
03/12/2023
সেরিব্রাল পালসী জনিত শিশুকে সঠিক ফিজিওথেরাপি দিলে ভাল হয়।
সেরিব্রাল পালসী জনিত শিশু মালিহার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠার গল্প বলছি। চাদপুর জেলার সদরের এক মধ্যবিত্ত পরিবারের বাবা হোসেন মাহমুদ এবং মা আফরিন মিমের কোলজুড়ে ফুটফুটে সুন্দর শিশুর জন্ম হয় যার নাম মালিহা। বাবা মা খুব খুশি ছিলেন তাদের সন্তানের জন্য কিন্তু বাধ সাধে শিশুটি যখন ধীরে ধীরে বড় হওয়ার কথা কিন্তু শিশুটি ঠিকমত বসতে পারে না এবং দাড়াতেও পারে না। পরে ডাক্তার দেখানোর পরে অনেক হতাশা নিয়ে আসেন আমাদের কাছে। সবকিছু বিস্তারিত শুনার পর আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা আপনার শিশুর ফিজওথেরাপি দিয়ে কিছুটা হলেও পরিবর্তন আনব।আলহামদুলিল্লা মালিহা এখন সঠিক ভাবে বসতে পারে এবং হাল্কা সাপোর্ট দিয়ে দাড়াতে পারে। এই অবস্থা দেখে তার বাবা মা খুবই আনন্দিত।
আপনার বা আপনার প্রতিবেশি কোন সেরিব্রাল পালসী শিশুর অভিশাপ মুক্ত জীবন হোক একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট। সেরিব্রাল পালসী সম্পর্কিত কোন জিজ্ঞাসায়, পরামর্শ এবং চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
যোগাযোগঃ 01688-308182
মোঃ তৌহিদুল ইসলাম
ফিজিওথেরাপিস্ট (বিপিটি-ডিইউ)