DR.Kamrul Ahsan Tanim

DR.Kamrul Ahsan Tanim MBBS (2002) CMC
PGT(I) [CEITS-2003]
DCO -CU(2005)
Consultant BICO And Eye Hospital Cumilla

02/10/2024

আপনার চোখের সেবায় সবসময় পাশে আছি আমি ডা. কামরুল আহসান তানিম। চোখ বিষয়ক সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন। নতুবা শরীরের একটি গুরুত্বপূর্ণ আপনি নিজের অজান্তেই হারিয়ে ফেলবেন।

ডা.কামরুল আহসান তানিম
চক্ষু বিশেষজ্ঞ,
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লা।
যোগাযোগ: 01711-390652
চেম্বার: মোতালেব প্যারাডাইস,দক্ষিণ চর্থা,কুমিল্লা।

24/09/2024

চোখ লাল,পানি পড়ে, খচখচ করে।।।একজন পশু ডাক্তার, একজন সচেতন ছাত্রী,ছাত্র বড়ো প্রফেসর বা ডাক্তার ও দেখানোর পরও ভালো হয়নি।।।এ-ই পরিস্থিতিতে আমি বলবো রোগীদেরকে বেশি করে সচেতন হওয়া উচিত।। চোখ আপনার। ডাক্তার ও মানুষ। ভূল হতেই পারে কিন্তু আপনার নিজের প্রতি নিজের সচেতনতা,,আপনার চোখকে রাখতে পারে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক।। তাই বলছি ডাক্তার এর দোষ না খুঁজে নিজের চোখের প্রতি বিশেষ ভাবে মনোযোগী হোন।। এ-র জন্য আমি ২৪ ঘন্টা, ৩৬৫ দিন আপনাদের সেবায় নিবেদিত আছি। যে কোনো চোখ এর সমস্যা ২/১ দিনের মধ্যে, উন্নতি না হলে আমার কাছ থেকে পরামর্শ ও সরাসরি সেবা নিতে পারেন।।যোগাযোগ এ-র ঠিকানা -- মোবাইল নম্বর --০১৮৯৪৬৮৮৭১৩

10/04/2024

ঈদের শুভেচ্ছা ও দোয়া রইলো সবার জন্য।।। কেউ মালয়শিয়া বা বিভিন্ন দেশে ঈদের ছুটি কাটায়,কেউ বা ঘরের কোনায় নিজেকে বন্দী হিসেবে ঈদের ছুটি কাটায়।কোথাও বাজি ফুটিয়ে ঈদের আনন্দ পার্টি করে আর কোথাও প্রতিদিন বোমার আতংকে মৃত্যুর পরোয়ানা নিয়ে ঈদের সময় পার করছে।। এক কাতারে মানুষ কখনও আসতে পারবেনা।।কেননা পৃথিবীটা কারো জন্য জাহান্নাম আবার কারো জন্য জান্নাত এর সুখ।। সুতরাং ঈদের অনুভতিটাও দুই রকমের হবে।।।এটাই প্রকৃতির নিয়ম।।। আবারো সবাই কে ঈদের শুভেচ্ছা ও দোয়া

04/03/2024

ABDUL MOTTALIB foundation Extra curricular activities with spoken English Training centre.

Sponsored by: Rotary club of Cumilla sunflower...
Class schedule: Every Thursday - Friday - Saturday... After evening...
Contact person -- Saidur Rahman--01783498227

21/01/2024

আজকে আমার এক বন্ধু মারা গিয়েছে তার জন্য আমি, সহ আমরা সবাই খুব বেশি মর্মাহত।কেননা গতকাল রিইউনিয়নে ওর গানের অনুষ্ঠানে পারফরম্যান্স করার কথা কিন্তু আজ সে নেই। তার স্মৃতি আমি সহ অসংখ্য বন্ধুর মাঝে থাকবে। আজরাইল কে দায়িত্ব দেয় রুহ কবজ করতে মহান আল্লাহ তায়ালা। তখন আজরাইল বলে,ইয়া মাবুদ সমগ্র বিশ্বের মানুষ আমাকে গালাগালি করবে। আল্লাহ তায়ালা বলেন কখনও নয়।তারা মৃত্যুর কারণের পিছনে ছোটাছুটি করবে তোমার পিছনে নয়। কেউ মারা গেলে বলবে,অকালে মৃত্যু বা দুর্ঘটনায় মৃত্যু বা বার্ধক্যজনিত মৃত্যু বা দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু বা অমুক কারণ, তমুক কারন ভুলেও কেউ আজরাইল কে দায়ী করেনা।বলে,ডাক্তার এর অবহেলায় বা ভুল চিকিৎসায় মৃত্যু। মোট কথা মৃত্যুর কারণ থাকতেই হবে আল্লাহ তায়ালা র হুকুম এ যে মৃত্যু হয় এটা আমি বা আমাদের বেশির ভাগই ভুলে বসে আছি। তিনটি হারাম যে কেউ এর সাথে জড়িত। আমি, আপনি,আমরা কেউই এ-ই হারাম থেকে বাঁচতে পারছিনা ফলে জাহান্নাম নিশ্চিত হয়ে যাচ্ছে।। হে আল্লাহ তায়ালা আমাদের কে মাফ করুন নতুবা আমি সহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই। প্রথম হারাম- গীবত করা,আমি,আপনি,আমরা সবাই করছি এর থেকে বাঁচার কোনো উপায় নেই বললেই চলে। তবে আমি আজকে থেকে গীবত করবোনা বা না করার সর্বোচ্চ চেষ্টা করবো।দ্বিতীয় হারাম--- সুদ খাওয়া। বেশির ভাগই এ-র সাথে জড়িত। তৃতীয় হারাম-যিনা,চোখের যিনা তো আমি সহ আমরা সবাই যতোটা সময় জেগে থাকি মোবাইল আসক্তির কারণে ইচ্ছে করে বা অনিচ্ছায় যিনা হয়ে যায়।আর মনের যিনা এটাকে আপনি,আমি বা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো??? হে আল্লাহ তায়ালা আমাদের কে মাফ করুন নতুবা জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। সুরা হুমাযাহ্ তে আল্লাহ তায়ালা সুস্পষ্ট ভাবে কড়াকড়ি করে বলেন যে তোমরা প্রকাশ্যে বা গোপনে কারো সমালোচনা করোনা।।।এবার বলুন কয়জন এ-ই কাজ থেকে বিরত???? মাফ করার মালিক আল্লাহ তায়ালা সুতরাং হতাশ হয়োনা যদি মুমিন হও।। আমরা ঘুমের সময় বলি হে আল্লাহ তায়ালা আপনার নামে মরতে যাই।।পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরন করোনা। এ-র মানেটা কি??????? সকল হারাম থেকে বিরত থাকতেই হবে।।পারুন বা না পারুন চেষ্টা করুন।আমিও আজ থেকে চেষ্টা করবো হারাম থেকে বিরত থাকতে সফল হলে ভালো,, না হতে পারলেও হতাশ হওয়ার কিছু নেই। কেনোনা নিরাশ হয়োনা যদি মুমিন হও এটা আল্লাহ তায়ালা র ওয়াদা আর আমি নিজেকে মুমিন দাবি অবশ্যই করি ও চেষ্টাও করি।।।।

02/01/2024

নতুন বছরের প্রথম দিন মোবাইল হারিয়ে যাত্রা শুরু করলাম।।।আল্লাহ তা আলাই ভালো জানেন পুরো বছরটা কেন যাবে??? তবে সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সভাপতি হিসেবে ছোট্ট ছোট্ট বাবুদের মধ্যে বই বিতরণ করে অনেক বেশি ভালো লেগেছে

17/09/2023

আমি একজন অতি সাধারণ মানুষ,সোজা বাংলায় আমজনতা। সেই সাথে চোখের ডাক্তার ও।। একজন ডাক্তার এ-র কাছ থেকে শুনেছিলাম পবিত্র কুরআন শরীফ এ আয়াতের সংখ্যা ৬৬৬৬ টা নয় আরো কম।।আমি নিজে যেহেতু ইসলামের knowledge খুবই কম জানি তাই তর্কে যাইনি। পবিত্র কুরআনুল মজিদ এ ১১৪ টা সুরা আছে এতো টুকু জানি। ছোট্ট বেলায় একবার খতম দিয়েছিলাম,,এ-তো টুকুই অর্জন। ইদানীং পবিত্র কুরআনুল মজিদ এর প্রতিটি সুরার প্রতিটি আয়াত পড়লে মনে এতো শান্তি লাগে ভাষায় বুঝাতে পারবোনা শুধু বলবো আমাদের ইসলামের knowledge কম থাকতে পারে কিন্তু চেষ্টা করতে তো পারি।সুরা দ্বোহা পড়লে মনে হয় এটা আমার জীবনের সাথে শুধু আমার না সবার জীবনের সাথে কম বা বেশি মিলে যায়।উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন।। প্রথমেই আল্লাহ তায়ালা বলতেছেন --- আলোর শপথ, তারপর অন্ধকারের শপথ আপনার আল্লাহ তায়ালা কখনও আপনাকে একা ফেলে যায়নি,যাবেওনা বলে দিন এটা সবাই কে। এর পরপরই বলতেছেন নিশ্চয়ই আখিরাত ইহকাল চেয়ে অনেক বেশি উত্তম।এ-ই কথাটা যদি আমার নবী, আপনার নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী র জন্য আল্লাহ তায়ালা বলে থাকেন,,তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সবার জন্য পরকালের শান্তি, জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়াটাই একমাত্র উদ্দেশ্য ও কাম্য।।এ-ই আয়াতটা নিয়ে গভীর ভাবে চোখ বন্ধ করে চিন্তা করলে কান্না চলে আসে।তারপরের আয়াতে আল্লাহ তায়ালা বলতেছেন আপনাকে এতো বেশি দিবো যে নিশ্চয়ই আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন। তারপরে আল্লাহ তায়ালা কি বলতেছেন?? আমি কি আপনাকে এতীম অবস্থায় পাইনি? আমি কি আপনাকে পথহারা অবস্থায় পাইনি??আমি কি আপনাকে অভাবগ্রস্থ অবস্থায় পাইনি?? সুতরাং একটু ধমকের সুরে আল্লাহ তায়ালা পরের আয়াত গুলোতে বলতেছেন, - অতএব কোনো এতীমকে আপনি প্রহার করবেননা,কোনো প্রশ্নকারী যে কিনা অনর্থক তর্কে জড়িয়ে পড়তে চায় বা আপনাকে প্রশ্ন করে অনর্থক তাদের প্রতিও আপনি বিরক্ত হবেননা।।এবং আপনি আপনার মহান রবের বেশি বেশি প্রশংসা করতে থাকুন।এই সুরা থেকে অনেক কিছু শিখার আছে।।আল্লাহ তা আলা আমাদের সবাই কে এভাবে পবিত্র কুরআনুল মজিদ এর বাংলা অর্থ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।।

15/09/2023

মুনাফেকি ---- আজকের জুম্মার নামায পড়িবার পূর্বে খুঁতবা শোনার সময় আমার পাশেই ছিলো আমার এলাকার বিশেষজ্ঞ ডাক্তার ও আমার এলাকার ভাই very recent post graduate course complete ও performance Super করে ARMY MEDICAL college এ চাকরিতে join করেছে।যেটা বলার ইচ্ছে সেটা হলো আমাদের খতিব হাবিব ভাই এর খুতবার বয়ান আমি যতো জুম্মাতে শুনেছি ৯০% সময়ে অঝোরে কান্নাকাটি করে আল্লাহ তায়ালা র কাছে মাফ চেয়েছি,কেনোনা ওনি এই জুম্মার শেষ কথা এ-ই জুম্মা থেকে মরন অবধি আর কোনো দিন যাতে ৫ ওয়াক্ত নামাজ কাজা না হয়।আর বেনামাজীর খাতায় নাম না লিখতে। আর আমার মনে ইদানীং হুজুরদের ওয়াজ এর মূল বক্তব্য যেটা গেঁথে আছে সেটা হলো ফজরের নামাজ ও আছরের নামায যারা পড়তে পারেননা তারা মুনাফেকি চরিত্র। এগুলো সব মিলিয়ে মনের গভীরে বিশাল বড়ো ধরনের ভয় ঢুকে গেলো, - মুনাফেকি চরিত্র হয়ে গেলো নাতো??? আল্লাহ তায়ালা র সুস্পষ্ট বর্ণনা ও আমাদের নবীজীরও হুবহু একই হাদিস যে মানুষের মধ্যে সেই ব্যাক্তি উত্তম যার কাছে ১০০% মানুষ নিরাপদ। সব মিলিয়ে মনের গভীরে বিশাল বড়ো একটা ঝড় বয়ে যাচ্ছে আমার আমল,নামায কবুল হচ্ছেতো?? এ-ই বছরই আল্লাহ তায়ালা র রহমতে ও হুকুমে ওমরাহ হজ্জে গিয়ে পরে বড়ো হজ্ব করে আসলাম। হাজরে আসওয়াদ চুম্বন করার সুযোগও আল্লাহ তায়ালা দিয়েছিলেন বড়ো হজ্ব ওমরাহ হজ্জ দুই বারই।।তারপরও মুনাফেক এর খাতায় নাম উঠে গেলে বাঁচার কোনো উপায় নেই। বেনামাজির খাতায় নাম উঠে গেলে জাহান্নাম থেকে বাঁচার কোন উপায় নেই।। এগুলো মনে হলেই চরম অস্তিরতা মনে কাজ করে,, আল্লাহ তায়ালা র কাছে নিজের জন্য ও নিজের পরিবারের জন্য মাফ চাইতে বলেছেন আল্লাহ তায়ালাই বেশি বেশি।। আল্লাহ তায়ালা র কাছে নিজের গুনাহের জন্য বিশেষ ভাবে মাফ চাই সেই সাথে পরিবারের জন্য।। আজকে থেকে মরন অবধি সত্যি সত্যিই যেনো ৫ ওয়াক্ত নামাজ কাজা না পড়ি ও বেনামাজীর খাতায় নাম না উঠাই,,মুনাফেকের খাতায় নাম না উঠাই এ-ই দোয়া করছি মহান আল্লাহ তায়ালা র কাছে।।। আল্লাহ তাআলা কবুল করুন আমাকে ও যাঁরা সত্যি সত্যিই আপনার কাছে মাফ চায় আমার মতো।।।সবার জন্য দোয়া চাই আল্লাহ তায়ালা র কাছে এই বলে নিজেরাও মুনাফেকি ও নিজেকে সবার কাছে ১০০% নিরাপদ রাখার চেষ্টা করি

09/09/2023

প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম, তাকে তত আকর্ষণীয় ধরা হত।
কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করতো, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদেরই বিয়ে করতো।
কারণ সেসময়ে ভাবা হত, ধনীরা গরীবদের চেয়ে ভাল মন্দ খায় । তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়।
তখন দেখা যেত, অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হত মহাজ্ঞানী । তাদেরও বেশ কদর ছিল।
মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়। কারণ তাদের ধনী-অভিজাত পরিবারের ভাবা হত। কারণ, একগাদা দাসী থাকার কারণে তাদের কোন কাজই করতে হতো না। ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত, সেটাই ছিল আভিজাত্যের প্রতীক।
আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগ ভেদে একেক রকম।
আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য দু'বেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেইনটেইন করায় ব্যস্ত সবাই।
অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবতো, মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের। না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে।
এগুলো আসলে কিছুই না। সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো বা ফর্সা- কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি।
ফোর্বস ম্যগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ব্যবসা হয় প্রায় ২৭০ বিলিয়ন ডলার
(১ বিলিয়ন= ১০০ কোটি)!!!
এর মধ্যে L'oreal এবং Maybelline কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুধরনের মানুষেরা।

এক:- কর্পোরেট ব্যবসায়ীরা, ব্যবসায়িক স্বার্থে।

দুই:- যাদের নিজস্ব কোন যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকেই এরা যোগ্যতা মনে করে।

তবে, আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য।
এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনি হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে।
জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়।

09/09/2023

অহংকারে শয়তান সবচেয়ে বেশি খুশি হোন---লিখাটা না লিখলেও চলতো কিন্তু মনের অবচেতনে বারবার মনে করিয়ে দেয় যে ভালো কথা বলতে কিসের দ্বিধা?? তাই কিছু কথা শেয়ার করি। ভুল হলে মাফ করে দিবেন।আমার নিজের একটা অভিজ্ঞতা কয়েকদিন আগে আমি ও আমার বউ মনোহরপুর থেকে অটোরিকশা যোগে কান্দিরপাড় এসে,একটা বই লাইব্রেরিতে,,কিছু সময় দাড় করিয়ে রেখেছিলাম,,কথা ছিলো উত্তর চর্থা যাবো।। অটোরিকশাচালক হঠাৎই অনর্থক তর্কে জড়িয়ে পড়লো আমার সাথে,, পাশেই পথচারী কয়েকজন অটোরিকশা চালককে অনেক বকাবকি করছিলো আমার পক্ষে। আমি নিজেও অনেক বেশি রাগান্বিত হয়ে অটোরিকশা চালককে বকাবকি করছিলাম,এমনকি মারতেও ইচ্ছে করছিলো।যা-ই হোক পরে নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণে এনে মনে হলো এ আমি কি করলাম???কেনো করলাম??? তুমি অধম বলিয়া আমি উত্তম হইবোনা কেনো??? কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়??? রেগে গেলেন তো হেরে গেলেন।।এভাবে বারবার আমি রাগের কাছে হেরে যায়।।আবার অঝোরে কান্নাকাটি করে আল্লাহ তায়ালা র কাছে মাফ চাই হে আল্লাহ তায়ালা আর কোনোদিন,, মরনের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাগকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি।। পবিত্র কোরআনুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা অসংখ্য বার বলেছেন যে ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য্যশীলরা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবে আল্লাহ তায়ালা কোনো সন্দেহ নেই। রাগের বিপরীতই আছে ধৈর্য্য।। অহংকার আল্লাহ তায়ালা র চাদর।। অথচ আমি,আপনি, আমরা বুঝে না বুঝে অহংকার করে আল্লাহ তায়ালা র চাদর নিয়ে টানাটানি করে ফেলি??যেমন মসজিদে নামাজ পড়তে গিয়ে কাতারে দাড়ালে,কে দিনমজুর বা রিকশাচালক আর কে কোটিপতি আমরা বিচার করিনা,সবাই সমান,এটাই ইসলাম। অথচ যে কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে VIP Guest, Normal guest, গরীব মেহমান এর কথা মাথায় তখন আসেনা।।।গরীবদের দাওয়াত খুব একটা দিতে দেখিনা।দিলেও বৈষম্যমূলক আচরণ পরিলক্ষিত হয়।এটাই আমাদের সমাজে স্বাভাবিক। অস্বীকার করা মানে মিথ্যের মুখোশ পরে থাকা।পবিত্র কোরআনুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন যে দুনিয়াতে এমন ভাবে হাঁটো যেনো মাটি ব্যাথা না পায়,,মানে নমনীয় ও ভদ্র ভাবে চলাফেরা করো।।আজ থেকে মনে মনে দৃঢ় সংকল্প করলাম আর রাগ করবোনা,অহংকার করবোনা।।পবিত্র কোরআানুল মজিদ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন শয়তান এর পদাঙ্ক অনুসরণ করোনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।।এই যে রাগ,অহংকার এগুলোকে পরিহার না করতে পারলে বুঝতে হবে আমি শয়তান এর পদাঙ্ক অনুসরণ করছি।। আর অহংকারহীন,রাগহীন মানুষ মানেই শয়তান পরাজিত আর আমি-আপনি-আমরা জয়ী।। তাই আমি চেষ্টা করছি,, আপনারাও চেষ্টা করুন।। পবিত্র কুরআন শরীফ এ সুস্পষ্ট ভাবে আল্লাহ তায়ালা বলেছেন নিরাশ হয়োনা যদি মুমিন হও

02/09/2023

মানুষতো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার থাকেনা---এটা কার ডায়ালগ???

Address

Mottalib Paradise, 185, North Chortha, South East Corner Of Hoccha Miya School
Cumilla
3500

Telephone

+8801711390652

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR.Kamrul Ahsan Tanim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR.Kamrul Ahsan Tanim:

Share

Category