M R Maruf

M R  Maruf আমাকে পাওয়া সহজ,,হারানো আরো সহজ কিন্তু হারানোর পরে ফিরে পাওয়া অসম্ভব!😊

17/07/2025
20/06/2025

🖤🥰💝

05/01/2025

🤟🫂🫂🤟

29/12/2024

বিলাসিতার রঙিন জগতে আমি এক সাদা কালো মস্তিষ্কের মানুষ..!

22/12/2024

এই ব্যাথার শহর অলি গলি নূরির পাথার গুলি যেন,আমাদের কষ্ট গুলোর এক একটা প্রতিচ্ছবি, আর সেই কষ্ট গুলোর মাঝে আমরা আমাদের জীবনে হাল ছেড়ে দিলে ও, জীবনের একটা মূর হয়তো আমাদের সবাইকে সেকেন্ড চার্জ দে, কিন্তু সেই মূরে দাড়িয়ে ঠিক বেঠিক রাস্তাটা যেন আমাদের কে চিনে নিতে হয়।,,!

16/11/2024

অতীত নিয়ে কখনো পড়ে থাকতে হয় না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়.!🌸

ছেলেরা এমন কেন হয়....?? তাদের স্বার্থে একটু আঘাত লাগলেই বুঝিয়ে দেয়, তোমার জায়গা কোনটা, হোক সে তোমার প্রিয় মানুষ 💔😔আ...
07/09/2024

ছেলেরা এমন কেন হয়....??

তাদের স্বার্থে একটু আঘাত লাগলেই বুঝিয়ে দেয়, তোমার জায়গা কোনটা, হোক সে তোমার প্রিয় মানুষ 💔😔

আজ ২৯ আগস্ট, তার সাথে আমার সম্পর্কের প্রায় দু বছর হতে গেল❤️ হয়তো সময়টা খুব কম, কিন্তু এই কম সময়ে এতটা ভালোবাসবো কখনো বুঝতে পারিনি, 🫶 হ্যাঁ, সেও আমাকে ভালবাসে 😅এই দু' বছরে তার কাছে শুধু আমার এতটুকুই আবদার ছিলো, একটু সময়, একটু কেয়ার, আর অনেকটা ভালোবাসা❤️ এই ছাড়া কোনদিন মনে হয় না আমি তোমার কাছে কিছু চাইছিলাম 💙

কিন্তু দুদিন আগে সে যখন আমাকে বলল আমি নাকি তার স্বাধীনতা কেড়ে নিয়েছি💔 আমার জন্য নাকি তার স্বাধীনতা খারাপ হয়ে গেছে, আমি তখন ভাবতে লাগলাম🤔যে আমি কি এমন করলাম যে তার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে 😶 আমি তো শুধু তাকে একটা কথাই বলছি, "তুমি বাইরের কোন মেয়ের সাথে কথা বলোনা, আমার ভালো লাগেনা,,তুমি অন্য কোন মেয়ের সাথে কথা বলো না 🙏কারণ আমি তোমাকে হারাতে ভয় পাই,আমি চাইনা তোমার আমার মাঝে তৃতীয় কোন ব্যক্তি আসুক 😭যে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে যাবে, আমি কখনো চাই না🙏🙏 কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ❤️

কিন্তু তার মুখ থেকে ঐ কথাটা শোনার পর আমি সত্যি ভাবতে শুরু করলাম, আসলেই কি আমি তার স্বাধীনতা কেড়ে নিয়েছি 🤔

আচ্ছা স্বাধীনতা বলতে কি অনেক মেয়েদের সাথে কথা বলা??? অনেক মেয়েদেরকে সময় দেওয়া???

তারপর আমি তাকে বললাম, "আচ্ছা ভালো, তোমার যখন মনে হয় আমি তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছি, তাহলে যাও আজ থেকে তুমি মুক্ত🙂 তোমার স্বাধীনতা আমি আর খারাপ করবো না🙃😔তোমার শান্তিতেই আমি ভালো থাকবো" 🙂

কিন্তু আমার খারাপ তো তখন লাগলো যখন সে একবারও নিজের ভুল টা শিকার করলো না😔😔 একবারও বলল না, আমার কাউকে লাগবে না, আমার তুমি হলেই চলবে❤️ আমি আর কখনো কারো সাথে কথা বলবো না🙂

ছেলেরা হয়তো এমনই হয়😅 একটা মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসলে, তাকে তার সবটুকু শান্তি দিলেও, সে যদি কখনো ওই মেয়েটার থেকে better option পায়, ওই ছেলেটা নিজের প্রিয় মানুষ টাকেও ছাড়তেও দ্বিধাবোধ করে না💔😔

শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি সমূহ,... যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা ...
06/09/2024

শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি সমূহ,...
যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।!

সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না।

দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।

দু:খ কখনও একা আসে যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে।

আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এ দুঃখের কারণ হয়ে দাড়ায়।

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

কাউকে সারা জীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।

আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।

শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে|

সংগৃহীত 💖💖

ভালোবাসেন তাকে? আপনি নিশ্চিত তাকে সত্যি ভালোবাসতে পেরেছেন? কেনো মনে হয় আপনি তাকে ভালোবাসেন? তার জন্য অ'স্থি'র'তা অনুভব ...
05/09/2024

ভালোবাসেন তাকে? আপনি নিশ্চিত তাকে সত্যি ভালোবাসতে পেরেছেন? কেনো মনে হয় আপনি তাকে ভালোবাসেন? তার জন্য অ'স্থি'র'তা অনুভব করছেন? তাকে ছাড়া থাকতে পারছেন না খুব ক'ষ্ট হচ্ছে, নিঃশ্বাস ব'ন্ধ হয়ে যাবে এমন মনে হচ্ছে? বুকের কোথায় যেনো একটা ব্য'থা অনুভব করছেন? ক্ষুধা নেই, চোখে ঘুম নেই, কোনো কিছু ভালো লাগছে না সব সময় সব কিছুতেই তাকে মনে পড়ছে? কি মনে হচ্ছে এভাবে কিছুদিন চলতে থাকলে আপনি হয়তো ম'রে'ই যাবেন? এই সকল অনুভূতি, উপলব্ধির কারনেই মনে হলো আপনি তাকে ভালোবাসেন?

শুধু যদি এইসব কারনেই আপনি মনে করে থাকেন আপনি কাউকে ভালোবাসতে পেরেছেন তাহলে আপনি ভু'ল করছেন, শুধুমাত্র এইসব কিছুর বহিঃপ্রকাশ কখনোই ভালোবাসা হতে পারে না। পৃথিবীতে খুব ক'ঠি'ন কিছু জিনিসের মাঝে অন্যতম হচ্ছে কাউকে ভালোবাসতে পারা এবং আপনি যে সত্যি ভালোবাসতে পেরেছেন এটা আপনার ভালোবাসার মানুষটিকে বোঝানোর থেকে আগে নিজে বুঝতে পারা।

এইযে আপনি তাকে মনে করে য'ন্ত্র'ণা অনুভব করেন তখন কি তার প্রতি রাগ হয়? অভিমান হয়? তার বলা সব কথা মনে পড়লে তাকে মি'থ্যা'বা'দী মনে হয়? বেঈমান মনে হয়? প্রতারক মনে হয়?

হ্যাঁ, হয় এবং হ‌ওয়াটাই স্বাভাবিক কিন্তু এই সব কথা মনে পড়লে আপনার ভিতরে যে য'ন্ত্র'ণা'র অনুভূতি সৃষ্টি হয় তখন কি কোনো ভাবে মন এটাও বলে- সৃষ্টিকর্তা আজ আমি যে ক'ষ্ট পাচ্ছি, যে য'ন্ত্র'ণা অনুভব করছি এগুলো যেনো একদিন সেও অনুভব করে, সে যেনো বুঝতে পারে ছে'ড়ে থাকার য'ন্ত্র'ণা কি?

যদি আপনার য'ন্ত্র'ণা'র সাথে এইরকম প্র'তিশোধ বা অ'ভিশাপ স্বরুপ কোনো ভাষার জন্ম নেয় আপনার মনের ভিতরে তবে জেনে রাখুন আপনি তাকে কখনোই ভালোবাসতে পারেননি।

হ্যাঁ, আপনি মানতে না চাইলেও এটাই সত্য, আপনি তাকে ভালোবাসতে পারেননি। সে আপনার ভালোলাগা এবং অভ্যাস ছিলো। যার সাথে থাকলে আপনি ভালো আছেন এটা অনুভব করতেন, শান্তি অনুভব করতে।আজ নেই তাই তার বিপরীত দিকগুলো অনুভব করে ক'ষ্ট পাচ্ছেন। এর বেশি কিচ্ছু না।

শুধুমাত্র নিজের ভালোলাগা, ভালোথাকা বা নিজের শান্তি অনুভব করার নাম ভালোবাসা নয়। ভালোবাসার মানুষের প্রতি রা'গ থাকবে, অ'ভি'মান থাকবে, অ'ভি'যোগ থাকবে কিন্তু কোনো প্রত্যাশা বা অ'ভি'শা'পের চিহ্ন থাকবে না সেটাই ভালোবাসা।

আপনার অপর পাশের মানুষটি আপনাকে আপনার মতো করেই ভাববে এটা আপনি ভাবতেই পারেন কিন্তু সব সময় আপনার ভাবনা সঠিক হবে এটা ভাবা উচিত নয়। সে কি করলো তার উপর

মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই ব্যক্তির ছায়া। দিনের আলো, রাতের আঁধার, সবকিছুতেই যেন...
04/09/2024

মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই ব্যক্তির ছায়া। দিনের আলো, রাতের আঁধার, সবকিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে। জীবনের প্রতিটি ছোটখাটো আনন্দ, দুঃখ, কষ্ট—সবকিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই প্রিয়জনের সাথে।

ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে, তখন যেন সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে ওঠে। তার হাসিতে, তার কথায়, এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সমস্ত কষ্ট গলে যায়। সে যখন পাশে থাকে, তখন মনে হয় সমস্ত দুঃখ-কষ্টের ওপর একটা শান্তির ছোঁয়া লেগে যায়।

তবে অনেক সময় এমন হয় যে, সেই প্রিয় মানুষটা দূরে সরে যায়। হাজার ব্যস্ততা, অজুহাত কিংবা অন্য কোনো কারণে, তার সাথে যোগাযোগ কমে আসে। আর আমরা বোকা হয়ে বসে থাকি, আশায় বুক বাঁধি যে, একদিন না একদিন সে ঠিক ফিরে আসবে, আবার তার হাসি-কথায় ভরে উঠবে আমাদের জীবন।

তবুও, হৃদয়ের এক কোণায় সবসময় একটা বিশ্বাস থাকে—যে মানুষটা সত্যিই ভালোবাসে, সে একদিন ফিরে আসবেই, আবার সবকিছু আগের মতো সুন্দর হবে। আর সেই অপেক্ষার মাঝেই হয়তো খুঁজে পাই ভালোবাসার প্রকৃত মানে, বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না, শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িকভাবে আড়ালে চলে যায়।

03/09/2024

অবেলার ক্লান্ত মস্তিষ্ক জানে
সারাদিন তোমার চিন্তায় মগ্ন থাকার
আকুলতা কতো কঠিন-
রাত হলেই বেড়ে যায় আরেক যন্ত্রণা
শুরু হয় একাকিত্বের নিস্তব্ধতা-
নিদ্রহীনতায় কাটে কতো শত রাত্রি!
তবুও কারো কাছে গিয়ে বলিনা
আমি বড্ডো ক্লান্ত,
একটু সামলাও আমাকে-
বরং মানিয়ে গুছিয়ে নিতে নিতে
জীবনটা একভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি
অথচ,কেউ টের ও পাচ্ছে না।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when M R Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share