লোকমান হোমিও মেডিকেশন সেন্টার

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • লোকমান হোমিও মেডিকেশন সেন্টার

লোকমান হোমিও মেডিকেশন সেন্টার Want to learn about Health & Cure.

অমার হোমিওপ্যাথির দিশারী ডা. মুহিব্বুর রহমান স্যার 🌿❤️🎊সেমিনারে যেসকল  ডাক্তার ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন- তাদেরকে অগ্র...
09/10/2025

অমার হোমিওপ্যাথির দিশারী ডা. মুহিব্বুর রহমান স্যার
🌿❤️🎊
সেমিনারে যেসকল ডাক্তার ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন- তাদেরকে অগ্রিম শুভেচ্ছা 🌿🎊

22/09/2025

কোন প্যাথি'ই ১০০% স্বয়ংপূর্ণ নয়।
হোমিওপ্যাথিতে অনেক ভালো কার্যকরী ঔষধ আছে।
কিন্তু ঔষধ প্রয়োগকারী ভালো মানের চিকিৎসকের কিছুটা ঘাটতি আছে।
ভালো মানের ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক থেকে সেবা নিলে অবশ্যই এটি থেকে সুফল পাওয়া সম্ভব। 🌿🎊

16/09/2025

আমার হোমিওপ্যাথির প্রিয় শিক্ষক-
Drmohibbur Rahman স্যারের সহধর্মিণী ইন্তেকাল করেছেন।
আল্লাহ্‌ খালাম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুক-আমিন।

31/08/2025

🌿 ⛔গোড়ামী-হোমিওপ্যাথিকে দুর্বল করার অন্যতম কারন

অনেক হোমিও চিকিৎসক আছেন যারা এখনো মনে করেন “আমি তো only symptoms দেখি, প্যাথলজি আমার দরকার নাই।” তারা ধরেই নেন প্যাথলজি মানেই এলোপ্যাথি, আর হোমিও মানেই শুধুই লক্ষণ। এটা হোমিওপ্যাথির একটা গভীর ভুল ব্যাখ্যা।

এই ভুলে না শুধু রোগী বঞ্চিত হন, চিকিৎসকও নিজের দক্ষতা সীমাবদ্ধ করে ফেলেন। অথচ হ্যানিম্যান নিজেই Organon (Aphorism 71-80) তে বলেছেন প্রত্যেক রোগের সঠিক চিত্র গঠনে কেবল লক্ষণ না, রোগের স্বরূপ (Totality of phenomena) জানতে হবে। এবং তার জন্য Anatomy, Physiology, Pathology জানা আবশ্যক।

প্রথমে বুঝতে হবে হোমিওপ্যাথি কেবল subjective complaints দেখার প্যাথি নয়। Objective understanding, diagnostic interpretation এইগুলোকে বাদ দিলে এক সময় রোগের প্রকৃত চিত্র চোখের আড়াল হয়ে যায়।

ধরুন রোগী বারবার জ্বর নিয়ে আসে। আপনি রোজ সিম্পটম দেখে China, Natrum mur, Rhus tox দেন। কিন্তু জানেনই না তার শরীরে কোথায় সমস্যা। হয়তো সে Visceral leishmaniasis এর early phase-এ আছে। আপনি যদি pathology না বোঝেন, তাহলে এই জ্বরের spleen enlargement, Hb drop, leukopenia আপনার চোখ এড়িয়ে যাবে।

ঠিক তেমনি ধরুন একটা মেয়ে প্রায়ই লিকোরিয়া নিয়ে আসে। আপনি Pulsatilla, Sepia, Calcarea দিয়েই যাচ্ছেন। কিন্তু আপনি যদি pelvic scan না বুঝেন, আপনি যদি PID বা Endometriosis এর pathology না চিনেন তাহলে আপনি শুধু discharge কমাতে পারলেন, disease process নয়।

JT Kent নিজেই তার Materia Medica ও Lectures-এ বারবার বলেছেন – "Understanding the tissue changes, pathological states and organ involvement helps a physician apply the simillimum more accurately." অর্থাৎ শুধু মাইন্ড নয়, শুধু modalities নয় রোগ কোথায়, কীভাবে ক্ষতি করছে সেটাও জানা চাই।

ডাঃ Boericke তাঁর “Compend of the Principles of Homoeopathy” বইয়ে বলছেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে চিকিৎসা করতে হলে শুধু মেটেরিয়া মেডিকা না, pathology-র গভীর জ্ঞানও থাকতে হবে। কারন আপনি যদি রোগের direction না বোঝেন, তাহলে ওষুধ দেবার পর রোগে কোন রকম পরিবর্তন আসছে কিনা সেটা বুঝবেন কীভাবে?

আপনি যদি বুঝতেই না পারেন এটা reversible condition নাকি irreversible destruction, তাহলে Lachesis দিয়ে ব্লাড প্রেসার কমেছে বলে খুশি হবেন, অথচ ভিতরে হয়তো hemorrhagic stroke হয়ে গেছে।

আরেকটা উদাহরণ ধরুন একজন রোগীর বারবার dyspepsia হচ্ছে। আপনি Nux, Lycopodium, Carbo veg দিচ্ছেন। কিন্তু আপনি যদি না বোঝেন এটা একটা early pancreatic insufficiency, বা occult gastric ulcer, তাহলে কেবল symptomatic relief দেবেন, রোগকে নয়।

হোমিওপ্যাথিতে প্যাথলজি জানা মানে এলোপ্যাথি শেখা নয়। এটা হচ্ছে রোগকে তার science দিয়ে চেনা, আর চিকিৎসা করা তার art দিয়ে। এটা জানা দরকার যে কার liver fibrosis, কার fatty liver, কার cholestasis। আপনি যদি মাত্র jaundice দেখে Carduus মারেন, কিভাবে জানবেন এটা obstructive না infective না hepatic?

Dr. Dunham তাঁর Lectures on Materia Medica বইয়ে বলেন হোমিওপ্যাথিতে clinical medicine এবং pathology জানা থাকলে ওষুধের নির্বাচনে physician এর সঠিক দৃষ্টি তৈরি হয়। কারণ ওষুধ নির্বাচনে কেবল যে লক্ষণ লাগে তা নয়, তার medical significance বোঝাটাও সমান জরুরি।

তাই যারা এখনো মনে করেন “আমি তো রোগের নাম জানি না, শুধু লক্ষণ দেখেই ওষুধ দিই” তারা নিজেদের চিকিৎসাকে আধা করে ফেলছেন। আপনি হোমিওপ্যাথ, আপনি modern diagnostics reject করেন নি, বরং আপনি বুঝে ওষুধ দেন। এজন্যই হ্যানিম্যান বলেছেন – একজন সত্যিকারের চিকিৎসক হবে observer, diagnostician এবং healer এই তিনের সমন্বয়েই প্রকৃত চিকিৎসা হয়।

একজন প্রকৃত হোমিওপ্যাথ কখনো অন্ধভাবে লক্ষণ দেখে চিকিৎসা করেন না। তিনি রোগের নাম জানেন, রোগের কাঠামো বোঝেন, প্যাথলজি বোঝেন, আর তবেই দেন সেই ওষুধ যা রোগীকে কেবল আরাম দেয় না, আরোগ্য করে।

Collected

29/08/2025

সালফারের ছদ্মবেশী চরিত্র এবং মানসিকতা

১) ডা. রাধারমন বিশ্বাস তার মানসিক মনোব্যাধি বইতে লিখেছেন, সালফার একটা ভন্ড প্রতারক, সে নিজের কু চরিত্র ঢেকে রেখে মানুষকে দেখায় আমি কত পন্ডিত। সে নিজেকে হুজুর তাবিজ কবস, ঝাড়ু সাধু পন্ডিত, দেবতা বানায় মানুষের মাঝে, কিন্তু ভিতরে থাকে তার একটা ভন্ড চরিত্র। আর তাহা হইল,মন দখল করে সুন্দরী নারীকে বস করা এবং, শারীরিক সম্পর্কে লিপ্ত করা।
ডা. রাধারমন বিশ্বাস তার মনোব্যাধি বইতে আমার ৩০ বছরের অভিজ্ঞতায় ব্যাখ্যা করেছিলেন, কোন নারী পুরষকে সে বসে আনতে না পারিলে তাকে হুমকি ভিতি প্রদর্শন করে তার দূর্বলতার স্থানে, কারন সে আমি দেবতা বা হুজুরকে আমার তাবিজ হাতের রেখা কবিরাজি পন্ডিত বিশ্বাস করে ফেলেছে ।অতঃপর সালফার কু চিন্তা সোরার রাজা ভন্ড তার শারীরিরে স্পর্শ করে বিভিন্ন কথা বলতে থাকে, তুমি সুন্দর,তুমি সুধু আমার আমি তোমাকে ভালবাসি এগুলি সব মিথ্যা, এগুলি তাকে বস করার কৌশল মাত্র। তার ভিতর থাকে সবই ভুল ভুল উদ্দেশ্য একটাই তাকে সহবাস করে তাকে চুষে খাওয়া।
ডা. রাধারমন তার চরিত্র একটি গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন,যদি সে নারী তার বসে আসতে না পারে তাহলে তাকে ভয়, দেখায় তুমি যদি রাজি না হও তাহলে আমি আগামীকাল সমগ্র মহিলাদের সামনে বলে দেব তুমি একটা খারাপ চরিত্রের নারী, গ্রামে তোমার এক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে যা তুমি দেবতার,আমি হুজুরের সামনে স্বীকার করেছো তখন তোমার লজ্জা সরম মান হুস কোথায় থাকবে, এই ভয়ে আর ওমনি সে রাজি হয়,।আপনি এসব বলতে যাবেন না আমি এমন নয়,।তাহলে তুমি রাজি হয়ে যাও। আসো সোনা কাছে আসো, আস্তে আস্তে ধরে বসে, এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে, প্রায় এমন ভাবে সহবাস করে তাকে ভোগ করতে থাকে একটা সময় সম্পুর্ন ছেড়ে আরেকজনকে ধরে। এটা সোরা মায়াজম কুচিন্তা ১৪ আনা হিসেবে ধরেছেন মহামান্য হ্যানিম্যান।

২) এবার আসি হেরিংস গাইডিং থেকে,হেরিং বলেছেন He is very selfish সালফার একজন,চরম স্বার্থপর, পরছিদ্রান্বেসী অতি ছোট জিনিস বড় করে ভাবা, এবং পরকে ছোট করা হেয় করা তার কাজ। কারন সে নিজেকে শেরা হিসেবে পরিচয় দেয় অন্যের সামনে এর পিছনে থাকে তার ছোট বড় বহু স্বার্থ।

৩) ডা. নীলমনি ঘটকের মতে সে নিজের গন্ধ নিজে শোকে, ভন্ড প্রতারক নামাজ প্রার্থনা করে মানুষকে দেখানোর জন্য, উদ্দেশ্য ভিতরে সার্থ হাসিল করা। দেখায় মহাজ্ঞানী অথচ ফুটপাতের দ্রব্য ভক্ষনে তার লজ্জা নাই, এটা তার হইতে পারে ছোট স্বার্থ। যেমনটা ছেড়া জুতা পরিয়া নিজেকে প্রনিপ্রধান মনে করা। কারোর দোষ বদনাম করা তার নিত্য অভ্যাস। কিন্তু প্রশংসা করা তার স্বার্থ অভ্যাস, যে যতটা প্রশংসার দাবীদার তার ততটুকু প্রশংসা করা উপযুক্ত। কিন্তু অতিরিক্ত প্রশংসা সালফারের রোগী করে থাকে এর কারন ভিতরে তাহার একটা উদ্দেশ্য প্রণীত থাকে, কোন না কোন স্বার্থ নারী হাসিল কি দ্রব্য হাসিল। চানক্য নীতি কেহ পড়েছেন কি না জানি না, আমি কয়েকবার পড়েছি, সেখানে পন্ডিত চানক্য বলেছে কারন ছাড়া অতিরিক্ত প্রশংসা করলে বুঝবেন উদ্দেশ্য খারাপ।

৪) ডা. জেমস টাইলার কেন্টের মতে = ছেড়া ছিন্ন বস্ত্র পরিয়া নিজেকে পন্ডিত মনে করা তার কাজ।, চেয়ারে বসে সামনের দিকে ঝুকে বসে কেহ বা পিছনে চেয়ারে হেলান দিয়ে রাজা সাজে। সকলে আমাকে পন্ডিত মনে করুন।
৫) এন সি ঘোষের মতে, সে হাটার সময় মাথা নুয়ে এককথায় রাস্তার দিকে মাথা গুজে চলে। নোংরা নানুষ ভাব দেখায় বড় বড়,। স্বান করতে চাহে না।

৬) ডা.বাটলার এর মতে সালফার পুরুষ ঘন ঘন মেয়েদের শরীরে হাত দ্বারা প্রথম স্পর্শ করে যা তার প্রথম পথ চলা একে একে মানিয়ে নেওয়া, এর পর বড় পদক্ষেপ। মনে রাখবেন মানুষের যাবতীয় খারাপ কাজের পিছনে সোরা মায়াজম ১৪ আনা, আর বাকি ২ আনা সাইকোসিস, সিফিলিস। হ্যানিম্যান বলেন সোরা যদি না থাকিত বাকি গুলো হয়তো আসিত না।
৭) ডা. হর্নবার্গ বলেন, সালফার হাটিবার সময় পা ফেলে ঝোকে ঝোকে শরীরটা একটা দোলা দিয়ে। তার শরীরের বিভিন্ন অংশ থেকে গন্ধ বের হতে থাকে, সেটাতে তার অসহ্য হয় না বরং তা সে পছন্দ করে।

৮) S k Dubey বলেন Everything seems full of beauty সে সবকিছু কে সুন্দর মনে করে, ভন্ড সাহিত্যক, কবিতা ছুড়ে উদ্দেশ্য উন্যকে আসে আনা। Nothing appeals to him. অন্যদের প্রাধান্য দেয় না তাদের কথা বলার সুযোগ দেয় না। একাই বলতে চায়।

৯) ডা. স্টাফ বলেন, He is very much lascivious person, সে খুব কামুক রোগী। He wants to cover all women persons for coition and wants to take from women things by make her hand. সে সকল নারীকে বসে আনতে চায় সহবাস অভিসন্ধি করিবার জন্য। এবং বিভিন্ন খাদ্য, খেতে চায় তার নিজের হাতের তৈরি দ্রব্য। আবার সকলকে প্রশংসা করে তবে তাহা মন হইতে নহে, পিছনে তাহার স্বার্থ রহে।
Collected

ডাক্তার পদবী নিয়ে আবার টানাটানি 📣😢⛔
18/08/2025

ডাক্তার পদবী নিয়ে আবার টানাটানি 📣😢⛔

20/06/2025

#এখনটিভি ুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে 'স্ক্যাবিস' | Cumilla News | Medical News | Scabies | Ekhon TVFirst-ev...

জরুরীঃArum Dracontium QCoridallis Formosa Qএই মেডিসিন গুলো কার কাছে পেতে পারি??(আমার কাছে New Potency আছে)
10/05/2025

জরুরীঃ
Arum Dracontium Q
Coridallis Formosa Q
এই মেডিসিন গুলো কার কাছে পেতে পারি??

(আমার কাছে New Potency আছে)

Magic of Homoeopathy 🌿❤️Different Between 1st Visit & 2nd Visit.According to Symptoms Prescribed Medicine are in Comment
10/04/2025

Magic of Homoeopathy 🌿❤️

Different Between 1st Visit & 2nd Visit.
According to Symptoms Prescribed Medicine are in Comment

🌿⛔ফ্যাটি লিভার ঠেকাতে যেসকল খাবার এড়িয়ে চলা উচিত। 💊 চিনিযুক্ত খাবার,সোডা, ক্যান্ডি, ডেজার্ট, চিনিযুক্ত জুস, চর্বিযুক্ত...
20/02/2025

🌿⛔
ফ্যাটি লিভার ঠেকাতে যেসকল খাবার এড়িয়ে চলা উচিত।

💊 চিনিযুক্ত খাবার,সোডা, ক্যান্ডি, ডেজার্ট, চিনিযুক্ত জুস, চর্বিযুক্ত খাবার মাখন, ঘি, পনির, রেড মিট।

💊 অতিরিক্ত তেল-মশলা
অতিরিক্ত তেল-মশলা খাওয়ার ফলে লিভারে মেদ জমে তা হল 'নন-অ্যালকোহলিক' ফ্যাটি লিভার

💊 সফট ড্রিংক্স, ও সুইটেন্ড এনার্জি ড্রিংক্স, সয়াবিন রিফাইন্ড অয়েল,
চকোলেট-আইসক্রিম,
পিৎজা, পাস্তা ও বার্গার এসব গুলো পরিহার করুন।

💊 ফ্যাটি লিভার ঠেকাতে করণীয়:-
উদ্ভিদের খাবারে মনোযোগ দিন।
ফল, শাকসবজি, গোটা শস্য, বাদাম, বীজ এবং লেবুগুলিকে অগ্রাধিকার দিন,চর্বিহীন মাংস বেছে নেওয়া উচিত

💊 পরিমিতভাবে ভাত খেতে পারেন, বিশেষ করে ব্রাউন রাইস বেছে নিন

💊 লিভারের স্বাস্থ্যকে উন্নত করতে হলুদ, দুধের থিসল এবং ওমেগা -3 ফ্যাটি অ্যাসিড খেতে পারেন।

⛔ফ্যাটি লিভার নিয়ে সতর্ক না হলে লিভার সিরোসিসও হয়ে যেতে পারে।

Collected & Edited

Address

Paduarbazar Bishwaroad
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 12:00
16:00 - 21:00
Tuesday 09:00 - 12:00
16:00 - 21:00
Wednesday 09:00 - 12:00
16:00 - 21:00
Thursday 09:00 - 12:00
16:00 - 21:00
Friday 16:00 - 21:00
Saturday 09:00 - 12:00
16:00 - 21:00
Sunday 09:00 - 12:00
16:00 - 21:00

Telephone

+8801771770044

Website

Alerts

Be the first to know and let us send you an email when লোকমান হোমিও মেডিকেশন সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লোকমান হোমিও মেডিকেশন সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram