Medical Doctor । মেডিকেল ডাক্তার

Medical Doctor । মেডিকেল ডাক্তার জার্মানি ও সুইজারল্যান্ডের হোমিও ঔষধের মাধ্যমে চিকিৎসার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

যৌন রোগের স্থায়ী চিকিৎসা:মোবাইল: 01793416062চলুন আজ আমরা আলোচনা করি হস্তমৈথুন এবং তার ক্ষতিকর দিক নিয়ে।হস্তমৈথুন অনেক য...
23/12/2023

যৌন রোগের স্থায়ী চিকিৎসা:
মোবাইল: 01793416062
চলুন আজ আমরা আলোচনা করি হস্তমৈথুন এবং তার ক্ষতিকর দিক নিয়ে।হস্তমৈথুন অনেক যৌনরোগের প্রধান কারন হয়ে দাঁড়ায়।নিচে হস্তমৈথুনের কয়েকটি ক্ষতিকর দিক তুলে ধরা হল:-
১) লিঙ্গ ছোট হয়ে যায়।
২) অতিরিক্ত হস্তমৈথুন থেকে ধ্বজভঙ্গ হয়ে যায়।
৩) লিঙ্গ বামদিকে বাকা হয়ে যায়।
৪) লিঙ্গ পুরোপুরি শক্ত হয় না ।
৫) বীর্যের ঘনত্ব কমে যায়।
৬) লিঙ্গ চিকন হয়ে যায়।
৭) অনেকের লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হয়ে যায়।
৮) লিঙ্গ নিস্তেজ হয়ে যায়।
৯) দ্রুত বীর্যপাত হয়ে যায়।
১০) বীর্যের পরিমান কমে যায়।
>>যারা হস্তমৈথুন করেন তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বদ অভ্যাসটা পরিত্যাগ করুন।
আর যাদের হস্তমৈথুন করে যৌন সমস্যা দেখা দিয়েছে তারা অতি দ্রুত চিকিত্‍সা করে নিন ।
আপনাদের মধ্যে যারা উপরোক্ত সমস্যাগুলোতে আক্রান্ত তারা ফ্রি পরামর্শ এবং বিশ্ববিখ্যাত জার্মানি মেডিসিন পেতে আমাদের কে ফোন করতে পারেন ।
মোবাইল:-01793416062
((আপনারা যে কোন রোগের জন্য প্রেসক্রিপশন করে নিতে পারবেন))
[সকাল (৭-১২)টা এবং দুপুর (২-৭)টার ভিতরে ফোন করলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন।]
#আমরা অগ্রিম টাকা নেই না।

23/12/2023
আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলের প্রতি। "জার্মান হোমিও হল"   জার্মানি ও সুইজারল্যান্ডের  ঔষধের এক...
02/04/2021

আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলের প্রতি। "জার্মান হোমিও হল" জার্মানি ও সুইজারল্যান্ডের ঔষধের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সম্পূর্ণ খুচরা ঔষধ বিক্রয় করা হয়। আমাদের এখানে রোগীদের offline/online সেবা দেওয়া হয় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ জার্মানি ও সুইজারল্যান্ডের ঔষধ পাঠানো হয়। এখানে অনলাইনে প্রেসক্রিপশনের সুবিধাও রয়েছে ।যারা অনলাইনে প্রেসক্রিপশন করে নিতে চান তারা ভিজিট ফি পরিশোধ করে প্রেসক্রিপশন নিতে পারবেন । আর যারা ঔষধ সংগ্রহ করতে চান তারা বাংলাদেশের যেকোন জায়গা থেকে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ নিতে পারবেন।

আমাদের সকল সেবা সমূহঃ
কিডনি, লিভার, যৌন রোগ, ক্যান্সার, হার্টের ব্লক এবং হার্টের যাবতীয় সমস্যা,বন্ধ্যাত্ব(বিবাহিত মহিলা ও পুরুষ যাদের সন্তান হয়না), চুল পড়া, ব্রণ,আইবিএস(IBS), ব্লাড (HBS Ag positive) , নতুন ও ক্রনিক বা পুরাতন রোগ, মহিলাদের যাবতীয় জটিল ও কঠিন রোগ, শিশুদের রোগ, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, জন্ডিস, ডায়াবেটিস, টিবি রোগ, হাঁপানি, গ্যাষ্টিক-আলসার, একজিমা, মহিলাদের জরায়ুতে ক্যান্সার, জরায়ুর টিউমার, জরায়ুর যাবতীয় সমস্যা,গর্ভবতী নারীদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, ব্রেন টিউমার, কিডনীর পাথর, পিত্ত পাথর, বাতের বেদনা, অর্শ-গেজ(piles), একশিরা, নাকের পলিপাস বা মাংস বৃদ্ধি, হার্নিয়া, টনসিল, আঁচিল বা মেচ, পুরুষদের প্রোস্টেট বৃদ্ধি (যার ফলে প্রস্রাব আটকে হয়), স্ট্রীকচার(মূত্রনালী সরু বা চিকন হয়ে যাওয়া) ইত্যাদি সকল রোগের চিকিৎসা দেয়া হয়।

যে কোন পুরাতন রোগ ও মেডিকেল ফেরত রোগীদের সফল চিকিৎসা করা হয়।

আপনার যেকোন সমস্যার বিষয়ে জানতে কল দিন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন।

ডা: মনিরুল ইসলাম
ডি.এইচ.এম.এস(ঢাকা)।
রেজিঃ নং- 17220.
মোবাইলঃ 01793416062.
ঠিকানাঃ ৩৫২৬, টাকই-চৌমুহনী,
বি-পাড়া, কুমিল্লা।

ইরিটেবল বাওয়েল সিনড্রম – IBSDr.Monirul IslamMobile:01793416062আইবিএস (IBS) কী?ইরিটেবল বাওয়েল সিনড্রম সংক্ষেপে আইবিএস (IB...
20/09/2018

ইরিটেবল বাওয়েল সিনড্রম – IBS
Dr.Monirul Islam
Mobile:01793416062
আইবিএস (IBS) কী?
ইরিটেবল বাওয়েল সিনড্রম সংক্ষেপে আইবিএস (IBS) হচ্ছে অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যা। বিভিন্ন গবেষণায় এর কারণ হিসেবে নানা থিওরি বা ব্যাখ্যা দেওয়া হলেও কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই একে বলা হয় ফাংশনাল গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ডিজঅর্ডার (Functional Gastrointestinal Disorder) । অন্য নামে একে বলা হয় স্পাসটিক কোলন (Spastic Colon). সর্বশেষ ‘Rome III Diagnostic Criteria’ অনুসারে আইবিএসকে বর্ণনা করা হয় এভাবে-
বারবার পেট ব্যাথা বা অস্বস্তি যদি মাসে কমপক্ষে তিন দিন সর্বশেষ তিন মাসে দেখা যায় এবং সেই সাথে আরো দুই বা ততোধিক লক্ষণ থাকে, যেমন- মলত্যাগের পর অবস্থার উন্নতি হওয়া, মলত্যাগের পরিমাণ বেড়ে যাওয়া বা মলের ঘনত্ব ও অবস্থার পরিবর্তন হওয়া- তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে আপনি ইরিটেবল বাওয়েল সিনড্রমে ভুগছেন।

কোথায় ও কাদের বেশি হয়?
সারা বিশ্বে প্রায় ১১ ভাগ লোক এই সমস্যায় ভোগেন। যার মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকায়, যেখানে প্রায় ২১ ভাগ মানুষের মধ্যেই এই রোগ দেখা যায়। তবে দক্ষিণ এশিয়ায় এর সংখ্যা কিছুটা কম যা প্রায় ৭ ভাগ।

গবেষণায় দেখা গেছে ২০-৪০ বছর বয়সী মানুষের বিশেষ করে নারীদের মধ্যে এ সমস্যাটি বেশি দেখা যায়।

রোগের লক্ষণ:
>) পেট ব্যাথা বা অস্বস্তি যা মলত্যাগের ফলে কমে যায়
>) মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, এ ছাড়া পাতলা পায়খানা অথবা পায়খানা শক্ত হয়ে যাওয়া। কোনো কোনো ক্ষেত্রে দুটি একসাথেও থাকতে পারে।

অন্যান্য লক্ষণ:

1)তলপেটে ব্যথা হয়। ব্যথা মোচড় দিয়ে শুরু হয় এবং পায়খানা করার পর ব্যথা কমে যায়।

2) পেটের মধ্যে সারা দিন বুদবুদ আওয়াজ হতে থাকে। মনে হয় পেটের মধ্যে গ্যাস ভরে আছে।

3) কখনো পাতলা পায়খানা, কখনো কষা পায়খানা (কনস্টিপেশন) হয়। তবে কারো কারো ক্ষেত্রে সব সময় পাতলা পায়খানা বা কষা পায়খানা হয়।

4) যাদের সব সময় পাতলা পায়খানা হয় তাদের ক্ষেত্রে প্রথমে পেটে ব্যথা হয় এবং পরে পাতলা পায়খানা হওয়ার পর তা কমে আসে। ঘন ঘন বাথরুমে যেতে হয় এবং প্রতিবার খুব অল্প পরিমাণে পায়খানা হয়।

5) ঘুমের মধ্যে সাধারণত কখনোই পায়খানার বেগ হয় না।

6) পায়খানার সময় প্রচুর পরিমাণে আম বা মিউকাস যায়। আম যায় বলে অনেকে অজ্ঞতাবশত একে আমাশয় বলে।

7) যাদের কষা পায়খানার প্রবণতা বেশি তারা পেটে ব্যথা নিয়ে টয়লেটে গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেও অতৃপ্তি নিয়ে টয়লেট থেকে বের হতে হয়।

8 )পায়খানা সমস্যা থাকলেও এসব রোগীর ওজন তেমন হ্রাস পায় না।

9) পায়খানার সমস্যার পাশাপাশি এসব রোগীর ক্ষুধামন্দা, ঘন ঘন প্রস্রাব হওয়া, মাথা ব্যথা, পিট ব্যথা, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া।

রোগের কারণ
যদিও মূল কারণ জানা যায়নি তবুও এর কারণ হিসেবে নানাবিধ থিওরি বা ব্যাখ্যা দেওয়া হয়। যেমন-
>) মস্তিষ্ক-অন্ত্র চক্র বা অক্ষে জটিলতা: মস্তিষ্ক অন্ত্রের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, আবার অন্ত্র মস্তিষ্ককে প্রভাবিত করে। এভাবে মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে যে চক্র বা অক্ষ গড়ে ওঠে, সেই চক্রে বা অক্ষে ত্রুটির জন্য এটি হতে পারে বলে ধারণা করা হয়।
>) হাইপোথেলামাস-পিটিউটারি অক্ষে জটিলতা: Stress বা চাপ আইবিএস এর সমস্যা বাড়িয়ে দেয়। এর কারণ হিসেবে দেখা যায় Stress বা চাপ হাইপোথেলামাস-পিটিউটারি অংশের এবং সিমপেথেটিক নার্ভাস সিস্টেমের কার্যকারিতা বাড়িয়ে দেয়।
>) অন্ত্রের সক্রিয়তার পরিবর্তন: অন্ত্রের সক্রিয়তার পরিবর্তনও এ রোগের অন্যতম একটি কারণ। যেমন- অন্ত্রের অধিক সংযোজনশীলতা, অন্ত্রের প্রদাহ, শরীরের রোগ-প্রতিরোধ ব্যবস্থার অতিরিক্ত কার্যকারিতা, ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি, আইলিয়াম (Ilium) এ সেরটনিন (Serotonin) পরিবহনকারীর (transporter) অতিরিক্ত বৃদ্ধি, অতিরিক্ত সাইটোকাইন (Cytokine)।
>) বংশগত: যেমন-২৮৬ জিন ডায়রিয়া প্রধান আইবিএসএ দেখা যায়।

বর্তমান ধারণা
>) অন্ত্রের স্বাভাবিক ভাবে উপস্থিত ব্যাকটেরিয়ার (Bactorial florae) মধ্যে সমস্যা, যেমন- Backterioidetes ব্যাকটেরিয়ার সংখ্যা হ্রাস
>) মস্তিষ্কের গ্রে মেটারের মধ্যে পরিবর্তন বিশেষ করে নারীদের।

কখন শুরু হয়?
সুনির্দিষ্ট কারণ না থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়-
>) জীবাণু সংক্রমণের পর: ১০ ভাগ ক্ষেত্রে দেখা যায় অন্ত্রের জীবাণু সংক্রমণের পর আইবিএস শুরু হতে পারে। কোনো কোনো প্রোটোজোয়া যেমন- Blastocystis hominis, Dientamoeba Fragilis এর সংক্রমণের পর আইবিএস শুরু হতে পারে।
>) দীর্ঘদিন জ্বরে ভোগার পর
>) দুঃশ্চিন্তা বা বিষন্নতায় ভোগার ফলে
>) এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এ রোগ দেখা দিতে পারে।

শ্রেণিবিন্যাস
>) আইবিএস-ডি (IBS-D) যেখানে ডায়ারিয়া বা পাতলা পায়খানা প্রধান সমস্যা
>) আইবিএস-সি (IBS-C) যেখানে কোষ্ঠকাঠিন্য প্রধান
>) আইবিএস-এম (IBS-M) কখনো পায়খানা পাতলা হয় আবার কখনো কোষ্ঠকাঠিন্য থাকে
>) আইবিএস-ইউ (IBS-U) এটাকে কোনো বিশেষ শ্রেণিতে ফেলা যায় না
>) আইবিএস-পিআই (IBS-PI) এটা ইনফেকশনের পর শুরু হয়।

পরীক্ষা-নীরিক্ষা
রোগ নির্ণয়ে কোনো বিশেষ পরীক্ষা-নীরিক্ষা নেই। মূলত রোগের লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা হয়। তবে এই লক্ষণগুলো অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে দেখা দিয়েছে কিনা যেমন-জিয়ারডিয়াসিস (Giardiasis), সিলিয়াক ডিজিস (Coeliac Disease), পিত্তথলীল পাথর (Gall Stone), বিলিয়ারি ডিজিস (Billiary Disease) তা দেখার জন্য কিছু পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন হয়। যেমন-
>) মল পরীক্ষা (Stool R/M/E)
>) রক্ত পরীক্ষা (CBC)
>) লিভার বা যকৃত পরীক্ষা (LFT)
>) আলট্রাসনোগ্রাম (USG)
>) অ্যান্ডোসকপি (Endoscopy)
>) হাইড্রোজেন ব্রেদ টেস্ট ইত্যাদি।

চিকিৎসা:
আই বি এস এর জন্য জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ খান। ইনশাল্লাহ স্থায়ী ভাবে সুস্থ হয়ে যাবেন কারো কোনো পরামর্শের প্রয়োজন হলে আমাকে ফোন দিন।
Dr.Monirul Islam
Mobile- 01793416062

খাদ্যাভাসের পরিবর্তন
খাদ্যাভাসের পরিবর্তন করেও এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। সে দিক থেকে যেসব খাবারে এই সমস্যা বাড়ে এসব খাবার পরিহার করতে হবে। যেমন- দুধ বা দুধ জাতীয় খাবার, কিছু কিছু শাক, ভাজা-পোড়া ও তৈলাক্ত খাবার, কৃত্রিমভাবে তৈরি চিনি, ক্যাফেইন জাতীয় খাবার, মদ জাতীয় পানীয়। এ ছাড়া খাদ্যের একটি ডায়েরি বা নিয়ম মেনে চললে উপকার পাওয়া যেতে পারে।

ভালো লাগলে পোস্ট টি অবশ্যই শেয়ার করুন :

 #যৌন সমস্যার স্থায়ী সমাধান-Dr.Monirul IslamMobile :01793416062 #চলুন আজ আমরা আলোচনা করি হস্তমৈথুন এবং তার ক্ষতিকর দিক ন...
13/10/2017

#যৌন সমস্যার স্থায়ী সমাধান-
Dr.Monirul Islam
Mobile :01793416062
#চলুন আজ আমরা আলোচনা করি হস্তমৈথুন এবং তার ক্ষতিকর দিক নিয়ে।!!
১) লিঙ্গ ছোট হয়ে যায়।
২) অতিরিক্ত হস্তমৈথুন থেকে ধ্বজভঙ্গ হয়ে যায়।
৩) লিঙ্গ বামদিকে বাকা হয়ে যায়।
৪) লিঙ্গ পুরোপুরি শক্ত হয় না ।
৫) বীর্যের ঘনত্ব কমে যায়।
৬) লিঙ্গ চিকন হয়ে যায়।
৭) অনেকের লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হয়ে যায়।
৮) লিঙ্গ নিস্তেজ হয়ে যায়।
৯) দ্রুত বীর্যপাত হয়ে যায়।
১০) বীর্যের পরিমান কমে যায়।
>>যারা হস্তমৈথুন করেন তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বদ অভ্যাসটা পরিত্যাগ করুন।
আর যাদের হস্তমৈথুন করে যৌন সমস্যা দেখা দিয়েছে তারা অতি দ্রুত চিকিত্‍সা করে নিন ।
আপনাদের মধ্যে যারা উপরোক্ত সমস্যাগুলোতে আক্রান্ত তারা পরামর্শ এবং জার্মানি মেডিসিন পেতে আমাদের কে ফোন করতে পারেন ।
Dr Monirul Islam
মোবাইল:-01793416062
[সকাল (৭-১২)টা এবং দুপুর (২-৭)টার ভিতরে ফোন করলে সরাসরি ডাক্তার সাথে কথা বলতে পারবেন। ]

 #যৌন সমস্যা দেখা দিয়েছে !১) লিঙ্গ ছোট হয়ে গেছে ?২) লিঙ্গ বামদিকে  বাকা হয়ে গেছে ?৩) বীর্য দূর্বল হয়ে গেছে ?৪) বীর্যের ঘ...
22/05/2017

#যৌন সমস্যা দেখা দিয়েছে !
১) লিঙ্গ ছোট হয়ে গেছে ?
২) লিঙ্গ বামদিকে বাকা হয়ে গেছে ?
৩) বীর্য দূর্বল হয়ে গেছে ?
৪) বীর্যের ঘনত্ব কমে গেছে ?
৫)লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হয়ে গেছে ?
৬) লিঙ্গ নিস্তেজ হয়ে গেছে ?
৭) দ্রুত বীর্যপাত হয়ে যায় ?
৮) লিঙ্গ ঠিকমত শক্ত হয় না ?
যারা উপরোক্ত সমস্যাগুলোতে আক্রান্ত তারা ফ্রি পরামর্শ এবং বিশ্ববিখ্যাত জার্মানির মেডিসিন পেতে আমাদের কে ফোন করতে পারেন ।
ডাঃ মনিরুল ইসলাম
মোবাইল:-01793416062
[সকাল (৭-১২)টা এবং দুপুর (২-৭)টার ভিতরে ফোন করলে সরাসরি ডাক্তার সাথে কথা বলতে পারবেন।
#কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ঔষধ পাঠানো হয়।

রোগীর নাম:-আ......রবয়স:-২৯সমস্যা:-সে অনেকদিন ধরে দ্রুত বীর্যপতন এবং লিঙ্গের শিথিলতা(লিঙ্গ পুরোপুরি শক্ত না হওয়া)অর্থাত্‍...
07/02/2017

রোগীর নাম:-আ......র
বয়স:-২৯
সমস্যা:-সে অনেকদিন ধরে দ্রুত বীর্যপতন এবং লিঙ্গের শিথিলতা(লিঙ্গ পুরোপুরি শক্ত না হওয়া)অর্থাত্‍ ধব্জভ্ঙ্গ সমস্যায় ভুগছিল ।একটু উত্তেজনা অনুভব করলে তার কাপড় নষ্ট হয়ে যেত । ১ মিনিট ও স্ত্রীকে আনন্দ দিতে পারে না ।
আমার কাছে আসার পর আমি তাকে লক্ষণ অনুযায়ী Pollon drops( জার্মানি ) এবং Coni-mac ঔষধ দিয়ে বিদায় করি।২০-২৫ দিন ঔষধ খাওয়ার পর সে আল্লাহর মেহেরবানীতে সম্পূর্ন সুস্হ হয়ে যায়।
আপনাদের যে কোন সমস্যায় পরামর্শ এবং জার্মানি মেডিসিন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Dr. Monirul Islam
Mobile:-01793416062
[সকাল (৭-১২)টা এবং দুপুর (২-৭)টার ভিতরে ফোন করলে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন।]
#আমরা অগ্রিম টাকা নেই না।

Address

Takoi-chowmohoni Rd
Comilla
3526

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801793416062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Doctor । মেডিকেল ডাক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medical Doctor । মেডিকেল ডাক্তার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category