Nazat Medical Complex & Diagnostic Centre

Nazat Medical Complex & Diagnostic Centre সকলের সুস্থতা আমাদের কাম্য

Darunnazat madrasar   samne akti bacca pawa gese.. Akhon nazat medical a ase 01880044024
07/02/2025

Darunnazat madrasar samne akti bacca pawa gese.. Akhon nazat medical a ase 01880044024

31/12/2024

নাযাত মেডিকেল এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের সুবেচ্চা,Happy new year. 2025.

Many many happy returns of the day,happy birthday to u.. Dear dr.mirza saidul islam sir...
27/12/2024

Many many happy returns of the day,happy birthday to u.. Dear dr.mirza saidul islam sir...

18/11/2024
24/08/2024

জ্বর হলে করণীয়ঃ

কেউ কেউ জ্বর হলেই রোগীর গায়ে কাঁথা-কম্বল, লেপ ইত্যাদি চাপিয়ে দেন। ঠান্ডা লাগবে ভয়ে ঘরের দরজা-জানালাও বন্ধ রাখেন। এগুলো জ্বর কমাতে সহায়তা করে না। জ্বর হলে এমনিতেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন আবার শরীরে মোটা কাপড় জড়ানো হলে তাপমাত্রা আরও বেড়ে যায়।

✅ জ্বরে পাতলা ও ঢিলেঢালা কাপড় পরা উচিত। আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করা ভালো।

✅ মধ্যম গতিতে ফ্যান চালিয়ে দেওয়া যায়। এমনকি কম মাত্রায় এয়ার কন্ডিশনার চালু রাখা যেতে পারে।

✅ জ্বর হলে গায়ে তেল মালিশ করা ঠিক নয়। এতে লোমকূপগুলো ময়লা জমে বন্ধ হয়ে যায় এবং শরীরের বাড়তি তাপ বের হতে পারে না।

জ্বরের ধরন লক্ষ করা উচিত। কখন আসে, কতক্ষণ থাকে, তাপমাত্রা কত ওঠে, কীভাবে কমে—এসব লিখে রাখা দরকার। সেই সঙ্গে ঘাম বা কাঁপুনি হচ্ছে কি না। এতে চিকিৎসকের জন্য রোগনির্ণয় করা সহজ হবে।

✅ জ্বর কমাতে পানি দিয়ে শরীর মোছা বা স্পঞ্জ করা ভালো। প্রয়োজনে মাথায় পানি ঢালা যায়। এভাবে কয়েকবার করলে শরীরের তাপমাত্রা কমে আসবে।

❌ শরীর স্পঞ্জ বা মুছে দেওয়ার সময় ঠান্ডা পানি বা বরফমিশ্রিত পানি ব্যবহার করা উচিত নয়। আইসব্যাগ ব্যবহার করে জ্বর নামানোও ঠিক নয়। স্বাভাবিক বা কুসুম গরম পানি হতে হবে।

✅ জ্বরে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক খাবার খেতে পারবেন। সেই সঙ্গে প্রচুর পানি খেতে হবে। কেননা ঘাম হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এ ক্ষেত্রে পানিশূন্যতা দেখা দিতে পারে।

✅প্যারাসিটামলজাতীয় ওষুধ সেবন করা যাবে। ওষুধ খেতে না পারলে পায়ুপথে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যাবে। অন্য ওষুধ না খাওয়া উচিত।

❌ অ্যান্টিবায়োটিক অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ মেডিসিন বিশেষজ্ঞ

24/08/2024

📢 সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৯৬ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।
করণীয় :
✅মোবাইলে চার্জ রাখুন।
✅ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
✅ প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
✅ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
✅ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
✅ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
✅ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
✅গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
✅ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

© সংগ্রহীত

24/08/2024

বন্যার সময় সাধারণত যেসব রোগে মানুষ আক্রান্ত হয়, সেগুলো হলো:

ডায়রিয়া: দূষিত পানি ও খাবার গ্রহণের ফলে ডায়রিয়ার প্রকোপ বাড়ে। এটি বন্যার সময় সবচেয়ে সাধারণ রোগগুলোর মধ্যে একটি।

কলেরা: দূষিত পানির কারণে কলেরা ছড়াতে পারে, যা একটি মারাত্মক পানিবাহিত রোগ। এর ফলে তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতা দেখা দেয়।

টাইফয়েড: দূষিত খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর হতে পারে। এটি একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ যা জ্বর, মাথাব্যথা, এবং ডায়রিয়া সৃষ্টি করে।

হেপাটাইটিস এ: দূষিত পানি বা খাবারের মাধ্যমে হেপাটাইটিস এ ছড়ায়, যা লিভারের প্রদাহ সৃষ্টি করে। এই রোগে জন্ডিস, বমি এবং ক্লান্তি দেখা দিতে পারে।

ম্যালেরিয়া: বন্যার পর মশার বিস্তার বেড়ে যায়, যার ফলে ম্যালেরিয়া ছড়ানোর ঝুঁকি বাড়ে। ম্যালেরিয়া জ্বর, ঠান্ডা, এবং মাথাব্যথার কারণ হতে পারে।

ডেঙ্গু: বন্যার পানি জমে থাকা স্থানে মশার বংশবিস্তার বাড়ে, ফলে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব হতে পারে। ডেঙ্গুতে তীব্র জ্বর, শরীরে ব্যথা, এবং রক্তপাত হতে পারে।

চর্মরোগ: দূষিত পানি ও কাদায় দীর্ঘ সময় থাকা ফলে ত্বকের সংক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

শ্বাসকষ্ট: ঠান্ডা, আর্দ্রতা ও বৃষ্টির কারণে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই ঝুঁকি বেশি।

লেপটোস্পাইরোসিস: বন্যার পানি এবং কাদা থেকে এই ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে, যা জ্বর, মাথাব্যথা, পেশীতে ব্যথা এবং কখনো কখনো কিডনি বা লিভারের সমস্যা সৃষ্টি করে।

অপুষ্টি: বন্যার সময় পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে অপুষ্টির ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে শিশুদের মধ্যে।

এই রোগগুলো থেকে রক্ষা পেতে বিশুদ্ধ পানীয় জল ব্যবহার, নিরাপদ খাদ্য গ্রহণ, এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকা খুবই জরুরি।

24/08/2024

বন্যাতদের জন্য আমাদের খূদ্র প্রচেষ্টা।

♥️♥️♥️
24/08/2024

♥️♥️♥️

Address

Cumilla

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801914970029

Alerts

Be the first to know and let us send you an email when Nazat Medical Complex & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nazat Medical Complex & Diagnostic Centre:

Share