09/09/2023
অহংকারে শয়তান সবচেয়ে বেশি খুশি হোন---লিখাটা না লিখলেও চলতো কিন্তু মনের অবচেতনে বারবার মনে করিয়ে দেয় যে ভালো কথা বলতে কিসের দ্বিধা?? তাই কিছু কথা শেয়ার করি। ভুল হলে মাফ করে দিবেন।আমার নিজের একটা অভিজ্ঞতা কয়েকদিন আগে আমি ও আমার বউ মনোহরপুর থেকে অটোরিকশা যোগে কান্দিরপাড় এসে,একটা বই লাইব্রেরিতে,,কিছু সময় দাড় করিয়ে রেখেছিলাম,,কথা ছিলো উত্তর চর্থা যাবো।। অটোরিকশাচালক হঠাৎই অনর্থক তর্কে জড়িয়ে পড়লো আমার সাথে,, পাশেই পথচারী কয়েকজন অটোরিকশা চালককে অনেক বকাবকি করছিলো আমার পক্ষে। আমি নিজেও অনেক বেশি রাগান্বিত হয়ে অটোরিকশা চালককে বকাবকি করছিলাম,এমনকি মারতেও ইচ্ছে করছিলো।যা-ই হোক পরে নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণে এনে মনে হলো এ আমি কি করলাম???কেনো করলাম??? তুমি অধম বলিয়া আমি উত্তম হইবোনা কেনো??? কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়??? রেগে গেলেন তো হেরে গেলেন।।এভাবে বারবার আমি রাগের কাছে হেরে যায়।।আবার অঝোরে কান্নাকাটি করে আল্লাহ তায়ালা র কাছে মাফ চাই হে আল্লাহ তায়ালা আর কোনোদিন,, মরনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাগকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি।। পবিত্র কোরআনুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা অসংখ্য বার বলেছেন যে ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য্যশীলরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবে আল্লাহ তায়ালা কোনো সন্দেহ নেই। রাগের বিপরীতই আছে ধৈর্য্য।। অহংকার আল্লাহ তায়ালা র চাদর।। অথচ আমি,আপনি, আমরা বুঝে না বুঝে অহংকার করে আল্লাহ তায়ালা র চাদর নিয়ে টানাটানি করে ফেলি??যেমন মসজিদে নামাজ পড়তে গিয়ে কাতারে দাড়ালে,কে দিনমজুর বা রিকশাচালক আর কে কোটিপতি আমরা বিচার করিনা,সবাই সমান,এটাই ইসলাম। অথচ যে কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে VIP Guest, Normal guest, গরীব মেহমান এর কথা মাথায় তখন আসেনা।।।গরীবদের দাওয়াত খুব একটা দিতে দেখিনা।দিলেও বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত হয়।এটাই আমাদের সমাজে স্বাভাবিক। অস্বীকার করা মানে মিথ্যের মুখোশ পরে থাকা।পবিত্র কোরআনুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন যে দুনিয়াতে এমন ভাবে হাঁটো যেনো মাটি ব্যাথা না পায়,,মানে নমনীয় ও ভদ্র ভাবে চলাফেরা করো।।আজ থেকে মনে মনে দৃঢ় সংকল্প করলাম আর রাগ করবোনা,অহংকার করবোনা।।পবিত্র কোরআানুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন শয়তান এর পদাঙ্ক অনুসরণ করোনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।।এই যে রাগ,অহংকার এগুলোকে পরিহার না করতে পারলে বুঝতে হবে আমি শয়তান এর পদাঙ্ক অনুসরণ করছি।। আর অহংকারহীন,রাগহীন মানুষ মানেই শয়তান পরাজিত আর আমি-আপনি-আমরা জয়ী।। তাই আমি চেষ্টা করছি,, আপনারাও চেষ্টা করুন।। পবিত্র কুরআন শরীফ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন নিরাশ হয়োনা যদি মুমিন হও