Dr. Ashraf Zaman Hospital

Dr. Ashraf Zaman Hospital Dr. Ashraf Zaman Hospital is situated at Jhawtola, Cumilla main road near police lines. All kinds of diagnosis are available.

This is a hospital with specialized doctors serving patients with very good care.

পুরোদমে চলছে ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের ত্রাণ প্রস্তুতকরণের কাজ। আজ রাতেই আমাদের চৌকস চিকিৎসক ও ভলান্টিয়ার টিম বন্যা...
26/08/2024

পুরোদমে চলছে ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের ত্রাণ প্রস্তুতকরণের কাজ। আজ রাতেই আমাদের চৌকস চিকিৎসক ও ভলান্টিয়ার টিম বন্যাদুর্গত চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে ইনশা আল্লাহ।

আমাদের কার্যক্রমের ৩টি অংশ।

১.রান্না খাবার বিতরণ। মেন্যু: চিকেন খিচুড়ি।

২.নিত্যপ্রয়োজনীয় বাজার-সদাই। এর মধ্যে থাকছে চাল, ডাল, তেল, আলু, চিড়া, লবণ। ভাইয়ের বাসায় ভাই বেড়াতে যাবে, হাতে করে কিছু উপহার নিয়ে যাবে--আমরা চেষ্টা করেছি সবকিছু যেন উন্নতমানের হয়।

৩.চিকিৎসা-সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ।

ডিএইচপিএলের ডিরেক্টর ডা. সাঈদ আল মনসুর ইনামের সার্বিক তত্ত্বাবধানে যেখানে ত্রাণ ও চিকিৎসা সেবা কম পৌঁছেছে, আমরা সে অঞ্চলগুলোতে যাবার চেষ্টা করব কষ্ট হলেও।

মহান আল্লাহ যেন ইখলাসের সঙ্গে এই কাজ সম্পন্ন করার তাওফিক দান করেন। বন্যার্ত অসহায় মানুষগুলোর কষ্ট একটু লাঘবের তাওফিক দান করেন। সবার নিকট আমরা দু'আ চাই।

১.ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছে বন্যার...
24/08/2024

১.ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতনের সমপরিমাণ টাকা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছে বন্যার্তদের জন্য।

২.এই প্রতিষ্ঠানের ডিরেক্টর প্যানেল বন্যার্তদের জন্য নিজ উপার্জন থেকেদিচ্ছে লাখখানেক টাকা।

৩.প্রতিষ্ঠানের ২৫০ জন শেয়ারহোল্ডার অংশগ্রহণ করবে এই মহতী উদ্যোগে।

৪.চিকিৎসকসহ নানা পেশার মানুষ আমরা আহবান করার আগেই আমাদের কাছে অর্থ পৌঁছে দিচ্ছেন যেন আমরা কিছু একটা করি। যেহেতু সিলেটের বন্যায় আমাদের একটি টিম ঝুঁকি নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল।

পরিকল্পনাটি শেয়ার করা যাক।

ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের একটি চৌকস চিকিৎসক টিম সরাসরি যাবে চিকিৎসা সেবা দিতে বন্যাদুর্গত অঞ্চলে। পানি কিছুটা নেমে গেলেই নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখে দেবে। আমরা চিকিৎসাসেবা ও ওষুধের মাধ্যমে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই।সাথে নিয়ে যাচ্ছি ত্রাণসামগ্রী।

তবে আমরা এটাকে ত্রাণ বলছি না। ভাই ভাইয়ের বাসায় যাবে, হাতে করে কিছু নিয়ে যাবে। বোনের বাসায় ভাই যাবে, হাতে করে কিছু নিয়ে যাবে। হ্যাঁ, উপহারের পরিমাণ ও গুণাগুণ যেন সম্মানজনক হয় সে প্রয়াস অবশ্যই থাকবে। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে সমতলের, কে পাহাড়ের কিছুই আমরা দেখব না। সবাই আমাদের ভাই।

এমন কিছু জায়গায় আমাদের যাবার প্ল্যান যেখানে সচরাচর সাহায্য পৌঁছায় না। ডিরেক্টর প্যানেলের ৬ জনের বাড়িই যেহেতু বন্যাদুর্গত অঞ্চলে, তাই এমন স্থান খুঁজে বের করা সহজ।

দেশের এই ঘোর ক্রান্তিলগ্নে আমরা কেউই হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ছোট্টো শিশু তার খেলনাগুলো ডোনেট করে দিতে চলে এসেছে যেন তার বয়সী ছেলেমেয়েরা খেলতে পারে। আরেক শিশু উমরাহর জমানো টাকা ডোনেট করে দিয়েছে। এক ভিক্ষুক তার ভিক্ষের থালা থেকে ১০ টাকা ডোনেট করেছে বানভাসিদের জন্য মন কেঁদে ওঠায়। এক পা হারানো ভাইটি হাতে হাত লাগাচ্ছে ত্রাণসামগ্রী প্রস্তুতের কাজে। আমরা তো বসে থাকব না।

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

হয় বন্যাদুর্গতদের পাশে যেয়ে, নাহয় শ্রম দিয়ে, নাহয় বুদ্ধি-পরামর্শ দিয়ে, নাহয় অর্থ ও খাবার দিয়ে, চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে আমাদের এই বিভীষিকাময় সময়ে অসহায়দের পাশে দাঁড়াতেই হবে। নতুন বাংলাদেশে নতুন ইতিহাস গড়তে আমরা অংশগ্রহণ করব না তো কে করবে? আমরাই ছিনিয়ে আনব রাঙা প্রভাত ইন শা আল্লাহ।

ডক্টরস' হোপ প্রাইভেট লিমিটেডের এই উদ্যোগের সারথি হতে

Doctors hope private limited
Account no: 3001100002146
Duch Bangla Bank Limited
Ibrahimpur Branch
Routing number : 090262087

বিকাশ এবং নগদ:
01842232442 ( MD-DHPL)
01789151586 (CEO-DHPL)

My personal
01623812474 (Dr. Pran Ashraf)

অনুদান প্রাপ্তি এবং খরচের সকল হিসেব, কার্যক্রম শেষে লিখিত আকারে জানানো হবে ইন শা আল্লাহ।

Doctors' Hope Private Ltd.
Dr. Ashraf Zaman Hospital

23/01/2023
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিরপুর ডিওএইচএসে ২ জন অফিস এক্সিকিউটিভ কাম কম্পিউটার অপারেটর প্রয়োজন। আগ্রহী প্রার্থীগ...
03/01/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

মিরপুর ডিওএইচএসে ২ জন অফিস এক্সিকিউটিভ কাম কম্পিউটার অপারেটর প্রয়োজন। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৩/০১/২০২৩ইং তারিখের মধ্যে নিচের মেইলে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

dhplbd@gmail.com

স্বাস্থ্য -সচেতনতা বিষয়ক কর্মসূচি " রেডিয়েশন ঝুঁকি ও খাদ্যাভ্যাস " সম্মানিত কার্যনির্বাহক মেডিকেল চেক-আপ ও পরামর্শ দিয়ে ...
04/08/2022

স্বাস্থ্য -সচেতনতা বিষয়ক কর্মসূচি " রেডিয়েশন ঝুঁকি ও খাদ্যাভ্যাস "
সম্মানিত কার্যনির্বাহক মেডিকেল চেক-আপ ও পরামর্শ দিয়ে কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে
সকলের একান্ত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
কার্যক্রমটির উদ্বোধন করেন মাননীয় টেক্স-কমিশনার মহোদয়, সাথে ছিলেন মাননীয় যুগ্ম-কমিশনার, উপ-কমিশনার সহ সকল কর্মকর্তাবৃন্দ।
সকলের সুস্বাস্থ্যের কামনা করছি।

A successful Health awareness program by Dr. Ashraf-Zaman Ho spital on "Radiation hazards & Food habits",
Medical checkup and advise program held at Cumilla Tax Commission today on 4th August 2022.
The program was inaugurated by Honourable Tax Comissioner
Keynote speaker - Dr Ashraf Ali Khandker
Welcome speech- Honourable Deputy Commissioner
Doctors conveyed : Ashraf Ali Khandker Pran Ashraf

08/05/2022

আজ হতে ডা: আশরাফ জামান হাসপাতাল, ঝাউতলা কুমিল্লায় গরীবদের জন্য সপ্তাহ ব্যাপী ফ্রি ফ্রি ইসিজি আলট্রাসনোগ্রাম ও ডায়বেটিক চেক, টোকেন নিয়ে বসুন।
সেবাই আমাদের ধর্ম।
01711575964

30th March Wishing Happy Doctor's Day to all the doctor's and all the medical personnels who are giving their best effor...
30/03/2021

30th March
Wishing Happy Doctor's Day to all the doctor's and all the medical personnels who are giving their best efforts just to bring smile on their patients.

Patients are a doctor's first priority
Dr. Ashraf Zaman Hospital

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ডঃ আশরাফ জামান হসপিটালের বাস্তবায়নে।
17/03/2021

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ডঃ আশরাফ জামান হসপিটালের বাস্তবায়নে।

মুজিব শত বর্ষ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ফ্রি ইন্টারভেনশান স্বাস্থ্যসেবা কর্মসূচী ডাঃ আশরাফ জামান হসপিটাল...
15/03/2021

মুজিব শত বর্ষ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে ফ্রি ইন্টারভেনশান স্বাস্থ্যসেবা কর্মসূচী ডাঃ আশরাফ জামান হসপিটালের তত্বাবধানে হচ্ছে -আপনারা আমন্ত্রিত।

মেডিকেল ক্যাম্পঃ কুমিল্লা সিটি কর্পোরেশন
১৭ ই মার্চ, ২০২১
সময়ঃ সকাল ৯ ঘটিকা হইতে ১১ ঘটিকা।

Free health camp at Cumilla City Corporation hosted by Dr. Ashraf Zaman Hospital to be held on 17th March 2021.

Address

Chistia Garden, Jhawtala, Main Road Police Lines Rd, Cumilla 3500
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ashraf Zaman Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category