
08/07/2025
✅ সাধারণত কৃমির সংক্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। তবে সংক্রমণ বেশি হলে যেসব উপসর্গ পরিলক্ষিত হয়, সেগুলো হলো:-
ওজন কমে যাওয়া,
পেটে ব্যথা হওয়া
বমি বমি ভাব হওয়া,
খিটখিটে আচরণ বেড়ে যাওয়া,
ম/ল/দ্বারে চুলকানি হওয়া,
চুলকানির কারণে ঘুম কমে যাওয়া,
মেয়ে বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন হওয়া, প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া এবং প্রস্রাবের সময় ব্যথা হওয়া,
অন্ত্রে ক্ষত সৃষ্টি করে র/ক্ত/পাত করা এবং রক্তশূন্যতা দেখা দেয়া
খাবারের রুচি চলে যাওয়া, খাওয়া কমে যাওয়া,
খাবার হজম না হওয়াতে ডায়রিয়া হওয়া।
✅ কৃমির ওষুধ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে :-
বাসার সবাইকে একসাথে ওষুধ গ্রহণ করতে হবে ।
শিশুদের জন্য সাসপেনশন দিতে হবে।
বৃষ্টি হলেই কৃমির ওষুধ খাওয়াতে হবে এই ধরনের কোন তথ্য নেই।
জর ডায়রিয়া বা কোন রোগ বালাই থাকলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না।
প্রেগনেন্সিতে একেবারেই কৃমির ওষুধ নিষেধ।
কৃমির ওষুধ খাওয়ার পর পরই ভিটামিন যুক্ত খারার বা ভিটামিন ওষুধ গ্রহণ করা উচিত।