31/08/2024
দ্রুত বীর্যপাত,ডেন্টাল,অটিজম,হিজামা,ব্যথা,
ফিজিওথেরাপি, চুল পড়া পাকা সেবা
01633607510 wts app
অনুগ্রহপূর্বক বিস্তারিত কথা বলতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ লিংক এ ক্লিক দিন
https://call.whatsapp.com/voice/mS4zbmjlcMITc1yFgj8BDs?fbclid=IwY2xjawE-uGlleHRuA2FlbQIxMQABHecNAYM-B5pRqir2ybcEv6ThAMEj_kSo5tYI-tNugUkDfY6FEw9Qw-GP9A_aem_4-tAAbjRumzmCZG5oQvBMA
1. *ডেন্টাল বিভাগ *
বিজয় উল্লাস অফার :
2000 taka ফাঁকা দাঁত সমান করা (প্রতি দাঁত) , 12000 taka ( প্রতি মারি) এই অফার সীমিত সময়ের জন্য।
দাঁতের চিকিৎসায় আর অবহেলা নয় কারণ ইহা ক্যান্সারে রূপ নিতে পারে"
আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
"special care for every smile"
আমাদের সার্ভিস সমূহ:
১.দাঁত তোলা
কেন দাঁত তুলবেন? দীর্ঘদিন ধরে ইনফেকশন হলে , দাঁত নড়ে গেলে, বাচ্চাদের দুধের দাঁত নড়লে। অতিরিক্ত দাঁত উঠলে।
২. স্কেলিং
কেন স্কেলিং করবেন?
দাঁতে পাথর জমলে ,দাঁতের মারিতে ইনফেকশন হলে,মুখে দুর্গন্ধ হলে, দাঁতের দাগ পড়লে অথবা কালারিং হলে।
৩. ফিলিং এন্ড পলিশিং
কেন দাঁত ফিলিং পলিশিং করবেন?
দাঁতে গর্ত হলে,দাঁতের কোন অংশ ভেঙে গেলে, দুই দাঁতের মাঝে ফাঁকা হলে,
৪. রুট ক্যানেল ট্রিটমেন্ট
কেন রুট ক্যানেল করবেন?
দাঁতের গোড়ায় ইনফেকশন হলে, দাঁত বেশি শির শির করলে,
৫. আঁকা বাঁকা দাঁত / উঁচু নিচু দাঁত ঠিক করা
* Aligner
* Braces
* Composit Veneers
* Removal appliance
* Light cure filling
৬. Implantation
৭. Fibre Bridge
৮. Cap cut
ডেন্টাল কেয়ার বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের পেজটাতে ঘুরে আসতে পারেন।
https://www.facebook.com/lifecarephysicalandlasertheraphycenter?mibextid=ZbWKwL
#মুখের_ক্যানসার
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
2. যৌন রোগ বিভাগ :
অনিয়ন্ত্রিত (দ্রুত বীর্যপাত) / প্রিমাচুর ইজাকুলেশন কী?
1.দ্রুত বীর্যপাত: পেনিট্রেশন বা সঙ্গম শুরুর আগেই বা কিছুক্ষণ পরই বীর্যপাত হয়ে যাওয়াকেই দ্রুত বা অকাল বীর্যপাত বলা হয়।
2.মন্থর বীর্যপাত: খুবই মন্থর বীর্যপাত হওয়া বা বীর্যপাতের ইচ্ছা না জাগাই এ ধরণের সমস্য
লিঙ্গ উত্থিত না হওয়ার /ইরেকটাইল ডিসফাংশন কী?
ইরেকটাল ডিসফাংশনকে সরাসরি যৌন অক্ষমতা বলা হয়। যৌন মিলনের জন্য পুরুষের লিঙ্গ উত্থিত না হওয়া বা উত্থান হলেও তা দীর্ঘস্থায়ী না হওয়াকে ইরেকটাল ডিসফাংশন হিসেবে চিহ্নিত করা হয়। রক্ত সঞ্চালনের সমস্যাজনিত রোগ, স্নায়ুবিক সমস্যা, মানসিক কারণ- যেমন চাপ, অবসাদ এবং যৌন সক্ষমতা নিয়ে দুশ্চিন্তা, লিঙ্গে কোন ধরণের আঘাতের কারণে, দুরারোগ্য কোন ব্যাধি, নির্দিষ্ট কিছু ড্রাগ নেওয়াসহ ইত্যাদি কারণে এ সমস্যা হয়ে থাকে পুরুষের। এছাড়া পিরোনির রোগের (লিঙ্গে ত্রুটিযুক্ত টিস্যুর কারণে সমস্যা) কারণে ইরেকটাইল ডিসফাংশন
treatment procedure :
1.PRP therapy
@@@@@@@@@@@@@@@@@@@@@
3. ** অটিজম বিভাগ **
(সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, দরিদ্র জনকল্যাণ সংস্থা পরিচালিত) Reg No 06194/2001
আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? আপনার শিশুর মাঝে কি নিম্নে বর্ণিত উপসর্গ গুলোর এক বা একাধিক উপসর্গ বিদ্যমান রয়েছে?
- শিশু অমনোযোগী, একদম স্থির থাকতে চায় না৷
- শিশু বাসায় ঠিক থাকে, স্কুলে বা আত্ত্বীয়ের বাসায়, সামাজিক অনুষ্ঠানে গেলে একদম স্থির থাকতে চায়না।
- শিশু অনেক রাত পর্যন্ত জেগে থাকে।
- শিশু খাবার খেতে চায় না অথবা নির্দিষ্ট কিছু খাবারই শুধু খায়।
- খাবার মুখে নিয়ে অনেক সময় রেখে দেয়/ খুবই দ্রুত গিলে ফেলে চিবাতেই চায় না।
- শিশুর খাবার ঠিকমত হজম হয় না।
- আপনার শিশুর মাংশপেশি হয়তো স্বাভাবিকের থেকে নরম অথবা শক্ত মনে হয়!
সমস্যাটি মুলত "Reticular Activating System (RAS)" থেকে হতে পারে। এটি আমাদের ব্রেইনের ছোট্ট একটি রিসিপ্টর যা সকল সেন্সরি রেস্পন্স গ্রহন করে থাকে, এখানে ডিস্ফাংশন দেখা দিলে বাচ্চা উপরিউক্ত উপসর্গ প্রদর্শন করতে পারে।
RAS মস্তিষ্কের ব্রেইনস্টেম (Brainstem) এ অবস্থিত, সবার আগে অনুভূতিজনিত সকল তথ্য সে রিসিভ করে (ঘ্রাণ ব্যাতিত) এবং পরবর্তিতে মস্তিষ্কের অন্যান্য অংশে প্রেরন করে।
কিন্তু যখন সে সঠিক ভাবে সিগ্নাল প্রেরনে ব্যাহত হয় তখন স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশও উদ্দিপ্ত হয়ে শিশু "ফাইট / ফ্লাইট" রিয়্যাকশন দিয়ে থাকে। RAS বিশেষ কিছু অনুভূতির সিগনাল কে থ্রেট হিসেবে প্রেরণ করতে পারে অথবা অনেক বেশি আরামদায়ক স্টিমুলাস হিসেবেও প্রেরন করতে পারে।
তখন শিশু নিজেকে রক্ষা করতে রাগ, জেদ, খামচি, চিমটি, ভাংচুর এসব করতে পারে কেননা RAS তাকে সঠিক সিগ্নাল দিচ্ছে না৷ সে কিছু সিগ্নাল হয়তো অনেক বেশি নিতে ছোটাছুটি করছে অথবা জোড়ালোভাবে এড়িয়ে যেতে চাচ্ছে।
ASD, ADHD, SPD ইত্যাদি নিউরোডাভাইরজ্যান্ট বাচ্চার ঘুম, খাওয়া, টয়লেট, সারারাত কান্নাকাটি, অতি মাত্রায় জিদ ইত্যাদি নিয়ে বেশিরভাগ পিতামাতাই ভীষণ চিন্তিত থাকেন। বাচ্চা একদমই ম্যানেজেবল না হওয়ার কারনে ভারী ডোজের সাইকিয়াট্রিক ড্রাগস দেওয়া শুরু হয় অনেক অল্প বয়সেই। এর মাঝে সে যদি থেরাপিউটিক চিকিৎসার আওতায়ও না আসে সমস্যা নিরধারনের আগেই তার নিউরন সাপ্রেস হতে থাকে।
আপনার শিশুর RAS ডিস্ফাংশন থাকলে তার প্রপার সিগ্নালিং মেইন্টেইনে সাহায্য করে থাকেন একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্ট। শিশুকে স্বনির্ভরভাবে, আনন্দের সাথে বেড়ে উঠাতে সাহায্য করে থাকেন একজন অকুপেশনাল থেরাপিস্ট৷
আপনার শিশুর প্রতি লক্ষ্য রাখুন, প্রফেশনালদের সহায়তায় তাকে ধীরে ধীরে সাবলম্বী হিসেবে গড়ে তুলুন৷
🔹আপনার স্বাস্থ্য।।আপনার ডাক্তার🔹
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
4. বাত ব্যথা প্যারালাইসিস
ফিজিওথেরাপী বিভাগ :
👉আমাদের সেবাসমূহ:-
➡️ বাত ব্যথা
➡️ হাড় ক্ষয়।
➡️ কোমড় ব্যথা /মেরুদণ্ড ব্যথা।
➡️ কাঁধের ব্যথা।
➡️ ঘাড় ব্যথা।
➡️ ফ্রোজেন শোল্ডার।
➡️ প্যারালাইসিস/ স্ট্রোক।
➡️ মুখ একদিকে বেঁকে যাওয়া (Bell's Palsy).
➡️ সেরিব্রাল পালসি (CP).
➡️ অটিজম/প্রতিবন্ধী শিশু।
➡️ মাংস পেশির দুর্বলতা।
➡️ পায়ের গোড়ালি ব্যথা।
➡️ আর্থাইটিস (Osteoarthritis)
➡️ জয়েন্টের ব্যথা (Joint pain).
➡️ হাঁটু ব্যথা (Knee koint).
➡️ হাঁটু ভাঁজ করতে সমস্যা।
➡️ কুনই ও হাতের কব্জিতে ব্যথা।
➡️ চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর পরবর্তি ব্যাথা
➡️ জয়েন্ট ব্যথা।
➡️ সায়াটিকা।
➡️ শিশুদের বাত ব্যথা ও প্যারালাইসিস।
➡️ নিউরোপ্যাথিক পেইন।
➡️ প্লাস্টার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়া।
➡️ হাত পা ঝিঝি বা অবশ হাওয়া।
➡️ পিএলআইডি (PLID)
➡️ স্পোর্টস ইনজুরি
➡️ বার্ধক্য জনিত সমস্যা
➡️ পারকিনসন ডিজিজ।
➡️ জিবিএস/ এমএনডি/ ডিএমডি।
➡️ পালমোনারি ফিজিওথেরাপি (ফুসফুসের রোগ)।
➡️ হৃদরোগ ও হার্টের অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
➡️ অর্থোপেডিক অপারেশন পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা।
➡️ মহিলাদের গর্ভজনিত, কর্মজনিত ও মাসিক পরবর্তী ব্যথা।
➡️ করোনা (Covid-19) পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
ফিজিওথেরাপি ও অটিজম বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের পেজটাতে ঘুরে আসতে পারেন।
https://www.facebook.com/profile.php?id=100094550247742&mibextid=ZbWKw
@@@@@@@@@@@@@@@@@@@@@
5. Cupping therapy / হিজামা :
হিজামা / Cupping থেরাপি : এক্সট্রা সেলুলার ও ইনন্ট্রা সেলুলার ফাংশানিং ওয়েস্ট ফ্লুইড, ইউরিক এসিড, টক্সিক ফ্লুইড, যাহা একটি প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বাহির করা হয়। সুন্নাহ ভিত্তিক একটা চিকিৎসা পদ্ধতি।
হাদিসের দেখে আসি হিজামা কি কাজে লাগে :
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)
🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)
🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
কেন আমাদের এখানে হিজামা করাবেন :
আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই। অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ। যেখানেই হিজামা করাবেন অভিজ্ঞতা জেনে নিবেন নয়তো আপনার কিছু কষ্ট সহ্য করা লাগতে পারে, আমরা খুব যত্ন সহকারে এবং আরামদায়ক ভাবে হিজামা করে থাকি। তাতে রোগী অনেক আরাম এবং রিলাক্স ফিল করে ইনশাআল্লাহ। এটা দেখতেই ভয় লাগে কিন্তু করতে আরাম, যে ১ বার হিজামা করে, বেশিরভাগ মানুষই বার বার আসে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক,আমিন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন??
◾ অভিজ্ঞ হাতে হিজামা করালে প্রথম হিজামাতেই উপকার পাবেন ইনশাআল্লাহ, কারন আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতি হিজামা করে থাকি✌️
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।
সুতরাং ঔষধ এবং হিজামা / Cupping কম্বিনেশানে আপনার ব্যথার বেস্ট সলিউশান পেতে আমাদের এপয়েন্টমেন্ট নিন।
সুস্থতার সুন্নাহ পথ
✅ব্যথা নিরাময়ে ম্যাজিক এর মত কাজ করে হিজামা (কাপ থেরাপি)
👉 আপনি কি ঘাড় ব্যাথা, পিঠে ব্যাথা,মেরুদণ্ডে ব্যাথা, কোমরে ব্যাথা,হাটু ব্যাথা,পা কামড়ানো সহ শরীর এর বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের ব্যাথায় ভুগছেন।
অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এই ব্যথার কোন সমাধান পাচ্ছেন না। তাহলে আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করতে পারেন। আপনার শরীরের ব্যাথা কমিয়ে আনবে ইনশাআল্লা
✅হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।
💠হিজামার_আরো_উপকারিতা:-
♦️ হিজামা টিস্যু থেকে বিষ মুক্ত করতে সহায়তা করে। লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
♦️রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
♦️বড় রক্তনালী পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
🔵 হিজামা ( কাপিং) করলে যেসকল রোগের উপকার হয়ঃ
♦️ বাত ব্যথা♦️কোমর ব্যথা, ♦️চুল পড়া সমস্যা
♦️পায়ে ব্যাথা,♦️হাঁটু ব্যাথা♦️পিঠে ব্যাথা♦️ব্রণ ♦️কোমর ব্যথা ♦️হাতের ঝিঁঝিঁ ধরা,পা চাবানো, ♦️ রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ সকল ধরনের ব্যথায়।♦️ঘুমের ব্যাঘাত♦️মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা♦️উচ্চরক্তচাপ♦️মানসিক সমস্যা♦️ সাধারণ মাথা ব্যাথা♦️ঘাড়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা♦️ দীর্ঘমেয়াদী পেট ব্যথা♦️ সাইনুসাইটিস♦️কোলেস্টেরল ♦️ গ্যাস্ট্রিক ♦️ দীর্ঘমেয়াদী চর্মরোগ ♦️ হরমোনাল সমস্যা ♦️ ইরেক্টিল ডিসফাংশন ♦️পেটের সমস্যা♦️ গ্রাস্ট্রিক আলসার,কোষ্ঠ্য কাঠিন্য♦️ প্রষ্টেটের প্রদাহ,অন্ডকোষে পানি জমা ♦️শিরা ফুলে ওঠা♦️পুরুষত্বহীন♦️ ব্লাক ম্যাজিক (কালো যাদু) যে কোন ধরনের যাদু♦️বদ নজর♦️থাইরয়েড সমস্যা♦️হরমোন সমস্যা
🟦পিরিয়ডের সময় অসহনীয় পেইন, অনিয়মিত পিরিয়ড♦️গাইনী সমস্যা♦️মাসিকের সময় ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব, মাসিক না হওয়া।
♦️এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।
♦️
কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই,
হিজামা শুধু চিকিৎসাই নয় সুন্নাহ ও বটে।
@@@@@@@@@@@@@@@@@@@@
6.P R P thetapy :
পি র পি?
পিআরপি মানে হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। পিআরপি থেরাপিতে শরীরের নির্ধারিত অংশে ইনজেকশনের মাধ্যমে বিশেষ প্রোটিন সরবরাহের একটি পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগে আপনার শরীর থেকেই রক্ত নিয়ে তা থেকে প্লাটিলেট (অনুচক্রিকা) ও প্লাজমাকে (রক্তের বর্ণহীন সাদা অংশ) আলাদা করা হয়।
রোগীর দেহ থেকে রক্ত সংগ্রহ করে একটি ক্যালসিয়াম সমৃদ্ধ টিউবে রাখা হয়। টিউবগুলো সেন্ট্রিফিউজ মেশিনে বসিয়ে একটি বিশেষ প্রক্রিয়ায় প্লাটেলেট সমৃদ্ধ প্লাজমা সংগ্রহ করা হয়। টিউবের ওপরের অংশে আলাদা হয়ে থাকা এ প্লাজমা সমৃদ্ধ রক্তের অংশ সিরিঞ্জ দিয়ে টিস্যুর ভেতরে প্রবেশ করিয়ে দেয়া হয়।
পিআরপি কীভাবে কাজ করে:
প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমাতে অনেক পুষ্টিকর উপাদান থাকে। যেমন- পিডিজিএফ, টিজিএফ, ইডিজিএফ, আইজিএফ, এফজি এবং টিএসপি-ওয়ান ইত্যাদি। যা ১-৩ মাসের মধ্যে রোগীর নির্ধারিত স্থানে থাকা কোষগুলোকে স্টিমুলেট করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এতে থাকে প্রচুর প্রোটিন, যা প্রাকৃতিকভাবে আপনার চুল বৃদ্ধিতে অথবা হাড়ক্ষয় কিংবা মাংস পেশী(বিশেষ অংগ) রিপেয়ার, রিজেনারেশন ও রিএকটিভ করতে সহায়তা করে। এ প্রোটিন সমৃদ্ধ প্লাজমা দিয়েও চুলের টাক পড়া, হাড় ক্ষয় প্রতিরোধ ও পেনিশ এর টিস্যুগুলো সতেজ রাখে।
কোন কোন রোগের জন্য পিআরপি নিবেন :
১. যৌন রোগ
- উত্থানজনিত সমস্যা
- খুব কম সময় দিতে পারা
- অসম্পূর্ণ যৌন ক্রিয়া
২.জয়েন্ট এ ব্যথা
৩.চুল পরা
৪.চর্ম রোগ
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
যোগাযোগ :
Google ম্যাপ দেখে চেম্বারে আসতে নিচের লিংকে চাপ দিন :
https://maps.app.goo.gl/AcykNRCdQNg6GAeK9
অনুগ্রহপূর্বক whats app এ কল বা মেসেজ দিয়ে বিস্তারিত জানুন ( অন্য মাধ্যমে বিস্তারিত বলা অনেক কঠিন) নিচের লিংকে চাপ দিলে আমাদের হোয়াটসঅ্যাপ এ ঢুকতে পারবেন।
https://call.whatsapp.com/voice/mS4zbmjlcMITc1yFgj8BDs
চেম্বার -১
নূর ম্যানশন,
চকবাজার, রেলিস বেকারির উপরে, চকবাজার ডায়াগনস্টিক সেন্টার এর সাথে, C N G স্টেশন, (পৌরসভা মার্কেটের পশ্চিমের বিল্ডিং)সদর, কুমিল্লা।
চেম্বার ২
নিজ ঘর ৫০১,মদিনা হসপিটালে দক্ষিণ পাশে, লাকসাম রোড( সাকতলা প্রাইমারি স্কুলের বিপরীত পাশে) ,২ তলা, টমছমব্রিজ
কুমিল্লা,
01633607510 wts app