07/09/2024
ছেলেরা এমন কেন হয়....??
তাদের স্বার্থে একটু আঘাত লাগলেই বুঝিয়ে দেয়, তোমার জায়গা কোনটা, হোক সে তোমার প্রিয় মানুষ 💔😔
আজ ২৯ আগস্ট, তার সাথে আমার সম্পর্কের প্রায় দু বছর হতে গেল❤️ হয়তো সময়টা খুব কম, কিন্তু এই কম সময়ে এতটা ভালোবাসবো কখনো বুঝতে পারিনি, 🫶 হ্যাঁ, সেও আমাকে ভালবাসে 😅এই দু' বছরে তার কাছে শুধু আমার এতটুকুই আবদার ছিলো, একটু সময়, একটু কেয়ার, আর অনেকটা ভালোবাসা❤️ এই ছাড়া কোনদিন মনে হয় না আমি তোমার কাছে কিছু চাইছিলাম 💙
কিন্তু দুদিন আগে সে যখন আমাকে বলল আমি নাকি তার স্বাধীনতা কেড়ে নিয়েছি💔 আমার জন্য নাকি তার স্বাধীনতা খারাপ হয়ে গেছে, আমি তখন ভাবতে লাগলাম🤔যে আমি কি এমন করলাম যে তার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে 😶 আমি তো শুধু তাকে একটা কথাই বলছি, "তুমি বাইরের কোন মেয়ের সাথে কথা বলোনা, আমার ভালো লাগেনা,,তুমি অন্য কোন মেয়ের সাথে কথা বলো না 🙏কারণ আমি তোমাকে হারাতে ভয় পাই,আমি চাইনা তোমার আমার মাঝে তৃতীয় কোন ব্যক্তি আসুক 😭যে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে যাবে, আমি কখনো চাই না🙏🙏 কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ❤️
কিন্তু তার মুখ থেকে ঐ কথাটা শোনার পর আমি সত্যি ভাবতে শুরু করলাম, আসলেই কি আমি তার স্বাধীনতা কেড়ে নিয়েছি 🤔
আচ্ছা স্বাধীনতা বলতে কি অনেক মেয়েদের সাথে কথা বলা??? অনেক মেয়েদেরকে সময় দেওয়া???
তারপর আমি তাকে বললাম, "আচ্ছা ভালো, তোমার যখন মনে হয় আমি তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছি, তাহলে যাও আজ থেকে তুমি মুক্ত🙂 তোমার স্বাধীনতা আমি আর খারাপ করবো না🙃😔তোমার শান্তিতেই আমি ভালো থাকবো" 🙂
কিন্তু আমার খারাপ তো তখন লাগলো যখন সে একবারও নিজের ভুল টা শিকার করলো না😔😔 একবারও বলল না, আমার কাউকে লাগবে না, আমার তুমি হলেই চলবে❤️ আমি আর কখনো কারো সাথে কথা বলবো না🙂
ছেলেরা হয়তো এমনই হয়😅 একটা মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসলে, তাকে তার সবটুকু শান্তি দিলেও, সে যদি কখনো ওই মেয়েটার থেকে better option পায়, ওই ছেলেটা নিজের প্রিয় মানুষ টাকেও ছাড়তেও দ্বিধাবোধ করে না💔😔