Doctors Appointment BD

Doctors Appointment BD Book your Doctors for Online Consultancy. For any inquiry, keep a knock on Inbox/WhatsApp/E-mail

29/08/2022
আসুন, ঈদের আমেজে সুস্থ থাকার চেষ্টা করি সকলে।
10/07/2022

আসুন, ঈদের আমেজে সুস্থ থাকার চেষ্টা করি সকলে।

30/06/2022

বছরের এই সময়টায় সাপের উপদ্রব খুব বেড়ে যায়। সোশ্যাল মিডিয়াতে মরিচ গুড়া/সজিনা কেটে রাখা এমন অনেক বিভ্রান্তিকর তথ্য পাবেন, আদতে যেগুলো কোন কাজেই লাগবে না। আমাদের দেশের বেশিরভাগ সাপে বিষ না, এবং শুধুমাত্র observation ছাড়া তেমন কোন চিকিৎসা লাগে না। এজন্যই ওঝারা এসব বিষহীন সাপের কামড়েও বিষ নামায়ে ফেলতে পারে।

সাপে কামড় দিলে আতংকিত হবেন না, কামড়ের জায়গায় কাটা-ছেড়া করবেন না কারন এতে কোন লাভ হয় না, ইনফেকশনের সম্ভাবনা বাড়ে এবং সময় নষ্ট হয়ে চিকিৎসা পেতে দেরি হয়। কামড়ের উপরে শক্ত করে গিট দিবেন না কারন এতে করে বিষ ওঠা কমে না বরং রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরে যেতে পারে। হাতে- পায়ে কামড় দিলে গামছা বা ওড়না দিয়ে একটি বাশের কন্চি বা শক্ত বোর্ড বা কাঠের টুকরা দিয়ে হালকা করে এমনভাবে বাধন দিন যেন বাধনের নিচ দিয়ে সহজেই আংগুল ঢোকানো যায় এবং সাপে কামড়ানো হাত বা পা যথাসম্ভব কম নড়াচড়া করে।

ভিডিওটি রোগীর এবং অভিভাবকের অনুমতি সাপেক্ষে ধারন করা হয়েছে। সবার কাছে অনুরোধ সাপে কামড় দিলে বা সন্দেহ করলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।

©Dr. Mehedi Hasan Lemon

29/06/2022

এই সময়ে প্রতিবছরই বহু মানুষ ভাইরাল জ্বরে আক্রান্ত হন। করোনা, ডেঙ্গু জ্বর ছাড়াও এখন বহু মানুষ আরও কিছু শ্বাসনালীর ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

ভাইরাল জ্বর হলে গা ব্যথা, মাথা যন্ত্রণা, চামড়া জ্বালা, জ্বরের সঙ্গে ক্লান্তি, বমি বমি ভাব, সর্দি-কাশি, গলা ব্যথা, তল পেট কামড়ানো ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রে বাতাসে ভেসে থাকা ভাইরাস শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের শরীরে যায়। এর পাশাপাশি দূষিত পানি ও খাবার খেয়েও জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যায়।

ভাইরাসজনিত জ্বর হয়েছে বুঝলে বেশি পরিমাণে ভিটামিন-সি এবং পানি গ্রহণ করবেন। কারণ এই সময়ে শরীর ডি-হাইড্রেটেড (পানিশূন্য) হয়ে যায়। এছাড়া অনেক বিশ্রাম নেবেন ও হালকা সহজপাচ্য খাবার খাবেন।

ভাইরাল জ্বর হলে আপনার ব্যবহার করা চায়ের কাপ, চামচ, থালা বাড়ির অন্য সদস্যদের ব্যবহার করতে দেবেন না। সবসময়ে মুখ ঢেকে হাঁচি দেবেন বা কাশির সময়ে মুখে কাপড় দিয়ে নেবেন।

ভাইরাসজনিত জ্বরকে কখনই হালকাভাবে নেবেন না। যদি রোগী কোনও কিছু খেতে না পারে, ৫-৭ দিনের মাঝেও জ্বর না কমে, প্রেসার কমতে শুরু করে তাহলে কোন প্রকার অবহেলা করবেন না। কারণ, বাড়িতে বসে বসে ফার্মেসী থেকে কিনে খাওয়া কোন পাওয়ারফুল অ্যান্টিবায়োটিকও ভাইরাসজনিত জ্বরে প্রকৃত অর্থে কোন কাজ করে না। বরঞ্চ, হীতে বিপরীত হয়ে শারীরিক দুর্বলতা আরও বাড়িয়ে দেবে।

এসব ক্ষেত্রে, দ্রুত একজন বি.এম.ডি.সি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

তাই সকলে সতর্ক থাকবেন।

25/06/2022

যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ক্রনিক ডিজিজ, যেমনঃ
@
> ডায়াবেটিস,
> উচ্চরক্তচাপ,
> পেটে অতিরিক্ত গ্যাস/আলসারের সমস্যা,
> হাঁটু-কোমড় ইত্যাদি জয়েন্টে বাত-ব্যথা,
> হাঁপানী/এজমা,
> প্রস্রাবের নালীর ইনফেকশন সহ
> দীর্ঘদিন যাবত শারীরিক দুর্বলতা,
> কাজে-কর্মে ও পড়াশোনায় অমনোযোগীতা ও
> মানসিকভাবে ভেঙে পড়া বিষণ্ণ মানুষ গুলোর জন্যে
এবং পাশাপাশি যারাঃ
@
> গলা ব্যথা/টনসিলাইটিসের সমস্যা সহ
> কানের নানান অসুখে ভুগছেন,
এছাড়াওঃ
@
> চর্ম ও যৌন রোগ,
> নানাবিধ স্ত্রী রোগে ভুগছেন
তাদের জন্যে আমাদের রয়েছে অত্যন্ত গোছানো বি.মি.ডি.সি রেজিস্টার্ড চিকিৎসক প্যানেল।
আপনার কাংখিত সেবাটি গ্রহণ করতে ও যেকোনো চিকিৎসা পরামর্শ গ্রহণ করতে আমাদের ফেইজবুক পেইজের মেসেজ অপশন থেকে অথবা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে, কিংবা হোয়াটসঅ্যাপে নক করেও আপনি আপনার সমস্যার কথাটি আমাদের শেয়ার করতে পারেন।
আপনার সমস্যার ধরণ অনুযায়ী, আমরা খুব শীঘ্রই আপনাকে চিকিৎসক সাজেস্ট করে দেব & অল্প সময়ের মাঝে আমাদের অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ/সেবা গ্রহণের সুযোগ করে দেব।
Doctor's Appointment BD - 24/7 আমরা আছি আপনাদের সেবায়। আমাদের সাথেই থাকুন।

Address

Barura Diabetic Association, Moulvibazar, Barura
Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Appointment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram