06/09/2025
❗ সন্তান হচ্ছে না ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে বন্ধ্যাত্ব নারী ও পুরুষ উভয়েরই হতে পারে। চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। পারিবারিক ও সামাজিকভাবে বাংলাদেশে নারীদেরই এজন্য নিগ্রহের শিকার হতে হয় বেশি।
নারীর জীবনের বিভিন্ন পর্যায়ে মাসিক সমস্যা, জরায়ুর জটিলতা কিংবা সন্তান ধারণের সমস্যার মতো বিষয়গুলোকে অবহেলা নয়। সময়মতো সঠিক চিকিৎসা এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শই হতে পারে সুরক্ষার চাবিকাঠি।
🩺 এসব বিষয় ছাড়াও গাইনী ও স্ত্রীরোগ সম্পর্কিত যেকোনো সমস্যা— হোক তা হরমোন জনিত সমস্যা, অতিরিক্ত রক্তপাত, ইনফেকশন, PCOS, বা বয়সজনিত পরিবর্তন— সব ধরনের সমস্যার সমাধানে আপনার পাশে রয়েছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডঃ জানিবুল হক স্যার।
💡 আপনার সমস্যা যতই জটিল হোক না কেন, সঠিক চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে সমাধান সম্ভব। দেরি না করে আজই যোগাযোগ করুন।
📞 এপয়েন্টমেন্টের জন্য: 01611331533 (সকাল ৯টা – রাত ৮টা)
🏥চেম্বারঃইনসাফ স্পেশালাইজড হসপিটাল লিমিটেড
৩৮, টমছম ব্রীজ, কোটবাড়ি রোড, কুমিল্লা
⏰ রোগী দেখার সময় প্রতিদিন দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
#মাসিক #প্রসবব্যথা #জরায়ুরোগ #সার্ভাইক্যাল_ক্যান্সার #বন্ধ্যাত্ব