01/03/2025
সুজন স্বজন প্রিয়জনেদের অনেকেই বলেছিল একটা পেইজ খোলার ব্যাপারে, প্রয়োজনীয় সাহস হয় নি কিংবা কখনো কখনো লজ্জ্বায় পড়ে পেইজ খোলার সাহস হয় নি।
খুব বেশি উপদেশ দেওয়ার মত বড় চিকিৎসক এখনো হয়ে উঠা হয় নাই আমার।তবুও আপনার নেইবারহুড (পাশের বাসার মত আপন) চিকিৎসক হিসাবে পাশে রাখতে পারেন আমাকে।
সেটা কিভাবে?
অবশ্যই পেইজে লাইক ফলো করে 😛।
নিউজফিডে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকবে। আন্তরিকতা আর সেবার চেষ্টা থাকবে সর্বোচ্চ।তবে চিকিৎসা দিনশেষে আমার পেশা , আমার রুজি রোজগার, তাই সেই দিকটাও খেয়াল রাখা আবশ্যক।