Holistic Nursing Home Care, Cox's bazar

Holistic Nursing Home Care, Cox's bazar "To protect
patient safety,
we need to better
retain nurses in
our public health
system "

✳️Cutaneous larva migrans (চামড়ার নীচের কৃমি )এই ব্যক্তির পায়ের পাতায় আকাবাকা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি বলতে পারেন?...
12/06/2025

✳️Cutaneous larva migrans (চামড়ার নীচের কৃমি )

এই ব্যক্তির পায়ের পাতায় আকাবাকা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি বলতে পারেন? অবাক করার মতো ব্যাপার হলেও এটা হচ্ছে কৃমি!!

বাথরুমে খালি পায়ে হাটলে অথবা উঠানে/মাঠে খালি পায়ে হাটলে পায়ের পাতায় এই কৃমি ঢুকতে পারে।এ অবস্থায় প্রচন্ড চুলকানি হতে পারে।

আশার কথা হলো চিকিৎসা নিলে এ রোগ ভাল হয়।

ওয়াশরুমে অবশ্যই জুতা পড়ে যাবেন।যারা শখের বাগান করেন তারাও জুতা পড়েই কাজ করবেন।

ডা: মো: আরিফুল আলম

05/06/2025

🎯🎯 DON'T MISS 🎯🎯

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷

আরাফার দিন৷

দোয়া কবুলের দিন৷

হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷

এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে দুয়াটা পড়তে থাকবেন৷

এটি হলো পিটেড কেরাটোলাইসিস(Pitted Keratolysis)আমাদের দেশে বর্ষাকালে কিংবা ভেজা পরিবেশে  পায়ের তলায় শীলপাটা খোদাই এর মত ক...
18/03/2025

এটি হলো পিটেড কেরাটোলাইসিস(Pitted Keratolysis)
আমাদের দেশে বর্ষাকালে কিংবা ভেজা পরিবেশে পায়ের তলায় শীলপাটা খোদাই এর মত কিছু ক্ষত দেখা যায়। এই চর্মরোগটির ডাক্তারী নামই পিটেড কেরাটোলাইসিস। রোগটির জন্য দায়ী জীবাণু হচ্ছে কিছু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো আদ্র পরিবেশে চামড়ায় বংশবিস্তার ঘটায় এবং প্রোটিয়েজ নামক একপ্রকার রস তৈরী করে। এই রসই চামড়ার উপরিতলে ছোট ছোট গর্ত সৃষ্টি করে- যা দেখতে অনেকটা খোদাই করা শীলপাটার মত। আবার এই ব্যাকটেরিয়া গুলো কিছু সালফার যৌগ উৎপন্ন করে যা রোগটিকে দুর্গন্ধযুক্ত করে তোলে।
পিটেড কেরাটোলাইসিস রোগটিতে মহিলাদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হন। যাদের পায়ের তলা ভেজা বা দীর্ঘক্ষণ আবদ্ধ থাকে তাদেরকেই বেশি আক্রমণ করে। সাধারণভাবে এটি পায়ের তলার অগ্রভাগে, গোড়ালিতে ও আঙুলের তলে বেশি দেখা যায়।

তবে অনেক সময় হাতের তালুতেও দেখা দিতে পারে। প্রথম প্রথম এটি ছোট ছোট গর্ত বা শীলপাটার মত দেখতে শুরু হলেও পরবর্তীতে কিছু গর্ত মিলে বড় আকার ধারণ করতে পারে। কিছু ক্ষেত্রে

এই চর্মরোগটির প্রতিরোধ ও প্রতিকার হচ্ছে, ভেজা ভাব বা আর্দ্রতা দূর করা। পাশাপাশি অনেকক্ষণ বন্ধ জুতা না পরা, একই মোজার বারবার ব্যবহার থেকে দূরে থাকা, পা-হাত সাবান বা এন্টিসেপটিক দিয়ে পরিষ্কার করা ও ঘাম-মুক্ত রাখা ও ডাক্তারের পরামর্শ নিয়ে এন্টিবায়োটিক সহ কিছু মেডিসিন ব্যবহার করলে সম্পুর্ন সুস্থ হওয়া যায়।

বিশ্বস্ততার হাত।আপনাদের বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা ❤️
20/02/2025

বিশ্বস্ততার হাত।
আপনাদের বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা ❤️

প্রচুর শাকসবজি এবং ফলমূল খান,সুস্থ থাকুন।
07/02/2025

প্রচুর শাকসবজি এবং ফলমূল খান,সুস্থ থাকুন।

হার্নিয়া কাদের বেশি হয়!?যেসব কারণে পেটের ভেতরের প্রেশার (Intra-abdominal Pressure) বাড়ে সেসব ক্ষেত্রে হার্নিয়া হওয়ার চান...
23/01/2025

হার্নিয়া কাদের বেশি হয়!?
যেসব কারণে পেটের ভেতরের প্রেশার (Intra-abdominal Pressure) বাড়ে সেসব ক্ষেত্রে হার্নিয়া হওয়ার চান্স বেশি থাকে!

যেমনঃ
— ভারী কাজ করলে (যেমনঃ ঝুঁকে ঝুঁকে কৃষিকাজ করলে, লোহা/রড/গ্রিল আলগানো ইত্যাদি)
— কোষ্ঠকাঠিন্য থাকলে
— চাপ দিয়ে বসে প্রস্রাব করলে
— দীর্ঘদিন যাবৎ কাশি থাকলে
— ওয়েট লিফ্টিং করলে!

★★★এমন সমস্যা দেখা দিলে অবশ্যই জেনারেল সার্জন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে! নাহয় গ্যাংরিন (Gangrene) হয়ে ঐ অংশের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে (Necrosis).. এবং পরবর্তীতে পারফোরেশন হতে পারে... ইনকমপ্লিট হার্ণিয়া হলে অন্ডথলি বা স্ক্রোটামের উপরে থাকবে কিন্তু কমপ্লিট হলে অন্ডথলি বা স্ক্রোটামে নেমে আসবে... পরবর্তীতে অন্ডকোষেও পচন ধরতে পারে যদি ট্রিটমেন্ট না গ্রহণ করা হয়।

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল ...
19/01/2025

হাত ভাঙ্গা( Colle's Fracture) নিয়ে কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ মশাই বাঁশের চটির ব্যান্ডেজ করিয়ে দিয়েছিলেন। রক্ত চলাচল বন্ধ হয়ে Gangrene (পচে যাওয়া) গিয়েছে। এবার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকলো না।
যারা ডাক্তারদের গালি দিয়ে কবিরাজ ভালোবাসেন। তাদের জন্য এটি একটি ছোট্ট উদাহরণ 👏।

ভুল চিকিৎসা হইতে সবসময় সাবধান...

হাই রিস্ক প্রেগন্যান্সি♥️গর্ভাবস্থা ও কিডনি জটিলতা গর্ভাবস্থায় কিডনির ফাংশন আপাত  "নরমাল " মনে  হলেও একজন মা কিডনি ফেইলু...
17/12/2024

হাই রিস্ক প্রেগন্যান্সি♥️

গর্ভাবস্থা ও কিডনি জটিলতা

গর্ভাবস্থায় কিডনির ফাংশন আপাত "নরমাল " মনে হলেও একজন মা কিডনি ফেইলুর নিয়ে আসতে পারেন।

কেন এমন হয়?

🪆প্রেগন্যান্সির শুরুর দিকে অনবরত বমি ও পানিশূন্যতা।

🪆যে কোন পরিমাণ ব্লিডিং হওয়া, গর্ভফুলের নিচে রক্তক্ষরণ - প্রেগন্যান্সির যে কোন স্টেজ এ।

🪆ডিম্বাশয়ের অতিসংবেদনশীলতা।

🪆কিডনির নিজস্ব জটিলতা (গঠনগত , এমবলিজম)।

🪆গর্ভাবস্থায় ফ্যাটি লিভার।

🪆লিভার ফাংশন নষ্ট হয়ে এনজাইম বেড়ে যাওয়া।

🪆প্লাটিলেট কমে জটিলতা বাড়া বা রক্তক্ষরণ হওয়া।

🪆তীব্র ইনফেকশন বা সেপসিস।

🪆জরায়ুর ফাইব্রয়েড অপারেশন বা সিজারের সময় জটিলতা।

🪆প্রেগন্যান্সির সাথে হার্ট ফেইলুর থাকলে।

🪆দুপাশের কিডনিতে বড় পাথর থাকলে কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

তবে গবেষণায় দেখা গিয়েছে যাদের পূর্ব হতে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বারবার ইনফেকশন এবং কিডনির সামান্য জটিলতা ছিল ( টেস্টে নির্ধারিত) তাদের ক্ষেত্রে হঠাৎ কিডনি বিকল হয়ে রোগী খারাপ হয়ে পড়ে।

গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ করুন, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ফলো করুন। পরিবারে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ থাকলে আগেই সতর্ক হউন।

 #জরায়ু ক্যান্সারের লক্ষণ জেনে নিন:-=====লজ্জা নয়,জানতে হবে=====° #আমাদের শরীরে নানা রকমের ক্যান্সার থাকলেও স্তন ক্যান্স...
09/10/2024

#জরায়ু ক্যান্সারের লক্ষণ জেনে নিন:-
=====লজ্জা নয়,জানতে হবে=====°
#আমাদের শরীরে নানা রকমের ক্যান্সার থাকলেও স্তন ক্যান্সারের পরেই যে আতঙ্কের নাম সেটি হচ্ছে জরায়ু ক্যান্সার। আর এই রোগের প্রকোপ দিনের পর দিন বেড়েই চলেছে। জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের শুরুর অবস্থায় চিকিৎসা না করানোর ফলে তাদের বেঁচে থাকার হার ৫০% কমে যায়। আর যারা প্রথম থেকেই চিকিৎসা করান, তাদের বেঁচে থাকার সম্ভাবনা ৯৫%।

#অনেকেই মনে করেন, জরায়ু ক্যান্সার হয়তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে হয়ে থাকে। কিন্তু, এটি ভুল ধারণা। যে কোনো বয়সেই নারীদের জরায়ু ক্যান্সার হতে পারে। তবে বিশেষ করে ৫০ বছর বয়স্ক বা এর চেয়েও বেশি বয়সের নারীরা জরায়ু ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকেন। জরায়ু ক্যান্সারকে ‘সাইলেন্ট কিলার’ বলা হয়ে থাকে। সুস্থ থাকতে এই অসুখের প্রাথমিক কিছু লক্ষণ সম্পর্কে জেনে রাখুন—

#জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ:-

🔖নিন্মাঙ্গের চারপাশে চাপ লাগা কিংবা ঘন ঘন মূত্রত্যাগ করা।
🔖গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য। হালকা খাবারের পর পেট ভর্তি লাগা, পেটে অস্বস্তি লাগা ইত্যাদি।
🔖পেটে অতিরিক্ত ব্যথা কিংবা পেট ফুলে থাকা।
🔖সারা ক্ষণ বমি বমি ভাব কিংবা বার বার বমি হওয়া।
🔖আচমকা খিদে কমে যাওয়া।
🔖অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া বা হঠাৎ করে ওজন অনেক কমে যাওয়া।
🔖যৌন মিলনের সময় ব্যথা লাগা।
🔖অতিরিক্ত ক্লান্তিবোধ করা।
🔖নারীদের মেনোপজ হওয়ার পরেও ব্লিডিং হওয়া।
(সংগৃহীত)

সতর্কতা পোস্ট :ছবি তে যে শিশু দেখা যাচ্ছে সে স্পেশ্যাল চাইল্ড।(প্রাইভেসির জন্য সম্পূর্ণ ছবি দেয়া হয়নি)এই শিশুটি জন্ম নেয়...
08/10/2024

সতর্কতা পোস্ট :
ছবি তে যে শিশু দেখা যাচ্ছে সে স্পেশ্যাল চাইল্ড।(প্রাইভেসির জন্য সম্পূর্ণ ছবি দেয়া হয়নি)এই শিশুটি জন্ম নেয়ার সময় দক্ষ কোনো মিডওয়াইফ, নার্স কিংবা ডাক্তারের সহায়তা না নিয়ে গ্রামের প্রাইভেট ক্লিনিকে ডেলিভারি করা হয়।যার কারণে বাচ্চাটির হাত এবং ঘাড় বেঁকে গিয়েছে।এছাড়া বাচ্চাটির বয়স ১০ মাস কিন্তু দেখতে ২ মাসের বাচ্চার মতো।
আমার এই পোস্টের কারণ :
আপনারা অদক্ষ কারো হাতে নিজের জীবন তুলে দিবেন না।সন্তান প্রসব লজ্জার কিছু না,বরং গর্বের।এবং এটা ছোটকাট কোনো বিষয় নয়,এটা একটা জটিল প্রসেস।তাই দক্ষ চিকিৎসক, নার্স এবং মিডওয়াইফ এর হাত দিয়েই করুন আপনার সন্তানের ডেলিভারি।
সবার সুস্থতা কামনা করছি।


Holistic Nursing Home Care, Cox's bazar

আমাদের সেবা সমূহ :👉 আইভি ক্যানুলা করা এবং খোলা👉ক্যাথেটার করা এবং খোলা👉এনজি টিউব করা এবং খোলা👉সেলাইন দেয়া👉ইনজেকশন দেয়া👉যে...
04/10/2024

আমাদের সেবা সমূহ :
👉 আইভি ক্যানুলা করা এবং খোলা
👉ক্যাথেটার করা এবং খোলা
👉এনজি টিউব করা এবং খোলা
👉সেলাইন দেয়া
👉ইনজেকশন দেয়া
👉যেকোনো ধরনের ড্রেসিং
👉নেবুলাইজেশন করা
👉ডায়াবেটিস চেক করা
👉প্রেসার চেক করা
👉প্রেগন্যান্সি মায়ের চেক আপ ইত্যাদি
আমরা সর্বদা প্রস্তুত আপনার বাসায় গিয়ে আপনার সেবা দিতে।


Holistic Nursing Home Care, Cox's bazar

Address

Cox's Bazar
Cox's Bazar
4703

Alerts

Be the first to know and let us send you an email when Holistic Nursing Home Care, Cox's bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Holistic Nursing Home Care, Cox's bazar:

Share