Rainbow maternity clinic

Rainbow maternity clinic Aimed to ensure high quality of care maternity | services to all pregnant women and their newborn baby | Ensure Safe Motherhood | Infertility Treatment

28/09/2025

মাত্র ৩০০ টাকায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ! নিরাপদ মাতৃত্বে সেরা অফার।

গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত অমূল্য। এই বিশেষ সময়ে আপনার ও আপনার অনাগত সন্তানের সঠিক যত্ন নিশ্চিত করতে কুমিল্লার রেইনবো মেটার্নিটি ক্লিনিক নিয়ে এসেছে দারুণ এক অফার!

✨ আমাদের বিশেষ প্যাকেজ:
🟣ডাক্তারের ভিজিট মাত্র ৩০০ টাকা! (পূর্বমূল্য ৮০০ টাকা)
🟣 সম্পূর্ণ প্রেগন্যান্সি প্রোফাইল টেস্ট মাত্র ২৭০০ টাকা!
এই প্যাকেজে যা যা থাকছে:
🤰 আলট্রাসনোগ্রাম (USG)
🩸 রক্ত ও মূত্র পরীক্ষা (RBS, HB%, Urine R/E)
💉 হেপাটাইটিস-বি ও অন্যান্য স্ক্রিনিং (HBsAg, VDRL/TPHA)
🔬 থাইরয়েড টেস্ট (TSH)
🩺 কিডনি ফাংশন টেস্ট (S. Creatinine)

আপনার মাতৃত্বের পথচলা কে করুন চিন্তামুক্ত , থেকে করুন আপনার ফিটনেস।

🟪 অফারটি সীমিত সময়ের জন্য।
📍আমাদের ঠিকানা:
রেইনবো মেটার্নিটি ক্লিনিক, ৩৬৩/ক অজন্তা টাওয়ার, ঝাউতলা, কুমিল্লা।

সিরিয়াল দিতে বা আরও জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন!
💬 ইনবক্সে মেসেজ দিন:
📞 সরাসরি কল অথবা Whatsapp করুন
01771507660

#কুমিল্লা #গর্ভবতী #মাতৃত্বসেবা

🌸 গর্ভাবস্থায় সকালে ঘুম থেকে উঠে পরিমিত Exercise এর উপকারিতা 🌸গর্ভধারণের সময় মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত প...
28/09/2025

🌸 গর্ভাবস্থায় সকালে ঘুম থেকে উঠে পরিমিত Exercise এর উপকারিতা 🌸

গর্ভধারণের সময় মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত পরিমিত ব্যায়াম খুবই জরুরি। সকালে ঘুম থেকে উঠে অল্প সময় ব্যয় করলে আপনার দিনটা হবে অনেক সুন্দর ও স্বাস্থ্যকর।

🟣 উপকারিতাঃ

🔹রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে মা ও শিশুর সুস্থতা বজায় থাকে।
🔹সারাদিন সতেজ ও চাঙ্গা থাকা যায়।
🔹 মানসিক চাপ ও ডিপ্রেশন কমে যায়।
🔹রাতে আরামদায়ক ঘুম হয়।
🔹পেটের হজমশক্তি ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমে।
🔹ওজন নিয়ন্ত্রণে থাকে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে।
🔹 পিঠ ও কোমরের ব্যথা কমে।
🔹স্বাভাবিক প্রসবের সম্ভাবনা বাড়ায়।
🔹 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
🔹শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সহায়ক।

মনে রাখবেন, ব্যায়াম অবশ্যই হালকা ধরনের হতে হবে—যেমন হাঁটা, হালকা স্ট্রেচিং বা প্রেগন্যান্সি-সেফ যোগা। আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন।

27/09/2025

Yeast Vaginal Infection: লজ্জার নয়, সচেতনতার বিষয়

অনেক নারী এখনো Yeast Vaginal Infection নিয়ে খোলামেলা কথা বলতে লজ্জা পান। কিন্তু জানেন কি❓
🔸 এটি খুব সাধারণ একটি সমস্যা
🔸 সঠিক যত্ন ও চিকিৎসায় সহজেই ভালো হয়ে যায়
🔸 অবহেলা করলে জটিলতা বাড়তে পারে

🤔 তাহলে কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
✅ অতিরিক্ত চুলকানি
✅ সাদা স্রাব
✅ জ্বালা বা অস্বস্তি
বিস্তারিত ভিডিও যে দেখুন

আরো জানতে মেসেজ করুন

👉 প্রতিরোধের উপায়

অতিরিক্ত টাইট কাপড় এড়িয়ে চলুন

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন

ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না

💙 নারীস্বাস্থ্য নিয়ে সচেতন হই, সুস্থ থাকি।


26/09/2025

🟡নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মায়ের ফিটনেস সবার আগে

মায়ের ফিটনেস ঠিক থাকলেই একজন সুস্থ-সুন্দর সন্তানের জন্ম দেওয়া সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে অনেক বাবা-মা এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলা করে থাকেন, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

🌸 তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ডায়াগনসিস** এখন অর্ধেকেরও কম খরচে!

💰 মাত্র ২,৭০০ টাকা‌ (সকল টেস্ট সহ)
👩‍⚕️ ৮০০ টাকার কনসালটেন্ট ফি এখন মাত্র ৩০০ টাকা
(সীমিত সময়ের জন্য অফার প্রযোজ্য)

🧪 পরীক্ষাগুলো অন্তর্ভুক্ত:

🟡USG (আল্ট্রাসনোগ্রাম)
🟡RBS (Random Blood Sugar)
🟡HB% (হিমোগ্লোবিন)
🟡HBsAg + TPHA
🟡Urine RE (মূত্র পরীক্ষা)
🟡TSH (থাইরয়েড টেস্ট)
🟡S. Creatinine (সিরাম ক্রিয়েটিনিন)

📍 **রেইনবো মেটার্নিটি ক্লিনিক
অজন্তা টাওয়ার, ৩৬৩/ক, ঝাউতলা, কুমিল্লা

👉 সুস্থ মা মানেই সুস্থ সন্তান। তাই আজই আপনার প্রয়োজনীয় ডায়াগনসিস সম্পন্ন করুন।

বিস্তারিত আসছে আগামীকাল...
অফার শুরু ২৮ শে সেপ্টেম্বর.. থেকে ৭ ই অক্টোবর ২০২৫



সুন্দর ও সুস্থ থাকার গল্প
25/09/2025

সুন্দর ও সুস্থ থাকার গল্প

Good morning Cumilla
25/09/2025

Good morning Cumilla

23/09/2025

🟣গর্ভাবস্থায় ৯ মাস সুস্থ থাকার ম্যাজিক! | বেড়ে যাবে নরমাল ডেলিভারির সুযোগ 🟣

যারা এ বিষয়ে / অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে চান , কমেন্টে লিখুন জানতে চাই ...

What's app number এ যোগাযোগ করতে চাইলে কমেন্ট করুন "Whatsapp" লিখে।
জয়েন করুন
আমাদের Facebook Public group এ , এবং যে কোন তথ্য ও গাইনী সম্পর্কিত জিজ্ঞাসা থাকলে জানতে চেয়ে পোস্ট করুন।

Facebook Public group লিংক কমেন্টে দেয়া আছে।

#গর্ভাবস্থায়_ব্যায়াম #মায়েরস্বাস্থ্য

23/09/2025

Reminder for You
Morning 8:00 🕣

22/09/2025

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার প্রথম ধাপ হলো , গর্ভবতী মায়েদের শারীরিক ফিটনেস ‌। এই ফিটনেস চেক করা বেশ গুরুত্বপূর্ণ হলেও অনেক মায়েরা তা করতে পারেন না। তাই সবার জন্য অর্ধেকেরও কম খরচে প্রয়োজনীয় সকল চেক আপ। বিস্তারিত আসছে আগামীকাল।

🟣১০টি অজানা ঝুঁকি :গর্ভাবস্থায় পানি না খেলে মা ও সন্তানের ঝুঁকি 1. অ্যামনিয়োটিক ফ্লুইড কমে যায় → শিশুর চলাফেরা ও সুরক...
22/09/2025

🟣১০টি অজানা ঝুঁকি :

গর্ভাবস্থায় পানি না খেলে মা ও সন্তানের ঝুঁকি

1. অ্যামনিয়োটিক ফ্লুইড কমে যায় → শিশুর চলাফেরা ও সুরক্ষা বিঘ্নিত হতে পারে।

2. শিশুর বৃদ্ধি থেমে যেতে পারে → পর্যাপ্ত পুষ্টি ও অক্সিজেন পৌঁছায় না।

3. প্রি-টার্ম লেবারের ঝুঁকি বাড়ে → সময়ের আগে প্রসব শুরু হতে পারে।

4. জন্মের সময় ওজন কম হয় → পানির অভাবে শিশুর ওজন স্বাভাবিক থাকে না।

5. শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশে সমস্যা হতে পারে।

6. প্লাসেন্টা সঠিকভাবে কাজ না করলে শিশুর অক্সিজেন কম পেতে পারে।

7. মায়ের রক্ত ঘন হয়ে যায় → রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ে, যা মা-শিশু উভয়ের জন্য বিপজ্জনক।

8. মায়ের রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে (প্রী-এক্ল্যাম্পসিয়া)।

9. ইউরিনারি ইনফেকশন থেকে কিডনির জটিলতা হতে পারে → যা মায়ের পাশাপাশি শিশুকেও প্রভাবিত করে।

10. মায়ের শরীর অতিরিক্ত গরম হলে শিশুর বিকাশে ক্ষতি হতে পারে → কারণ পানির অভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় না।

সহজভাবে বললে: গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি না খেলে, শিশুর বৃদ্ধি, নিরাপত্তা, ও বেঁচে থাকা—সবকিছুতেই ঝুঁকি তৈরি হয়

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Khezir Azam Kotti, Runa Akter, নিশিথা ইস...
22/09/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Khezir Azam Kotti, Runa Akter, নিশিথা ইসলাম, Khadiza Tul Koly, Asrin Akter

নিঃসন্তান দম্পতিদের আশার আলো .. Rainbow Infertility Care   #বন্ধ্যাত্ব
21/09/2025

নিঃসন্তান দম্পতিদের আশার আলো ..
Rainbow Infertility Care

#বন্ধ্যাত্ব

Address

Ajanta, 363/1
Cumilla
3500

Telephone

+8801771507660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow maternity clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rainbow maternity clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram