25/11/2025
নুডলসে TBHQ (প্রিজারভেটিভ),MSG (ফ্লেভার), সোডিয়াম বেশী পরিমাণে আছে এটি কে না জানে? তবুও আমরা বাচ্চাকে নুডলস খাওয়াই নাকি কলা?
ফর্মুলা দুধে আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, এক্সট্রা সুগার আছে জানার পরেও কি আমরা বাচ্চাকে মায়ের বুকের দুধের পাশাপাশি ফর্মুলা খাওয়াই না?
সেরিলাক ইউকে, সুইজারল্যান্ড, জার্মানির মার্কেটে জিরো সুগ্যার দিয়ে ডিস্ট্রিবিউশন করা হলেও এশিয়ান মার্কেটে প্রতি স্কুপে ১.৫ চামুচ চিনি দেয়া হয়। এটা জানার পরেও আমরা সেরিলাক কি দেই না?
বাচ্চাদের জন্য দ্বিতীয় মহামারী হিসাবে রুপ নিচ্ছে কন্সটিপেশন বা টয়লেট না হওয়া বা শক্ত হওয়া। পরের আর্টিকেলে বাচ্চাদের কন্সটিপেশনের আদ্যোপান্ত উল্ল্যেখ করা হবে। আপনারা যে বিষয়ে জানতে চান জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর ইনশাআল্লাহ চেষ্টা করবো তুলে আনার।
[আপনাদের ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েবসাইট, ফ্রিতে সকল স্বাস্থ্য সমস্যার আপডেট পাবেন ]