Physio Md. Touhidul Islam

Physio Md. Touhidul Islam We are a dedicated team of experienced physiotherapists committed to enhancing your quality of life through personalized and evidence-based care.

our services: Pain Management, Sports Physiotherapy, Clubfoot, Paralysis, Arthritis, Cerebral Palsy, etc.

সেরিব্রাল পালসী জনিত শিশুকে সঠিক ফিজিওথেরাপি দিলে ভাল হয়। সেরিব্রাল পালসী জনিত শিশু মালিহার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠার গল্...
03/12/2023

সেরিব্রাল পালসী জনিত শিশুকে সঠিক ফিজিওথেরাপি দিলে ভাল হয়।

সেরিব্রাল পালসী জনিত শিশু মালিহার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠার গল্প বলছি। চাদপুর জেলার সদরের এক মধ্যবিত্ত পরিবারের বাবা হোসেন মাহমুদ এবং মা আফরিন মিমের কোলজুড়ে ফুটফুটে সুন্দর শিশুর জন্ম হয় যার নাম মালিহা। বাবা মা খুব খুশি ছিলেন তাদের সন্তানের জন্য কিন্তু বাধ সাধে শিশুটি যখন ধীরে ধীরে বড় হওয়ার কথা কিন্তু শিশুটি ঠিকমত বসতে পারে না এবং দাড়াতেও পারে না। পরে ডাক্তার দেখানোর পরে অনেক হতাশা নিয়ে আসেন আমাদের কাছে। সবকিছু বিস্তারিত শুনার পর আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা আপনার শিশুর ফিজওথেরাপি দিয়ে কিছুটা হলেও পরিবর্তন আনব।আলহামদুলিল্লা মালিহা এখন সঠিক ভাবে বসতে পারে এবং হাল্কা সাপোর্ট দিয়ে দাড়াতে পারে। এই অবস্থা দেখে তার বাবা মা খুবই আনন্দিত।

আপনার বা আপনার প্রতিবেশি কোন সেরিব্রাল পালসী শিশুর অভিশাপ মুক্ত জীবন হোক একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট। সেরিব্রাল পালসী সম্পর্কিত কোন জিজ্ঞাসায়, পরামর্শ এবং চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

যোগাযোগঃ 01688-308182
মোঃ তৌহিদুল ইসলাম
ফিজিওথেরাপিস্ট (বিপিটি-ডিইউ)

16/09/2023
16/09/2023

কোমর ব্যথা রোগীদের কমন সমস্যা হল মাংশপেশি শক্ত হয়ে যাওয়া সাথে মুভমেন্ট কমে যাওয়া, এই ক্ষেত্রে রোগীর যদি রোটেশনাল স্ট্রেচিং এবং বল মোবিলাইজেশন করা যায় তাহলে রোগীর ব্যথা কমে যায় সাথে মাংশপেশি নরম হয়ে যায়। নিচে ভিডিও দেওয়া হল কিভাবে বল মোবিলাইজেশন এবং স্ট্রেচিং করানো হয়।

26/08/2023
06/08/2023

স্ট্রোক পরবর্তী রোগীদের একটি কমন জটিলতা হল চেস্ট বা বুকের মাংশপেশী এবং পিঠের মাংশপেশী টাইট বা শক্ত হয়ে যাওয়া। যার ফলে রোগিদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং ঘাড় সোজা করে দাড়াতে বা বসতে পারেনা। এ ক্ষেত্রে যদি রোগীর ট্রাংক মোবিলাইজ করা হয় তাহলে মাংশপেশী গুলো নরম হবে সাথে রোগী স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে এবং দাড়াতে ও বসতে সক্ষম হয়।

ক্লাবফুট কি?ক্লাবফুট বা বাঁকানো পায়ের পাতা শিশুদের একটি জন্মগত শারিরীক প্রতিবন্ধকতা যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয...
21/05/2023

ক্লাবফুট কি?
ক্লাবফুট বা বাঁকানো পায়ের পাতা শিশুদের একটি জন্মগত শারিরীক প্রতিবন্ধকতা যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘congenital talipes equino varus’ (CTEV)। সাধারণত শিশুর পায়ের পাতা গোড়ালি হতে ভেতরের দিকে বাঁকানো অবস্থাকেই ক্লাবফুট বলা হয়।পায়ের একটি বা দুটি পাতা গোড়ালির অস্থিসন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যা গলফ খেলার স্টিক বা ক্লাবের মতো দেখায়। তাই এর নামকরণ হয়েছে ক্লাব ফুট। রোগটি মুগুর পা বা জন্মগত পায়ের পাতা বাঁকা নামেও বিভিন্ন এলাকায় পরিচিত।

বাংলাদেশে ক্লাবফুট এর ব্যাপকতা:
গ্লোবাল ক্লাব ফুট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজারের মতো শিশু ক্লাব ফুট (বাঁকা পা) নিয়ে জন্মগ্রহণ করে।চিকিৎসা না করালে এটি আজীবন বিকলাঙ্গতা বা পঙ্গুত্ব বয়ে নিয়ে আসে। ফলে, এসব শিশু পরবর্তীতে পরিবারের বোঝা হয়ে যায়, যা দারিদ্র্যের অন্যতম কারণ। পরবর্তী জীবনে এরা অন্য কোন পেশায় যোগ দিতে না পেরে ভিক্ষাবৃত্তি বেছে নিতে বাধ্য হয়। এ কারণে বাংলাদেশের ভিক্ষুকদের উল্ল্যেখযোগ্য অংশ ক্লাবফুটধারী।
বড় শিশু বা বয়স্কদের ক্লাবফুট – এর চিকিৎসার জন্য অর্থোপেডিক অস্ত্রোপচারই একমাত্র ভরসা; কিন্তু এটি অনেক ব্যয়বহুল যা আমাদের দেশের সাধারণ দরিদ্র মানুষের পক্ষে মেটানো সম্ভব হয় না। তবে ছোট শিশুরা পনসেটি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এটি অত্যন্ত কার্যকর, সুলভ এবং স্থায়ী ব্যবস্থা। নিয়মিত চিকিৎসার মাধ্যমে শিশুর পায়ের পাতার নরম বাঁকা অংশ ধীরে ধীরে ভাল হয়ে যায়।

কারণ
জন্মগত বাঁকা পা নিয়ে শিশু ভুমিষ্ঠ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে কিছু বিষয়তে দায়ী করা হয়। যেমন—
গর্ভকালীন রোগ ও সংক্রমণ : গর্ভকালীন বিভিন্ন সংক্রমণ, বিশেষ করে রুবেলা বা জার্মান মিজলস, সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা ইত্যাদি জীবাণুর সংক্রমণ হলে অনাগত শিশুটি বাঁকা পা নিয়ে জন্ম নিতে পারে। শুধু তা-ই নয়, সাধারণ জলবসন্তও বাড়িয়ে দিতে পারে ঝুঁকি। এ ছাড়া গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, বংশগত, পুস্টীহীনতা, গর্ভকালীন জটীলতা, নেশার প্রভাব বা অন্য কোনো জটিল রোগ থাকলে ক্লাব ফুট শিশু হতে পারে।

লক্ষণ ও জটিলতা
ক্লাব ফুট শিশুদের পায়ের পাতা ও হিলও সামনের দিক থেকে ভেতরের দিকে বেঁকে যায়। চারটি লক্ষণ দ্বারা ক্লাব ফুট বোঝা যায়, যাকে সংক্ষেপে CAVE বলে। C = cavus, A = Adductus, V = Varus, E = Equinus. পায়ের ব্যথার কারণে ক্লাব ফুট শিশুরা বেশিক্ষণ হাঁটতে পারে না।


চিকিৎসা
আগে জন্মগত বাঁকা পায়ের তেমন কোনো চিকিৎসা ছিল না, মানুষও তেমন গুরুত্ব দিত না। তবে এখন এই সমস্যার উন্নত চিকিৎসা রয়েছে। এই চিকিৎসা শুরু করা উচিত জন্মের এক থেকে দুই সপ্তাহের মধ্যেই। মনে রাখতে হবে, যত দ্রুত চিকিৎসা শুরু হবে সফলতার হার তত বেশি হবে।

বেষ্ট চিকিৎসা পদ্বতি হল-
পনসেটি মেথড
জন্মের দুই সপ্তাহের মধ্যে প্লাস্টার করে পা সোজা করা যায়, যাকে বলে ‘পনসেটি মেথড’। এই পদ্ধতি বেশ জনপ্রিয়, যা ক্লাব পায়ের আন্তর্জাতিক মানের বা স্ট্যান্ডার্ড চিকিৎসা। এটি এমন এক কৌশল, যা শল্যচিকিৎসা ছাড়াই জন্মগত ক্লাব পা ঠিক করে। আমেরিকান অর্থোপেডিক সার্জন ‘ডা. ইগনেসিও ভি পনসেটি’ বহু গবেষণার মাধ্যমে এ পদ্ধতিটি আবিষ্কার করেন বলে ‘পনসেটি মেথড’ বলা হয়।
পনসেটি পদ্ধতিতে একজন দক্ষ ফিজিওথেরাপীস্ট দ্বারা তিন সপ্তাহের জন্য পায়ে পাঁচ-সাতটি প্লাস্টার করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে প্লাস্টার পরিবর্তন ও ফলোআপ করা হয়।এর পরে প্রয়োজন হলে পেডিয়াট্রিক বা অর্থপেডিক সার্জন দ্বারা পারকিউটেনিয়াস টেনোটমী করা হয়। পা ভালো হয়ে যাওয়ার পর সেই ভালো অবস্থান ধরে রাখার জন্য প্রথম তিন মাস ২৩ ঘণ্টা এবং পরবর্তী সময়ে শুধু রাতে ১২ ঘণ্টা করে পা ঢেকে রাখার জন্য Foot Abduction Brace (FAB) বা বিশেষ জুতা পরিধান করতে হয়। তবে নিয়ম মেনে চললে চার বছরের পর আর সেই বিশেষ জুতা পরতে হয় না। নিয়ম না মানলে বা সেই বিশেষ জুতা না পরলে পা আবার আগের অবস্থায় ফিরে আসার আশঙ্কা থাকে। এটা দীর্ঘমেয়াদি চিকিৎসা বিধায় অভিভাবকের উচিত ধৈর্য ধরে চালিয়ে নেওয়া।

মোঃ তৌহিদুল ইসলাম
ফিজিওথেরাপীস্ট (বিপিটি-ডি ইউ)

রোগীদের আস্থা এবং কলিগদের যখন সাপোর্ট পাওয়া যায় তখন কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, আজকে ও ক্লাব ফুট রোগীর প্লাস্টার করলাম।
11/01/2023

রোগীদের আস্থা এবং কলিগদের যখন সাপোর্ট পাওয়া যায় তখন কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, আজকে ও ক্লাব ফুট রোগীর প্লাস্টার করলাম।

03/01/2023

ক্লাব ফুট রোগীর টেনোটমি পরে প্লাস্টার, নতুন অভিজ্ঞতা অর্জন হল।

ACT Basic Club Foot Training, CRP, Mirpur-14, Dhaka.ক্লাবফুট কি?ক্লাবফুট বা বাঁকানো পায়ের পাতা শিশুদের একটি জন্মগত শারি...
02/01/2023

ACT Basic Club Foot Training, CRP, Mirpur-14, Dhaka.

ক্লাবফুট কি?
ক্লাবফুট বা বাঁকানো পায়ের পাতা শিশুদের একটি জন্মগত শারিরীক প্রতিবন্ধকতা যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘congenital talipes equino varus’ (CTEV)। সাধারণত শিশুর পায়ের পাতা গোড়ালি হতে ভেতরের দিকে বাঁকানো অবস্থাকেই ক্লাবফুট বলা হয়।পায়ের একটি বা দুটি পাতা গোড়ালির অস্থিসন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যা গলফ খেলার স্টিক বা ক্লাবের মতো দেখায়। তাই এর নামকরণ হয়েছে ক্লাব ফুট। রোগটি মুগুর পা বা জন্মগত পায়ের পাতা বাঁকা নামেও বিভিন্ন এলাকায় পরিচিত।

বাংলাদেশে ক্লাবফুট এর ব্যাপকতা:
গ্লোবাল ক্লাব ফুট ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজারের মতো শিশু ক্লাব ফুট (বাঁকা পা) নিয়ে জন্মগ্রহণ করে।চিকিৎসা না করালে এটি আজীবন বিকলাঙ্গতা বা পঙ্গুত্ব বয়ে নিয়ে আসে। ফলে, এসব শিশু পরবর্তীতে পরিবারের বোঝা হয়ে যায়, যা দারিদ্র্যের অন্যতম কারণ। পরবর্তী জীবনে এরা অন্য কোন পেশায় যোগ দিতে না পেরে ভিক্ষাবৃত্তি বেছে নিতে বাধ্য হয়। এ কারণে বাংলাদেশের ভিক্ষুকদের উল্ল্যেখযোগ্য অংশ ক্লাবফুটধারী।
বড় শিশু বা বয়স্কদের ক্লাবফুট – এর চিকিৎসার জন্য অর্থোপেডিক অস্ত্রোপচারই একমাত্র ভরসা; কিন্তু এটি অনেক ব্যয়বহুল যা আমাদের দেশের সাধারণ দরিদ্র মানুষের পক্ষে মেটানো সম্ভব হয় না। তবে ছোট শিশুরা পনসেটি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এটি অত্যন্ত কার্যকর, সুলভ এবং স্থায়ী ব্যবস্থা। নিয়মিত চিকিৎসার মাধ্যমে শিশুর পায়ের পাতার নরম বাঁকা অংশ ধীরে ধীরে ভাল হয়ে যায়।

কারণ
জন্মগত বাঁকা পা নিয়ে শিশু ভুমিষ্ঠ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে কিছু বিষয়তে দায়ী করা হয়। যেমন—
গর্ভকালীন রোগ ও সংক্রমণ : গর্ভকালীন বিভিন্ন সংক্রমণ, বিশেষ করে রুবেলা বা জার্মান মিজলস, সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমা ইত্যাদি জীবাণুর সংক্রমণ হলে অনাগত শিশুটি বাঁকা পা নিয়ে জন্ম নিতে পারে। শুধু তা-ই নয়, সাধারণ জলবসন্তও বাড়িয়ে দিতে পারে ঝুঁকি। এ ছাড়া গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, বংশগত, পুস্টীহীনতা, গর্ভকালীন জটীলতা, নেশার প্রভাব বা অন্য কোনো জটিল রোগ থাকলে ক্লাব ফুট শিশু হতে পারে।

লক্ষণ ও জটিলতা
ক্লাব ফুট শিশুদের পায়ের পাতা ও হিলও সামনের দিক থেকে ভেতরের দিকে বেঁকে যায়। চারটি লক্ষণ দ্বারা ক্লাব ফুট বোঝা যায়, যাকে সংক্ষেপে CAVE বলে। C = cavus, A = Adductus, V = Varus, E = Equinus. পায়ের ব্যথার কারণে ক্লাব ফুট শিশুরা বেশিক্ষণ হাঁটতে পারে না।


চিকিৎসা
আগে জন্মগত বাঁকা পায়ের তেমন কোনো চিকিৎসা ছিল না, মানুষও তেমন গুরুত্ব দিত না। তবে এখন এই সমস্যার উন্নত চিকিৎসা রয়েছে। এই চিকিৎসা শুরু করা উচিত জন্মের এক থেকে দুই সপ্তাহের মধ্যেই। মনে রাখতে হবে, যত দ্রুত চিকিৎসা শুরু হবে সফলতার হার তত বেশি হবে।

বেষ্ট চিকিৎসা পদ্বতি হল-
পনসেটি মেথড
জন্মের দুই সপ্তাহের মধ্যে প্লাস্টার করে পা সোজা করা যায়, যাকে বলে ‘পনসেটি মেথড’। এই পদ্ধতি বেশ জনপ্রিয়, যা ক্লাব পায়ের আন্তর্জাতিক মানের বা স্ট্যান্ডার্ড চিকিৎসা। এটি এমন এক কৌশল, যা শল্যচিকিৎসা ছাড়াই জন্মগত ক্লাব পা ঠিক করে। আমেরিকান অর্থোপেডিক সার্জন ‘ডা. ইগনেসিও ভি পনসেটি’ বহু গবেষণার মাধ্যমে এ পদ্ধতিটি আবিষ্কার করেন বলে ‘পনসেটি মেথড’ বলা হয়।
পনসেটি পদ্ধতিতে একজন দক্ষ ফিজিওথেরাপীস্ট দ্বারা তিন সপ্তাহের জন্য পায়ে পাঁচ-সাতটি প্লাস্টার করে দেওয়া হয়। প্রতি সপ্তাহে প্লাস্টার পরিবর্তন ও ফলোআপ করা হয়।এর পরে প্রয়োজন হলে পেডিয়াট্রিক বা অর্থপেডিক সার্জন দ্বারা পারকিউটেনিয়াস টেনোটমী করা হয়। পা ভালো হয়ে যাওয়ার পর সেই ভালো অবস্থান ধরে রাখার জন্য প্রথম তিন মাস ২৩ ঘণ্টা এবং পরবর্তী সময়ে শুধু রাতে ১২ ঘণ্টা করে পা ঢেকে রাখার জন্য Foot Abduction Brace (FAB) বা বিশেষ জুতা পরিধান করতে হয়। তবে নিয়ম মেনে চললে চার বছরের পর আর সেই বিশেষ জুতা পরতে হয় না। নিয়ম না মানলে বা সেই বিশেষ জুতা না পরলে পা আবার আগের অবস্থায় ফিরে আসার আশঙ্কা থাকে। এটা দীর্ঘমেয়াদি চিকিৎসা বিধায় অভিভাবকের উচিত ধৈর্য ধরে চালিয়ে নেওয়া।

মোঃ তৌহিদুল ইসলাম
ফিজিওথেরাপীস্ট (বিপিটি-ডি ইউ)

09/10/2022

বাবা ডাক শুনলেই প্রান জুড়িয়ে আসে

ফিজিওথেরাপি কি? ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসা। ফিজিওথেরাপি আধুনিক চ...
20/07/2022

ফিজিওথেরাপি কি?
ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসা। ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক অন্যতম এবং একটি অপরিহার্য শাখা। শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি।
ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন ফিজিওথেরাপিস্ট রোগীর সব কথা শুনে-বুঝে, রোগীকে ভালোভাবে দেখে এবং প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর সঠিক রোগ, আঘাত বা অঙ্গ বিকৃতির ধরন নির্ণয় করে রোগীকে বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেথড যেমন ম্যানুয়াল টেকনিক, তাপ ও ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা করে থাকেন।
সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত ও বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া বিভিন্ন ধরনের বাত, মাথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথায় এবং স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত চিকিৎসাব্যবস্থা।
কেন এই ফিজিওথেরাপি নিবেন?
আমরা যত আধুনিক প্রযুক্তি দিকে এগিয়ে চলছি তত বেশি পরিমান স্বাস্থ্যগত সমস্যাতে আক্রান্ত হচ্ছি। দেখা গেছে শরীরের বিভিন্ন রোগ শুধুমাত্র ঔষধ দিয়ে নিরাময় করা সম্ভব হয় না। বিশেষ করে যে সব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা তুলনামূলকভাবে কম। যেমন : বাত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, সেরিব্রাল পালসি, স্পোর্টস ইনজুুরি ইত্যাদি।
তাহলে এসব রোগ থেকে পরিপুর্ণ সুস্থতা লাভের উপায় কী? এ ক্ষেত্রেই চলে আসে ফিজিওথেরাপির কথা।

29/05/2022

স্যারের উপদেশ টা খুবই ভাল লেগেছে, স্যার সঠিক ফিজিওথেরাপি টা কি সেটাই বুজিয়েছেন।

29/05/2022
Advice for abdominal surgery
27/05/2022

Advice for abdominal surgery

Some home exercise for frozen shoulder
09/11/2020

Some home exercise for frozen shoulder

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Physio Md. Touhidul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Md. Touhidul Islam:

Videos

Share

Nearby clinics


Other Physical Therapists in Cumilla

Show All