Wait for Weight ?

Wait for Weight ? Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wait for Weight ?, Health & Wellness Website, Chowara Bazar, By Pass Road-3500, Cumilla.

25/06/2023

✨I'm a nut, but not just a nut.✨

😍নিয়মিত বাদাম খাওয়ার কার্যকারিতা-

✅.শরীরের ক্লান্তি দূর হয়।
✅.মস্তিষ্কে শক্তিশালী করে।
✅.রক্তচাপ নিয়ন্ত্রণ।
✅.কলেস্টেরল কমায়।
✅.স্বাস্থ্যকর হৃদয়।
✅.মেজাজ ভাল রাখে।
✅.ক্যান্সার থেকে বাঁচায়।

#মিল্কশেক #ওজনবাড়ান #চিকনস্বাস্থ্য #তৈতৈতৈ #বাদামশেক #চকলেটশেক

😍স্ট্রবেরির কার্যকারিতা:✨✅পুষ্টিসমৃদ্ধ: স্ট্রবেরিতে ক্যালোরি কম কিন্তু প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। এগুলিতে ভিটামিন সি,...
22/06/2023

😍স্ট্রবেরির কার্যকারিতা:✨

✅পুষ্টিসমৃদ্ধ:
স্ট্রবেরিতে ক্যালোরি কম কিন্তু প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। এগুলিতে ভিটামিন সি, কে এবং বি-কমপ্লেক্স ভিটামিনের পাশাপাশি ম্যাঙ্গানিজ, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ রয়েছে।

✅অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার হাউস:
স্ট্রবেরি অ্যানথোসায়ানিন, এলাজিক অ্যাসিড এবং ভিটামিন সি সহ অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধএই যৌগগুলি শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে, কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে।

✅হার্টের স্বাস্থ্য:
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যালগুলি হৃদরোগের ঝুঁকি কমানোর সাথে যুক্ত। তারা রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে, প্রদাহ কমাতে এবং স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে।

✅ক্যান্সার প্রতিরোধ:
কিছু গবেষণায় বলা হয়েছে যে স্ট্রবেরিতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে। তারা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে, প্রদাহ কমাতে এবং ডিএনএ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

✅রক্তে শর্করার নিয়ন্ত্রণ:
তাদের প্রাকৃতিক মিষ্টি থাকা সত্ত্বেও, স্ট্রবেরিগুলির একটি কম গ্লাইসেমিক সূচক রয়েছে, যার অর্থ তাদের রক্তে শর্করার মাত্রার উপর ন্যূনতম প্রভাব রয়েছে। এটি তাদের ডায়াবেটিসযুক্ত ব্যক্তিদের জন্য বা তাদের রক্তে শর্করার মাত্রা পরিচালনা করার লক্ষ্যে তাদের জন্য একটি উপযুক্ত ফল পছন্দ করে তোলে।

✅হজমের স্বাস্থ্য:
স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে খাদ্যতালিকাগত ফাইবার রয়েছে, যা একটি স্বাস্থ্যকর পরিপাকতন্ত্র বজায় রাখতে সহায়তা করে। ফাইবার মলের সাথে প্রচুর পরিমাণে যোগ করে, নিয়মিত অন্ত্রের চলাচলকে উৎসাহিত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করতে পারে।

✅ত্বকের স্বাস্থ্য:
স্ট্রবেরিতে উচ্চ ভিটামিন সি উপাদান কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য অপরিহার্য। ভিটামিন সি সূর্যের এক্সপোজার এবং পরিবেশগত বিষাক্ত পদার্থ দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে।

✅জ্ঞানীয় ফাংশন:
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল মস্তিষ্কের স্বাস্থ্যকে সহায়তা করতে পারে। কিছু গবেষণা পরামর্শ দেয় যে নিয়মিত স্ট্রবেরি সেবন জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে পারে এবং বয়স-সম্পর্কিত জ্ঞানীয় পতনকে বিলম্বিত করতে পারে।

✅চোখের স্বাস্থ্য:
স্ট্রবেরিতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল সহ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী বেশ কয়েকটি যৌগ রয়েছে। এই পুষ্টিগুলি অক্সিডেটিভ স্ট্রেস এবং বয়স-সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় থেকে চোখকে রক্ষা করতে সাহায্য করে।

✅ওজন ব্যবস্থাপনা:
তাদের কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার সামগ্রী সহ, স্ট্রবেরি ওজন কমানো বা ওজন নিয়ন্ত্রণের ডায়েটে একটি সন্তোষজনক এবং পুষ্টিকর সংযোজন হতে পারে। ফাইবার পূর্ণতার অনুভূতি বাড়াতে সাহায্য করে, অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা হ্রাস করে।

#মিল্কশেক #ওজনবাড়ান #চিকনস্বাস্থ্য Wait for Weight ?

🌿লেবুর উপকারিতা : 😍✅লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে✅লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় ক...
22/06/2023

🌿লেবুর উপকারিতা : 😍

✅লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে
✅লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে।
✅ফলে খাবার সহজে হজম হয়। কোষ্ঠকাঠিন্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে।
✅ লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রাও বাড়িয়ে দেয়।

#মিল্কশেক #ওজনবাড়ান #চিকনস্বাস্থ্য Wait for Weight ?

‘An Apple a Day, Keeps Doctor Away’😍_নিয়মিত আপেল খাওয়ার উপকারিতা:🍏 এটি চর্মরোগ, পোড়া, হার্ট অ্যাটাক, জ্বর, কোষ্ঠকাঠিন্য...
21/06/2023

‘An Apple a Day, Keeps Doctor Away’

😍_নিয়মিত আপেল খাওয়ার উপকারিতা:

🍏 এটি চর্মরোগ, পোড়া, হার্ট অ্যাটাক, জ্বর, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আপেল উপকারী।

🍏এটি মানসিক রোগ, অ্যাসিডিটি, জ্বর, উচ্চ রক্তচাপের পাশাপাশি আমাশয়ও উপকারী।

🍏এটি দুর্বলতা, বদহজম, শ্বাসকষ্টের রোগেও আপেল খাওয়া উপকারী।

🍏এটি লিউকোরিয়া, দাঁতের রোগ, বাত, পাথর, রক্তশূন্যতা দূর করে।

Wait for Weight ?

20/06/2023
20/06/2023
❎_অগ্রিম কোনো পে-করতে হবে  না_❎✅ইনশাআল্লাহ ,পোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার ম্যানকেই টাকা দিবেন।✅✅কুরিয়ার এবং হোম ডেলিভার...
19/06/2023

❎_অগ্রিম কোনো পে-করতে হবে না_❎

✅ইনশাআল্লাহ ,পোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার ম্যানকেই টাকা দিবেন।✅
✅কুরিয়ার এবং হোম ডেলিভারি দেয়া হয় সমগ্র বাংলাদেশে।✅
✅আমরা ৩/৪ দিন এর ভিতরে সারা বাংলাদেশ এ পার্সেল পাঠিয়ে থাকি।✅

#মিল্কশেক #ওজনবাড়ান #মিল্কশেক

কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।...
19/06/2023

কলা পটাসিয়ামের ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে কাজ করতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে।” তিনি আরও বলেন, “ভালো মাত্রায় পটাশিয়াম খাবার তালিকায় যোগ করা হৃদ স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

তৈ তৈ তৈ...... আমার আপু-ভাইয়ারা কয়??🤭🤭❎আর নয় চিকন স্বাস্থ্য!!✅আপনি কি চিকন স্বাস্থ্য মোটা করতে চান? ☺️✅যদি চান তাহলে আপ...
19/06/2023

তৈ তৈ তৈ...... আমার আপু-ভাইয়ারা কয়??🤭🤭

❎আর নয় চিকন স্বাস্থ্য!!

✅আপনি কি চিকন স্বাস্থ্য মোটা করতে চান? ☺️
✅যদি চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন 💪💖

✅আমাদের Premium Milk Shake টি আপনাকে স্থায়ী ভাবে করবে আরো ফিট আরো আকর্ষণীয় 😍✨

✅আমাদের আছে হাজার হাজার কাস্টমার আছে যারা এটার গুণ আর কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট 😍💖

✅বাদাম শেক এর কার্যকরীতা....
✔️স্থায়ীভাবে সুস্বা-স্থ্য প্রদান করে।
✔️পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে সহায়তা করে।
✔️ক্যালসিয়াম এর অভাব পূরণ করে।
✔️লম্বা হতে সহয়তা করে।
✔️হজম শক্তি বৃদ্ধি করে ।
✔️শারীরিক দুর্বলতা দূর করে।
✔️বডি শেল উন্নত করে।
✔️মাশেল তৈরি করে।
✔️রুচিশীল এবং পুষ্টিকারক ইত্যাদি।

#মিল্কশেক #ওজনবাড়ান #চিকনস্বাস্থ্য

চিকন স্বাস্থ্য  নিয়ে যারা দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগছেন, হাজার পন্থা অবলম্বনেও কোন ফলাফল পাচ্ছেননা। 👉তাদের কথা মাথা রেখেই ...
15/06/2023

চিকন স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগছেন, হাজার পন্থা অবলম্বনেও কোন ফলাফল পাচ্ছেননা।
👉তাদের কথা মাথা রেখেই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি ফু'ড সা'প্লিমেন্ট
Wei*ght Badam shake

✅১০০% কার্যকরী ও নিরাপদ

⚡তাই আর দেরী না করে আজই অর্ডার করুন সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে অথবা কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে
☎️01566030939

Address

Chowara Bazar, By Pass Road-3500
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Wait for Weight ? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Wait for Weight ?:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram