Modern Drug

Modern Drug Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Modern Drug, Medical and health, Chittagong.

"প্রাচীন বাংলা লিঃ" শতভাগ খাঁটি প্রাকৃতিক উপাদানে তৈরী ইউনানী আয়ুর্বেদিক ও নিত্য-প্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাংলাদেশে শীর্ষস্থানীয় ই-কমার্স কোম্পানী।
পাইকারীর পাশাপাশী আপনি ও পাচ্ছেন আপনার পন্যটি দ্রুত হোম ডেলিভারী।
www.prachinebangla.com

20/07/2025

একজন নিউরোসার্জন এর লেখা-

"আমি যতই গভীরভাবে হেলথকেয়ার সেক্টরে প্রবেশ করছি, ততই উপলব্ধি করছি—বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি টিকসই নয়।

একটা শরীর, কিন্তু ৫০টা অঙ্গের জন্য ৫০ জন বিশেষজ্ঞ—এটা কোনো অর্জন না, এটা আমাদের সিস্টেমের একটা ত্রুটি। এই বিচ্ছিন্ন ও খণ্ডিত স্বাস্থ্যব্যবস্থাই দিনকে দিন খরচ বাড়াচ্ছে এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে অনেক সময় বিপর্যয় ডেকে আনছে (PMID 36622952)।

একটা সাধারণ উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে—

ধরা যাক আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে গেলেন। কিছু আর্টেরিয়াল প্লাক ধরা পড়ল, ক্যালসিয়াম স্কোর বেশি—উনি আপনাকে রক্ত পাতলা করার ওষুধ, স্ট্যাটিন, এবং হয়তো বিটা ব্লকার দিলেন।

সমস্যা সমাধান হলো মনে হচ্ছে।

কিন্তু কিছু মাস পর আপনার রক্তচাপ বেড়ে গেল, কিডনির কার্যকারিতা (eGFR) কমে গেল।

এবার আপনি গেলেন একজন নেফ্রোলজিস্টের কাছে। উনি কেবল কিডনির দিকটাই দেখলেন, হৃদপিণ্ড নয়। আরও কিছু ওষুধ যোগ হলো—ধরা যাক ACE ইনহিবিটার আর ডাইউরেটিক।

রক্তচাপ ঠিক হলো—সব ঠিকঠাক মনে হচ্ছে।

কিন্তু কিছুদিন পর আবার মস্তিষ্কে ঝিমঝিম ভাব, ঘুমের সমস্যা, অবসাদ শুরু হলো।

এবার আপনি গেলেন নিউরোলজিস্টের কাছে। আরও নতুন ওষুধের প্যাকেট হাতে পেলেন—মুড ঠিক রাখতে, ঘুম বাড়াতে, অবসাদ দূর করতে।

এইভাবেই চলতে থাকে…
আজকাল একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না যে মাত্র একটা ওষুধ খাচ্ছে।

পলিফার্মাসি এখন এক ভয়াবহ বাস্তবতা। ভারতে প্রতিদিন ~৫-৭% রোগী শুধুমাত্র ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন (প্রায় ৪৫–৬০ লাখ রোগী প্রতি বছর) এবং প্রতি বছর আনুমানিক ~১–৪ লাখ মানুষ এই কারণেই মারা যাচ্ছেন। বিশ্বজুড়ে এই সংখ্যাটা মিলিয়ন ছাড়িয়ে গেছে।

একটা অঙ্গের সমস্যা কীভাবে বহু অঙ্গের সমস্যা হয়ে দাঁড়াল? ভেবে দেখুন একবার।

আমার সবচেয়ে বেশি বিস্ময় লাগে—আমরা এত বড় সমস্যাটাকে (polypharmacy) নিয়েই তেমন কোনো আলোচনা করি না। অথচ এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় স্বাস্থ্যসংকটের একটি রূপ নিচ্ছে।
আমাদের এখনই silo-based system থেকে বেরিয়ে পুরো দেহকে একটা সমন্বিত ইউনিট হিসেবে দেখা দরকার।

আগে একজন চিকিৎসকের পক্ষে সবকিছুর উপর দক্ষতা অর্জন করা সম্ভব ছিল না, কিন্তু এখন আর সেই সীমাবদ্ধতা নেই। আমাদের উচিত এখনই শক্তিশালী, বহুমাত্রিক এআই সিস্টেমে বিনিয়োগ করা, যা এই বিচ্ছিন্ন স্বাস্থ্যব্যবস্থার জায়গায় একটি সমন্বিত, মানব-কেন্দ্রিক সমাধান দিতে পারে।

মানবদেহ একটি সংগঠিত, পরস্পর-সম্পর্কিত ইউনিট। আমাদের চিকিৎসাও তেমনই হওয়া উচিত—সম্পূর্ণ দেহ ও মনের সমন্বিত দেখভাল, খণ্ডিত দৃষ্টিভঙ্গি নয়। "

- Gaousul Azam

H. pylori হলো এক চালাক ব্যাকটেরিয়া, যা মানুষের পাকস্থলীতে বাস করে আর অ্যাসিডের মধ্যেও দিব্যি বেঁচে থেকে গ্যাস্ট্রিক, আলস...
09/07/2025

H. pylori হলো এক চালাক ব্যাকটেরিয়া, যা মানুষের পাকস্থলীতে বাস করে আর অ্যাসিডের মধ্যেও দিব্যি বেঁচে থেকে গ্যাস্ট্রিক, আলসার এমনকি ক্যান্সারের কারণ হয়।

তখনই যুদ্ধের ময়দানে নামে তিন সাহসী যোদ্ধা:

Amoxicillin: দেয়াল ভেঙে ব্যাকটেরিয়ার ঘর ভাঙে (Cell wall ধ্বংস করে)।

Clarithromycin: ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির ফ্যাক্টরি বন্ধ করে দেয় (Protein synthesis ব্লক করে)।

Lansoprazole: অ্যাসিড বন্ধ করে যুদ্ধের মাটি ঠাণ্ডা রাখে (Proton pump বন্ধ করে পাকস্থলীর অ্যাসিড কমায়)।

তিনজন মিলে বলে: "Triple Therapy চালু—H. pylori, এবার তুই শেষ!" 🦠 💊

23/06/2025
10/06/2025

Domperidone কিভাবে মায়ের বুকের দুধ বাড়ায়?

Domperidone এর কাজ হল পেটের খাবার নিচে নামাতে সহায়তা করা (prokinetic) এবং বমি বন্ধ করা।

কিন্তু আপনি জানেন কি—এই ওষুধটা off-label use হিসেবে মায়ের দুধ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।

🧠 দুধ বাড়ানোর ফার্মাকোলজি (Mechanism):
▪️ Domperidone → D2 receptor ব্লক করে → Dopamine কমায় →
▪️Dopamine কমলে → Prolactin বেড়ে যায় →
▪️ Prolactin → স্তনে দুধ উৎপাদন (lactation) বাড়ায়

🍼 অর্থাৎ, ওষুধটি dopamine কমিয়ে দিয়ে prolactin বাড়িয়ে দেয়, যেটা দুধ তৈরিতে কাজ করে।

❗ এখন সমস্যা কোথায়?
ধরুন, পেটের সমস্যার কারণে একজন পুরুষ বা সাধারণ রোগীকে Domperidone দিলেন। তখন কিছু অপ্রত্যাশিত side effect দেখা দিতে পারে:

যেমন- হরমোনজনিত সমস্যা:
▪️ছেলেদের ক্ষেত্রে স্তন ফোলাভাব (gynecomastia)
▪️দুধ চলে আসা (galactorrhea)
▪️যৌন দুর্বলতা (libido কমে যাওয়া)

❌ হার্টের সমস্যা:
▪️বুক ধড়ফড় করা
▪️ ECG তে QT interval বড় হয়ে যাওয়া (QT prolongation)
▪️ হার্ট বিট অনিয়ম (arrhythmia

তাই অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধটি ব্যবহার করবেন।

06/06/2025

ঈদে কোরবানির সময় প্রয়োজনীয় ওষুধের লিস্ট ও যত্ন

১. মাংস কাটার পর
▪️ সাধারণ ব্যথা হলে- Paracetamol 500/1000 mg
▪️ বেশি ব্যথায়, খাবারের আগে খেতে হবে- Naproxen 500 mg + Esomeprazole 20 mg
▪️কাটাছেঁড়া হলে- Povidone Iodine অ্যান্টিসেপটিক

২. অতিরিক্ত মাংস খেয়ে পেটে সমস্যা হলে:
▪️ অ্যাসিডিটি কমাতে- Antacid সিরাপ ও Omeprazole/Esomeprazole 20 mg (খালি পেটে)
▪️ কোষ্ঠকাঠিন্যে Lactulose বা Glycerin suppository
▪️ বমি ভাব হলে Domperidone 10 mg (খাবারের আগে)
▪️ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, হালকা হাঁটাহাঁটি করুন।

৩. ডায়রিয়া হলে:
▪️ প্রতিবার ওরস্যালাইন খেতে হবে।

৪. সর্দি, জ্বর হলে:
▪️ Paracetamol 500 mg
▪️ এলার্জি সর্দিতে Loratadine 10 mg বা Desloratadine 5mg
▪️ গরম পানি, স্টিম ইনহেলেশন ও লবণ পানির গার্গল উপকারী।

৫. গরুর মাংসে কারো এলার্জি বা চুলকানি হলে:
▪️ Fexofenadine 120 mg বা Rupatadine 10 mg
▪️ Calamine lotion যা চুলকানি কমায়
▪️ শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

৬. যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন:
▪️ ওষুধ সেবন করুন, নিয়মিত প্রেসার ও গ্লুকোজ মাপুন।
▪️ লবণ ও মিষ্টি সীমিত রাখুন।

৭. ভ্রমণে:
▪️ নিরাপদ পানি ও পরিচ্ছন্ন খাবার খান।
▪️ ORS, Paracetamol, Antacid, Antihistamine ও ব্যান্ডেজ ব্যাগে রাখুন।

ক্যান্সার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে ন্যানো রোবট টেকনোলজি!সুইডেনের নামকরা গবেষণা প্রতিষ্ঠান ক্যা...
14/05/2025

ক্যান্সার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে ন্যানো রোবট টেকনোলজি!
সুইডেনের নামকরা গবেষণা প্রতিষ্ঠান ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একদল গবেষক সম্প্রতি ক্যান্সার চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। তারা এমন এক ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষুদ্র ন্যানো রোবট তৈরি করেছেন, যা প্রাণীর শরীরে ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করতে পারে এবং এটি তার আশপাশের সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি করে না।

ক্যান্সার চিকিৎসায় নতুন উদ্ভাবিত এই পরীক্ষামূলক ন্যানো রোবটিক টেকনোলজিকে চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল অর্জন হিসেবে দেখা হচ্ছে। আসলে এই ক্যারোলিনস্কা ইনস্টিটিউট সুইডেনের স্টকহোমের সোলনা অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বব্যাপী চিকিৎসা গবেষণায় একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং এখান থেকেই চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।

এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট গবেষকেরা জানান যে, এই বিশেষ ন্যানো রোবটটি প্রাণীর শরীরে "স্মার্ট মিসাইল" বা স্মার্ট ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। এটি তৈরি করা হয়েছে ডিএনএ এবং অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে। এই ক্ষুদ্র রোবটটি শরীরের ভেতরে ঘুরে বেড়াতে পারে এবং নির্দিষ্টভাবে ক্যান্সার কোষ বা টিউমার শনাক্ত করে তা ধ্বংসের জন্য কাজ শুরু করে।

গবেষণাটি পরিচালনা করছেন Karolinska Institute-এর অধ্যাপক Björn Högberg ও তাঁর দল। তিনি মেডিকেল বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্স বিভাগের একজন গবেষক। দীর্ঘদিন ধরেই ডিএনএ-ভিত্তিক ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করছেন তিনি। গবেষণাটি ইউরোপীয় গবেষণা কাউন্সিল (ERC), সুইডিশ রিসার্চ কাউন্সিল, ফিনল্যান্ড একাডেমি এবং নুট ও অ্যালিস ওয়ালেনবার্গ ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত হয়।
তারা DNA origami নামক ন্যানো টেকনোলজি ব্যবহার করে এমন এক ধরনের স্মার্ট ন্যানো রোবট তৈরি করেছেন, যা শুধু ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্রিয় হয়, কিন্তু সুস্থ কোষের কোনো ক্ষতি করে না। আর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই গবেষণার ফলাফল গত ২০২৪ সালের এপ্রিল মাসে বিশ্বখ্যাত বৈজ্ঞানিক জার্নাল Nature Nanotechnology–তে প্রকাশিত হয়েছে।

এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএকে ভাঁজ করে এমন একটি অতি ক্ষুদ্র রোবট বা গঠন তৈরি করা হয়, যা ওষুধ বহন করতে পারে এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে কাজ শুরু করতে পারে। এক্ষেত্রে শরীরের ভালো কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে অনেকতাই হ্রাস করে এবং ক্যান্সার চিকিৎসার কার্যকারিতা অনেকতাই বৃদ্ধি করতে সক্ষম বলে দাবিও করা হয়েছে।

ন্যানো রোবটটি দেখতে অনেকটা তালাবদ্ধ একটি ক্ষুদ্র বাক্সের মতো, যার ভেতরে থাকে ক্যান্সার কোষ ধ্বংস করার অস্ত্র। এই তালা তখনই খোলে, যখন এটি টিউমার বা ক্যান্সার কোষের আশপাশে পৌঁছে। সাধারণত এই জায়গার pH লেভেল (অ্যাসিডিক মাত্রা) শরীরের অন্য অংশের তুলনায় কম হয়। ন্যানো রোবট সেই অ্যাসিডিক পরিবেশ বুঝে অস্ত্রটি খুলে দেয় এবং ক্যান্সার কোষ ধ্বংস করতে শুরু করে।

এই ন্যানো রোবট বা অস্ত্র তৈরি হয়েছে ছয়টি পেপটাইড দিয়ে, যেগুলো একত্রে একটি ষড়ভুজ গঠন করে। এই গঠন ক্যান্সার কোষের "মৃত্যুর রিসেপ্টর" সক্রিয় করে, ফলে কোষটি সংকুচিত হয়ে মারা যায়। ভবিষ্যতে এর কার্যকারিতা বাড়াতে রোবটে আরও উন্নত প্রোটিন বা পেপটাইড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যাতে এটি আরও নির্ভুলভাবে ক্যান্সার কোষ খুঁজে বের করে কাজ করতে পারে।

অধ্যাপক হগবার্গ বলেন, এই পেপটাইডগুলো যদি সরাসরি শরীরে প্রয়োগ করা হতো, তাহলে সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হতে পারত। তাই তারা এমন একটি ন্যানো রোবট তৈরি করেছেন, যা ওষুধ বা অস্ত্রটি শুধু ক্যান্সার কোষের আশপাশে গিয়ে সক্রিয় করে। এতে শরীরের অন্যান্য অংশে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি অনেক কমে যায়।

বিজ্ঞানীরা মনে করেন যে, এই প্রযুক্তি ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপির চেয়ে অনেক বেশি নিরাপদ ও কার্যকর হতে পারে। কারণ, প্রচলিত কেমোথেরাপি পুরো শরীরে প্রভাব ফেলে এবং অনেক সময় গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। আর সেই ঝুঁকি ন্যানো রোবট টেকনোলজি অনেকটাই হ্রাস করতে পারবে বলে আশাবাদী বিজ্ঞানীরা।
গবেষকরা পরীক্ষাগারে দেখেছেন যে, ন্যানো রোবটটি সাধারণ পরিবেশে (pH ৭.৪) নিষ্ক্রিয় থাকে, কিন্তু ক্যান্সার কোষের অ্যাসিডিক পরিবেশে (pH ৬.৫) এটি সক্রিয় হয়ে ক্যান্সার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে। এই গবেষণাটি ইতোমধ্যেই ইঁদুরের শরীরে পরীক্ষা করা হয়েছে। স্তন ক্যান্সারে আক্রান্ত ইঁদুরদের শরীরে ন্যানো রোবট ইনজেকশন দেওয়া হয় এবং দেখা যায় যে টিউমারের বৃদ্ধি প্রায় ৭০% পর্যন্ত কমে যায়।

গবেষণার প্রথম লেখক ইয়াং ওয়াং জানান, এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে আরও জটিল ক্যান্সার মডেল নিয়ে কাজ করা, যেগুলো কিনা মানুষের ক্যান্সার রোগের অনেকটাই কাছাকাছি হতে পারে। এর পাশাপাশি, মানবদেহে প্রয়োগ করার আগে এ প্রযুক্তির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা হবে। যা হবে একটি দীর্ঘ মেয়াদি এবং চলমান প্রক্রিয়া।

ক্যান্সার চিকিৎসার এক অভিনব আবিষ্কার হিসেবে এই ন্যানো রোবট প্রযুক্তি বর্তমানে পেটেন্ট করা হচ্ছে, যাতে ভবিষ্যতে ক্লিনিক্যাল চিকিৎসায় এটি ব্যবহার করা সম্ভব হয়। যদিও দীর্ঘ মেয়াদি এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় একটি নতুন, নিরাপদ ও কার্যকর দিক খুলে দিতে পারে।

~ সিরাজুর রহমান
(শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।)
সাইপেন ওয়ার্ল্ড টিম

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Modern Drug posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern Drug:

Share