিপ্ত বোধহীন.....

আল্লাহুম্মাগফিরলি 😥

06/07/2024
05/07/2024

আস সালামুআলাইকুম

🥹
04/07/2024

🥹

سءبحان اللح ❤️
02/07/2024

سءبحان اللح ❤️

 # # # # #𝙸𝚝𝚌@@@ 𝚔𝚘𝚕𝚔𝚊𝚝𝚊
02/07/2024

# # # # #𝙸𝚝𝚌@@@ 𝚔𝚘𝚕𝚔𝚊𝚝𝚊

Address

Dhaka
Cox's Bazar

Telephone

+8801533663387

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal & Loyal Health CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Royal & Loyal Health CARE:

Share