
25/03/2025
◾যারা হাঁপানি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ৬/৭ টি লবঙ্গ আধাকুটা করে ৬০ মিলি পানিতে মিশিয়ে মৃদু তাপে জ্বাল করুন। অর্ধেক পানি কমে গেলে চুলা হতে নামিয়ে ছেঁকে নিয়ে এর সাথে ২ চা চামচ মধু মিশিয়ে সেবন করতে হবে। উক্ত নিয়মে দিনে ৩ বার সেবন করে গেলে হাঁপানি রোগের বিশেষ উপকার হয় এবং বুকের জমাট বাঁধা শ্লেষ্মা বের করে দেয়।