26/07/2025
🌸 মা হওয়ার পথটা হোক নিরাপদ ও ভালোবাসায় ভরা – আপনাদের এই একটি স্বপ্নকে সুন্দর ভাবে বাস্তবায়ন করার জন্য আমরা আছি আপনার পাশে।
আমরা যখন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের জন্য একটি আহ্বান জানিয়েছিলাম, তখন সত্যিই জানতাম না – আপনাদের ভালবাসা, আস্থা আর সাড়া এতটা গভীর ও আন্তরিক হবে।
আজ যখন দেখি আমাদের ক্লিনিকে প্রতিদিনই নরমাল ডেলিভারি হচ্ছে,
যখন দেখি মা-বোনেরা আরও বেশি সচেতন হচ্ছেন,
তখন সত্যি মনে হয় – আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা বৃথা যায়নি।
❤️ আপনারা আমাদের কাছে শুধু রোগী নন – পরিবার।
আর তাই, প্রতিটি মেসেজ, প্রতিটি ফোনকল, প্রতিটি মুখের উদ্বেগ – আমাদের জন্য মূল্যবান।
তবে... একটা কথা না বললেই নয়...
আমাদের কিছু নিয়মকানুন আছে, যেগুলো আপনাদের সুরক্ষা আর সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্যই।
যখন আপনারা সিরিয়াল ছাড়াই একের পর এক মেসেজ, ফোনকল, এমনকি অপ্রাসঙ্গিক প্রশ্ন করে ফেলেন – তখন আমাদের কনসালটেন্ট ও বিশেষজ্ঞ ডাক্তারের পক্ষে সঠিকভাবে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। হয়তো ডাক্তার অপারেশন থিয়েটারে থাকেন, হয়তো অন্য কোন রোগী দেখছেন , কিংবা গুরুত্বপূর্ণ আলট্রাসনোগ্রাফি করছেন , কারণ অফলাইনেও আপনাদের অসংখ্য সাড়া পাচ্ছি এবং প্রতিনিয়ত অসংখ্য মেসেজ আসে।
🙏 তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি –ধৈর্য ধরুন, নিয়ম মেনে মেসেজ করুন, তাহলে সিরিয়াল মেন্টেইন করে আপনাদের মেসেজগোলো কে যথার্থ মূল্যায়ন করবো , এবং প্রতিদিনই তা করা হচ্ছে।
📩 মেসেজ করার সময় দয়া করে উল্লেখ করুন:
রোগীর নাম
রোগীর বয়স
আপনি অফলাইন নাকি অনলাইন সেবা নিতে চাচ্ছেন
হোয়াটসঅ্যাপ বা মোবাইল নম্বর
এই তথ্যগুলো সঠিক থাকলে, অবশ্যই আপনারা দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই পাবেন।
🚫 সিরিয়াল ছাড়া দয়া করে ফোন করবেন না।
⚠️ জরুরি বা ইমার্জেন্সি ক্ষেত্রে সরাসরি ক্লিনিকে চলে আসুন।
📍 ক্লিনিকে আসার সময় অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র ও সিরিয়াল নিশ্চিত করে আসবেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় –
অফলাইন সেবা পেতে চাইলে আপনাকে “Rainbow Family” পাবলিক ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে হবে।
গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করেও আপনি প্রশ্ন করতে পারেন – আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দ্রুততম সময়ে আপনার উত্তর দেবেন।
🌈 রেইনবো পরিবারে আপনার আগমন আমাদের জন্য আনন্দের, আমরা চাই প্রতিটি মা নিরাপদে, ভালবাসায় ঘেরা পরিবেশে সন্তান জন্ম দিন।
বিনীত,
❤️ এডমিন প্যানেল
রেইনবো মেটারনিটি ক্লিনিক & Rainbow Family Group
📍 ঠিকানা: অজন্তা টাওয়ার, ১৬৩/ক ঝাউতলা মেইন রোড, ঝাউতলা ,কুমিল্লা।
🔗 ফেসবুক গ্রুপ লিংক:
https://www.facebook.com/share/g/1JBv8Nspqu/
আপনার সুরক্ষা, আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য – আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 🌼