Dr. Rafi Skin and Hair Care

Dr. Rafi Skin and Hair Care Im doctor Samil Rayhan Mozumder Rafi (MBBS),CMU, DOC ,PGT (Skin and VD) HMO, Cumilla Medical College

20/10/2025

আজ বিকাল ৫:০০ পর্যন্ত চেম্বার খোলা থাকবে।আগামীকাল ২১শে অক্টোবর সন্ধা ৬টা থেকে যথারীতি চেম্বার খোলা থাকবে।

18/10/2025

ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকে এবং বয়সের ছাপ পড়া অনেকটাই রোধ করা যায়।
তাই নিজের স্কিন টাইপ অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নিন এবং নিয়মিত ব্যবহার করুন — নিশ্চিত থাকুন, ত্বক থাকবে তরুণ ও সুস্থ।

14/10/2025

আমাদের পি আর পি ট্রিটমেন্ট এর দাম কেন একটু বেশী???
তা জানতে পুরো ভিডিও টি দেখুন

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমার ইন্টার লাইফের সবচেয়ে প্রিয় শিক্ষিকাদের একজন ছিলেন আমার শ্রেণি শিক্ষিকা সালমা ম...
12/10/2025

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমার ইন্টার লাইফের সবচেয়ে প্রিয় শিক্ষিকাদের একজন ছিলেন আমার শ্রেণি শিক্ষিকা সালমা ম্যাম। ম্যামের শাসনের ভয়ে অনেক সময় রাতে ঘুম আসত না — ভাবতাম, কাল ক্লাসে গিয়ে যদি ম্যাম পড়া ধরেন!
তবুও সেই শাসনের মধ্যেও ছিল অপরিসীম ভালোবাসা ও যত্ন। ❤️

আজকে চেম্বারে দেখা হলো আমার প্রিয় সেই সালমা ম্যাম, সাথে ছিলেন আমার জীবনের আরেক প্রিয় মানুষ, আমার ভাবি ও অধ্যাপক মাহফুজা খাতুন, আর আমার বড় বোন সাকি।
এত প্রিয় মানুষদের একসাথে পেয়ে আজ সত্যিই আমি আনন্দে আত্মহারা।

10/10/2025

নিয়মিত মেছতার চিকিৎসা নিলে মেছতা অনেকটাই কমানো সম্ভব। অনেক সময় রোদে যাওয়া, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ বা ভুল স্কিন কেয়ার রুটিনের কারণে মেছতা বেড়ে যায়। তাই মেছতা কমাতে শুধু ক্রিম বা ঘরোয়া উপায় নয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে কার্যকর সমাধান।

আপনি চাইলে চিন্তা না করে সরাসরি Dr. Rafi Skin & Hair Care-এ আসতে পারেন। এখানে আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক ট্রিটমেন্ট নির্ধারণ করা হয়, যাতে নিরাপদভাবে মেছতার দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।

আমাদের পেজে মেছতা চিকিৎসা নিয়ে অনেক বাস্তব ভিডিও এবং রোগীর অভিজ্ঞতা রয়েছে — চাইলে সেগুলো দেখে নিতে পারেন।
বিশ্বাস রাখুন, নিয়মিত চিকিৎসা ও যত্নের মাধ্যমে মেছতা দূর করা সম্ভব।
Dr. Rafi Skin & Hair Care — আপনার ত্বকের নির্ভরযোগ্য ঠিকানা।

07/10/2025
05/10/2025

“দাদ"এই সমস্যাটি একটি অত্যন্ত জটিল চর্মরোগ। আমাদের দেশে বহু মানুষ এ রোগে ভুগছেন। ভিডিওতে রোগীর অবস্থা চিকিৎসার পূর্বে এবং Dr. Rafi Skin & Hair Care-এ চিকিৎসা গ্রহণের পর কেমন পরিবর্তন এসেছে, তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নিয়মিত চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনায় এ ধরনের রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।”

02/10/2025

ছবিই যখন কথা বলে,পি আর পি চিকিৎসা সেবা ৪ সেশন নেওয়ার পর পেশেন্ট এর পরিবর্তন। চুল পড়া সমস্যার জন্য ,সাথে নতুন চুল গজানোর জন্য পি আর পি চিকিৎসা ই বেস্ট সমাধান।সিরিয়ালের জন্য ইনবক্সে মেসেজ দিবেন না
📞 সরাসরি সিরিয়াল নম্বরে কল করুন: ০১৬১৯০৭৯১৪৪

📍 ঠিকানা: Race-Course, Cumilla

👨‍⚕️ Dr. Samil Rayhan Mazumder Rafi
MBBS, CMU, DOC, PGT (Skin & VD)
HMO, Comilla Medical College

30/09/2025

অনেকেরই ত্বকে ব্রনজনিত সমস্যা দেখা দেয়।
এই সমস্যার সমাধানে আপনারা চাইলে নিম্নোক্ত ৩টি প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করতে পারেন।
আশা করি এতে ভালো ফলাফল পাওয়া যাবে।

সিরিয়ালের জন্য ইনবক্সে মেসেজ দিবেন না
📞 সরাসরি সিরিয়াল নম্বরে কল করুন: ০১৬১৯০৭৯১৪৪

📍 ঠিকানা: Race-Course, Cumilla

👨‍⚕️ Dr. Samil Rayhan Mazumder Rafi
MBBS, CMU, DOC, PGT (Skin & VD)
HMO, Comilla Medical College Hospital

29/09/2025

আজকে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে আমাদের ছোট্ট একটা আয়োজন ছিল দিঘির চাঁপ রেস্টুরেন্টে।
কয়েকদিন আগে আমার ফুপাতো ভাই ইন্তেকাল করেছেন—এ কথা হয়তো অনেকেই জানেন। আজকের এই আয়োজনে আমার ভাবি তার স্বামীর জন্য সওয়াবের নিয়তে এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন।

সবাই আমার ফুপাতো ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্‌ তাআলা এই সওয়াবের উসিলায় তাঁর সমস্ত গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। 🌸
এতিম শিশুদের হাসিতে আজ ভাইয়ের জন্য দোয়ার সওয়াব পৌঁছে যাক—এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।

Dr. Samil Rayhan Mazumder Rafi
MBBS, CMU, DOC, PGT (Skin & VD)
HMO, Comilla Medical College Hospital

27/09/2025

🌸 জুম্মা মুবারক সবাইকে 🌸

আজ Dr. Rafi Skin & Hair Care-এ কোরআনের পাখিদের নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে একটি ছোট্ট আয়োজন করা হয়েছিল✨

কোরআনের পাখিদের সঙ্গে এভাবে কিছু সময় কাটানো হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আত্মার প্রশান্তি আনে। আমি চেষ্টা করি নিয়মিতভাবে এমন আয়োজন করার, ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেন এভাবে আয়োজন চালিয়ে যেতে পারি এ জন্য আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি। 🤲

Address

Daffodils West Race Couse Cumilla
Cumilla
3500

Telephone

+8801619079144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rafi Skin and Hair Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category