সোনার বাংলা পোল্ট্রি হ্যাচারী, জাগিরাঘোনা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • সোনার বাংলা পোল্ট্রি হ্যাচারী, জাগিরাঘোনা

সোনার বাংলা পোল্ট্রি হ্যাচারী, জাগিরাঘোনা বিবাহ ও যে কোন অনুষ্ঠানে অতিথি আপ্যয়?

16/07/2025
16/07/2025

আমারা ভবিষ্যৎ ব্যবসায়ী পরিকল্পনার অংশ হিসেবে প্রথম কিং কোয়েলের ডিমের অর্ডার করছিলাম হা বি বা আইডি থেকে।
ডিমের ছবি দিচ্ছি আর সেটার ট্রের কাহিনি প্রদর্শন করছি...

14/07/2025
শিগগিরই
14/07/2025

শিগগিরই

14/07/2025

আমাদের হ্যাচারিতে প্রি- প্রোডাকশনের জন্য ২৭০ পিচ টাইগার মুরগীর বীজ ডিম দরকার।
পরবর্তীতে সাপ্তাহিক ১০০০ পিস বা আরও বেশি লাগবে। ভালো ও গ্যারান্টি সহকারে ১০০% বীজ ডিম সরবরাহ কারীদের নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
০১৭৯০০০৩৬১৭।

13/05/2025

Hello

04/03/2020

🎯করোনা মোটামুটি বড়সড় একটি ভাইরাস। তবুও খালি চোখে দেখা যাবে না, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখতে!

🎯এর আকারের কারনে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে স্বক্ষম হবে।

🎯যেহেতু এই ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না।

🎯কোন ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।

🎯কাপড়ে এই ভাইরাসটি প্রায় ৯ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই, কাপড় ধুয়ে নিলে বা রোদে ২ ঘন্টা থাকলে এটি মারা যাবে।

🎯হাতে বা ত্বকে এই ভাইরাসটি ১০ মিনিটের মতো জীবীত থাকতে পারে। তাই, এলকোহল মিশ্রিত জীবাণু নাশক হাতে মেখে নিলেই জীবানুটি মারা যাবে।

🎯করোনা গরম আবহাওয়ায় বাঁচে না। ৭০ সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে। কাজেই, ভাল না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখবেন।

🎯লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবানুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না।

🎯আর নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারন, মানব শরীরে জীবানু প্রবেশের সদর দরজা হলো নাক-মুখ-চোখ!

সূত্র:ইউনিসেফ

বিনম্র শ্রদ্ধা .... ওপারে ভাল থাকুক প্রিয় অানিসুল হক।
30/11/2018

বিনম্র শ্রদ্ধা .... ওপারে ভাল থাকুক প্রিয় অানিসুল হক।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when সোনার বাংলা পোল্ট্রি হ্যাচারী, জাগিরাঘোনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram