06/03/2024
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রিয় ফল ছিলো খেজুর। স্বাদে,গুণে ও পুষ্টিতে ভরপুর খেজুর। মরুর বুকে নানান জাতের খেজুর দেশে আসতে আসতে দাম বেড়ে যায় বহুগুন। ডিলারের থেকে পাইকার আড়ত সেখান থেকে খুচরা খুচরা থেকে কাস্টোমারের হাতে... এভাবে ৫০০/- টাকার খেজুর হয়ে যায় ১৫০০/- টাকা! এসবের মাঝেও রোজা আসলে দেশের সিন্ডিকেট তো আছেই দাম বাড়ানোর জন্য। কারণ ওদের ব্যবসা হয় রোজাকে ঘিরে। কিন্তু আমাদের ব্যবসায় বারাকাহ থাকে সারাবছর কারণ এই ব্যবসার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, সাধ্যের মধ্যে ক্রেতারা কিনে খেয়ে যেনো তৃপ্তি পান...।
এবছর খেজুরের দামে আগুন। হয়তোবা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাদের জঘন্য কোন মন্ত্র। একজন রোজাদার সারাদিন রোজা রেখে তৃপ্তি সহকারে খেজুর দিয়ে ইফতারি শুরু করবে... অথচ এবার খেজুর কিনতেও সবাই আতংকিত। বিশেষ করে যারা হালাল আয় করেন তাদের জন্য কষ্টেরও ব্যাপার যে এতোদামে খেজুর কেনা! তবে কেউ খেজুর খেতে পারবে না! এ খবর শুনলেও মন খারাপ হয়ে যাবে।...
আমরাও আমাদের হাতিয়ার প্রস্তুত করলাম। পাইকারী দামে এবার খুচরা সেল করবো। প্রতি কেজি খেজুর পাইকারী দামে যে কেউ যতোটুকু ইচ্ছা নিতে পারবেন।
স্বাদে ও গুণগত মানে বিন্দুমাত্র কার্পণ্য করিনি কখনো।
ইফতার শুরু হোক সাধ্যের মধ্যে থাকা উন্নত মানের খেজুর দিয়ে ... ইন শা আল্লাহ।
(প্রতিটা ছবির ক্যাপশনে দাম দেয়া আছে, বিস্তারিত জানতে ও অর্ডার করতে পেইজে মেসেজ করতে হবে।)