Herbicom-হার্বিকম

  • Home
  • Herbicom-হার্বিকম

Herbicom-হার্বিকম Herbfood is focused on providing natural, organic and healthy products. These products are 100% chemical free and made of completely pure raw materials.

মেথির স্বাস্থ্য উপকারিতা.................................................মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ভেষজ উপা...
26/06/2025

মেথির স্বাস্থ্য উপকারিতা.................................................
মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ভেষজ উপাদান। এটি হজম ক্ষমতা বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হৃদরোগ প্রতিরোধ, এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক। এছাড়াও, মেথি পুরুষের যৌন স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১- বায়ু
২- খাদ্য ও পানি
৩- দৈহিক সঞ্চালন ও অবস্থান
৪- মানসিক সক্রিয়তা ও বিশ্রাম
৫- নিদ্রা ও জাগরণ
৬- নিঃসরণ ও অবরোধ।

 #মাকারুট  এটি এক প্রকার হার্বস🌿 মাকা রুটের প্রধান উপকারিতা1. যৌন ইচ্ছা ও কার্যকারিতা বৃদ্ধিমাকা রুট প্রাকৃতিকভাবে যৌন ই...
22/04/2025

#মাকারুট
এটি এক প্রকার হার্বস
🌿 মাকা রুটের প্রধান উপকারিতা
1. যৌন ইচ্ছা ও কার্যকারিতা বৃদ্ধি
মাকা রুট প্রাকৃতিকভাবে যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে এবং পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন কমাতে সহায়ক হতে পারে।
2. শক্তি ও সহনশীলতা বৃদ্ধি
এটি দেহে শক্তি যোগায় এবং ক্লান্তি কমাতে সাহায্য করে, যা ক্রীড়াবিদ ও সক্রিয় ব্যক্তিদের জন্য উপকারী।
3. হরমোন ভারসাম্য রক্ষা
নারীদের মধ্যে মেনোপজের উপসর্গ যেমন গরম ফ্ল্যাশ ও মুড সুইং কমাতে মাকা রুট সহায়ক হতে পারে।
4. মানসিক স্বচ্ছতা ও মেজাজ উন্নয়ন
মাকা রুট মানসিক স্বচ্ছতা বাড়াতে এবং উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করতে পারে।
5. ত্বকের স্বাস্থ্য উন্নয়ন
এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রণ ও ফুসকুড়ি কমাতে সহায়ক।
6. হাড়ের স্বাস্থ্য রক্ষা
মাকা রুট ক্যালসিয়াম সমৃদ্ধ, যা হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Saw Palmettoস পালমেটএটি এক প্রকার হার্বসউপকারিতা: চুল পড়া রোধ করতে সাহায্য করে প্রদাহ কমায় মূত্রনালী ফাংশন সমর্থন প্রো...
21/04/2025

Saw Palmetto
স পালমেট
এটি এক প্রকার হার্বস
উপকারিতা:
চুল পড়া রোধ করতে সাহায্য করে
প্রদাহ কমায়
মূত্রনালী ফাংশন সমর্থন
প্রোস্টেট স্বাস্থ্যের উন্নতি করুন
টেস্টোস্টেরনের মাত্রা সমর্থন করে
কম হিরসুটিজম উপসর্গ সাহায্য
পলিসিস্টিক ডিম্বাশয় সিন্ড্রোমের (PCOS) উপসর্গ উপশম করতে সাহায্য করুন. .

করোনা টিকার সাইড এফেক্ট থেকে মুক্তির পথ:--------------------------------------------------------করোনার টিকা দেয়ার পরে অন...
16/12/2024

করোনা টিকার সাইড এফেক্ট থেকে মুক্তির পথ:
--------------------------------------------------------
করোনার টিকা দেয়ার পরে অনেকেরই এলার্জি দেখা দিয়েছে। তবে এতে আতংকিত হওয়ার কোনো কারণ নেই।

আমি এটাই মনে করি যে আপনি কিছু নিয়ম নীতি মেনে চলুন এবং কিছু প্রাকৃতিক খাদ্য দিয়ে দেহ থেকে টক্সিক উপাদান বা বিষাক্ত উপাদান গুলো ধীরে ধীরে বের করুন। এছাড়া কিছু ভেষজ দিয়ে আপনার শরীরকে ডিটক্স করুন। কেননা হাজার বছর ধরে শরীরে কোনো বিষাক্ত উপাদান ঢুকে গেলে কিভাবে দেহকে বিষমুক্ত করতে হয় সেই
ঐতিহ্যের প্রেক্ষাপটে এবং তখনকার হাকীম, কবিরাজদের ঔষধ নীতি অনুযায়ী আমি এগুলো
নিয়ে গবেষণা করেছি এবং সহজ নিয়ম বের করেছি যা প্রত্যেকে করতে পারবেন চেষ্টা করলে।

এগুলো আমি নিজে টিকা দেয়ার পর এলার্জি আক্রান্ত হয়ে নিজে প্রাক্টিস করে উপকার পেয়েছি এবং অসংখ্য মানুষকে বলেছি তারাও উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ।

প্রথমত : শাক- সবজির স্যুপ/ জুস ইত্যাদি সেবন।
যেমন : শষা, পেপে, গাজর, পালংশাক, করলা, এভোকাডো, ব্রাম্মীশাক, ভীট, মুলা ইত্যাদি।
দ্বিতীয়ত : ফলমুলের জুস মধ্যে যেমন : লেবু / মাল্টা/কমলা ও লেবু জাতীয় বিভিন্ন সাইট্রাস ফল,
আপেল, ডালিম, যয়তুন, ডুমুর, তেতুল ইত্যাদির জুস।

তৃতীয়ত : কিছু ভেষজ ঔষধ যেমন :
১.চ্যাবনপ্রাশ,
২. সিরাপ / ক্যাপসুল ছাফি,
৩. সিরাপ দিনার,
৪. সিরাপ আপেলিন অথবা সিনকারা অথবা যারা সিরাপ খেতে পারেননা ট্যাবলেট সুভিট খাবেন। ৫. এপল ভিনেগার।
৬. স্পিরুলিনা ক্যাপসুল লিনা ।
৭. মাজুন ওশবা এগুলো সব হামদার্দের সেন্টারে পাবেন।

চতুর্থ :
কিছু পথ্য বা ঘরোয়া উপাদান :
১. মেথি,
২.তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আদা দিয়ে সুলেমানি চা বা রঙ চা প্রত্যেহ ২ বার বা সকাল বিকাল।
৩.থানকুনি পাতা, তুলশী পাতা ও পুদিনা পাতার ভর্তা।

পঞ্চম : কিছু জড়িবুটি যেমন :
১.মরিঙ্গা ( সজনেপাতা)
২.চিরতা, কালোমেঘ, নিশিন্দা পাতা।
৩. ত্রিফলা (আমলকি,বহেড়া, হরিতকি)
৪. নিম পাতা, পেয়ারা পাতা, বরই পাতা।
৫. কাচা হলুদ, আম-আদা (জংলি আদা), গুলঞ্চ
এগুলো দিয়ে বটিকা তৈরী করতে পারেন অথবা পাউডার করে গরম পানি দিয়ে চায়ের মত খেতে পারেন।

সবকিছু একসাথে করতে যাবেননা এবং পরিমাপ এখানে বড় বিষয় তাই আপনার শারীরিক অবস্থা হারবাল চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিবেন। আপনার যে এন্টিবডিটা টিকা দূর্বল করেছে আপনি দৈহিক পরিশ্রম / ব্যায়াম / এক্সারসাইজ / জিম / বা খুব বেশী ঘাম ঝরানো কায়িক পরিশ্রম করে এন্টিবডিটাকে আবার মজবুত করুন।

আমার কাজ হচ্ছে আপনার কাছে বার্তা পৌছানো মানা না মানা আপনার সিদ্ধান্ত।
সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
মা আসসালাম।

বেশিরভাগ মানুষেরই কোন ধারণা নেই যে, কচু কতটা শক্তিশালী... আসুন আমরা খাদ্য তালিকায় কচুকে রাখি,,,,,,,
07/12/2024

বেশিরভাগ মানুষেরই কোন ধারণা নেই যে, কচু কতটা শক্তিশালী... আসুন আমরা খাদ্য তালিকায় কচুকে রাখি,,,,,,,

এলোভেরা/ ঘৃতকুমারী গাছের রস শরীরের বিষাক্ত পদার্থ(Toxin) দূর করে শরীরকে ডিটক্সিফাই করে। ✅এলোভেরা তে যেসব সক্রিয়  উপাদান ...
01/12/2024

এলোভেরা/ ঘৃতকুমারী গাছের রস শরীরের বিষাক্ত পদার্থ(Toxin) দূর করে শরীরকে ডিটক্সিফাই করে।
✅এলোভেরা তে যেসব সক্রিয় উপাদান বিদ্যমান:

🎯 পানি,
১২ প্রকার ভিটামিন।
১৮ টি এমাইনো এসিড।
২০ ধরনের খনিজ পদার্থ।
২০০ প্রকার ফাইটো-নিউট্রিয়েন্ট।
ইত্যাদি।
তাই এলোভেরা রস /জেল প্রাকৃতিক প্রসাধনী হিসেবে সারা বিশ্বে সমাদৃত।
প্রতিদিন 1গ্লাস এলোভেরা সমৃদ্ধ শরবত পানীয় তালিকায় রাখুন৷ আর বাহ্যিক ব্যবহারেও এলোভেরার টাটকা জেল ইউজ করতে পারেন। ত্বকের যত্নে স্বল্প সময় ব্যবহারে ভাল ফলাফল পাওয়া যায়। এন্টি এইজিং প্রোপার্টিস রয়েছে এতে। তাই বয়সের কমনীয়তা ধরে রাখতে এলোভেরা জেল অপ্রতিদ্বন্দ্বী।

অনবদ্য এই ভেষজগুলি আপনার মেজাজ ঠিক রাখেনিশ্চন্তভাবে ঘুমাতে সাহায্য করে!!
18/11/2024

অনবদ্য এই ভেষজগুলি আপনার মেজাজ ঠিক রাখে
নিশ্চন্তভাবে ঘুমাতে সাহায্য করে!!

ছেলে বা মেয়েদের যৌনতা নির্ভর করে হরমোনের উপরে।প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে হরমোন পুরোপুরি কাজ শুরু করে।আর তখনই প্রয়োজন পড়...
06/11/2024

ছেলে বা মেয়েদের যৌনতা নির্ভর করে হরমোনের উপরে।প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে হরমোন পুরোপুরি কাজ শুরু করে।
আর তখনই প্রয়োজন পড়ে সঙ্গীর।
সঙ্গী না হওয়া পর্যন্ত প্রাকৃতিকভাবে( স্বপ্নদোষের) মাধ্যমে বেকাপ হয়।
আর সর্বোপরি ধৈর্য্য ধারন করতে হয়।
তবে অন্য যেকোন মাধ্যম ব্যবহার করলে পরবর্তীতে নানা রকম জটিল সমস্যার সম্মুখীন হতে হয়।
তখন জরুরিভাবে বিয়ে বা সঠিক চিকিৎসা নিতে হয়।
আর এই ২ টা সমাধানে যত দেরী করবেন সমস্যা ততই জটিল হতে থাকবে
তখন বিয়ে করার অনুপুযুক্ত হয়ে যাবেন।।
যারা সুস্থ আছেন তারা
অসুস্থ হওয়ার ধারেকাছেও যায়েন না
আর যারা সমস্যায় ভুগছেন তারা সটিক চিকিৎসা নেন।।
সাবধান
ওয়ানটাইম আপনাকে ওয়ানটাইম সমাধান দিবে
পার্মানেন্ট না।।

ব্যথা দূর করতে ভেষজ তেল কিভাবে ব্যবহার করতে হয়?-------------------------------------------------------------------------...
04/10/2024

ব্যথা দূর করতে ভেষজ তেল কিভাবে ব্যবহার করতে হয়?
-----------------------------------------------------------------------------------
প্রতিনিয়ত আমরা প্রকৃতির কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেলেও প্রকৃতি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় না। প্রকৃতিরই এক অনন্য উপহার এসেনশিয়াল অয়েল বা ভেষজ তেল। বিভিন্ন গাছগাছড়া, শেকড়, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদির নির্যাস থেকে বিশেষ উপায়ে তৈরি করা হয় এসেনশিয়াল অয়েল। রূপচর্চা থেকে রোগের চিকিত্‍সা - সবকিছুতেই ব্যবহার করা হয় এসেনশিয়াল অয়েল। পারফিউম তৈরি করতে যেমন ব্যবহার করা হয় এসেনশিয়াল অয়েল, তেমনি ব্যবহার করা হয় অসুখের ওষুধ তৈরিতেও। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ব্যবহার করা হয় এসেনশিয়াল অয়েল। জেনে নিন বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে এসেনশিয়াল অয়েলের ব্যবহার।
১. বাতের ব্যথায় ল্যাভেন্ডার অয়েল খুব উপকারী। ১ টেবিল চামচ অলিভ অয়েলে ৫-৬ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন দিনে দু বার। খুব দ্রুত উপকার পাবেন।
২. বদহজম, গ্যাসের সমস্যা ইত্যাদি থেকে যদি পেটে ব্যথা হয় তাহলে রোজমেরি অয়েল খুব কাজে দেয়। ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েলের সাথে রোজমেলি অয়েল মিশিয়ে পেটে লাগালে পেট ব্যথা কমে যাবে।
৩. বিভিন্ন কারণে মাথায় যন্ত্রণা হতে পারে। সাইনোসাইটিস অথবা মাইগ্রেন ইত্যাদির ব্যথা হলে পরিষ্কার রুমালে ১০-১২ ফোঁটা পিপারমেন্ট অয়েল ফেলে গন্ধ শুঁকলে উপকার পাওয়া যাবে।
৪. পেশির যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইলে ব্যবহার করুন বেসিল অয়েল। ১ টেবিল চামচ অলিভ অয়েলে ১০-১২ ফোঁটা বেসিল অয়েল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। মালিশ করবেন না। ব্যথা দ্রুত সেরে যাবে।
৫. ব্যথা বা আঘাত পেয়েছেন হঠাত্‍, থেঁতলে গেছে টিস্যু? সঙ্গে সঙ্গে আরাম পেতে চাইলে ব্যবহার করুন পিপারমেন্ট অয়েল। বরফ ঠাণ্ডা পানিতে ৮ থেকে ১০ ফোঁটা পেপারমিন্ট অয়েল ফেলে কোল্ড কম্প্রেসড করলে খুব উপকার পাওয়া যাবে।
৬. দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হলে দাঁতের গোড়ায় দিতে হবে ঠিক ১ ফোঁটা ক্লোভ অয়েল। সাথে সাথেই পেয়ে যাবেন আরাম। এছাড়া নিয়মিত টুথপেস্টের সাথে ১ ফোঁটা ক্লোভ অয়েল মিশিয়ে ব্রাশ করলে দাঁত ব্যথার সম্ভাবনা থাকবে না।
৭. অনেক সময় শরীরের গাঁটে গাঁটে ব্যথা করে। এমন অবস্থায় ১০০ গ্রাম গ্রেপসিড অয়েলের সাথে ৫ মিলি লেমনগ্রাস অয়েল মিশিয়ে মাসাজ করলে আরাম পাওয়া যাবে।
৮. নারীদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হলে বেসিল অয়েলের গন্ধ শুঁকলে ব্যথা কমে যায়। অথবা ১০০ গ্রাম তিলের তেলের সাথে ১
মিলি বেসিল অয়েল মিশিয়ে সরাসরি পেটে লাগালে আরাম পাওয়া যাবে।

সুস্থ থাকুন আয়ুর্বেদিকের গুণে----------------------------------------------------------------------------------অতি প্রাচ...
04/10/2024

সুস্থ থাকুন আয়ুর্বেদিকের গুণে
----------------------------------------------------------------------------------
অতি প্রাচীনকাল থেকে চিকিৎসায় আধিপত্য বিস্তার করে এসেছে আয়ুর্বেদিক ওষুধ। ওষুধের গুণ সম্পন্ন আমলকী-হরিতকী-বহেরাকে একত্রে ত্রিফলা বলা হয়।
ত্রিফলার ভেষজগুণ বলে শেষ করার নয়। নিয়মিত সেবনে নানা রোগ থেকে মুক্তির সঙ্গে পাবেন ঋতু বদলের ধাক্কায় পরিত্রাণ। তাই আসুন আরও একবার জেনে নেয়া যাক ত্রিফলার গুণ সম্পর্কে।
আমলকীঃ
হার্ট সুস্থ রাখে, ফুসফুসকে শক্তিশালী করে।
আমলকি দাঁত ও নখ ভালো রাখে।
জ্বর,বদহজম, সানবার্ন, সানস্ট্রোক থেকে রক্ষা করে।
দৃষ্টি শক্তি ভাল রাখে, ছানি পড়া প্রতিরোধ করে।
শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে।
লিভারের কার্যকলাপ ঠিক রাখে। পাইলস থেকে মুক্তি পেতে সাহায্য করে।
ব্রঙ্কাইটিস,এ্যাজমা,ডায়াবেটিক,কোলেস্টেরল জনিত সমস্যা কমায়।
চোখ, চুল, ত্বক ভালো রাখে।
হজমে সাহায্য করে ও পেটে এ্যাসিড ব্যালেন্স বজায় রাখে।
হরিতকীঃ
নানা ধরনের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত রোগের ক্ষেত্রে এটি বিশেষ উপকারী।
হরিতকী দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে দেহের শক্তি বৃদ্ধি করে।
হরিতকী রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমায়। হৃদপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে।
রেচক, পিচ্ছিলকারক, পরজীবীনাশক, পরিবর্তনসাধক, অন্ত্রের খিঁচুনি রোধক এবং স্নায়ুবিক শক্তিবর্ধক। তাই কোষ্ঠকাঠিন্য, স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ এবং বেশি ওজনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
হরিতকী ফুটিয়ে পানি খেলে অ্যালার্জি কমে যায়।
হরিতকী গুঁড়া নারিকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় লাগালে চুল ভালো থাকবে।
হরিতকীর গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
বহেরাঃ
বহেরাকে দীর্ঘায়ু লাভের মহৌষধ বলা হয়।
দেহের ক্ষতিকর কোলেস্টেরল লেভেল কমানোয় চমৎকার কাজ করে বহেরা।
বহেরা ক্ষুধামন্দা দূর করতে সাহায্য করে।
নিয়মিত সেবনে সর্দি-কাশি-আমাশয়-কৃমি-ডায়রিয়া-পিত্ত সমস্যা নিরাময় হয়।
অতিভোজের কারণে সৃষ্ট সমস্যা দূর করতে খাবার ২ ঘন্টা পরে ১ গ্লাস ত্রিফলার পানি খেলে চমৎকার কাজ করে। তাছাড়া সুস্থ থাকতে প্রতিদিন সকালে খালি পেটে ১ গ্লাস ত্রিফলার পানি খাওয়ার অভ্যাস করতে পারেন।

বাত রোগ কি, কেন হয় এবং প্রতিকারবাত শরীরের একটি যন্ত্রণাদায়ক রোগ। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের বাতের ব্যথা হয়ে থাক...
28/01/2023

বাত রোগ কি, কেন হয় এবং প্রতিকার
বাত শরীরের একটি যন্ত্রণাদায়ক রোগ। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের বাতের ব্যথা হয়ে থাকে। অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমা হয়ে এ রোগের উত্পত্তি হয়। মূত্রের মাধ্যমে যে পরিমাণ স্বাভাবিক ইউরিক এসিড বেরিয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ ইউরিক এসিড যখন আমাদের যকৃত তৈরি করে তখনই তা রক্তের পরিমাণ বাড়ায়। অথবা খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক এসিডের উত্স যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং বৃক্ক (কিডনি) রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে বাতের উপসর্গগুলো দেখা দেয়।
রোগের প্রাদুর্ভাব
বাত সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটি রজঃনিবৃত্তির পর অর্থাৎ ৪৫ বছরের পর দেখা দেয়। শিশু এবং তরুণদের সাধারণত এ রোগে আক্রান্ত হতে দেখা যায় না।
কারণ এবং ঝুঁকিগুলো
অস্থিসন্ধিতে ইউরিক এসিড জমার কারণেই বাত হয়ে থাকে। শতকরা ২০ ভাগেরও বেশি রোগীর ক্ষেত্রেই দেখা যায়, বাতরোগের পারিবারিক ইতিহাস থাকে। যেসব কারণে বাতরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো— ডায়াবেটিস, শরীর মোটা হয়ে যাওয়া, কিডনির রোগগুলো, সিকল সেল এনিমিয়া (এক ধরনের রক্তস্বল্পতা)। নিয়মিত অ্যালকোহল পান করলে তা দেহ থেকে ইউরিক এসিড বের করে দেয়ায় বাধা দেয় এবং প্রকারান্তরে বাতের ঝুঁকি বাড়ায়।
কিছু কিছু ওষুধ যেমন—অ্যাসপিরিন, বিভিন্ন ডাই-ইউরেটিকস, লিভোডোপা, সাইক্লোস্পোরিন ইত্যাদি অনেক সময় বাতের ঝুঁকি বাড়ায়।
রোগের লক্ষণগুলো
বাতের সমস্যা সাধারণত বৃদ্ধাঙ্গুলিতে প্রথম দেখা দেয়। এর প্রধান লক্ষণগুলো হচ্ছে—
— প্রদাহ
— ব্যথা
— অস্থিসন্ধি লাল হয়ে যাওয়া
— অস্থিসন্ধি ফুলে যাওয়া ইত্যাদি।
— বাতে পায়ের আঙুল নাড়াতে তীব্র ব্যথা হয়; অনেক
সময় রোগীরা বলে থাকে যে, চাদরের স্পর্শেও ব্যথা লাগে। বাতের লক্ষণগুলো খুব দ্রুতই দেখা দেয়, যেমন কখনও কখনও এক দিনের মধ্যেই দেখা দেয় এবং একই সঙ্গে একটি মাত্র অস্থিসন্ধিতে লক্ষণ দেখা দেয়। বিরল ক্ষেত্রে ২-৩টি অস্থিসন্ধিতে এক সঙ্গে ব্যথা হয়। যদি অনেক স্থানে এক সঙ্গে লক্ষণ দেখা দেয়, তবে হয়তো তা বাতের কারণে নাও হতে পারে। তবে চিকিৎসা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলন ক্ষমতাও হ্রাস করতে পারে।
চিকিৎসা
চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে অস্থিসন্ধিতে ইউরিক এসিডের পরিমাণ কমিয়ে আনা এবং এর মাধ্যমে রোগের লক্ষণ এবং পরবর্তী অবনতি ঠেকানো। চিকিত্সা না করা হলে বাত অস্থিসন্ধির যথেষ্ট ক্ষতি করতে এমনকি চলন ক্ষমতাও হ্রাস করতে পারে। সচরাচর দেখা যায়, ঘন ঘন রোগের লক্ষণগুলো প্রকাশ না পেলে লোকজন এর চিকিত্সা করাতে চায় না। ওষুধের মধ্যে আছে ন্যাপ্রোক্সেন এবং ইন্ডোমিথাসিনের মতো এনএসএআইডি জাতীয় ওষুধ। পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা এবং সেই সঙ্গে যথোপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার।
প্রেডনিসোলোনের মতো স্টেরয়েড জাতীয় ওষুধও মুখে খাওয়া যেতে পারে অথবা আক্রান্ত স্থানে ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। অ্যালোপিউরিনল, কোলচিসিন এবং প্রোবেনেসিড আলাদাভাবে কিংবা এক সঙ্গে ব্যবহার করা যেতে পারে। এই ওষুধগুলো দ্রুত কার্যকর হয় তখনই, যখন এগুলো রোগের লক্ষণ দেখা দেয়ার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবহার করা যায়।
প্রতিরোধ
প্রতিরোধই বাতের সমস্যা থেকে উপশমের উত্তম উপায়। রোগ দেখা দিলে ওষুধের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় বটে, তবে তখন অ্যালকোহল এবং যেসব খাবার গ্রহণ করলে ইউরিক এসিড মজুদ হওয়া বেড়ে যায়, সেসব থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য।
এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, রোগ হলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ মতো চলতে হবে।

Address


Telephone

+8801824446262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Herbicom-হার্বিকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share