24/08/2024
১.ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছে বন্যার্তদের জন্য।
২.এই প্রতিষ্ঠানের ডিরেক্টর প্যানেল বন্যার্তদের জন্য নিজ উপার্জন থেকেদিচ্ছে লাখখানেক টাকা।
৩.প্রতিষ্ঠানের ২৫০ জন শেয়ারহোল্ডার অংশগ্রহণ করবে এই মহতী উদ্যোগে।
৪.চিকিৎসকসহ নানা পেশার মানুষ আমরা আহবান করার আগেই আমাদের কাছে অর্থ পৌঁছে দিচ্ছেন যেন আমরা কিছু একটা করি। যেহেতু সিলেটের বন্যায় আমাদের একটি টিম ঝুঁকি নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল।
পরিকল্পনাটি শেয়ার করা যাক।
ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের একটি চৌকস চিকিৎসক টিম সরাসরি যাবে চিকিৎসা সেবা দিতে বন্যাদুর্গত অঞ্চলে। পানি কিছুটা নেমে গেলেই নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখে দেবে। আমরা চিকিৎসাসেবা ও ওষুধের মাধ্যমে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।সাথে নিয়ে যাচ্ছি ত্রাণসামগ্রী।
তবে আমরা এটাকে ত্রাণ বলছি না। ভাই ভাইয়ের বাসায় যাবে, হাতে করে কিছু নিয়ে যাবে। বোনের বাসায় ভাই যাবে, হাতে করে কিছু নিয়ে যাবে। হ্যাঁ, উপহারের পরিমাণ ও গুণাগুণ যেন সম্মানজনক হয় সে প্রয়াস অবশ্যই থাকবে। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে সমতলের, কে পাহাড়ের কিছুই আমরা দেখব না। সবাই আমাদের ভাই।
এমন কিছু জায়গায় আমাদের যাবার প্ল্যান যেখানে সচরাচর সাহায্য পৌঁছায় না। ডিরেক্টর প্যানেলের ৬ জনের বাড়িই যেহেতু বন্যাদুর্গত অঞ্চলে, তাই এমন স্থান খুঁজে বের করা সহজ।
দেশের এই ঘোর ক্রান্তিলগ্নে আমরা কেউই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ছোট্টো শিশু তার খেলনাগুলো ডোনেট করে দিতে চলে এসেছে যেন তার বয়সী ছেলেমেয়েরা খেলতে পারে। আরেক শিশু উমরাহর জমানো টাকা ডোনেট করে দিয়েছে। এক ভিক্ষুক তার ভিক্ষের থালা থেকে ১০ টাকা ডোনেট করেছে বানভাসিদের জন্য মন কেঁদে ওঠায়। এক পা হারানো ভাইটি হাতে হাত লাগাচ্ছে ত্রাণসামগ্রী প্রস্তুতের কাজে। আমরা তো বসে থাকব না।
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
হয় বন্যাদুর্গতদের পাশে যেয়ে, নাহয় শ্রম দিয়ে, নাহয় বুদ্ধি-পরামর্শ দিয়ে, নাহয় অর্থ ও খাবার দিয়ে, চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমাদের এই বিভীষিকাময় সময়ে অসহায়দের পাশে দাঁড়াতেই হবে। নতুন বাংলাদেশে নতুন ইতিহাস গড়তে আমরা অংশগ্রহণ করব না তো কে করবে? আমরাই ছিনিয়ে আনব রাঙা প্রভাত ইন শা আল্লাহ।
ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের এই উদ্যোগের সারথি হতে
Doctors hope private limited
Account no: 3001100002146
Duch Bangla Bank Limited
Ibrahimpur Branch
Routing number : 090262087
বিকাশ এবং নগদ:
01842232442 ( MD-DHPL)
01789151586 (CEO-DHPL)
My personal
01623812474 (Dr. Pran Ashraf)
অনুদান প্রাপ্তি এবং খরচের সকল হিসেব, কার্যক্রম শেষে লিখিত আকারে জানানো হবে ইন শা আল্লাহ।
Doctors' Hope Private Ltd.
Dr. Ashraf Zaman Hospital