MD:Muslim Uddin

MD:Muslim Uddin এসো প্রচলিত ভুল সম্পর্কে অবগত হই।

23/07/2025

এরাবিক ঘড়িটা আপনার সৌন্দর্য কে বাড়িয়ে তুলবে।

✅ওয়াচের বিবরণ এবং সাথে যা পাচ্ছেন।

*SABR AA গ্রেড বেস্ট কোয়ালিটি ঘড়ি ⌚️*
✔ ১ বছরের মেশিন ওয়ারেন্টি।
✔১০০% ওয়াটার রেসিস্টেন্স নিশ্চয়তা।
✔ ম্যাগনেটিক সিস্টেম ওয়াচ।
✔ ফুল মেটাল বডি – মজবুত ও প্রিমিয়াম ফিনশিং।
✔ ৩০০ গ্রাম সিম্পল কার্ড বক্স।
✔ টুল পিন (চেইন কাটার)।
✔ ওজন:১৫০–১৬০ গ্রাম।
✔ডায়ল সাইজ ৪২ mm.

বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন

23/07/2025

বহুল প্রতীক্ষিত "sabr watch" এখন আমাদের স্টকে এভেলেবল। আলহামদুলিল্লাহ।

"SABR" শব্দটি খোদাই করা স্টাইলিশ ও মিনিমাল ডিজাইনের এই ঘড়িটি এখন সবার কাছে জনপ্রিয়।

বাংলাদেশে এখনো এটি আন অফিশিয়ালি – আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি ❤️

কোয়ালিটি যথেষ্ট ভালো হবে ইনশাআল্লাহ!
✅ সম্পুর্ন মেটাল বডি।
✅ ওয়াটারপ্রুফ।
✅ বাটারফ্লাই লক।

বক্সের ভিতরে একটা ব্যাটারি ও চেইন কাটার মেশিন পাবেন🎁

স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করে ফেলুন!
[ছবিতে যেরকম দেখতেছেন ঠিক সেরকম হবে]
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন
অথবা কল করুন : 01896-403191

08/12/2024

جو تجھے بھول گیا * تو بھی اسے یاد نہ کر
جو تجھے یاد کیا * تو بھی اسے بھول نہ جا

মূল ভবনে আঘাত করার সময় তিনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। ভবনের চারদিক ঘিরে ফেলে কু*ত্তা বাহিনী। ওদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে...
19/10/2024

মূল ভবনে আঘাত করার সময় তিনি গ্রাউন্ড ফ্লোরে ছিলেন। ভবনের চারদিক ঘিরে ফেলে কু*ত্তা বাহিনী। ওদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গেসঙ্গে তিনি উপরের তলায়, ঠিক যেখানে তিনি লুকিয়ে থাকতেন, সেখানে চলে গেলেন। তাঁর এর দৌড়ঝাঁপ দেখে ফেলে ওরা।

উপরে ওঠার মুহূর্তেই ওরা আবার তাঁকে লক্ষ করে ট্যাং*ক চালায়। তিনি মা*রা*ত্মকভাবে আ*হত হন এবং একটা হাত শরীর থেকে বি*চ্ছিন্ন হয়ে যায়। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে তাঁর জায়গায় গিয়ে বসলেন।

এরমধ্যে শয়তান বাহিনী তোড়জোড় করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। তিনি তা টের পেয়ে এক হাতেই দু দুটো গ্রে*নেD নি*ক্ষেপ করেন ওদেরকে টার্গেট করে। ওরা সাহস হারিয়ে ফেলল। যে গতিতে উপরে ওঠার চেষ্টা করেছিল তারচেয়ে দ্বিগুণ গতিতে পুনরায় নিচে নেমে গেল।

বাহিরে রু*দ্ধদ্বার বৈঠক। সিদ্ধান্ত হল ড্রো*N প্রবেশ করিয়ে তাঁর অবস্থান শনাক্ত করা। সিদ্ধান্ত অনুযায়ী ড্রো*N ব্যবহার করল তারা। তিনি কর্তিত ও র*ক্তা*ক্ত হাত নিয়ে দেখছিলেন সব। এক হাতে ছিল লাঠি।

যখন ড্রো*ন তাঁর কাছাকাছি আসল ঠিক তখনই তিনি লাঠি নিক্ষেপ করলেন ড্রো*নের উদ্দেশে। তাঁর এই অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গেসঙ্গে পুরো বিল্ডিং গু*ড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী tangক শে*ল্ড ব্যবহার করল ওরা এবং তিনিও তাঁর সামনের কাতারে থেকে ল*ড়াই করার এক অবিস্মরণীয় ও ঐতিহাসিক অভিযাত্রা শেষ করলেন।

তিনি দেখিয়ে গেলেন নেতৃত্ব কীভাবে দিতে হয়।

08/07/2024

~জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

~শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

~শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নফসের ধোকাই পড়ে শেষ করছি পরকাল কে.! যেখানে থাকতে হবে অনন্তকাল.!

08/07/2024

হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য দিন যেন পৃথিবীর কোনো মানুষের কোনো কথায়
অন্তর ব্যথিত না হয়🥹🤲

08/07/2024

সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া,
সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা,
সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্যধারণ করা।

08/07/2024

এতো হতাশ হচ্ছেন কেনো,

যেখানে আল্লাহ নিজেই বলেছেন, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে 💚🥀

বিদায় ইসলামি আরবি বছর ১৪৪৫। স্বাগত হিজরি নববর্ষ ১৪৪৬। হিজরি সনের প্রথম মাস হলো মুহাররম। নতুন বছরে বিগত দিনের গ্লানি, অপ্...
07/07/2024

বিদায় ইসলামি আরবি বছর ১৪৪৫।
স্বাগত হিজরি নববর্ষ ১৪৪৬।
হিজরি সনের প্রথম মাস হলো মুহাররম।
নতুন বছরে বিগত দিনের গ্লানি, অপ্রাপ্তি, হতাশা, বঞ্চনা ও ব্যর্থতা ঝেড়ে মুছে নতুন স্বপ্ন ও অঙ্গীকারে যেন আমরা ঘুরে দাঁড়াই।
যদিও ইসলামে নতুন বছর উদযাপনের কোনো অস্তিত্ব নেই, কারণ আল্লাহর দেওয়া প্রতিটি দিনই সুন্দর এবং মঙ্গলময়।
আসলে বর্ষপঞ্জি হচ্ছে জীবনের একটা অপরিহার্য প্রসঙ্গের নাম।
দিন, মাস আর সনের হিসাব ছাড়া আধুনিক পৃথিবীতে কোনো কাজই চলে না।

দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহার  শুভেচ্ছা ও অভিনন্দন।  সবাইকে ঈদ মোবারাক।।
16/06/2024

দেশ ও প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

সবাইকে ঈদ মোবারাক।।

কী আর বলব..?বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী ম...
07/05/2024

কী আর বলব..?
বলতে গেলে লাইফের তিন ভাগের এক ভাগ শেষ অথচ এখনো নিজের কাছেই নিজেকে অচেনা লাগে..!
মাঝে মাঝে নিজেকে দুঃখবিলাসী মনে হয়,
আবার অকারন স্বপ্ন দেখতে-ও ভুল হয়না,
নিজে হাসিখুশি থেকে অন্যদের হাসিখুশি রাখতে পছন্দ করি,
ভাবি বড় হয়ে গেছি,
আবার কাজে কর্মে ছোট ছোট ভাবটা এখনো ঝেড়ে ফেলতে পারি না।
বেশ অভিমানী আর জিদ্দি, কিন্তু যেকোন বিষয়ে ফান করতে খুব ভাল লাগে,
তবে লাইফে এক্সামগুলোর দরকারটা কী ভেবে পাই না।
খুব ভালোবাসি কিতাব পড়তে, নসিহত শুনে সময় কাটাতে, আর কিছু কিছু সময় নিজের মত থাকতে।।
আর কি বলব..?
বলার অনেক কিছুই আছে, তবে আর কিছু নাইবা বলি, বাকি কথারা তোলা থাক।

13/01/2024

لَيْسَ الْجَمَالُ بِأَثْوَابٍ تُزَيِّنُنَا
إِنَّ الْجَمَالَ جَمَالُ الْعِلْمِ وَالْأَدَبِ

Address

Cumilla

Telephone

+8801796349883

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD:Muslim Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MD:Muslim Uddin:

Share